Tag: bcsquestion

  • ক্ষয়ীভবন

    ক্ষয়ীভবন

    তিনপ্রকার কার্য প্রধানভাবে বিবেচিত হয়।

    1. ক্ষয়কার্য
    2. বহনকার্য
    3. অবক্ষেপণকার্য
    Rock shelter formation by river erosion.svg

    এই তিন প্রকার কার্যের মধ্যে ক্ষয়কার্যই হল সর্বাধিক গুরুত্বপূর্ণ। কারণ ক্ষয়কার্যের উপরেই নদীর অবশিষ্ট আর দুটি কার্য প্রত্যক্ষ ও পরোক্ষ দুইরকম ভাবেই নির্ভর করে।

    পদ্মা নদীর তীরে ক্ষয়

    নদী তার বিশেষ কয়েকটি ধর্ম যেমন: প্রবল গতিশক্তি, জলরাশির চাপ, দ্রবণ প্রভৃতি দ্বারা নদী উপত্যকা সংশ্লিষ্ট শিলাস্তরকে বিভিন্নমাত্রায় ও বিভিন্নভাবে ক্ষয় করতে করতে প্রবাহিত হতে থাকে। নদীর এরূপ কার্যকে নদীর ক্ষয়কার্য (Erosional Works of River) বলা হয়।[১]

    বৈশিষ্ট্য

    নদীর ক্ষয়কার্যের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ:

    ক) নদীর ক্ষয়কার্যের পরিমাণ নির্ভর করে নদীর গতিবেগ, জলের পরিমান, স্থানীয় শিলাস্তরের গাঠনিক প্রকৃতি প্রভৃতি বিষয়ের উপর।

    খ) নদীর ক্ষয়কার্যই প্রকারান্তরে নদীর অপর দুটি কার্য; বহন কার্য ও অবক্ষেপণ কার্যকে বহুলাংশে নিয়ন্ত্রণ করে।

    গ) নদীর ক্ষয়কার্যের ফলে সংশ্লিষ্ট অঞ্চলের সামগ্রিক উচ্চতা ও প্রশস্থতা হ্রাস পেতে থাকে।

    ঘ) নদী অববাহিকার পরিবর্তন সাধিত হয়।[২]

    River Orchy erosion potholes.jpg

    প্রক্রিয়া

    নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়া মূলত পাঁচ প্রকার। যথা-

    ১. জলপ্রবাহজনিত ক্ষয় (Hydraulic Action): নদীর প্রবল গতিসম্পন্ন জলপ্রবাহের আঘাতে নদীখাত ও নদীপার্শ্বস্থ অপেক্ষাকৃত কোমল ও আলগা শিলাখন্ডগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে ভেঙ্গে যায় ও জলপ্রবাহ দ্বারা বাহিত হয়ে এগিয়ে চলে। একে নদীর জলপ্রবাহজনিত ক্ষয় বলে।

    ২. ঘর্ষণজনিত ক্ষয় (Attrition): নদীবাহিত প্রস্তরখন্ডগুলি (Boulders) একটি অপরটির সাথে সংঘর্ষের ফলে ভেঙ্গে গিয়ে অপেক্ষাকৃত ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তরখন্ডে এবং অবশেষে বালুকণায় পরিণত হয়। একে নদীর ঘর্ষণজনিত ক্ষয় বলে।

    ৩. অবঘর্ষজনিত ক্ষয় (Corrasion): নদীবাহিত প্রস্তরখন্ডগুলি চলতে চলতে নদীখাতের সাথে সংঘর্ষে সৃষ্টি করে। ফলে নদীবক্ষ ভীষণভাবে ক্ষয়প্রাপ্ত হয়। নদীর এরূপ ক্ষয়কে অবঘর্ষজনিত ক্ষয় বলে।

    ৪. দ্রবণজনিত ক্ষয় (Solution): স্থানীয় শিলাস্তরের বিশেষ প্রকৃতি (যেমন – চুনাপাথর, লবণশিলা প্রভৃতি) অথবা নদীর জলের বিশেষ প্রকৃতি (যেমন: অত্যধিক অম্লত্ব বা ক্ষারত্ব) জনিত কারণে অনেকসময় নদীর গতিপথে অবস্থিত শিলা দ্রুত গলে গিয়ে বা দ্রবীভূত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়। নদীর এরূপ ক্ষয়কে দ্রবণজনিত ক্ষয় বলে।

    ৫. বুদবুদজনিত ক্ষয় (Bubble Erosion): নদীর জলস্রোতের মধ্যে বুদবুদ সৃষ্টি হয়। এই বুদবুদগুলি জলপ্রবাহের মধ্যে চাপা পড়ে থাকলে তার মধ্যে বাতাসের চাপ প্রচন্ড থাকে। পরবর্তীতে এই বুদবুদ্গুলি মুক্ত হলে তা নদীপার্শ্বস্থ বা নদীমধ্যস্থ শিলাস্তরের গাত্রে ফেটে যায়। এইভাবে অজস্র বুদবুদ ক্রমাগত শিলাগাত্রে ফাটতে থাকলে শিলাগাত্রে ক্রমশ মৌচাকের ছিদ্রের মত ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত সৃষ্টি হয়। একে নদীর বুদবুদজনিত ক্ষয় বলে।[৩]

    নদীর ক্ষয়কার্যে সৃষ্টি হওয়া ভূমিরূপ

    উচ্চগতিতে নদীর গতিপথের ঢাল খুব বেশি থাকে (সাধারণভাবে ২২°-৩৫°)।  ফলে নদীর জলধারা প্রবলবেগে নিচের দিকে বয়ে চলে। এই অংশে নদীর প্রবল স্রোতের জন্য নদী উপত্যকা ভীষণভাবে ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয় প্রাপ্ত শিলাখণ্ড গুলিকে নদী নিচের দিকে বহন করে নিয়ে যায়। তাই উচ্চগতিতে নদীর প্রধান কাজ ক্ষয় করা এবং ক্ষয়িত দ্রব্য বহন করা। এই অংশে ঢালের  হঠাৎ পরিবর্তনের ফলে কিছু কিছু সঞ্চয় কাজও হয়ে থাকে। ব্যাপকভাবে ক্ষয়, বহন ও স্বল্প পরিমাণে সঞ্চয়ের ফলে উচ্চ গতিতে নানা ধরনের ভূমিরূপ গঠিত হয়ে থাকে। এগুলি হল:

    ১. ‘I’ আকৃতির উপত্যকা

    পার্বত্য অঞ্চলে প্রবল জলস্রোত ও বাহিত শিলাখণ্ডের সঙ্গে নদীখাতের ঘর্ষণের ফলে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় অধিক হয়। এর ফলে নদী উপত্যকা সংকীর্ণ ও গভীর হয়ে ইংরেজি ‘I’ আকৃতির আকার ধারণ করে।

    ২. ‘V’ আকৃতির উপত্যকা

    পার্বত্য অঞ্চলে প্রবল জলস্রোত ও শিলাখণ্ডের  ঘর্ষণের সঙ্গে ভূমিক্ষয় ও ধসের ফলে নিম্নক্ষয়ের সঙ্গে সঙ্গে সামান্য পার্শ্বক্ষয়ও ঘটে। ফলে নদীউপত্যকা অনেকটা ইংরেজি ‘V’ আকৃতির আকার ধারণ করে।

