ইস্ট্রোজেন (ইং: Estrogen) হল প্রাথমিক নারী লৈঙ্গিক হরমোন ( primary female sex hormone )। এই নামটি গ্রিক οἶστρος (oistros), যার আভিধানিক অর্থ ডাঁশ কিন্তু প্রকৃতপক্ষে যৌন আকাঙ্ক্ষা ,[১] এবং প্রত্যয় -gen, মানে ‘যা হতে উৎপত্তি’ হতে এসেছে। [২] [২][৩]

শব্দতত্ত্ব
ইস্ট্রোজেন নামটি এসেছে ইস্ট্রাস বা রজঃচক্র ও জেন বা উৎপন্ন নামক দুটি শব্দ হতে। অর্থাৎ ইস্ট্রোজেন নামের অর্থ হল রজঃ চক্র হতে উৎপন্ন।
কাজ
যদিও ইস্ট্রোজেন পুরুষ এবং নারী উভয়ের মাঝেই থাকে,কিন্তু সচরাচর নারীদের প্রজনন বয়সে এর মাত্রা উচ্চ থাকে।এটি নারীদের সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য যেমন স্তন্যগ্ৰন্থি বৃদ্ধিতে সহায়তা করে এবং একই সাথে মাসিক চক্রের সময় এন্ডোমেট্রিয়ামের পুরুত্ব বেড়ে যায় । শুক্রাণুর পূর্ণতা প্রাপ্তিতে ইস্ট্রোজেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এর পাশাপাশি ইস্ট্রোজেনের আরো কিছু কাজ আছে।যেমন-
- গঠনমূলক
- নারীদের সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য উন্নীত করে।
- বিপাক হার বাড়ায়।
- ফ্যাট বাড়ায়।
- এন্ডোমেট্রিয়ামের পুরুত্ব বৃদ্ধি করে।
- জরায়ুর আকার বৃদ্ধি করে।
- যোনি পিচ্ছিল করে।
- জরায়ুর প্রাচীরের পুরুত্ব বৃদ্ধি করে।
- প্রোটিন সংশ্লেষণ
- যকৃতে আবদ্ধকারী প্রোটিন উৎপাদন বাড়ায়।
- রক্ততঞ্চন
- রক্তে ভ্রমণকারী ফ্যাক্টর ২,৭,৯,১০,প্লাস্মিনোজেন বাড়ায়।
- অ্যান্টিথ্রম্বিন III
- অণুচক্রিকার পরিমাণ বাড়ায়।
- লিপিড
- HDL, ট্রাইগ্লিসারাইড বাড়ায়।
- LDL, ফ্যাট জমানো কমায়।
- ফ্লুইড ভারসাম্য
- পরিপাক তন্ত্র
- পিত্তে কোলেস্টেরল বাড়ায়।
- ফুসফুস
- অ্যাল্ভিওলাইকে সাপোর্ট করে।
- জরায়ু
যোনি
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |