Tag: bcsquestion

  • এট্‌সখার ডেইক্‌স্ট্রা

    এট্‌সখার ডেইক্‌স্ট্রা

    এট্‌স্খার ওয়েইবে ডেইক্‌স্ট্রা (ওলন্দাজ: Edsger Wybe Dijkstra; আ-ধ্ব-ব: ˈɛtˌsxər ˈwɛɪbə ˈdɛɪkˌstra) (মে ১১, ১৯৩০ – আগস্ট ৬, ২০০২) একজন ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী, প্রোগ্রামার, সফটওয়্যার প্রকৌশলী, সিস্টেম বিজ্ঞানী, বিজ্ঞান প্রবন্ধকার। [১][২] টুরিং পুরস্কার সহ বহু সম্মানে অভিষিক্ত ডেইক্‌স্ট্রাকে কম্পিউটার বিজ্ঞানের ইতিহাসের প্রধানতম বিজ্ঞানীদের একজন মনে করা হয়।

    একজন ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী, প্রোগ্রামার, সফটওয়্যার প্রকৌশলী, সিস্টেম বিজ্ঞানী, বিজ্ঞান প্রবন্ধকার। [১][২] টুরিং পুরস্কার সহ বহু সম্মানে অভিষিক্ত ডেইক্‌স্ট্রাকে কম্পিউটার বিজ্ঞানের ইতিহাসের প্রধানতম বিজ্ঞানীদের একজন মনে করা হয়।

    ডেইক্‌স্ট্রা ১৯৭২ সালে প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে মৌলিক অবদানের জন্য টুরিং পুরস্কার লাভ করেন। তিনি ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিনে ১৯৮৪ থেকে ২০০২ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত কম্পিউটার বিজ্ঞানের শ্লুমবার্গার সেন্টেনিয়াল চেয়ার ছিলেন।

  • আলোন্‌জো চার্চ

    আলোন্‌জো চার্চ

    আলোন্‌জো চার্চ (জুন ১৮, ১৯০৩ – আগস্ট ১১, ১৯৯৫) ছিলেন একজন মার্কিন গণিতবিদ এবং যুক্তিবিদ। তত্ত্বীয় কম্পিউটার বিজ্ঞানকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর পিছনে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। অ্যালান টুরিংয়ের পাশাপাশি চার্চকে কম্পিউটার বিজ্ঞানের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। [১][২]

     ছিলেন একজন মার্কিন গণিতবিদ এবং যুক্তিবিদ। তত্ত্বীয় কম্পিউটার বিজ্ঞানকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর পিছনে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। অ্যালান টুরিংয়ের পাশাপাশি চার্চকে কম্পিউটার বিজ্ঞানের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়।

    তিনি ওয়াশিংটন, ডিসি তে জন্মগ্রহণ করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৪ সালে ব্যাচেলর ডিগ্রী এবং ১৯২৭ সালে ওসওয়াল্ড ভেবলেন এর তত্ত্বাবধানে পিএইচ ডি ডিগ্রী অর্জন করেন। গটিংগেনের গেয়র্গ আউগুস্ট বিশ্ববিদ্যালয়-এ পোস্টডক করার পর তিনি ১৯২৯-১৯৬৭ প্রিন্সটনে পড়ান এবং ১৯৬৭-১৯৯০ পড়ান ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট লস অ্যাঞ্জেলেস-এ।

    গণিতবিষয়ক কাজ

  • সমতল জ্যামিতি

    সমতল জ্যামিতি

    সমতল জ্যামিতি (ইংরেজি: Plane geometry) জ্যামিতির একটি প্রাথমিক শাখা যেখানে সমতল পৃষ্ঠ ও সমতল-পৃষ্ঠবিশিষ্ট জ্যামিতিক বস্তু, যেমন ত্রিভুজ, বৃত্ত ইত্যাদি নিয়ে গবেষণা করা হয়। শাখাটি বিখ্যাত গ্রিক গণিতবিদ ইউক্লিডের নামানুসরণে ইউক্লিডীয় জ্যামিতি (Euclidean geometry) নামেও পরিচিত। ইউক্লিড প্রথম খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে এই শাখাটি অধ্যয়ন করেন। তার লেখা ইলিমেন্টস ১৯শ শতকে অ-ইউক্লিডীয় জ্যামিতির আবির্ভাবের পূর্ব পর্যন্ত জ্যামিতির প্রধানতম পাঠ্যপুস্তক হিসেবে গণ্য করা হত এবং এখনো বইটি জ্যামিতির প্রথম পাঠ্য হিসাবে বিবেচিত।

