BCS Question | Online Preparation
BCS Question
Primary Question
Ask Question
Tag:
44 bcs questionn answer
44 BCS question with Answer 2022︱৪৪তম বিসিএস প্রশ্ন ও উত্তর ২০২২
44 BCS question with Answer 2022 ︱ ৪৪তম বিসিএস প্রশ্ন ও উত্তর ২০২২
১। কোন দেশ থেকে ‘আরব বসন্ত’ এর সূচনা হয়?
ক. মিশর
খ. তিউনিশিয়া
গ. লিবিয়া
ঘ. সিরিয়া
২। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে?
ক. ২০১০
খ. ২০১১
গ.২০১৪
ঘ.২০১৬
৩। কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়?
ক. গায়ানা
খ. বলিভিয়া
গ. ব্রাজিল
ঘ. কলাম্বিয়া
৪। বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়?
ক. জেনেভা
খ. প্যারিস
গ. গ্লাসগো
ঘ. ব্রাসেলস
৫। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টর চুক্তি কখন শেষ হবে?
ক. ২০৪০
খ. ২০২৬
গ. ২০২৪
ঘ. ২০৩০
৬। কোন দেশকে ইউরোপের রুটির ঝুটি বলা হয়?
ক. জার্মানি
খ. ইতালি
গ. পোলান্ড
ঘ. ইউক্রেন
৭। গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে?
ক. যুক্তরাষ্ট্র
খ. প্রাচীন গ্রীস
গ. প্রাচীন রোম
ঘ. প্রাচীন ভারত
৮। নিচের কোন দেশটি ডি-৮ এর সদস্য নয়?
ক. জর্দান
খ. ইরান
গ. মিশর
ঘ. মালয়েশিয়া
৯। World Economic Forum- এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. প্যারিস
খ. জুরিখ
গ. দাভোস
ঘ. বার্ন
১০। তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়?
ক. পাকিস্তান ও আফগানিস্তান
খ. ভারত ও আফগানিস্তান
গ. পাকিস্তান ও ভারত
ঘ. আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন
১১। প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়?
ক. সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
খ. অক্টোবর মাসের প্রথম মঙ্গলবার
গ. আগস্ট মাসের শেষ সোমবার
ঘ. অক্টোবর মাসের প্রথম সোমবার
১২। কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড (Camp David) চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?
ক. জর্দান ও মিশর
খ. কুয়েত ও বাহরাইন
গ. লিবিয়া ও ওমান
ঘ. তিউনিসিয়া ও আলজেরিয়া
১৩। কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৮, ফ্রান্স
খ. ১৯৪৯, সুইজারল্যান্ড
গ. ১৯৬১, রোম
ঘ. ১৯৫২, লন্ডন
১৪। ‘নেকড়েযোদ্ধা কূটনীতি’ কোন দেশের সাথে সংশ্লিষ্ট?
ক. ভিয়েতনাম
খ. উত্তর কোরিয়া
গ. চীন
ঘ. রাশিয়া
১৫। নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?
ক. লাওস
খ. হংকং
গ. ভিয়েতনাম
ঘ. কম্বোডিয়া
১৬। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ‘কনসার্ট ফর বাংলাদেশ (Concert for Bangladesh)’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
ক. নিউইয়র্ক
খ. বোস্টন
গ. লন্ডন
ঘ. ক্যানবেরা
১৭। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য?
ক. ১ বছর
খ. ২ বছর
গ. ৪ বছর
ঘ. ৫ বছর
১৮। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন?
ক. তিন বছর
খ. সাত বছর
গ. চার বছর
ঘ. নয় বছর
১৯। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার (Perspective Plan) সময়সীমা কত?
ক. ২০২১-২০৩০
খ. ২০২৪-২০৩২
গ. ২০২১-২০৪১
ঘ. ২০২২-২০৫০
২০। ২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়?
ক. যুক্তরাষ্ট্র
খ. সুইজারল্যান্ড
গ. বাংলাদেশ
ঘ. ভারত
২১। ’ইতরবিশেষ’ বলতে বোঝায়?
ক. দুর্বত্ত
খ. চালাকি
গ. পার্থক্য
ঘ. অপদার্থ
২২। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?
