অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন

জৈব রসায়নে হাইড্রোকার্বন (সম্পূর্ণরূপে কার্বন এবং হাইড্রোজেন সমন্বিত যৌগ) দুটি শ্রেণিতে বিভক্ত: অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (সুগন্ধি যৌগ) এবং আলিফ্যাটিক হাইড্রোকার্বন (/ˌælɪˈfætɪk/; অ্যালিফার অর্থ: চর্বি/তেল)। আলিফ্যাটিক হাইড্রোকার্বন গুলো অ-অ্যারোম্যাটিক বা সুগন্ধহীন হাইড্রোকার্বন হিসাবেও পরিচিত। আলিফ্যাটিক হাইড্রোকার্বনগুলো বদ্ধ-শিকল (চক্রীয়) হতে পারে। তবে পাই-বন্ধনের মাধ্যমে (কার্বনকার্বন দ্বি-বন্ধন) মাধ্যমে যুক্ত যেসব হাইড্রোকার্বন হাকেলের নীতি মেনে চলে সেগুলোকে অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন বলা হয়। [১] অ্যালিফ্যাটিক যৌগগুলি হেক্সেনের মতো সম্পৃক্ত কিংবা হেক্সিন বা হেক্সাইনের মতো অসম্পৃক্তও হতে পারে। মুক্ত-শিকল যৌগগুলিতে (সরাসরি বা শাখাযুক্ত) কোনও ধরনের রিং থাকে না।

গঠন

অ্যালিফ্যাটিক যৌগগুলি কার্বনকার্বন একক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে সম্পৃক্ত যৌগ (অ্যালকেন) অথবা কার্বনকার্বন দ্বি-বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে অসম্পৃক্ত যৌগ গঠন করে। হাইড্রোজেন ছাড়াও অন্যান্য মৌলও কার্বন শৃঙ্খলে আবদ্ধ হতে পারে। সাধারণত অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এবং ক্লোরিনই সবচেয়ে বেশি যুক্ত হয়। সর্বনিম্ন জটিল অ্যালিফ্যাটিক যৌগটি হল মিথেন (CH4)।

ধর্ম

বেশিরভাগ আলিফ্যাটিক যৌগগুলোই দাহ্য। তাই এসব হাইড্রোকার্বনগুলোকে জ্বালানী হিসাবে ব্যবহার করা হয়। যেমন বুনসেন বার্নারে মিথেনতরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং ঝালাইয়ের (ওয়েল্ডিং) কাজে ইথিন (অ্যাসিটিলিন) ব্যবহার করা হয়।

অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের উদাহরণ

সর্বাধিক গুরুত্বপূর্ণ আলিফ্যাটিক যৌগগুলি হলো:

  • n-, আইসো- এবং সাইক্লো-অ্যালকেন (cyclo-alkanes) (সম্পৃক্ত হাইড্রোকার্বন)।
  • n-, আইসো- এবং সাইক্লো-অ্যালকিন cyclo-alkenes) এবং -অ্যালকাইন (-alkynes) (অসম্পৃক্ত হাইড্রোকার্বন)।
সংকেতনামগাঠনিক সংকেতরসায়নিক শ্রেণিবিভাগ
CH4মিথেনঅ্যালকেন
C2H2ইথাইন (অ্যাসিটিলিন)অ্যালকাইন
C2H4ইথিন (ইথিলিন)অ্যালকিন
C2H6ইথেনঅ্যালকেন
C3H4প্রোপাইনঅ্যালকাইন
C3H6প্রোপিনঅ্যালকিন
C3H8প্রোপেনঅ্যালকেন
C4H61,2-ButadieneDiene
C4H61-বিউটাইনঅ্যালকাইন
C4H81-বিউটিনঅ্যালকিন
C4H10বিউটেনঅ্যালকেন
C6H10Cyclohexeneসাইক্লোঅ্যালকিন
C5H12n-pentaneঅ্যালকেন
C7H14Cycloheptaneসাইক্লোঅ্যালকেন
C7H14MethylcyclohexaneCyclohexane
C8H8CubaneOctane
C9H20ননেনঅ্যালকেন
C10H12DicyclopentadieneDiene, সাইক্লোঅ্যালকিন
C10H16PhellandreneTerpene, Diene সাইক্লোঅ্যালকিন
C10H16α-TerpineneTerpene, সাইক্লোঅ্যালকিন, Diene
C10H16LimoneneTerpene, Diene, সাইক্লোঅ্যালকিন
C11H24Undecaneঅ্যালকেন
C30H50SqualeneTerpene, Polyene
C2nH4nPolyethyleneঅ্যালকেন