    দেগণিত
    সমতল জ্যামিতি

    বিষয়শ্রেণীসমূহ:

  • BCS Model Test 5/100

    BCS Model Test 5/100

    bcs model test
    [forminator_quiz id=”5746″]
    bcs model test
  • January-March 2017

    January-March 2017

    bangladesh technical education board
    [forminator_quiz id=”5242″]
    bangladesh technical education board
  • বিসিএস প্রস্তুতিতে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু এক কথার প্রশ্নোত্তর

    বিসিএস প্রস্তুতিতে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু এক কথার প্রশ্নোত্তর

    বিসিএস পরীক্ষার প্রস্তুতিতে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু এক কথার প্রশ্ন ও উত্তর  দেওয়া হলো। আশা করছি লেখাটি আপনাদের সহায়ক হবে।চলুন দেখে নেওয়া যাক –

    bcs question online preparation

    নিভিল ভারত মুসলিম লীগ / সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় –৩০ ডিসেম্বর ১৯০৬ সালে।

    এই বিভাগের আরো পোস্ট :

    মর্লি-মিন্টো সংস্কার আইন পাশ হয় – ১৯০৯ সালের ২৫ মে ।

    মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন পাস হয় -১৯১৯ সালে।

    হিন্দু-মুসলিম সম্প্রীতির লক্ষে – ১৯২৩ সালে ‘ বেঙ্গল প্যাক্ট ‘ চুক্তি হয়।

    ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন ’ ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় – ১৮ জুলাই ১৯৪৭ সালে।

    চা বোর্ড – চট্টগ্রাম।

    চা গবেষণা কেন্দ্র – মৌলভীবাজার।

    সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেটের লালাখালে।

    কম বৃষ্টিপাত নাটোরের লালপুরে।

    সর্বোচ্চ তাপমাত্রা -নাটোরের লালপুর।

    সর্বনিন্ম তাপমাত্রা -সিলেটের শ্রীমঙ্গল।

    বাংলাদেশ ডাক জাদুঘর -ঢাকায় অবস্হিত।

    পোস্টাল একাডেমী রয়েছে রাজশাহীতে।

    উত্তরা গণভবন -দীর্ঘাপাতিয়ার রাজপ্রসাদ ছিল।

    প্রাচীন গৌড় নগরীর অংশ বিশেষ- চাঁপাইনবাবগঞ্জ।

    শিখা অনির্বান -ঢাকা সেনানিবাসে।

    শিখা চিরন্তন – সোহরাওয়ার্দী উদ্যানে।

    বাংলাদেশে নদের সংখ্যা ৪ টি।

    ‘রায়বেশ নৃত্য ‘ – কামরুল হাসানের শিল্পকর্ম।

    শায়েস্তা খার পুত্র উমিদ খাঁ সাত মসজিদ নির্মান করেন- ১৬৮০ সালে।

    বাংলাদেশে তৈরি ১ম যাত্রীবাহী জাহাজের নাম -এম ভি বাঙ্গাল।

    জাহাজটি তৈরি করছেন – ওয়েষ্টার্ন মেরিন শিপাইয়ার্ড লি :।

    ওয়ানগালা – গারোদের উৎসব।

    সাংগ্রাই – মারমাদের উৎসব।

    বিজু – চাকমাদের উৎসব।

    সাংগ্রাং – রাখাইনদের বর্ষবরনের নাম।

    চট্টগ্রাম জেলার মিসরাই এবং ফেনী জেলার সোনাগাজী মহুরী সেচ প্রকল্প এলাকায় প্রথম বায়ু বিদুৎ কেন্দ্র অবস্থিত।

    বাংলাদেশে ১ম বেসরকারি বিমান সংস্থা- অ্যারোবেঙ্গল এয়ার।

    শামশুদ্দীন ইলতুত মিসকে সুলতান- ই – আজম বলা হতো।

    জাতিসংঘে নিরাপত্তা পরিষধের ১ম বাংলাদেশি সভাপতি- আনোয়ারুল ইসলাম চৌধুরী(২০০১ এর জুন মাসে)।

    ঢাকার তারা মসজিদ নির্মান করেন মির্জা গোলাম পীর।

    ১৯৫৬ সালের ৪ মার্চ – এ.কে ফজলুল হক বাংলার গভর্নর হন।

  • বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

    বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

    বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি সহায়ক হবে। তো চলুন লেখাটি পড়ে নেয়া যাক-

    bcs question online preparation

    বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

    প্রশ্ন : প্রাচীন জনপদ পুণ্ড্রবর্ধন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিভাগে পরিণত হয়—
    উত্তর : গুপ্ত যুগে।