    ৩. গিরিখাত

    বৃষ্টিবহুল অতি উচ্চ পার্বত্য অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের মাত্রা অত্যন্ত বেশি হওয়ায় নদী উপত্যকা সংকীর্ণ ও অতি গভীর হয়। এই ধরনেরঅতি গভীর ও সংকীর্ণ নদী উপত্যকাকেই গিরিখাত বলে। কোন কোন গিরিখাতের তলদেশের সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী পর্বতের চূড়ার উচ্চতার পার্থক্য প্রায় কয়েক হাজার মিটার হয়। উদাহরণ: সাধারণত হিমালয় প্রভৃতি নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গিরিখাত দেখতে পাওয়া যায়। দক্ষিণ পেরুর কল্কা নদীর গিরিখাতটি হল বিশ্বের গভীরতম গিরিখাত। এর সর্বাধিক গভীরতা ৪৩৭৫ মিটার।

    ৪. ক্যানিয়ন

    মরুপ্রায় শুষ্ক অঞ্চলের অতি সংকীর্ন ও অতি গভীর গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়। এর উদাহরণ যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হল পৃথিবীর বৃহত্তম গিরিখাত। এর দৈর্ঘ্য  ৪৮৩ কিমি, প্রস্থ ১২ কিমি এবং সর্বাধিক গভীরতা ১.৯ কিমি। অন্যদিকে দক্ষিণ পেরুর কল্কা নদীর গিরিখাত (এল-ক্যানন দ্য কলকা) হল পৃথিবীর গভীরতম গিরিখাত।

    জলপ্রপাত সৃষ্টির কারণ

    নায়াগ্রা

    জলপ্রপাত নানা কারণে সৃষ্টি হতে পারে। যেমন:

    ক. চ্যূতি 

    নদীর গতিপথে হঠাৎ কোন চ্যূতির সৃষ্টি হলে খাড়া ঢালের সৃষ্টি হয়। আফ্রিকার জাম্বেসী নদী এর ওপর জাম্বেসী জলপ্রপাত এইভাবে সৃষ্টি হয়েছে।

    খ. লাভা প্রবাহ 

    নদীর গতিপথে  কঠিন লাভা স্তর অবস্থান করলে জলতলের প্রভেদ ঘটে। ফলে জলপ্রপাত সৃষ্টি হতে পারে

    গ. ভূ-আন্দোলন

    ভূ-আন্দোলনের ফলে কোন স্থানে খাড়া ঢালের সৃষ্টি হতে পারে। এরুপ স্থানের মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে জলপ্রপাতের সৃষ্টি হয়।

    ঘ. ঝুলন্ত উপত্যকা

    পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কাজের ফলে ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয়। ক্যালিফোর্নিয়ার য়োসেমিতি জলপ্রপাত এইভাবে সৃষ্টি হয়েছে।

    ঙ. মালভূমির প্রান্তভাগ

    মালভূমির প্রান্তভাগের খাড়া ঢালে জলপ্রপাত সৃষ্টি হয়। বিহারের সুবর্ণরেখা নদীর উপর হুড্রু জলপ্রপাত এইভাবে সৃষ্টি হয়েছে।

    চ. কঠিন ও কোমল শিলাস্তরের সহাবস্থান

    কঠিন ও কোমল শিলাস্তর পাশাপাশি অবস্থান করলে কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে খাড়া ঢালের সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাত এইভাবে সৃষ্টি হয়েছে।

    উদাহরণ

    পৃথিবীতে প্রায় ১০০ টির মত বড় জলপ্রপাত আছে। পৃথিবীর সুন্দর জলপ্রপাতগুলির মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স নদী এর ওপর নায়াগ্রা জলপ্রপাত এবং দক্ষিণ আফ্রিকার জাম্বেসী নদীর উপর ভিক্টোরিয়া জলপ্রপাত উল্লেখযোগ্য। দক্ষিণ আমেরিকার ভেনিজুয়েলায়  রিওকরোনি নদীর এঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত (৯৮০ মিটার)। ভারতের কর্নাটক রাজ্যের শরাবতী নদীর ওপর গেরসোপ্পা ওযোগ জলপ্রপাত দেশের সর্বোচ্চ জলপ্রপাত (২৭৫ মিটার)।

    জলপ্রপাতের পশ্চাদপসরণ

    নরম শিলা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে হতে একসময় অপসারিত হয় এবং কঠিন শিলাস্তরও ক্রমশ ক্ষয় পেতে থাকে। এরুপ অবস্থায় জলপ্রপাত পেছনের দিকে সরে যায়। একে জলপ্রপাতের পশ্চাদপসরণ বলে।

    নদীর পার্বত্য গতি ও সৃষ্ট ভূমিরূপ

    নদীর পার্বত্য গতি

    পার্বত্য অঞ্চলে নদীর প্রাথমিক গতি থাকে। এখানে নদীর স্রোত খুব প্রবল ও গভীরতা খুব বেশি। নদী এখানে খুব বেশি চওড়া হয় না। পর্বতের গা দিয়ে আঁকা বাঁকা পথে নদী এখানে বইতে থাকে এবং নানা রকমের ভূমিরূপ গঠন করে থাকে। এগুলি হল:

    অন্তর্বদ্ধ শৈলশিরার অভিক্ষিপ্তাংশ

    পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কাজের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয়, আড়াআড়ি পাড় বা  অন্তর্বদ্ধ শৈলশিরার অভিক্ষিপ্তাংশ হল তাদের মধ্যে অন্যতম একটি ভূমিরূপ। পার্বত্য অঞ্চলে হিমবাহ বা নদীর প্রবাহ পথে, নদীর ঘর্ষণের ফলে ক্ষয়প্রাপ্ত  ও খাঁজ-কাটা শৈলশিরাগুলিকে অভিক্ষিপ্তাংশ বলে। পার্বত্য অঞ্চলে কোনও নদীর গতিপথে অনেক সময় পাহাড়গুলির অভিক্ষিপ্তাংশ এমন ভাবে বিন্যস্ত থাকে যে, নদীর প্রবাহপথের একটি অংশ আর একটি অংশ থেকে আড়াল হয়ে যায় এবং নদীটি সামান্য একটু বাঁক নিয়ে এঁকে বেঁকে প্রবাহিত হতে বাধ্য হয়। এই অবস্থায় দূর থেকে দেখলে নদীটির গতিপথ আড়াল হয়ে এবং মনে হয় শৈলশিরাগুলি যেন আবদ্ধ অবস্থায় আছে, একে তখন আড়াআড়ি পাড় বা অন্তর্বদ্ধ শৈলশিরার অভিক্ষিপ্তাংশ (Interlocking Spur) বলে।

    কর্তিত অভিক্ষিপ্তাংশ

    পার্বত্য উপত্যকা দিয়ে যখন হিমবাহ অগ্রসর হয়, সে সময় এই হিমবাহের গতিপথে যেসব পর্বতের অভিক্ষিপ্তাংশ হিমবাহের গতিপথে বাধা সৃষ্টি করে থাকে, হিমবাহ সেগুলিকে কেটে বা ক্ষয় করে সোজা পথে অগ্রসর হয় এবং খাড়া ঢালের সৃষ্টি করে। এর ফলে পর্বতশিরার অবতল ও উত্তল ঢালটি হঠাৎ খাড়াভাবে হিমবাহ উপত্যকায় নেমে আসে। এইভাবে হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত এবং ত্রিভূজের মতো দেখতে শৈলশিরাগুলোকে কর্তিত স্পার বা পল কাটা স্পার (Truncated Spur) বলে।যে কোনো নদীর পার্বত্য গতিপথে এই ধরনের বাধা থাকলে নদীটি এঁকে বাঁক প্রবাহিত হয়, যার ফলে আড়াআড়ি পাড় বা  অন্তর্বদ্ধ শৈলশিরার অভিক্ষিপ্তাংশ (Interlocking Spur) এর সৃষ্টি হয়। হিমালয়ের পার্বত্য অঞ্চলে তিস্তা, তোর্সা, মহানন্দা প্রভৃতি নদীর গতিপথে কর্তিত শৈলশিরা (Truncated Spur) দেখা যায়।

