BCS Question | Online Preparation
BCS Question
Primary Question
Ask Question
Tag:
জানুয়ারি-জুন ও এপ্রিল-জুন ২০১৯
জানুয়ারি-জুন ও এপ্রিল-জুন ২০১৯
Start Quiz
Page 1 of 60
১. প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম কী?
ABC (Atanasof Barry Computer)।
Page 2 of 60
২. ফার্মওয়্যার কী?
ফার্মওয়্যার হলো এক বিশেষ ধরণের সফটওয়্যার যেটা বিশেষ ধরণের হার্ডওয়্যারকে নির্দেশ করে তৈরি করা হয়। ফার্মওয়্যার ROM এ থাকে।
Page 3 of 60
৩. ডিজিটাল কম্পিউটারের মূলভিত্তি কী?
IC (Integrated Circuit).
Page 4 of 60
৪. আই.পি.এস (IPS) কী?
আই.পি.এস এর পূর্ণনাম হলো ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই (Instant Power supply)।
Page 5 of 60
৫. ফর্মুলা কী?
ফর্মুলা অর্থ সূত্র।
Page 6 of 60
৬. ডাটাবেসের বিভিন্ন উপাদানগুলো কী কী?
টেবিল, ফিল্ড, রেকর্ড, ডাটা ইত্যাদি।
Page 7 of 60
৭. রিসাইকেল বিন (Recycle Bin) কী?
ডিলিট করা ডাটা সংরক্ষণ করা ও পুনরায় ফিরিয়ে দেওয়া।
Page 8 of 60
৮. ফোল্ডার তৈরি করা হয় কীভাবে?
মাউস এর ডান বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার।
Page 9 of 60
৯. Slide design কী?
পাওয়াপয়েন্ট এ স্লাইডকে সুন্দরভাবে সাজানো।
Page 10 of 60
১০. অন-লাইন সংযোগ বলতে কী বোঝায়?
কম্পিউটার এর সাথে মোডেম বা ইন্টারনেট কানেকশন।
Page 11 of 60
১১. MS-Access-এ ক্যুয়েরি (Query) বলতে কী বোঝায়?
একাধিক টেবিল থেকে কোন তথ্য খুজে বের করা।
Page 12 of 60
১২. দুটি Spreadsheet software-এর নাম লেখ?
MS Excel, Quartropro .
Page 13 of 60
১৩. Merge cell-এর কাজ কী? একাধিক সেল একত্রিত করা।
একাধিক সেল একত্রিত করা।
Page 14 of 60
১৪. কম্পিউটার সংগঠনের প্রধান অংশ …………………… টি।
৩ (তিন)
Page 15 of 60
১৫. মাল্টিমিডিয়া শব্দের অর্থ ……………………।
বহুমাধ্যম।
Page 16 of 60
১৬. উইন্ডোজ স্ক্রীন …………………… করা যায়।
কাস্টমাইজ।
Page 17 of 60
১৭. কোনো কোনো মাউসের মাজখানেও …………………… বাটন থাকে।
ক্লিক।
Page 18 of 60
১৮. Virus শব্দের পূর্ণরূপ ……………………।
Vital Information Resources Under Seize
Page 19 of 60
১৯. ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক এর সংক্ষিপ্ত রূপ হলো ……………………।
ইন্টারনেট
Page 20 of 60
২০. নতুন প্রেজেন্টেশন তৈরির জন্য …………………… ব্যবহৃত হয়।
পাওয়ারপয়েন্ট।
Page 21 of 60
২১. ম্যাক্রো হলো ডাটাবেসের একটি শক্তিশালী ……………………।
কমান্ড।
Page 22 of 60
২২. Pen Drive সংযুক্ত করার জন্য …………………… port ব্যবহৃত হয়।
USB.
Page 23 of 60
২৩. Caps Lock on থাকলে লেখা …………………… Case-এর হয়।
Upper.
Page 24 of 60
২৪. মেমোরির একক হচ্ছে……………………।
বাইট।.
Page 25 of 60
২৫. Goal seek অপশনটি …………………… Menu-এর অধীনে।
Tools.
Page 26 of 60
২৬. Accounting কাজে মূলত …………………… প্যাকেজ ব্যবহৃত হয়।
এক্সেল.