    এই বিভাগের আরো পোস্ট :

    প্রশ্ন : বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে—
    উত্তর : অস্ট্রিক জাতিগােষ্ঠী থেকে।

    প্রশ্ন : বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন—
    উত্তর : শশাঙ্ক।

    প্রশ্ন : ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে—
    উত্তর : ১৭৬৫ সালে।

    প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রতিষ্ঠিত হয়—
    উত্তর : ৭ এপ্রিল ১৯৪৮।

    প্রশ্ন : পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন—
    উত্তর : লর্ড কার্জন।

    প্রশ্ন : ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে—
    উত্তর : তিনটি অঞ্চলে।

    প্রশ্ন : পাকিস্তান গণপরিষদ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়ে একটি বিল পাস করে—
    উত্তর : ৯ মে ১৯৫৪।

    প্রশ্ন : যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দায়িত্বে ছিলেন—
    উত্তর : কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের।

    প্রশ্ন : বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটিকে ইউনেসকোর মেমােরি অব দ্য ওয়ার্ল্ড আন্তর্জাতিক তালিকায় স্থান দেয়—
    উত্তর : ৩০ অক্টোবর ২০১৭।

    প্রশ্ন : বাংলাদেশে 5G সেবা চালু হয়—
    উত্তর : ১২ ডিসেম্বর ২০১১।

    প্রশ্ন : মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের যে ধারায় মামলার ক্ষমতা দেওয়া আছে—
    উত্তর : ১০২।

    প্রশ্ন : বাংলাদেশের সমুদ্র অঞ্চলের পরিমাণ মােট—
    উত্তর : ১,১৮,৮১৩ বর্গকিলােমিটার।

    প্রশ্ন : উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় গঠিত হয়েছে—
    উত্তর : প্লাইস্টোসিনকালে।

    প্রশ্ন : ২০২২-২৩ অর্থবছরের মােট বাজেট—
    উত্তর : ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

    প্রশ্ন : ভারত-বাংলাদেশ গঙ্গা নদীর পানি চুক্তি কার্যকর হয়—
    উত্তর : ১২ ডিসেম্বর ১৯৯৬

    প্রশ্ন : বাংলাদেশ সংবিধানের প্রথম সংশােধনীর উদ্দেশ্য ছিল—
    উত্তর : ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান।

    প্রশ্ন : আমার সােনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়েছে—
    উত্তর : ৩ মার্চ ১৯৭১।

    প্রশ্ন : বাংলাদেশে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণ করা হয়—
    উত্তর : ১ নভেম্বর ২০০৭।

    প্রশ্ন : সাংগ্রাই বর্ষবরণ অনুষ্ঠান পালন করে—
    উত্তর : মারমা উপজাতি।

    সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে আরো কিছু প্রশ্নোত্তর

    প্রশ্ন : সােয়াচ অব নাে গ্রাউন্ড অবস্থিত-
    উত্তর : বঙ্গোপসাগরে।

    প্রশ্ন : ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত আন্তসীমান্ত নদী—
    উত্তর : দুধকুমার।

    প্রশ্ন : বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে—
    উত্তর : ১৮ এপ্রিল ১৯৭২।

    প্রশ্ন : বাংলাদেশের প্রথম ডিজিটাল আদমশুমারি পরিচালিত হয়—
    উত্তর : ১৫ থেকে ২১ জুন ২০১২।

    প্রশ্ন : ২০২২ সালে জাতিসংঘের ‘দ্যাগ হ্যামারশােল্ড’ পদক (মরণােত্তর) পেয়েছেন—
    উত্তর : ২ জন বাংলাদেশি।

    প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ভৌগােলিক নির্দেশক (জিআই) পণ্য—
    উত্তর : ১০টি।।

    প্রশ্ন : পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করা হয়—
    উত্তর : ২৫ জুন ২০১২।

    প্রশ্ন : বাংলার প্রথম স্বাধীন সুলতান—
    উত্তর : ফখরুদ্দিন মােবারক শাহ।

    প্রশ্ন : ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার নামকরণ ‘মুজিবনগর’ করেন—
    উত্তর : তাজউদ্দীন আহমদ।