    ‘V’ অক্ষরের উপত্যকা ও গিরিখাত

    পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কাজের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয়, V অক্ষরের উপত্যকা ও গিরিখাত হল তাদের মধ্যে অন্যতম একটি ভূমিরূপ। পার্বত্য অঞ্চলে স্রোতের বেগ প্রচন্ড হওয়ায় নদী বড় বড় শিলাখন্ড, নুড়ি, পাথর প্রভৃতি বহন করে নামতে থাকে। শিলাখন্ডের আঘাতে নদীগর্ভ ক্ষয় হয়। পার্বত্যপথে নদীর ইংরেজি I অথবা সরু  V আকৃতির নদী-উপত্যকা যখন খুব গভীর হয়, তখন তাকে গিরিখাত (Gorge) বলে। গিরিখাত যতটা গভীর ততটা চওড়া নয়। কখনো কখনো এই সমস্ত গিরিখাতের তলদেশের সঙ্গে পার্শ্ববর্তী পর্বতের চূড়ার মধ্যে উচ্চতার পার্থক্য প্রায় কয়েক হাজার মিটার হয়। এর উদাহরণ শতদ্রু, সিন্ধু, তিস্তা প্রভৃতি নদীর হিমালয়ের পার্বত্য গতিপথে গভীর নদী উপত্যকা বা গিরিখাত দেখতে পাওয়া যায়। সিন্ধুনদের অরুণ গিরিখাত বিখ্যাত। দক্ষিণ পেরুর কল্কা নদীর গিরিখাতটি হল বিশ্বের গভীরতম গিরিখাত যার গভীরতা  সর্বাধিক ৪,৩৭৫ মিটার।

    জলপ্রপাত ও প্রপাত কূপ

    পার্বত্য প্রবাহে নদীর গতিপথে আড়াআড়ি ভাবে কোনো কঠিন শিলা থাকলে, সেই কঠিন শিলা পাশের কোমল শিলা থেকে অপেক্ষাকৃত কম ক্ষয় পায় এবং কালক্রমে উঁচু হয়ে থাকে। নদীস্রোত সেই খাড়া ঢাল থেকে বিপুল বেগে নিচের কোমল শিলায় পড়ে জলপ্রপাতের (Walerfalls) সৃষ্টি করে। নদীর গতিপথের যে অংশে জলপ্রপাতের জলধারা সজোরে এসে পড়ে সেখানে এই জলধারা সজোরে এসে পড়ার ফলে মন্থকূপের সৃষ্টি হয় যাকে প্রপাতকূপ (Plunge-pool) বলে। জলপ্রপাতের উপস্থিতির ফলে নিচের কোমল শিলাস্তরের ভিতরের অংশের দ্রুত ক্ষয় হওয়ায় এই ধরনের জলপ্রপাত ধীরে ধীরে পিছনের দিকে সরে আসতে থাকে, একে জলপ্রপাতের পশ্চাদপসরণ বলে। দক্ষিণ আমেরিকার ভেনিজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাতটি হল পৃথিবীর  উচ্চতম জলপ্রপাত।

    ক্যানিয়ন

    পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কাজের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয়, ক্যানিয়ন হল তাদের মধ্যে অন্যতম একটি ভূমিরূপ। বৃষ্টিহীন মরুপ্রায় শুষ্ক অঞ্চলে ইংরেজি ‘I’ অক্ষরের মতো গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়। দীর্ঘপথ ধরে বৃষ্টিহীন পার্বত্য মরু অঞ্চল দিয়ে কোনো নদী প্রবাহিত হলে নদীর জলের স্বল্পতার জন্য নদীখাতে শুধু মাত্র নিম্নক্ষয় হয়। শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাত কম, ফলে দুই পাড় ভেঙ্গে জল নদীতে নেমে আসে না। তাই নদীর পার্শ্বক্ষয় বিশেষ হয় না। শুধুমাত্র নিম্নক্ষয়ের জন্য ‘I’ আকৃতির সুগভীর খাত বা ক্যানিয়ন (canyon) এর সৃষ্টি হয়। এর উদাহরণ আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কলোরাডো নদী পৃথিবী বিখ্যাত গ্রান্ড ক্যানিয়ন সৃষ্টি করেছে যার দৈর্ঘ হল ৪৪৬ কিলোমিটার এবং কোথাও কোথাও এর গভীরতা ১.৬ কিলোমিটারেরও বেশি।

    চিত্রশালা

    River Erosion in the Central Valley (8482352597).jpg
    Bank erosion structures in sand, Harris River.jpg

    আরো দেখুন

    বহিঃসংযোগ

    1. https://web.archive.org/web/20170710083955/https://practicalaction.org/river-erosion-drr
    2. https://www.erosionpollution.com/river-bank-erosion.html ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ আগস্ট ২০১৭ তারিখে
  • কাশাফ নদী

    কাশাফ নদী

    কাশাফ নদী বা কাশাফরুদ (পার্শি ‏کشف‎, কা-শা-ফ, বাংলা সমতুল্য শব্দ ‘কচ্ছপ’; পার্শি ভাষায় ‘রুদ’ শব্দের অর্থ ‘নদী’) হল উত্তরপূর্ব ইরানের একটি নদী। রাজাভি খোরসন প্রদেশের বিনালুদ পর্বতশ্রেণীতে উৎপন্ন এই নদীটি প্রথমে পূর্বদিকে প্রবাহিত হয়ে ইরান-তুর্কমেনিস্তান সীমানায় এসে উপস্থিত হয়েছে ও শেষে ইরান-তুর্কমেনিস্তান যৌথ বাঁধের ৫ কিলোমিটারের মধ্যেই আফগানিস্তান থেকে আসা উত্তরমুখী হরি নদীতে মিলিত হয়েছে। সবমিলিয়ে এই নদীর প্রবাহপথ ২৯০ কিলোমিটার লম্বা।

    ইরানে এই নদীর তীরে দুটি বিখ্যাত ও প্রাচীন শহর গড়ে উঠেছে। এদের একটি চেনারান ও অন্যটি রাজাভি খোরসন প্রদেশের রাজধানী ও ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর[১] মাশহাদ। এছাড়া এই নদীর উপত্যকা ইরানের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক অঞ্চল হিসেবেও গণ্য করা হয়ে থাকে। নব্যপ্রস্তর যুগের অনেক প্রত্নতাত্ত্বিক উপাদান এই অঞ্চলে পাওয়া গেছে। এই অঞ্চলে প্রাপ্ত ৮০ হাজার বছরেরও বেশি পুরনো এইসব প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি ইরানে পাওয়া এ’ পর্যন্ত সবচেয়ে প্রাচীন মনুষ্যবসতির সাক্ষ্য বহন করে।[২]