ক. গো+অক্ষ= গবাক্ষ
খ. পৌ+ অক = পাবক
গ. বি+অঙ্গ= বঙ্গ
ঘ. যতি+ইন্দ্র= যতীন্দ্র
২৩। ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের যুবক-শিক্ষকের নাম-
ক. আবদুল কাদের
খ. খতিব মিয়া
গ. আক্কাস আলী
ঘ. আরেফ আলী
২৪। ‘মরণ রে তুঁহু মম শ্যাম সমান।’ – পঙক্তিটির রচয়িতা-
ক. বিদ্যাপতি
খ. গোবিন্দদাস
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কৃষ্ণদাস কবিরাজ
২৫। ‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতার নাম-
ক. সৈয়দ মুজতবা আলী
খ. কাজী আবদুল ওদুদ
গ. নজিবর রহমান
ঘ. রোকেয়া সাখাওয়াৎ হোসেন
২৬। নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
ক. আমি কারও সাতেও নেই, সতেরোতেও নেই।
খ. আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
গ. তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল।
ঘ. সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম
২৭। নিচের কোনটি যৌগিক বাক্য?
ক. দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না।
খ. তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।।
গ. মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন
ঘ. ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
২৮। ধ্বনি-পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয় এর দৃষ্টান্ত?
ক. রতন
খ. কবাট
গ. পিচাশ
ঘ. মুলুক
২৯। ‘অর্ধচন্দ্র’ কথাটির অর্থ –
ক. অমাবস্যা
খ. গলাধাক্কা
গ. কাছে টানা
ঘ. কাস্তে
৩০। ‘হরতাল’ কোন ভাষা থেকে আগত শব্দ?
ক. পর্তুগিজ
খ. হিন্দি
গ. গুজরাটি
ঘ. ফরাসি
৩১। কোনটি ‘জিগীষা’র সম্প্রসারিত প্রকাশ?
ক. জানিবার ইচ্ছা
খ. জয় করিবার ইচ্ছা
গ. হনন করিবার ইচ্ছা
ঘ. যুদ্ধ করিবার ইচ্ছা
৩২। নিচের কোনটি তৎসম শব্দ?
ক. পছন্দ
খ. হিসাব
গ. ধূলি
ঘ. শৌখিন
৩৩। নিচের কোনটি বাংলা ‘ধাতু’র দৃষ্টান্ত?
ক. কহ্
খ. কথ্
গ. বুধ্
ঘ. গঠ্
৩৪। ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল—
ক. বর্ণবাদের পুনরুত্থান
খ. রাষ্ট্রবিপ্লব
গ. চিন্তাবিপ্লব
ঘ. অভিবাসন বিব
৩৫। শুদ্ধ বানান কোনটি?
ক. মুমুর্ষু
খ. মুমুর্ষূ
গ. মুমূর্ষু
ঘ. মূমূর্ষু
৩৬। নিচের কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়?
ক. বহ্নি
খ. আবীর
গ. বায়ুসখা
ঘ. বৈশ্বানর
৩৭। ‘দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা।’-এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত?
ক. অপহ্নুতি
খ. যমক
গ. অর্থোন্নতি
ঘ. অভিযোজন
৩৮। ‘যথারীতি’ কোন সমাসের দৃষ্টান্ত?
ক. অব্যয়ীভাব
খ. দ্বিগু
গ. বহুব্রীহি
ঘ. দ্বন্দ্ব
৩৯। ‘মৃত্তিকা দিয়ে তৈরি’-কথাটি সংকোচন করলে হবে—
ক. তন্ময়
খ. মন্ময়
গ. মৃন্ময়
ঘ. চিন্ময়
৪০। ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী?
ক. জগন্নাথ
খ. বিষ্ণু
গ. প্রজাপতি
ঘ. শিব
৪১। ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য’ কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?
ক. নেপালের রাজদরবার থেকে
খ. গোয়ালঘর থেকে
গ. পাঠশালা থেকে
ঘ. কান্তজীর মন্দির থেকে
৪২। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?
ক. মারাঠি
খ. হিন্দি
গ. মৈথিলি
ঘ. গুজরাটি
৪৩। ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে।’ এই মনোবাঞ্ছাটি কার?
ক. ভবানন্দের
খ. ভাঁড়ুদত্তের
গ. ঈশ্বরী পাটুনীর
ঘ. ফুল্লরার
৪৪। নিচের কোন ব্যক্তি ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না?