    প্রশ্ন : বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হতে থাকে—
    উত্তর : ২০০০ সাল থেকে।

    প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাত অঞ্চল-
    উত্তর : রাজশাহী।

    প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের দ্বাদশ গভর্নর
    উত্তর : আব্দুর রউফ তালুকদার।

    প্রশ্ন : ব্রুনাই কিং যে ফলের নাম—
    উত্তর : আম।

    প্রশ্ন : অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ—
    উত্তর : ২০২১-২০২৫।

    প্রশ্ন : ছিয়াত্তরের মন্বন্তরের (১১৭৬) সময় বাংলার গভর্নর ছিলেন—
    উত্তর : লর্ড কার্টিয়ার।

  • বিসিএস প্রস্তুতি (Bcs Preparation) : প্রশ্নোত্তরে একাত্তর (১৯৭১)

    বিসিএস প্রস্তুতি (Bcs Preparation) : প্রশ্নোত্তরে একাত্তর (১৯৭১)

    বিসিএস প্রস্তুতি (Bcs Preparation) : প্রশ্নোত্তরে একাত্তর (১৯৭১) নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলুন লেখাটি পড়ে নেয়া যাক-

    এই বিভাগের আরো পোস্ট :

    bcs question online preparation

    বিসিএস প্রস্তুতি (Bcs Preparation) : প্রশ্নোত্তরে একাত্তর (১৯৭১)

    ১. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলা সন ও তারিখ কত?
    উত্তর : ১৩৭৮ সালের ২৯ অগ্রহায়ণ, বৃহস্পতিবার।

    ২. জাতীয় ঐতিহাসিক দিবস কবে?
    উত্তর : ৭ মার্চ।

    ৩. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত হতাে কী নামে?
    উত্তর : বজ্রকণ্ঠ।

    ৪. অপারেশন সার্চলাইটের পূর্বনাম কী?
    উত্তর : অপারেশন ব্লিজ।

    ৫. বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা না দিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে সামরিক শাসনে ফিরে যাওয়ার ষড়যন্ত্র
    উত্তর : অপারেশন ব্লিজ।

    ৬. জাতীয় গণহত্যা দিবস কবে?
    উত্তর : ২৫ মার্চ।

    ৭. বাংলাদেশ সুপ্রিম কোর্টবঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘােষক হিসেবে রায় প্রদান করেন কবে?
    উত্তর : ২০০৯ সালের ২১ জুন।

    ৮. ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার অভিযানের কোডনাম কী ছিল?
    উত্তর : অপারেশন বিগবার্ড।

    ৯. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূচনা সংগীত হিসেবে প্রচারিত হতাে কোন গান?
    উত্তর : জয় বাংলা, বাংলার জয়।

    ১০. ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটির গীতিকার কে?
    উত্তর : গাজী মাজহারুল আনােয়ার।

    ১১. ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটির সুরকার কে?
    উত্তর : আনােয়ার পারভেজ।

    ১২. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিয়মিত অনুষ্ঠান ‘চরমপত্র পাঠ করতেন কে?
    উত্তর : এম আর আখতার মুকুল।

    ১৩. ‘জল্লাদের দরবার’ অনুষ্ঠানে ‘কেল্লা ফতে খান’ বলতে কাকে বােঝানাে হতাে?
    উত্তর : ইয়াহিয়া খান।

    ১৪. কলকাতার কোথায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কার্যালয় স্থাপিত হয়?
    উত্তর : বালিগঞ্জ সার্কুলার রােডের ৫৭/৮ নম্বর দোতলা বাড়ি।

    ১৫. মুজিবনগর (প্রবাসী) সরকারের অস্থায়ী সচিবালয় ছিল কোথায়?
    উত্তর : কলকাতার ৮ নম্বর থিয়েটার রােড।

    ১৬. মুজিবনগর সরকারের মােট মন্ত্রণালয় ও বিভাগ ছিল কতটি?
    উত্তর : ১৫টি।

    ১৭. মুজিবনগর সরকারের শিক্ষা, স্বাস্থ্য ও শ্রম বিভাগের দায়িত্বে ছিলেন কে?
    উত্তর : তাজউদ্দীন আহমদ।

    ১৮. মুজিবনগর সরকারের যেসব মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব কারও ওপর ন্যস্ত হয়নি, সেসব বিষয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কে ছিলেন?
    উত্তর : তাজউদ্দীন আহমদ।

