পদ্মা বহুমুখী সেতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। পদ্মা সেতু চালু হচ্ছে জুনেই। উদ্বোধনের তারিখ ২৫ জুন ২০২২। তো চলুন পদ্মা সেতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ে নেয়া যাক-
পদ্মা বহুমুখী সেতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পের নাম—
উত্তর : পদ্মা বহুমুখী সেতু।
এই বিভাগের আরো পোস্ট :
প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য—
উত্তর : ৬.১৫ কিলােমিটার।
প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ—
উত্তর : ২২ মিটার।
প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা—
উত্তর : ৬০ ফুট (প্রায় ১৮ মিটার)।
প্রশ্ন : পদ্মা সেতুর মােট পিলারের সংখ্যা—
উত্তর : ৪২টি।
প্রশ্ন : পদ্মা সেতুর পিলারের নিচে ষ্টিলের পাইল বসানাে হয়েছে—
উত্তর : ১২২ মিটার গভীর।
প্রশ্ন : পদ্মা সেতুর পাইল বা মাটির গভীরে বসানাে ভিত্তি এখন পর্যন্ত বিশ্বে গভীরতম—
উত্তর : সর্বোচ্চ ১২২ মিটার।
প্রশ্ন : পদ্মা সেতুর পাইল-সংক্রান্ত সমস্যায় গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান—
উত্তর : COWI।
প্রশ্ন : প্রতিটি পিলারের জন্য পাইলিং করা হয়েছে—
উত্তর : ছয়টি (মাটি নরম হওয়ায় ২২টি পিলারের পাইলসংখ্যা সাতটি করে)।
প্রশ্ন : পদ্মা সেতুর পিলারের পাইল বসানাের জন্য হাইড্রোলিক হাতুড়ি (হ্যামার) নিয়ে আসা হয়েছিল যে দেশ থেকে—
উত্তর : জার্মানি (সবচেয়ে বড় হ্যামারটির ক্ষমতা তিন হাজার কিলােজুল)।
প্রশ্ন : পদ্মা সেতুতে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যান বসানাে হয়েছে—
উত্তর : ৪১টি।
প্রশ্ন : পদ্মা সেতুর স্প্যান তৈরি হয়েছে চীনের হুবেই প্রদেশের—
উত্তর : শিংহুয়াংড়াও শহরে।
প্রশ্ন : পদ্মা সেতুতে স্প্যান বসানাের কাজে ব্যবহার করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ক্রেন—
উত্তর : তিয়ান-ই (ক্রেনটির ধারণক্ষমতা ৩ হাজার ৬০০ টন আর স্প্যানের ওজন ৩ হাজার ২০০ টন)।
প্রশ্ন : পদ্মা সেতুর দুই প্রান্তের (মাওয়া-জাজিরা) সংযােগ সড়কের দৈর্ঘ্য—
উত্তর : ১৪ কিলােমিটার।
প্রশ্ন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু নির্মাণ ও নদীশাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন—
উত্তর : ১২ ডিসেম্বর ২০১৫।
প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসনের কাজ শুরু হয়—
উত্তর : ২০১৪ সালের ডিসেম্বরে।
প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসনের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের সিনােহাইড্রো করপােরেশনের সঙ্গে চুক্তি হয়—
উত্তর : ৮ হাজার ৭০৮ কোটি টাকার (১১০ কোটি মার্কিন ডলার)।
প্রশ্ন : পদ্মা সেতুর দুই পাড়ে নদীশাসন করা হয়েছে—
উত্তর : ১২ কিলােমিটার।
প্রশ্ন : বিশ্বের প্রথম সেতু হিসেবে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে—
উত্তর : কংক্রিট ও ষ্টিল দিয়ে।
প্রশ্ন : পদ্মা সেতুর দুই প্রান্তে রয়েছে—
উত্তর : মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা।
প্রশ্ন : পদ্মা সেতুর নকশা তৈরি করেছে আমেরিকান কোম্পানি—
উত্তর : Maunsell Ltd. AECOM NZL Architecture, Engineering, Consulting, Operations and Maintenance (AECOM)
প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের প্রধান—
উত্তর : এম শামীম জেড বসুনিয়া।