ক. কাজী আবদুল ওদুদ
খ. এস ওয়াজেদ আলি
গ. আবুল ফজল
ঘ. আবুদল কাদির
৪৫। নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক?
ক. বিষের বাঁশী
খ. অগ্নি-বীণা
গ. সিন্ধু-হিন্দোল
ঘ. চক্রবাক
৪৬। নিচের কোনটি বিশ শতকের পত্রিকা?
ক. শনিবারের চিঠি
খ. বঙ্গদর্শন
গ. তত্ত্ববোধিনী
ঘ. সংবাদ প্রভাকর
৪৭। নিচের কোনটি উপন্যাস নয়?
(ক) দিবারাত্রির কাব্য
(খ) শেষের কবিতা
(গ) পল্লী-সমাজ
(ঘ) কবিতার কথা
৪৮। বাঙালী ও বাঙলা সাহিত্য গ্রন্থ কে রচনা করেছেন?
(ক) দীনেশচন্দ্র সেন
(খ) গোপাল হালদার
(গ) আহমদ শরীফ
(ঘ) সুকুমার সেন
৪৯। মনােরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?
(ক) কৃষ্ণকান্তের উইল
(খ) দুর্গেশনন্দিনী
(গ) মৃণালিনী
(ঘ) বিষবৃক্ষ
৫০। ‘ব্যক্ত প্রেম’ ও ‘গুপ্ত প্রেম’ কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) খেয়া
(খ) মানসী
(গ) কল্পনা
(ঘ) সােনার তরী
৫১। অভীক’ রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক?
(ক) নষ্টনীড়
(খ) নামঞ্জুর গল্প
(গ) রবিবার
(ঘ) ল্যাবরেটরি
৫২। “সকলের তরে সকলে আমর/প্রত্যেকে আমরা পরের তরে -কার রচিত পঙুক্তি?
(ক) রানীকান্ত সেন
(খ) ইসমাইল হােসেন সিরাজী
(গ) কামিনী রায়
(ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
৫৩। ‘খোকা’ ও ‘রঞ্জু’ মাহমুদুল হক-এর কোন উপন্যাসের চরিত্র?
(ক) কালাে বরফ
(খ) খেলাঘর
(গ) অনুর পাঠশালা
(ঘ) জীবন আমার বােন
৫৪। সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?
(ক) কবর
(খ) বহিগীর
(গ) পায়ের আওয়াজ পাওয়া যায়
(ঘ) ওরা কদম আলী
৫৫। মীর মশারফ হােসেনের ‘বিষাদসিন্ধু’ একটি
(ক) মহাকাব্য
(খ) ইতিহাস গ্রন্থ
(গ) উপন্যাস
(ঘ) ইতিহাস-আশ্রিত জীবনীগ্রন্থ
৫৬। ‘By and large’ means
(ক) everywhere
(খ) very large
(গ) mostly
(ঘ) far away
৫৭। Francis Bacon is an illustrious–
(ক) essayist
(খ) dramatist
(গ) novelist
(ঘ) journalist
৫৮। ‘He could not win but learnt a lot.’ Which part of speech is the word ‘but”?
(ক) an adverb
(খ) a verb
(গ) in adjective
(ঘ) a conjunction
৫৯। Select the appropriate preposition: Are you doing anything special the weekend?
(ক) at
(খ) with
(গ) on
(ঘ) fog
৬০। What is the plural form of ‘sheep”?
(ক) sheeps
(খ) sheep
(গ) sheepes
(ঘ) sheepses
৬১। “Sweet are the uses of adversity is quoted from Shakespeare’s–
(ক) Julius Caesar
(খ) Macbeth
(গ) Comedy of Errors
(ঘ) As you Like It
৬২। To get along with means —
(ক) to adjust
(খ) to interest
(গ) to accompany
(ঘ) to walk
৬৩। The synonym for panoramic’ is—
(ক) scenic
(খ) narrow
(গ) limited
(ঘ) restricted
৬৪. একটি ফাংশন f : R →R, f(x) =2x+1 দ্বারা সংজ্ঞায়িত হলে f−1(2) এর মান কত?
1/2
5
1
৬৫. ABC ত্রিভুজের B কোণের পরিমাণ ৪৮ ডিগ্রি এবং AB = AC । যদি E এবং F AB এবং AC – কে এমনভাবে ছেদ করে যেন EF || BC হয়, তাহলে ∠A+∠AFE =?