    ১৯. মুজিবনগর সরকারের মন্ত্রিসভার মােট সদস্য ছিলেন কতজন?
    উত্তর : ৬ জন।

    ২০. মুজিবনগর সরকারের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন কে?
    উত্তর : এ এইচ এম কামারুজ্জামান।

    আরো পড়ুন : মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র

    ২১. মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডাে বাহিনীর প্রথম অভিযান অপারেশন জ্যাকপট কবে পরিচালিত হয়?
    উত্তর : ১৫ ও ১৬ আগষ্ট ১৯৭১।

    ২২. পাকিস্তানি বাহিনীর ওপর আকাশপথে বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম সফল অভিযানের নাম কী?
    উত্তর : অপারেশন কিলাে ফ্লাইট।

    ২৩. বাংলাদেশ বিমানবাহিনী কর্তৃক অপারেশন কিলাে ফ্লাইট কবে, কোথায় পরিচালিত হয়?
    উত্তর : ৩ ডিসেম্বর ১৯৭১, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে।

    ২৪. আয়তনে সবচেয়ে বড় সেক্টর ছিল কোনটি?
    উত্তর : ১ নম্বর সেক্টর।

    ২৫. মুক্তিযুদ্ধে স্বতন্ত্র বাহিনী হিসেবে হেমায়েত বাহিনী গড়ে ওঠে কোন অঞ্চলে?
    উত্তর : গােপালগঞ্জ ও বরিশাল।

    ২৬. মুজিব ব্যাটারি কী?
    উত্তর : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গােলন্দাজ বাহিনী।

    ২৭. শহীদজননী জাহানারা ইমামের ছেলে শাফী ইমাম রুমী কোন বাহিনীর সদস্য ছিলেন?
    উত্তর : ক্র্যাক প্লাটুন।

    ২৮. ক্র্যাক প্লাটুনের আক্রমণের পদ্ধতি কী ছিল?
    উত্তর : হিট অ্যান্ড রান।

    ২৯. ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী কর্তৃক ভারতীয় বিমানবাহিনীর ওপর পরিচালিত বিমান হামলার কোডনাম কী? উত্তর : অপারেশন চেঙ্গিস খান।

    ৩০. মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
    উত্তর : যশাের।

    ৩১. মুক্তিযুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত এলাকা কোনটি?
    উত্তর : মিরপুর, ৩১ জানুয়ারি ১৯৭২।

    ৩২. সর্বনিম্ন কত বছর বয়স হলে মুক্তিযােদ্ধা হিসেবে বিবেচিত হবেন?
    উত্তর : ১৯৭১ সালের ৩০ নভেম্বর বা তার আগে কমপক্ষে ১২ বছর ৬ মাস।

    ৩৩. ব্রিগেডিয়ার জামিল আহমেদকে ‘বীর উত্তম’ খেতাব দেওয়া হয় কত সালে?
    উত্তর : ২০১০ সালে।

    ৩৪. ব্রিগেডিয়ার জামিল আহমেদকে বীর উত্তম খেতাব দেওয়া হয় কেন?
    উত্তর : ১৯৭৫ সালের অভ্যুত্থানের সময় বঙ্গবন্ধুকে রক্ষা করতে গিয়ে শহীদ হন।

    ৩৫. মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত চার খুনির খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এই চার খুনি কারা?
    উত্তর : শরিফুল হক ডালিম (বীর উত্তম), নূর চৌধুরী (বীর বিক্রম), রাশেদ চৌধুরী (বীর প্রতীক) ও মােসলেম উদ্দিন খান (বীর প্রতীক)।

    ৩৬. ১৬ জন সেক্টর কমান্ডারের মধ্যে বীরত্বপূর্ণ কোনাে খেতাব পাননি কতজন?তারা কারা?
    উত্তর : ৩ জন। লেফট্যানেন্ট কর্নেল আবু ওসমান চৌধুরী, মেজর নাজমুল হক ও মেজর জলিল।

    ৩৭. বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কর্তৃক ছিনতাই করা পাকিস্তান বিমানবাহিনীর টি-৩৩ প্রশিক্ষণ বিমানটির ছদ্মনাম কী ছিল?
    উত্তর : ব্লু বার্ড ১৬৬।

    ৩৮. বীর প্রতীক তারামন বিবি কোন বাহিনীর সদস্য ছিলেন এবং কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন?
    উত্তর : গণবাহিনীর সদস্য ছিলেন। ১১নম্বর সেক্টরে যুদ্ধ করেন।