    ইরান-তুর্কমেনিস্তানের সংলগ্ন অঞ্চলের মানচিত্র।

  • কার্মান রেখা

    কার্মান রেখা

    কার্মান রেখা পৃথিবীর সমুদ্রপৃষ্ট থেকে ১০০ কিমি (৬০ মাইল) উপরে একটি কল্পিত রেখা, যা সাধারণত পৃথিবীর বায়ূমন্ডল হতে মহাকাশকে আলাদা করতে ব্যবহৃত হয়।[২] এই সংজ্ঞাটি বিমানচালনাবিদ্যা (aeronautics ) এবং নভশ্চরণবিদ্যা (astronautics) বিষয়ে আন্তর্জাতিক মান নির্ধারক ও তথ্য সংরক্ষক সংস্থা Fédération Aéronautique Internationale (FAI) দ্বারা গ্রহণ করা হয় ।

    হাঙ্গেরীও-আমেরিকান প্রকৌশলী এবং পদার্থবিজ্ঞানী থিওডোর ভন্‌ কার্মান (১৮৮১-১৯৬৩) এর নাম অনুসারে এই নামকরণ করা হয়। তিনি প্রথম গনণা করে দেখান যে, এই সীমায় পৃথিবীর বায়ুমণ্ডল এতই পাতলার যে, বিমান চালানোর সম্ভব নয়। কেননা, সেক্ষেত্রে একটি বিমানকে বাতাসের উপর ভরদিয়ে চলাচলের জন্য এর বেগ পৃথিবীর আবর্তন গতির সমান হতে হবে।

    • বিমানচালনাবিদ্যা — FAI ক্ষেত্রে, পৃথিবীর সমুদ্রপৃষ্ট থেকে ১০০ কিমি মধ্যে বিমান চলাচল, সকল ধরনের বিমান মহড়া।
    • নভশ্চরণবিদ্যা — FAI ক্ষেত্রে, পৃথিবীর সমুদ্রপৃষ্ট থেকে ১০০ কিমি বাহিরের সকল ধরনের কর্মকাণ্ড।

    বায়ূমন্ডলের স্তরসমূহ।[১] (স্কেল অনুসারে নয়)

  • কলোরাডো মালভূমি

    কলোরাডো মালভূমি

    কলোরাডো মালভূমি, কলোরাডো মালভূমি প্রদেশ নামেও পরিচিত। এটি ইন্টারমন্টান মালভূমির একটি মরুভূমি অঞ্চল,এবং মোটামুটিভাবে দক্ষিণ-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের চার কোণ অঞ্চলে কেন্দ্রীভূত। এর পশ্চিমে কলোরাডো, উত্তর-পশ্চিমে মেক্সিকো, দক্ষিণ পূর্বে উটাহ, উত্তর অ্যারিজোনা, এবং নেভাদার দক্ষিণ-পূর্বে 336,700 কিলোমিটার (130,000 mi2) এলাকা জুড়ে।মোট এলাকার প্রায় ৯০% কলোরাডো নদী। এর প্রধান উপনদী গ্রীন, সান জুয়ান, এবং লিটল কলোরাডো । মালভূমির অধিকাংশ পানি রিও গ্রান্ডে এবং এর উপনদী দ্বারা নিষ্কাশন করা হয়।

    কলোরাডো মালভূমি মূলত মরুভূমি, বিক্ষিপ্ত ভাবে কিছু বন নিয়ে গঠিত। কলোরাডো মালভূমির দক্ষিণ-পশ্চিম কোণে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন অবস্থিত। মালভূমির বেশিরভাগ প্রাকৃতিক দৃশ্য, চেহারা এবং ভূতাত্ত্বিক উভয় ইতিহাসে, গ্র্যান্ড ক্যানিয়নের সাথে সম্পর্কিত। এর পাথরে উজ্জ্বল শুষ্কতা এবং ক্ষয় এর কারণে “রেড রক কান্ট্রি” বলে । গম্বুজ, পাখনা, প্রবালপ্রাচীর, সংকীর্ণ নদী, প্রাকৃতিক সেতু, এবং স্লট ক্যানিয়ন মালভূমির অতিরিক্ত বৈশিষ্ট্য ।

    কলোরাডো মালভূমি ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন এলাকার বাইরে মার্কিন জাতীয় উদ্যান সার্ভিস (এনপিএস) ইউনিটের । এর নয়টি জাতীয় উদ্যানের মধ্যে রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন, জায়ন, ব্রিস ক্যানিয়ন, ক্যাপিটল রিফ, ক্যানিয়নল্যান্ড, আর্চ, মেসা ভার্দে, এবং ভীত বন। এর ১৮টি জাতীয় স্মৃতিসৌধের মধ্যে রয়েছে ভাল্লুক কান, রেইনবো ব্রিজ, ডাইনোসর, হোভেনউইপ, উপাতকি, সানসেট ক্রেটার আগ্নেয়গিরি, গ্র্যান্ড সিঁড়ি-এসকালান্তে, প্রাকৃতিক সেতু, প্রাচীনউপত্যকা, চাকো সংস্কৃতি জাতীয় ঐতিহাসিক পার্ক এবং কলোরাডো জাতীয় স্মৃতিসৌধ।

  • কর্কটক্রান্তি

    কর্কটক্রান্তি

    কর্কটক্রান্তি বা কর্কটক্রান্তি রেখা (কর্কট মানে কাঁকড়া) বা উত্তর বিষুব পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান পাঁচটি অক্ষাংশের একটি। এটি বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা।

    হেলে থাকা বিষুব রেখা

    পৃথিবী কক্ষতলের উপর লম্বভাবে থাকার বদলে একটু হেলে থাকে। (সারা বছর একই দিকে হেলে থাকে, সবসময় সূর্যের দিকে নয়- এ জন্য ঋতু পরিবর্তন হয় – বছরের অর্ধেক সময় উত্তর মেরু সূর্যের দিকে ফিরে থাকে)। কক্ষতলের উপর লম্বের থেকে আহ্নিক অক্ষের এই হেলে থাকা অর্থাৎ অবনতি কোণের পরিমাণ মোটামুটি ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড (~২৩.৪৪ ডিগ্রী)। তাই কর্কট সংক্রান্তির (June Solstice) দিন অর্থাৎ সূর্যের উত্তরায়ণের সর্বোচ্চ দিন (যেদিন উত্তর গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি হেলে থাকে[১] এবং এ গোলার্ধে দিবালোক সবচেয়ে বেশীক্ষণ থাকে) সূর্য যে অক্ষাংশ রেখায় লম্বভাবে আলোকপাত করে সেই ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ রেখাই হল কর্কটক্রান্তি রেখা।

    ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ রেখাটিকে কর্কটক্রান্তি রেখা বলা হলেও লম্ব আলোকপাতে আসল অবস্থান নির্ভর করে পৃথিবীর হেলে থাকার কৌণিক পরিমাণের উপর। আর সেই কোণটি প্রতি ৪১,০০০ বছরের একটি চক্রাকার পর্যায়ক্রমে ২১.৫ থেকে ২৪.৫ ডিগ্রীর মধ্যে বদলাতে থাকে। সেই হিসাবে বর্তমান পর্যায়ে কর্কটক্রান্তি রেখার অবস্থান প্রতি বছর আধ সেকেন্ড করে কমে আসছে। এছাড়া ধীর পরিবর্তন ছাড়াও আহ্নিক অক্ষটি ঘুর্ণণরত লাট্টুর মতই স্থায়ী না থেকে প্রিসেশন নামে একটি বলয়াকার গতি এবং ন্যুটেশন নামে একটি দোদুল্যমান গতি পরিদর্শন করে। ন্যুটেশনের পর্যায়কাল পৃথিবীর ক্ষেত্রে ১৮.৬ বছর এবং কৌণিক পরিমাণ প্রায় সাড়ে নয় সেকেন্ড। রেখাটি নির্দিষ্ট নয় এবং এটি প্রত্যেক বছর ১৫ মিটার(০.৪৮৬″) করে দক্ষিণদিকে সরে যাচ্ছে। রেখাটি ১৯১৭ সালে ছিল ২৩° ২৭′ এবং ২০৪৫ সালে ২৩° ২৬’অক্ষাংশে পৌঁছাবে।[২]