১৩২°
১৮০°
১০৮°
১৬০°
৬৬. যদি log10x=−1 হয়, তাহলে নিচের কোনটি x এর মান ?
0.1
0.01
1/10000
0.001
৬৭. যদি -5, p, q, 16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p ও q এর মান হবে যথাক্রমে
-2, 9
2, 9
-2, -9
2, -9
৬৮. i−49 এর মান কত?
-1
i
1
-i
৬৯. ১৮ এবং ৭২ এর গুণোত্তর গড় কোনটি?
৪৫
১২৯৬
৪
৩৬
৭০. 1-1+1-1+1-1+……+n সংখ্যক পদের যোগফল হবে-
1
[1+(−1)n]
1/2[1−(−1)n
৭১. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৬৮ ডিগ্রি । এর বাহুসংখ্যা কতগুলো হবে?
৩০
২০
১৮
১০
৭২. একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ সে.মি এবং উচ্চতা x সে.মি হলে, x এর মান কোনটি?
√২
√৩
২
৩
৭৩. যদি 4√x4 হয়, তাহলে x23 =?
8
১৬
৪
৬৪
৭৪. P(A) = 13, P(B)=34, A ও B স্বাধীন হলে, P(AUB) এর মান কত?
3/4
1/3
5/6
এর কোনোটিই নয়
৭৫. বাস্তব সংখ্যায় | 3x +2| <7 অসমতাটির সমাধান;
−3 < x < 3
−53 < x < 53
−3< x < 53
53< x <− 53
৭৬. 6a2bc এবং 4a3b2c2 এর সংখ্যা সহগের গ.সা.গু নিচের কোনটি?
a2bc
2a2bc
2a2b2c2
কোনোটিই নয়
৭৭. 2log105 + log1036 − log109=?
2
100
37
4.6
৭৮. ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
লাভ ২৫%
ক্ষতি ২৫%
লাভ ১০%
ক্ষতি ৫০%
৭৯. অ্যামাজন এর ক্লাউড প্লাটফর্ম কোনটি?
Azure
AWS
Cloudera
উপরের সবগুলো
৮০. নিচের কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহক নিজ Computer system ব্যবহার করতে পারেন না এবং Computer System কে ব্যবহার উপযোগী করতে অর্থ দাবি করা হয়?
Phising
Denial of Service
Ransomware
Man-in-the Middle
৮১. ৩. SCSI এর পূর্ণরূপ কী?
Small Computer System Interface
Small Computer Software Interface
Small Computer Storage Interface
Small Computer Standard Interface
৮২. নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে?
Scanner
Mouse
Touch Screen
Projector
৮৩. নিচের কোন Octal সংখ্যাটি Decimal সংখ্যা ৫৫ এর সমতুল্য
৫৫
৭৭
৬৭
৮৭
৮৪. নিচের কোনটি System software নয়?
Linux
Andrid
Mozilla Firefox
Apple iOS
৮৬. নিচের কোন protocol টি ইন্টারনেটে তথ্য আদান প্রদানে নিরাপত্তা নিশ্চিত করে থাকে?
FTP
HTTPS
TCP
DNS
৮৭. Piconet কী?
Wifi Network
Wide Area Netware
Bluetooth Network
5G Network
৮৮. এক মেশিন থেকে অন্য মেশিনে ইমেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়?
FTP
RPC
SNMP
SMTP
৮৯. যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি করা হয় তাকে ………বলে।
Program Virus
Worms
Trojan Horse
Boot Virus
৯০. নিচের কোন প্রতিষ্ঠানটি 4G Standard প্রস্তুতকরণে সম্পৃক্ত?
ISO
ITU
3GPP
ETSI
৯১. নিচের কোনটি Open Source Software নয়?
Google Chrome
Microsoft Windows
Zoom
Adobe Photoshop
৯২. নিচের কোনটি Structured Query Language নয়?
Java
MySQL
Oracle
উপরের সবগুলো
৯৩. ইন্টারনেট যোগযোগ ব্যবস্থায় Hostname- কে IP Address-এ অনুবাদ করে-
FTP
Firewall
DNS Server
Gateway
৯৪. নিচের কোন মডেলটি Clould Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না ?
CaaS
IaaS
PaaS
SaaS
July 2, 2022