    ৩৯ :মুক্তিযুদ্ধকালে মেঘালয়ে বাংলাদেশ মেডিকেলের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কে?
    উত্তর : ক্যাপ্টেন ডা. সিতারা বেগম।

    ৪০. সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযােদ্ধা শহীদুল ইসলাম লালু কোন অঞ্চলে যুদ্ধ করেন?
    উত্তর : টাঙ্গাইলের গােপালপুরে।

    আরো পড়ুন : মুক্তিযুদ্ধের দিনলিপি সেপ্টেম্বর ১৯৭১

    ৪১. মুক্তিযােদ্ধার স্বীকৃতি পাওয়া মােট বীরাঙ্গনার সংখ্যা কত?
    উত্তর : ৪৩৮।

    ৪২. মুক্তিবেটি নামে পরিচিত ছিলেন কে?
    উত্তর : কাঁকন বিবি।

    ৪৩. কনসার্ট ফর বাংলাদেশ থেকে কী পরিমাণ অর্থ সংগৃহীত হয়?
    উত্তর : ৪৩ হাজার ৪১৮ দশমিক ৫০ ডলার।

    ৪৪. মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সহায়তা করার জন্য গড়ে ওঠে রাজাকার বাহিনী। রাজাকার কোন ভাষার শব্দ এবং এর অর্থ কী?
    উত্তর : ফারসি শব্দ। এর অর্থ স্বেচ্ছাসেবী।

    ৪৫. মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত অন্যতম প্রতিষ্ঠান
    উত্তর : বিবিসি, আকাশবাণী, রেডক্রস।

    ৪৬. ‘একাত্তরের চিঠি’ মুক্তিযােদ্ধাদের পত্রসংকলনটি সংকলিতওপ্রকাশিত হয় কোন কোন প্রতিষ্ঠানের উদ্যোগে?
    উত্তর : গ্রামীণফোন ও প্রথম আলাে।

    ৪৭. বঙ্গবন্ধু কোন কোম্পানিতে চাকরি করতেন?
    উত্তর : আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে।

    ৪৮. ছয় দফা দিবস কবে?
    উত্তর : ৭ জুন।

    ৪৯. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসন থেকে জয়লাভ করেন?
    উত্তর : ১১১ নম্বর ঢাকা-৮।

    ৫০. অপারেশন ক্লোজডাের কী?
    উত্তর : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর অবৈধ অস্ত্র জমা নেওয়ার অভিযান।

  • বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

    বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

    বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই গুরুত্বপূর্ণ।

    বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

    এই বিভাগের আরো পোস্ট :

    বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

    প্রশ্ন : বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে অন্তর্ভুক্ত ছিল
    উত্তর : বঙ্গ জনপদের।

    প্রশ্ন : জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, খানাপ্রতি গড় সদস্য
    উত্তর : ৪.০।

    প্রশ্ন : কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু মূল টানেলের দৈর্ঘ্য
    উত্তর : ৩ দশমিক ৪০ কিলােমিটার।

    প্রশ্ন : প্রাচীন জনপদ পুণ্ড্রনগর মৌর্য শাসনামলে রাজধানী ছিল
    উত্তর : সম্রাট অশােকের রাজত্বকালে।

    প্রশ্ন : ২০২২-২৩ অর্থবছরে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দের পরিমাণ
    উত্তর : ২,৪৬,০৬৬ কোটি টাকা।

    প্রশ্ন : বাংলাদেশে মূল্য সংযােজন কর (ভ্যাট) প্রথম প্রবর্তিত হয়
    উত্তর : ১ জুলাই ১৯৯১।

    প্রশ্ন : ইউএনডিপির মানব উন্নয়নসূচক ২০২১-২২-এ বিশ্বের ১৯১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান
    উত্তর : ১২৯তম।

    প্রশ্ন : গাজী মাজহারুল আনােয়ার প্রেসিডেন্ট স্বর্ণপদক লাভ করেন
    উত্তর : ১৯৭২ সালে।

    প্রশ্ন : বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা-বাগান
    উত্তর : মালনীছড়া, সিলেট।

    প্রশ্ন : আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘােষণাপত্র জারি করা হয়
    উত্তর : ১০ এপ্রিল ১৯৭১।

    প্রশ্ন : কঠিন চীবর দান ধর্মীয় অনুষ্ঠানবিশেষ হলাে
    উত্তর : বৌদ্ধধর্মের।

    প্রশ্ন : সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় দেশে বর্তমানে টিকা দেওয়া হয়
    উত্তর : ১০ ধরনের।

    প্রশ্ন : উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণাধীন দেশের প্রথম মেট্রোরেলের উড়ালপথের দৈর্ঘ্য
    উত্তর : ২০ দশমিক ১০ কিলােমিটার।

    প্রশ্ন : জিটুজি ভিত্তিতে জাপানের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল অবস্থিত
    উত্তর : বাংলাদেশের-নারায়ণগঞ্জে।

    প্রশ্ন : জাতীয় পর্যায়ে গৌরবােজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার ২০২২ লাভ করেন
    উত্তর : ৯ বিশিষ্ট ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান।

    এই বিভাগ থেকে আরো পড়ুন :

    প্রশ্ন : বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্যপদ লাভ করে
    উত্তর : ১৭ মে ১৯৭২।

    প্রশ্ন : জাতীয় সংসদের সদস্যপদ বাতিল হয় সর্বোচ্চ
    উত্তর : ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে।

    প্রশ্ন : বাংলাদেশে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয়
    উত্তর : ১৯৭৬ সালে।

    প্রশ্ন : এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য | প্রজননকেন্দ্র
    উত্তর : হালদা নদী।

    প্রশ্ন : বাংলাদেশের কৃষিতে বর্ণালী ও শুভ্রা হলাে
    উত্তর : উন্নত জাতের ভুট্টা।

    প্রশ্ন : বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশি আন্দোলনের নেতৃত্ব দান করেন
    উত্তর : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

    প্রশ্ন : ২৫ সেপ্টেম্বর ২০২২, জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় প্রদত্ত ভাষণের
    উত্তর : ৪৮তম বার্ষিকী উদ্যাপিত হয়।

    প্রশ্ন : জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট | (নিপাের্ট) প্রতিষ্ঠিত হয়
    উত্তর : ১৯৭৭ সালে।

    প্রশ্ন : সারা দেশে সর্বজনীন বাধ্যতামূলক শিক্ষা চালু | হয়
    উত্তর : ১ জানুয়ারি ১৯৯৩

    প্রশ্ন : বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনাটি প্রণীত হয়েছে
    উত্তর : নেদারল্যান্ডসের বদ্বীপ পরিকল্পনার আলােকে।

    প্রশ্ন : বাংলাদেশে বর্তমানে ইপিজেডের সংখ্যা
    উত্তর : ১০।

    প্রশ্ন : বাংলাদেশে পােশাক খাতে বর্তমান পরিবেশবান্ধব কারখানার সংখ্যা
    উত্তর : ১৭১।

    প্রশ্ন : বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়
    উত্তর : ৭ এপ্রিল ১৯৭৩

    প্রশ্ন : বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ ও তৈরি করবে
    উত্তর : গ্লাকসমস, রাশিয়া।

    প্রশ্ন : বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে RTC- এর পূর্ণরূপ
    উত্তর : Round Table Conference

    প্রশ্ন : মুজিব একটি জাতির রূপকার বায়ােপিক চলচ্চিত্রের পরিচালক
    উত্তর : শ্যাম বেনেগাল।

    প্রশ্ন : সাঙ্গু নদের উৎপত্তি
    উত্তর : আরাকান পাহাড় থেকে।

  • ঢাকা মেট্রোরেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

    ঢাকা মেট্রোরেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

    ঢাকা মেট্রোরেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেলের নির্মাণকাজ চলছে। এর মধ্যে সরকার মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার মেট্রোরেল সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। তাই ঢাকা মেট্রোরেল প্রকল্পের বর্তমান দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ঘোষণা অনুযায়ী, ডিসেম্বরেই (উত্তরা তৃতীয় পর্যায় প্রকল্প থেকে আগারগাঁও পর্যন্ত) মেট্রোরেল বাণিজ্যিকভাবে চলাচল শুরু হবে। মেট্রোরেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ।

    প্রশ্নোত্তরে ঢাকা মেট্রোরেল

    প্রশ্ন : ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাকে কী বলা হয়?
    উত্তর : ম্যাস র‍্যাপিড ট্রানজিট।

    এই বিভাগের আরো পোস্ট :

    প্রশ্ন : মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম কী ?
    উত্তর : কমিউনিকেশন বেজড ট্রেন কন্ট্রোল সিস্টেম।

    প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয় কবে?
    উত্তর : ২৬ জুন ২০১৬।