    নামের ইতিহাস

    এই নামকরণ হয় কারণ তখন কর্কট সংক্রান্তির দিন সূর্য কর্কট রাশিতে অবস্থান করছিল। কিন্তু প্রিসেশনের কারণে বর্তমানে কর্কট সংক্রান্তির দিন সূর্য আসলে মিথুন রাশিতে অবস্থান করে।

    যেসব দেশের অবস্থান কর্কটক্রান্তির উপর

    সকল স্থানাঙ্কের মানচিত্র: ওপেনস্ট্রীটম্যাপ 
    এই হিসেবে স্থানাঙ্ক ডাউনলোড করুন: KML · GPX

    মূল মধ্যরেখা থেকে শুরু করে পূর্বদিকে গেলে কর্কটক্রান্তি রেখা যে সমস্ত দেশ ও সমুদ্রের উপর দিয়ে যায় সেগুলো হল:

    অক্ষের হেলে থাকার কৌণিক পরিমাণ বদল

    প্রিসেশনের উপর সন্নিবেশিত ন্যুটেশন

    স্থানাঙ্কদেশ, অঞ্চল বা সমুদ্রমন্তব্য
    ২৩°২৬′ উত্তর ০°০′ পূর্ব আলজেরিয়া
    ২৩°২৬′ উত্তর ১১°৫১′ পূর্ব নাইজার
    ২৩°২৬′ উত্তর ১২°১৭′ পূর্ব লিবিয়াকর্কটক্রান্তি রেখা ২৩°২৬′ উত্তর ১৫°৫৯′ পূর্ব-এ চাদের উত্তর সীমা স্পর্শ করে।
    ২৩°২৬′ উত্তর ২৫°০′ পূর্ব মিশর
    ২৩°২৬′ উত্তর ৩৫°৩০′ পূর্বলোহিত সাগর
    ২৩°২৬′ উত্তর ৩৮°৩৮′ পূর্ব সৌদি আরব
    ২৩°২৬′ উত্তর ৫২°৮′ পূর্ব সংযুক্ত আরব আমিরাতকেবলমাত্র আবু ধাবি আমিরাত
    ২৩°২৬′ উত্তর ৫৫°২৪′ পূর্ব ওমান
    ২৩°২৬′ উত্তর ৫৮°৪৬′ পূর্বভারত মহাসাগরআরব সাগর
    ২৩°২৬′ উত্তর ৬৮°২৩′ পূর্ব ভারতগুজরাত, রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ডপশ্চিমবঙ্গ রাজ্য
    ২৩°২৬′ উত্তর ৮৮°৪৭′ পূর্ব বাংলাদেশখুলনা, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগ
    ২৩°২৬′ উত্তর ৯১°১৪′ পূর্ব ভারতত্রিপুরা রাজ্য
    ২৩°২৬′ উত্তর ৯১°৫৬′ পূর্ব বাংলাদেশচট্টগ্রাম বিভাগ
    ২৩°২৬′ উত্তর ৯২°১৯′ পূর্ব ভারতমিজোরাম রাজ্য
    ২৩°২৬′ উত্তর ৯৩°২৩′ পূর্ব মিয়ানমার (বর্মা)চিন রাজ্য, সাগাইং বিভাগ, মান্দালয় বিভাগ, শান রাজ্য
    ২৩°২৬′ উত্তর ৯৮°৫৪′ পূর্ব গণচীনProvinces of Yunnan (passing about 7 km north of the border with  ভিয়েতনাম), Guangxi, and Guangdong
    ২৩°২৬′ উত্তর ১১৭°৮′ পূর্বতাইওয়ান প্রণালী
    ২৩°২৬′ উত্তর ১২০°৮′ পূর্ব প্রজাতন্ত্রী চীন (তাইওয়ান)চিয়ায়ি কাউন্টি, হুয়ালেইন কাউন্টি
    ২৩°২৬′ উত্তর ১২১°২৯′ পূর্বপ্রশান্ত মহাসাগরPassing just south of Necker Island, Hawaii,  যুক্তরাষ্ট্র
    ২৩°২৬′ উত্তর ১১০°১৫′ পশ্চিম মেক্সিকোবাহা ক্যালিফোর্নিয়া সুর রাজ্য
    ২৩°২৬′ উত্তর ১০৯°২৪′ পশ্চিমক্যালিফোর্নিয়া উপসাগর
    ২৩°২৬′ উত্তর ১০৬°৩৫′ পশ্চিম মেক্সিকোসিনালোয়া, দুরাঙ্গো, যাকাটেকাস, সান লুই পোওসি, নুয়েভো লিয়োঁ এবং টামাউলিপাস রাজ্য
    ২৩°২৬′ উত্তর ৯৭°৪৫′ পশ্চিমমেক্সিকো উপসাগর
    ২৩°২৬′ উত্তর ৮৩°০′ পশ্চিমঅতলান্তিক মহাসাগরPassing through the Straits of Florida and the Nicholas Channel
    Passing just south of the Anguilla Cays ( বাহামা দ্বীপপুঞ্জ)
    Passing through the Santaren Channel and into the open ocean
    ২৩°২৬′ উত্তর ৭৬°০′ পশ্চিম বাহামা দ্বীপপুঞ্জExuma Islands and Long Island
    ২৩°২৬′ উত্তর ৭৫°১০′ পশ্চিমঅতলান্তিক মহাসাগর
    ২৩°২৬′ উত্তর ১৫°৫৭′ পশ্চিমপশ্চিম সাহারা মরক্কো কর্তৃক দাবীকৃত
    ২৩°২৬′ উত্তর ১২°০′ পশ্চিম মৌরিতানিয়া
    ২৩°২৬′ উত্তর ৬°২৩′ পশ্চিম মালি
    ২৩°২৬′ উত্তর ২°২৩′ পশ্চিম আলজেরিয়া

    অন্যান্য তথ্য

    রেখাটির দৈর্ঘ্য ৩৬,৭৮৭.৫৫৯ কিমি বলে ধরা হয় যদিও উপরোল্লিখিত কারণে এত সঠিক মাপ বলা সম্ভব নয়। আন্তর্জাতিক বায়ুভ্রমণ ফেডারেশনের (Fédération Aéronautique Internationale) নিয়ম অনুসারে পৃথিবী প্রদক্ষিণকারী বায়ু ভ্রমণ দাবী করতে হলে কমপক্ষে এই দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, সবকটি দ্রাঘিমারেখাকে পার হতে হবে এবং যে বিমান বন্দরে যাত্রা শুরু সেই একই বিমানবন্দরে অবতরণ করতে হবে।

    চীনদেশের শীতল পার্বত্যাঞ্চল বাদ দিলে, এবং পূর্বাংশে অবস্থিত উপকূলীয় এলাকা যেখানে অরোগ্রাফিক বৃষ্টিপাত হয়ে থাকে সেগুলি ব্যতীত, কর্কটক্রান্তি রেখায় অবস্থিত অঞ্চলগুলি সাধারণত উষ্ণ ও শুষ্ক হয়ে থাকে। [৩]

    এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।
  • ওজোন স্তর

    ওজোন স্তর

    ওজোন স্তর (Ozone layer) হচ্ছে পৃথিবীর বায়ুমন্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রায় ওজোন গ্যাস থাকে। এই স্তর থাকে প্রধানতঃ স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে, যা ভূপৃষ্ঠ থেকে কমবেশি ২০-৩০ কিমি উপরে অবস্থিত। এই স্তরের পুরুত্ব স্থানভেদে এবং মৌসুমভেদে কমবেশি হয়। [১] O2 + ℎνuv → 2O O + O2 ↔ O3

    বায়ুমণ্ডলে ওজোনের প্রায় ৯০ শতাংশ স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। ওজোন কেন্দ্রীকরণ প্রায় ২০ এবং ৪০ কিলোমিটার (৬৬,০০০ এবং ১৩১,০০০ ফুট), তারা যেখানে মিলিয়ন প্রতি প্রায় ২ থেকে ৮ অংশ থেকে পরিসীমার মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়। যদি এই ওজোনের সবটুকু অংশ সমুদ্রতল এর বায়ু চাপ দ্বারা সংকুচিত করা হয় তাহলে এটি শুধুমাত্র ৩ মিলিমিটার (১/৮ ইঞ্চি) পুরু হবে!ওজন গ্যাসের ঘনত্ব মাপা হয় DU(ডবসন ইউনিট )-এ |বিজ্ঞানী ডবসন আবিষ্কৃত স্পেক্ট্রোফটোমেটের এর সাহায্যে এই ঘনত্ব পরিমাপ করা হয় | নিরক্ষীয় গ্যাসের উপর ওজন গ্যাসের ঘনত্ব 150DU, নাতিশীতোষ্ণ অঞ্চলের ওপর 350DU, মেরু ও উপমেয় অঞ্চলের ওপর 450DU| ওজোন স্তরের বিনাশের কারণ:-

    বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী 1970 সালের পর থেকে স্ট্রাটোস্ফিয়ার এর মোট ওজনের প্রায় 4% ধ্বংস হয়েছে| উভয় মেরুর দিকে ধ্বংসের মাত্রা বেশি ওজন স্তর বিনাশের কারণ গুলিকে দুটি স্তরে ভাগ করা হয়| যথা:-1) প্রাকৃতিক ঘটনা:- অগ্নুৎপাত, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনায়়় ওজোন স্তরে প্রাকৃতিক ঘটনায় ওজোন স্তরের কিছুটা নষ্ট হয়|2) অতিবেগুনি রশ্মির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া :- অতিবেগুনি রশ্মি অতিবেগুনি রশ্মির প্রভাবে ওজন অণুর ভেঙ্গে অক্সিজেন অণু ও পরমাণু উৎপন্ন করে|3) সূর্য রশ্মির পরিমাণ বৃদ্ধি:- প্রতি 10 থেকে 15 বছর অন্তর সূর্য রশ্মির পরিমাণ বাড়ে |সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ বায়ুমণ্ডলের নাইট্রোজেন নাইট্রাস অক্সাইড এ পরিণত হয় |নাইট্রাস অক্সাইড রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে ওজন স্তর রক্ষা করে|4)

    বায়ু মন্ডলের ঊর্ধ্ব স্তরে বায়ুর সঞ্চালন

    ইতিহাস

    ফরাসী পদার্থবিদ চার্লস ফ্যব্রি এবং হেনরি বুইসন ১৯১৩ সালে ওজোন স্তর আবিষ্কার করেন। পরবর্তীতে ব্রিটিশ আবহাওয়াবিদ জি এম বি ডবসন ওজোনস্তর নিয়ে বিস্তর গবেষণা করেন। ১৯২৮ সাল থেকে ১৯৫৮ সালের মধ্যে তিনি ওজোন পর্যবেক্ষণ স্টেশনসমূহের একটি নেটওয়ার্ক তৈরি করেন।

    গুরুত্ব

    ওজোনস্তরে ওজোনের ঘনত্ব খুবই কম হলেও জীবনের জন্যে এটি খুবই গুরুত্বপূর্ণ। সূর্য থেকে আগত ক্ষতিকর অতিবেগুনী রশ্মি এটি শোষণ করে নেয়। ওজোন স্তর সূর্যের ক্ষতিকর মধ্যম মাত্রার(তরঙ্গদৈর্ঘ্যের) শতকরা ৯৭-৯৯ অংশই শোষণ করে নেয়, যা কিনা ভূ-পৃষ্ঠে অবস্থানরত উদ্ভাসিত জীবনসমূহের সমূহ ক্ষতিসাধন করতে সক্ষম। মধ্যম তরঙ্গদৈর্ঘ্যের সূর্যের এই অতিবেগুণী রশ্মি মানব দেহের ত্বক এমনকি হাড়ের ক্যান্সার সহ অন্যান্য মারাত্মক ব্যাধি সৃষ্টিতে সমর্থ। এই ক্ষতিকর রশ্মি পৃথিবীর জীবজগতের সকল প্রাণের প্রতি তীব্র হুমকি স্বরূপ। বায়ুমন্ডলের ওজোন স্তর প্রতিনিয়তই এই মারাত্নক ক্ষতিকর অতিবেগুণী রশ্নিগুলোকে প্রতিহত করে পৃথিবীর প্রাণিকুলকে রক্ষা করছে।

    ওজোন স্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভূমিকার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ওজোন লেয়ার সংরক্ষণের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে সেপ্টেম্বরের ১৬ তারিখটি মনোনীত করেছে।

    Brewer-Dobson circulation in the ozone layer.

    Layers of Atmosphere – not to scale (NOAA)[১]

    UV-B energy levels at several altitudes. Blue line shows DNA sensitivity. Red line shows surface energy level with 10% decrease in ozone

    Levels of ozone at various altitudes and blocking of different bands of ultraviolet radiation. Essentially all UVC (100–280 nm) is blocked by dioxygen (from 100–200 nm) or else by ozone (200–280 nm) in the atmosphere. The shorter portion of the UV-C band and the more energetic UV above this band causes the formation of the ozone layer, when single oxygen atoms produced by UV photolysis of dioxygen (below 240 nm) react with more dioxygen. The ozone layer also blocks most, but not quite all, of the sunburn-producing UV-B (280–315 nm) band, which lies in the wavelengths longer than UV-C. The band of UV closest to visible light, UV-A (315–400 nm), is hardly affected by ozone, and most of it reaches the ground. UVA does not cause skin reddening, but there is evidence that it causes long-term skin damage.