Page 27 of 60
২৭. উইন্ডোজ চালু করার জন্য Task Bar-এ ক্লিক করতে হয়।
'মি'
Page 28 of 60
২৮. এক্সেলের ওয়ার্কশীট হলো 'কলাম' ও 'রো-এর সমন্বয়ে গঠিত হয়।
'স'
Page 29 of 60
২৯. স্লাইড শো-এর জন্য Shift+F6 ফাংশন 'কী' চাপতে হয়।
'মি'
Page 30 of 60
৩০. ইন্টারনেট সংযোগ নিতে হলে প্রিন্টার একান্ত প্রয়োজন।
'মি'
Page 31 of 60
৩১. অকটাল পদ্ধতির ভিত্তি হচ্ছে দশ।
'মি'
Page 32 of 60
৩২. ১৯৭১ সালে সর্বপ্রথম আমেরিকার ইনটেল কোম্পানি মাইক্রোপ্রসেসর তৈরি করে।
'স'
Page 33 of 60
৩৩. Linux একটি Application software।
'মি'
Page 34 of 60
৩৪. স্ক্যানার এক ধরনের ইনপুট ডিভাইস। '
'স
Page 35 of 60
৩৫. প্লটার এক ধরনের প্রিন্টার।
'স'
Page 36 of 60
৩৬. Report-এর কাজ হলো File কে প্রদর্শন করা।
'মি'
Page 37 of 60
৩৭. MS-Word-এ বানান শুদ্ধ করার জন্য Spelling checker ব্যবহৃত হয়।
'স'
Page 38 of 60
৩৮. Copy করার কীবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+X ।
'মি
Page 39 of 60
৩৯. HTML একটি-
(ক) ইন্টারনেট প্রোটোকল
(খ) টপোলজি
(গ) টেক্সটভিত্তিক প্রোগ্রাম ভাষা
(ঘ) মিডিয়ার নাম
Page 40 of 60
৪০. বি.সি.ডি (BCD) কোড-এর পূর্ণরূপ-
(ক) Binary Coded Decimal
(খ) Binary Coded Data
(গ) Bangladesh Coded Data
(ঘ) Binary Computer Data
Page 41 of 60
৪১. =Log(1000)r- এর মান হবে
(ক) 10
(খ) 100
(গ) 3
(ঘ) 1
Page 42 of 60
৪২. রহিমের জন্মতারিখ ২৪-শে অক্টোবর, ২০০১ রেকর্ড সন্নিবেশনের জন্য ফিল্ডের ধরন হবে-
(ক) Text type
(খ) Number type
(গ) Data type
(ঘ) OLE type
Page 43 of 60
৪৩. কোন সাল থেকে ইন্টারনেটের কার্যক্রম শুরু হয়?
(ক) 1994
(খ) 1990
(গ) 1987
(ঘ) 1995
Page 44 of 60
৪৪. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ট্যাব 'কী' একবার চাপলে কতটুকু জায়গা সরে?
(ক) এক ইঞ্চি
(খ) আধা ইঞ্চি
(গ) দেড় ইঞ্চি
(ঘ) দু'ইঞ্চি
Page 45 of 60
৪৫. বাংলা যুক্তাক্ষর টাইপ করার জন্য কোন ইংরেজি বোতাম লিঙ্ক হিসেবে ব্যবহৃত হয়?
(ক) F
(খ) G
(গ) H
(ঘ) E
Page 46 of 60
৪৬. একটি ওয়ার্কবুকে সাধারণত কয়টি ওয়ার্কশিট থাকে?
(ক) ১টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
Page 47 of 60
৪৭. Replace কীবোর্ড কমান্ড কোনটি?
(ক) Alt+F
(খ) Ctrl+H
(গ) Alt+G
(ঘ) Ctrl+R
Page 48 of 60
৪৮. MS-Word-এর কোন মেন্যুতে মেইল মার্জ কমান্ড থাকে?
(ক) File
(খ) Edit
(গ) Tools
(ঘ) View
Page 49 of 60
৪৯. MS-Access-এর ক্ষেত্রে Relation হচ্ছে-
(ক) Record
(খ) Table
(গ) Data
(ঘ) Information
Page 50 of 60
৫০. 2H2O=H2+O2 সূত্র লেখার জন্য ব্যবহৃত হয়-
(ক) Format > Font > Superscript
(খ)Format > Font > Shadow
(গ) Format > Font > Engrave
(ঘ)Format > Font > Subscript
Page 51 of 60
৫১. What is your citizenship?
Bangladesh is my citizenship.
Page 52 of 60
৫২. Why is 21st February memorable?
21st February memorable for International mother language day.
Page 53 of 60
৫৩. আমার বাবা একজন সরকারি চাকরিজীবী।
My father is a government employee.
Page 54 of 60
৫৪. রাজু দৈনিক সংবাদপত্র পড়ছে?
Raju reads newspaper regularly.
Page 55 of 60
৫৫. তুমি কী ভাত খেয়েছ?
Have you eaten rice?
Page 56 of 60
৫৬. সদা সত্য কথা বলবে।
Always speak the truth
Page 57 of 60
৫৭. আমি একসপ্তাহ যাবত জ্বরে ভুগছি? I
have been suffering fever for one week
Page 58 of 60
৫৮. Two and two …………………. four.
make
makes
making
Page 59 of 60
৫৯. My mother ……………….. home yesterday. (goes / gone / went?
goes
gone
went
Page 60 of 60
৬০. Look ……………….. the moon. (at / in / on)
at
in
on
November 25, 2022