আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরসহ কুইজ

প্রশ্ন : তুরস্কের ‘আয়া সােফিয়া’ মসজিদটি ব্যবহৃত হতাে
উত্তর : অর্থোডক্স গির্জা হিসেবে।

প্রশ্ন : মসুল ও নিমরূদ নগরীর অবস্থান
উত্তর : ইরাকে।

প্রশ্ন : কাতারের দোহায় মার্কিন-তালেবান চুক্তি স্বাক্ষরিত হয়
উত্তর : ২৯ ফেব্রুয়ারি ২০২০।

প্রশ্ন : বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারী
উত্তর : অ্যাঞ্জেলা মার্কেল (জার্মানি)।

প্রশ্ন : বিশ্বের সর্বাধিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর রয়েছে
উত্তর : যুক্তরাষ্ট্রে।

প্রশ্ন : যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে সীমান্তের দৈর্ঘ্য
উত্তর : ৩,১৪৫ কিলােমিটার।

প্রশ্ন : বৃত্তকে ৩৬০° কোণে ভাগ করেন
উত্তর : আসিরীয়রা।

প্রশ্ন : দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়
উত্তর : সংস্কৃতি।

প্রশ্ন : সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে স্বাধীনতা লাভ করে
উত্তর : ১৯৬৫ সালে।

প্রশ্ন : ইস্তানবুলকে বলা হয়
উত্তর : ইউরেশিয়ান সিটি।

প্রশ্ন : আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগােষ্ঠী
উত্তর : পশতুন।

প্রশ্ন : ইউরােপ মহাদেশের স্বাধীন দেশ
উত্তর : ৪৮টি।

প্রশ্ন : ভ্লাদিমির ইলিচ লেলিন ‘এপ্রিল থিসিস’ পেশ করেন
উত্তর : ১৭ এপ্রিল ১৯১৭।

প্রশ্ন : জর্জিয়া, আজারবাইজান ও আর্মেনিয়াকে বলা হয়
উত্তর : ট্রান্সককেশিয়ান অঞ্চল।

প্রশ্ন : পশ্চিম ইউরােপে ‘ট্রুম্যান ডকট্রিন’ কবে ঘােষণা করা হয়
উত্তর : ১৯৪৭ সালে।

আরো কিছু সাধারণ জ্ঞান পড়ুন ………………

প্রশ্ন : থাইল্যান্ডের মুদ্রার নাম
উত্তর : বাথ।

প্রশ্ন : লিথুয়ানিয়ার রাজধানী
উত্তর : ভিলনিয়াস।

প্রশ্ন : ‘ফোকেটিং’ (Folketing) আইন সভা যে দেশের
উত্তর : ডেনমার্ক।

প্রশ্ন : Mein Kampf হলাে
উত্তর : অ্যাডলফ হিটলারের আত্মজীবনী।

প্রশ্ন : যুক্তরাজ্যের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব
উত্তর : ভিক্টোরিয়া ক্রস।

প্রশ্ন : আফ্রিকা ও ইউরােপকে বিভক্ত করেছে
উত্তর : জিব্রাল্টার প্রণালি।

প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার সরকারি ভাষা
উত্তর : ১১টি।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয়
উত্তর : Secretary of State

প্রশ্ন : ১৯২০ সালে যুক্তরাষ্ট্রের মহিলারা ভােটাধিকার লাভ করে
উত্তর : সংবিধানের ১৯তম সংশোধনীর মাধ্যমে।

প্রশ্ন : ৩ সেপ্টেম্বর ১৭৮৩ যুক্তরাষ্ট্র স্বাধীনতা যুদ্ধের অবসান হয়
উত্তর : প্যারিস চুক্তির মাধ্যমে।

প্রশ্ন : Caravan of Death হলাে
উত্তর : পিনোশের শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড।

প্রশ্ন : বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত
উত্তর : ভারত বাংলাদেশ সীমান্ত।

প্রশ্ন : হিটলার কর্তৃক যে দেশ আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ
উত্তর : পােল্যান্ড।

প্রশ্ন : ‘দক্ষিণের রানি’ বলা হয়
উত্তর : সিডনিকে।

প্রশ্ন : ‘লিটল বয়’ পারমাণবিক বােমার তেজস্ক্রিয় পরমাণু ছিল
উত্তর : ইউরেনিয়াম ২৩৫।

এই অংশের আরো কিছু সাধারণ জ্ঞান ..

প্রশ্ন : NPT হলাে
উত্তর : পারমাণবিক অস্ত্রের বিস্তার রােধ চুক্তি।

প্রশ্ন : Outer Space Treaty স্বাক্ষরিত হয়
উত্তর : ২৭ জানুয়ারি ১৯৬৭।

প্রশ্ন : আন্তর্জাতিক বন দিবস উদযাপিত হয়
উত্তর : ২১ মার্চ।

প্রশ্ন : জলবায়ু পরিবর্তনের ফলে
উত্তর : বাতাসের উষ্ণতার পরিমাণ বাড়ছে।

প্রশ্ন : জীববৈচিত্র সংক্রান্ত কনভেনশন কার্যকর হয়
উত্তর : ২৯ ডিসেম্বর ১৯৯৩।

প্রশ্ন : কিয়ােটা প্রটোকল কার্যকরের জন্য অনুমােদনের প্রয়ােজন
উত্তর : ৫৫টি দেশের।

প্রশ্ন : Chloroflurocarbon আবিষ্কার করেন
উত্তর : Thomas Midgley।

প্রশ্ন : জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ
উত্তর : ফিলিস্তিন ও ভ্যাটিকান সিটি।

প্রশ্ন : আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত অবস্থিত
উত্তর : নেদারল্যান্ডসে।

প্রশ্ন : UN Radio প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৯৪৬ সালে।

প্রশ্ন : ইসলামি সহযােগিতা সংস্থার (OIC) দাপ্তরিক ভাষা
উত্তর : ৩টি।

প্রশ্ন : The Truths We Hold আত্মজীবনীর রচয়িতা
উত্তর : কমলা হ্যারিস।

প্রশ্ন : লন্ডনের বিখ্যাত মাদাম তুসাের মােমের জাদুঘরের ২৩তম স্থাপিত হয়
উত্তর : ভারতের দিল্লিতে; ২০১৭ সালে।

প্রশ্ন : পাবলাে পিকাসাের জন্মস্থান
উত্তর : স্পেনের মালাগায়।