    ওজোন স্তরে সৃষ্ট ফুটো

    দক্ষিণ গোলার্ধের উপরকার ওজোন স্তর

  • ঐতিহাসিক পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চল

    ঐতিহাসিক পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চল

    ঐতিহাসিক পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চল ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে অবস্থিত দক্ষিণ-পশ্চিম এশিয়ার একটি বৃহৎ প্রাচীন ঐতিহাসিক অঞ্চল। এটি উত্তরে বৃষ পর্বতমালা, পশ্চিমে ভূমধ্যসাগর, দক্ষিণে আরব মরুভূমি ও পূর্বে মেসোপটেমিয়া দ্বারা সীমায়িত। এটি উত্তরে তুরস্কের বৃষ পর্বতমালা থেকে দক্ষিণে মিশরের সিনাই মরুভূমি পর্যন্ত প্রায় ৬৪০ কিলোমিটার দীর্ঘ এবং পশ্চিমে ভূমধ্যসাগর থেকে পূর্বে আরব মরুভূমি পর্যন্ত ১১০ থেকে ১৬০ কিলোমিটার প্রশস্ত।[২][৩] আধুনিক ভূগোলের দৃষ্টিকোণ থেকে এটি সাইপ্রাস, জর্দান, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল এবং দক্ষিণ তুরস্কের (পুরাতন নাম আলেপ্পো ভিলায়েত) অংশবিশেষ নিয়ে গঠিত ছিল। পশ্চিম এশিয়া, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলউত্তর-পূর্ব আফ্রিকা[৪] এবং আরব উপদ্বীপ অঞ্চলের উত্তর-পশ্চিমাংশের সাথে সংযুক্ত অঞ্চল হিসেবে এটি সুপরিচিত ছিল।[৫]

    ঐতিহাসিক এই অঞ্চলটি ইংরেজি ভাষায় “লিভ্যান্ট” বা “লেভ্যান্ট” (Levant) ও আরবি ভাষায় “আশ-শাম” (ٱلشَّام‎‎) নামে পরিচিত। ইংরেজি “লিভ্যান্ট” কথাটি ফরাসি ভাষার শব্দ “ল্যভঁ” (Levant) থেকে এসেছে, যার অর্থ “উদীয়মান”। ইউরোপের দৃষ্টিকোণ থেকে পূর্বদিকে অবস্থিত এই অঞ্চল থেকে সূর্যোদয় হত বলে ইউরোপীয়রা এই অঞ্চলটির এরূপ নামকরণ করেছিল। অন্যদিকে আরব উপদ্বীপের লোকেরা সূর্যোদয়ের দিকে অর্থাৎ পূর্বদিকে মুখ করলে হাতের বামদিকে অর্থাৎ উত্তর দিকে পড়া অঞ্চলগুলিকে “শাম” শব্দটি দিয়ে নির্দেশ করত। বর্তমানে “শাম” বলতে মূলত বৃহত্তর সিরিয়া অঞ্চলকে বোঝানো হয়।

    আরবিতে “আল-মাশরিক” (যেখানে সূর্য উদিত হয়) বলে আরেকটি কাছাকাছি পদবন্ধ আছে, যা দিয়ে মধ্যপ্রাচ্যের অপেক্ষাকৃত বৃহত্তর একটি ভৌগোলিক অঞ্চলকে নির্দেশ করা হয় এবং যেটিতে ঐতিহাসিক পূর্ব -ভূমধ্যসাগরীয় অঞ্চল ছাড়াও আরব বিশ্বের পূর্বভাগের আরও অন্যান্য দেশ (যেমন ইরাক) অন্তর্ভুক্ত। বৃহত্তর অর্থে মাশরিক অঞ্চলে সৌদি আরব, মিশর, সুদান এবং আরব উপদ্বীপের অন্যান্য ক্ষুদ্র দেশগুলিকেও অন্তর্ভুক্ত করা হয়।

    ঐতিহাসিক পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চলের দক্ষিণের অংশবিশেষকে প্রাচীন মিশরীয় ও হিব্রু গ্রন্থ (বিশেষ করে হিব্রু বাইবেল বা খ্রিস্টানদের ধর্মপুস্তক বাইবেলের পুরাতন নিয়ম অংশে) “কনান” (ইংরেজি উচ্চারণে কেনান) নামে উল্লেখ করা হয়েছে, যেটি বর্তমান ইসরায়েল, আধুনিক ফিলিস্তিনি পশ্চিম তীরগাজা ভূখণ্ডদ্বয়, এবং লেবাননসিরিয়ার দক্ষিণের কিছু অংশ নিয়ে গঠিত। কনানকে ঐসব ধর্মগ্রন্থে ইহুদিদের বা ইসরায়েলি গোত্রের লোকদের ঈশ্বর কর্তৃক প্রতিজ্ঞাত দেশ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং ঐসব পৌরাণিক কাহিনী অনুযায়ী ইসরায়েলিরা খ্রিস্টপূর্ব ২য় সহস্রাব্দের শেষদিকে (আজ থেকে ৩ হাজার বছরেরও আগে) কনান বিজয় করে সেখানে প্রাচীন ইসরায়েল দেশ প্রতিষ্ঠা করেছিল। এই ব্যাপারটি আধুনিক রাজনৈতিক সিয়োনবাদ বা জায়নবাদের কেন্দ্রীয় একটি মতবিশ্বাস, যার শেষ পরিণামে আধুনিক ইসরায়েল রাষ্ট্রটির উৎপত্তি ঘটেছে।

  • উপসাগর

    উপসাগর

    উপসাগর (ইংরেজি: Bay, বে) তিন দিক স্থল দ্বারা বেষ্টিত একটি জলভাগ। উপসাগরের জল সাধারণত শান্ত হয়। বড় বড় উপসাগরকে ইংরেজিতে গালফ (gulf) বলা হয়। আবার ক্ষুদ্রাকৃতির খাড়া পাড় বিশিষ্ট উপসাগর বা সমুদ্রের খাঁড়িগুলি ইংরেজিতে ফ্যোর্ড (fjord, ইংরেজি: /ˈfjɔːrd/ (শুনুন) or /fiˈɔːrd/ (শুনুন)) নামেও পরিচিত। সাধারণত ছোটো ছোটো উপসাগরগুলি সৃষ্টি হয় নরম শিলা বা মাটি ঢেউয়ের দ্বারা অপসারিত হয়ে। শক্ত শিলাগুলি ক্ষয়প্রাপ্ত হয় অনেক দেরীতে। ফলে অন্তরীপ সৃষ্টি হয়। উপসাগরগুলিতে মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী দেখা যায়। আবার উপসাগরগুলি অন্য কোনো উপসাগরের সঙ্গে সংযুক্তও হতে পারে (উদাহরণ স্বরূপ, জেমস উপসাগর হাডসন উপসাগরের সঙ্গে সংযুক্ত। বঙ্গোপসাগর ও হাডসন উপসাগরের মতো বৃহদাকার উপসাগরগুলিতে সামুদ্রিক ভূবিদ্যাগত বৈচিত্র্য চোখে পড়ে।

    উপসাগরসমূহ

    কয়েকটি ছোটো আকারের সুপরিচিত উপসাগর হল:

    গালফ নামে পরিচিত কয়েকটি মাঝারি আকারের উপসাগর:

    কয়েকটি বড় উপসাগর:

    কয়েকটি জলভাগ যা গালফ নামে পরিচিত হলেও আসলে প্রণালী:

    আরও দেখুন

    স্পেনেরসান সেবাস্টিয়ানের উপসাগর

    বঙ্গোপসাগর, দক্ষিণ এশিয়া

    বারাকোয়া উপসাগর, কিউবা

    ইজামির উপসাগর, তুরস্ক

  • উপনদী

    উপনদী

    উপনদী হলো জল-বিভাজিকার একটি প্রকরণ। বৃহদায়তন নদীর একটি ক্ষুদ্রতর ধারা এসকল উপনদী; কয়েকটি উপনদী মিলিত হয় এক একটি বৃহদাকার নদীর সাথে।

    ব্যুৎপত্তি

    যে সকল নদী কোন একটি উৎস হতে উৎপত্তি হয়ে কিছু দূরত্ব অতিক্রম করে অপর একটি নদীতে পতিত হয় তাকে সেই নদীর (যে নদীতে পতিত হয়েছে) উপনদী বলে।

