মার্চ মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ

মার্চ মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ নিয়ে নিচে আলোচনা করা হলো। এছাড়াও আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরােধ দিবস, FAO এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন (APRC) , OIC পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন, BAFTA অ্যাওয়ার্ড নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।

০১ মার্চপুলিশ মেমােরিয়াল ডে
০১ মার্চজাতীয় বীমা দিবস। প্রতিপাদ্য- বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে।
০২ মার্চজাতীয় পতাকা উত্তোলন দিবস।
০২ মার্চজাতীয় ভােটার দিবস। প্রতিপাদ্য- মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভােটাধিকার।
০৩ মার্চবিশ্ব বন্যপ্রাণী দিবস। প্রতিপাদ্য- বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি।
০৩ মার্চবিশ্ব শ্রবণ দিবস। প্রতিপাদ্য- শ্রবণ জীবন ভরে, শুনুন যত্ন করে ।
০৪ মার্চবিশ্ব যৌন নিপীড়ন বিরােধী দিবস।
০৬ মার্চজাতীয় পাট দিবস। প্রতিপাদ্য- সােনালি আঁশের সােনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ।
০৭ মার্চ ঐতিহাসিক ৭ মার্চ দিবস।
০৮ মার্চআন্তর্জাতিক নারী দিবস। প্রতিপাদ্য- টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য।
১০ মার্চজাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। প্রতিপাদ্য- মুজিববর্ষের প্রতিশ্রুতি, দুর্যোগ ব্যবস্থার অগ্রগতি।
১০ মার্চবিশ্ব কিডনি দিবস (মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার) প্রতিপাদ্য- সুস্থ কিডনি সবার জন্য।
১২ মার্চবিশ্ব গ্লুকোমা দিবস।
১৪ মার্চকমনওয়েলথ দিবস (মার্চ মাসের দ্বিতীয় সােমবার)।
১৪ মার্চআন্তর্জাতিক গণিত দিবস। প্রতিপাদ্য- গণিত একত্রিত করে।
১৪ মার্চআন্তর্জাতিক নদী রক্ষা (কৃত্য) দিবস। প্রতিপাদ্য- জীববৈচিত্র্যের জন্য নদী। 
১৫ মার্চবিশ্ব পঙ্গু দিবস।
১৫ মার্চবিশ্ব ভােক্তা অধিকার দিবস। প্রতিপাদ্য- ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা।
১৭ মার্চজাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস।
১৮ মার্চবিশ্ব ঘুম দিবস (মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার)। প্রতিপাদ্য- গুণগত ঘুম, সুস্থ মন, সুখী পৃথিবী।
২০ মার্চআন্তর্জাতিক সুখ দিবস।
২০ মার্চবিশ্ব শিশু-কিশাের ও যুব নাট্য দিবস।
২০ মার্চWorld Oral Health Day!
২০ মার্চফরাসি ভাষা দিবস।
২১ মার্চবিশ্ব ডাউন সিনড্রোম দিবস। প্রতিপাদ্য- ডাউন সিনড্রোমে আক্রান্তদের শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া।
২১ মার্চবিশ্ব বন দিবস। প্রতিপাদ্য- বনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।
২১ মার্চবিশ্ব কবিতা দিবস।
২১ মার্চআন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলােপ দিবস।
২১ মার্চআন্তর্জাতিক নওরােজ দিবস। 
২১ মার্চWorld Home Economics Day!
২১ মার্চবিশ্ব পুতুল নাট্য দিবস।
২২ মার্চবিশ্ব পানি দিবস। প্রতিপাদ্য-  ভূগর্ভস্থ পানি : অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব।
২৩ মার্চবিশ্ব আবহাওয়া দিবস। প্রতিপাদ্য- আগাম সতর্কতা এবং আগাম পদক্ষেপদুর্যোগ ঝুঁকি হ্রাসে আবহাওয়া, পানি ও জলবায়ুর তথ্য।
২৪ মার্চবিশ্ব যক্ষা দিবস। প্রতিপাদ্য- বিনিয়ােগ করি যক্ষা নিমূলে, জীবন বাচাই সবাই মিলে।
২৫ মার্চInternational Day of Solidarity with Detained and Missing Staff Members 
২৫ মার্চগণহত্যা দিবস।
২৬ মার্চস্বাধীনতা ও জাতীয় দিবস।
২৬ মার্চEarth Hour (মার্চ মাসের শেষ শনিবার)।
২৭ মার্চবিশ্ব নাট্য দিবস।