    প্রশ্ন : প্রথম দফায় ঢাকা মেট্রোরেল বা এমআরটি-৬ লাইনের দৈর্ঘ্য কত ছিল?
    উত্তর : ২০ দশমিক ১০ কিলোমিটার।

    প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্পের বর্তমান দৈর্ঘ্য কত?
    উত্তর : ২১ দশমিক ২৬ কিলোমিটার।

    প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম কী?
    উত্তর : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

    প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম কী?
    উত্তর : দিল্লি মেট্রোরেল করপোরেশন।

    প্রশ্ন : মেট্রোরেলের স্টেশনসংখ্যা প্রথমে কত ছিল?
    উত্তর : ১৬।

    প্রশ্ন : সংশোধিত প্রকল্পে বর্তমানে স্টেশনসংখ্যা হবে কত?
    উত্তর : ১৭।

    প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পের সংশোধিত ডিপিপি অনুমোদিত হয় কবে?
    উত্তর : ১৯ জুলাই ২০২২।

    প্রশ্ন : সংশোধিত প্রকল্পে বর্তমান মেট্রোরেল হবে—
    উত্তর : উত্তরা থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত।

    প্রশ্ন : মেট্রোরেল প্রকল্প প্রথমে ছিল—
    উত্তর : উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত।

    প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পের নতুন করে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কত কিলোমিটার?
    উত্তর : ১ দশমিক ১৬ কিলোমিটার।

    প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করছে কোন প্রতিষ্ঠান?
    উত্তর : জাইকা (৭৫%) ও বাংলাদেশ সরকার।

    প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পের প্রথম ব্যয় ধরা হয়েছিল কত টাকা?
    উত্তর : ২১ হাজার ৯৬৫ কোটি টাকা।

    প্রশ্ন : সংশোধনের পর মেট্রোরেল প্রকল্পের নতুন ব্যয় কত টাকা?
    উত্তর : ৩৩ হাজার ৪৭১ দশমিক ৯৯ কোটি টাকা।

    প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পে জাইকা কত টাকা দেবে?
    উত্তর : ১৯ হাজার ৭১৮ দশমিক ৪৭ কোটি টাকা।

    এই বিভাগ থেকে আরো পড়ুন

    প্রশ্ন : এমআরটি লাইন-৬ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদিত হয় কবে?
    উত্তর : ১৮ ডিসেম্বর ২০১২।

    প্রশ্ন : প্রথম ধাপে মেট্রোরেলের কত কিলোমিটার ও কোন এলাকা চালু হবে?
    উত্তর : উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার।

    প্রশ্ন : মিরপুর ১০ স্টেশন পর্যন্ত মেট্রোরেলের প্রথম পরীক্ষামূলক চলাচল শুরু হয় কবে?
    উত্তর : ২৯ নভেম্বর ২০২১।

    প্রশ্ন : আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয় কবে?
    উত্তর : ১২ ডিসেম্বর ২০২১।

    প্রশ্ন : মেট্রোরেলের নির্মাণকাজ পরিচালনা করছে কোন কোন প্রতিষ্ঠান?
    উত্তর : থাইল্যান্ডের ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড ও চায়নার সিনোহাইড্রো করপোরেশন।

    প্রশ্ন : মেট্রোরেলের ট্রেনগুলো আসবে কোন দেশ থেকে?
    উত্তর : জাপান।

    প্রশ্ন : মেট্রোরেলের প্রতিটি ট্রেনে বগির থাকবে কতটি করে?
    উত্তর : ৬টি।

    প্রশ্ন : মেট্রোরেলের প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে কত টাকা?
    উত্তর : ৫ টাকা।

    প্রশ্ন : মেট্রোরেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া কত টাকা?
    উত্তর : সর্বনিম্ন ভাড়া ২০ টাকা ও সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা।

    প্রশ্ন : প্রতিটি মেট্রোরেলের প্রতিটি ট্রেনে সর্বোচ্চ যাত্রী পরিবহনের সক্ষমতা কত?
    উত্তর : ২ হাজার ৩০৮ জন।

    প্রশ্ন : মেট্রোরেলের সর্বোচ্চ পরিকল্পিত গতি কত?
    উত্তর : ১০০ কিমি/ঘণ্টা।

    প্রশ্ন : মেট্রোরেলের স্টেশনগুলো কত তলাবিশিষ্ট হবে?
    উত্তর : তিনতলা।

    প্রশ্ন : মেট্রোরেলের প্রতিটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে?
    উত্তর : ১৮০ মিটার।