    কিছু উপনদীর উদাহরণ

    বাংলাদেশে প্রচুর উপনদী রয়েছে; যেমন: তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই,সুবর্ণশ্রী ইত্যাদি নদীগুলো উৎসস্থল থেকে প্রবাহিত হয়ে যমুনা নদীতে গিয়ে মিশেছে; তাই এরা যমুনা নদীর উপনদী।[১]

    আরো দেখুন

    উপনদী

  • আন্তর্জাতিক দূরালাপনি সংযোগ নম্বর

    আন্তর্জাতিক দূরালাপনি সংযোগ নম্বর

    আইটিইউ-টি (ITU-T) এর ই ১৬৪ (E.164) অনুযায়ী বিশ্বের দেশসমূহের আন্তর্জাতিক দূরালাপনি সংযোগ নম্বর বা কোড এর তালিকা।

    এক নজরে

    +০: অব্যবহৃত
    +১: (NANP) US, CA, AI, AG, AS, BB, BS, VG, VI, KY, BM, GD, TC, MS, MP, GU, LC, DM, VC, PR, DO, TT, KN, JM
    +২০: EG+২১০:
    +২১১:
    +২১২: MA, EH
    +২১৩: DZ
    +২১৪:
    +২১৫:
    +২১৬: TN
    +২১৭:
    +২১৮: LY
    +২১৯:
    +২২০: GM
    +২২১: SN
    +২২২: MR
    +২২৩: ML
    +২২৪: GN
    +২২৫: CI
    +২২৬: BF
    +২২৭: NE
    +২২৮: TG
    +২২৯: BJ
    +২৩০: MU
    +২৩১: LR
    +২৩২: SL
    +২৩৩: GH
    +২৩৪: NG
    +২৩৫: TD
    +২৩৬: CF
    +২৩৭: CM
    +২৩৮: CV
    +২৩৯: ST
    +২৪০: GQ
    +২৪১: GA
    +২৪২: CG
    +২৪৩: CD
    +২৪৪: AO
    +২৪৫: GW
    +২৪৬: IO
    +২৪৭: AC
    +২৪৮: SC
    +২৪৯: SD
    +২৫০: RW
    +২৫১: ET
    +২৫২: SO
    +২৫৩: DJ
    +২৫৪: KE
    +২৫৫: TZ
    +২৫৬: UG
    +২৫৭: BI
    +২৫৮: MZ
    +২৫৯:
    +২৬০: ZM
    +২৬১: MG
    +২৬২: RE
    +২৬৩: ZW
    +২৬৪: NA
    +২৬৫: MW
    +২৬৬: LS
    +২৬৭: BW
    +২৬৮: SZ
    +২৬৯: KM
    +27: ZA+28: অব্যবহৃত+২৯০: SH
    +২৯১: ER
    +২৯২: SX প্রস্তাবিত–
    +২৯৩:
    +২৯৪:
    +২৯৫:
    +২৯৬:
    +২৯৭: AW
    +২৯৮: FO
    +২৯৯: GL
    +30: GR+31: NL+32: BE+33: FR+34: ES+350: GI
    +351: PT
    +352: LU
    +353: IE
    +354: IS
    +355: AL
    +356: MT
    +357: CY
    +358: FI
    +359: BG
    +36: HU+370: LT
    +371: LV
    +372: EE
    +373: MD
    +374: AM
    +375: BY
    +376: AD
    +377: MC
    +378: SM
    +379: VA
    +380: UA
    +381: SP, ME
    +382: ME
    +383:
    +384:
    +385: HR
    +386: SI
    +387: BA
    +388: EU
    +389: MK
    +39: IT
    +40: RO+41: CH+420: CZ
    +421: SK
    +422:
    +423: LI
    +424:
    +425:
    +426:
    +427:
    +428:
    +429:
    +43: AT+44: UK+45: DK+46: SE+47: NO+48: PL+49: DE
    +500: FK
    +501: BZ
    +502: GT
    +503: SV
    +504: HN
    +505: NI
    +506: CR
    +507: PA
    +508: PM
    +509: HT
    +51: PE+52: MX+53: CU+54: AR+55: BR+56: CL+57: CO+58: VE+৫৯০: GP
    +৫৯১: BO
    +৫৯২: GY
    +৫৯৩: EC
    +৫৯৪: GF
    +৫৯৫: PY
    +৫৯৬: MQ
    +৫৯৭: SR
    +৫৯৮: UY
    +৫৯৯: AN
    +60: MY+61: AU+62: ID+63: PH+64: NZ+65: SG+৬৬: TH+৬৭০: TL
    +৬৭১:
    +৬৭২: AQ
    +৬৭৩: BN
    +৬৭৪: NR
    +৬৭৫: PG
    +৬৭৬: TO
    +৬৭৭: SB
    +৬৭৮: VU
    +৬৭৯: FJ
    +৬৮০: PW
    +৬৮১: WF
    +৬৮২: CK
    +৬৮৩: NU
    +৬৮৪:
    +৬৮৫: WS
    +৬৮৬: KI
    +৬৮৭: NC
    +৬৮৮: TV
    +৬৮৯: PF
    +৬৯০: TK
    +৬৯১: FM
    +৬৯২: MH
    +৬৯৩:
    +৬৯৪:
    +৬৯৫:
    +৬৯৬:
    +৬৯৭:
    +৬৯৮:
    +৬৯৯:
    +৭: RU, KZ
    +৮০০: XT
    +৮০১:
    +৮০২:
    +৮০৩:
    +৮০৪:
    +৮০৫:
    +৮০৬:
    +৮০৭:
    +৮০৮: XS
    +৮০৯:
    +৮১: JP+৮২: KR+৮৩: অব্যবহৃত+৮৪: VN+৮৫০: KP
    +৮৫১:
    +৮৫২: HK
    +৮৫৩: MO
    +৮৫৪:
    +৮৫৫: KH
    +৮৫৬: LA
    +৮৫৭:
    +৮৫৮:
    +৮৫৯:
    +৮৬: CN+৮৭০: XN
    +৮৭১: XE
    +৮৭২: XF
    +৮৭৩: XI
    +৮৭৪: XW
    +৮৭৫:
    +৮৭৬:
    +৮৭৭:
    +৮৭৮: XP
    +৮৭৯:
    +৮৮০: BD
    +৮৮১: XG
    +৮৮২: XV
    +৮৮৩:
    +৮৮৪:
    +৮৮৫:
    +৮৮৬: TW
    +৮৮৭:
    +৮৮৮:
    +৮৮৯:
    +89: অব্যবহৃত
    +৯০: TR+৯১: IN+৯২: PK+৯৩: AF+৯৪: LK+৯৫: MM+৯৬০: MV
    +৯৬১: LB
    +৯৬২: JO
    +৯৬৩: SY
    +৯৬৪: IQ
    +৯৬৫: KW
    +৯৬৬: SA
    +৯৬৭: YE
    +৯৬৮: OM
    +৯৬৯:
    +৯৭০: PS
    +৯৭১: AE
    +৯৭২: IL
    +৯৭৩: BH
    +৯৭৪: QA
    +৯৭৫: BT
    +৯৭৬: MN
    +৯৭৭: NP
    +৯৭৮:
    +৯৭৯: XR
    +৯৮: IR+৯৯০:
    +৯৯১: XC
    +৯৯২: TJ
    +৯৯৩: TM
    +৯৯৪: AZ
    +৯৯৫: GE
    +৯৯৬: KG
    +৯৯৭:
    +৯৯৮: UZ
    +৯৯৯: XD
    বিশব্যাপী আন্তর্জাতিক দূরালাপনি সংযোগ নম্বর