মে মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ নিয়ে নিচে আলোচনা করা হলো। এছাড়াও যুক্তরাষ্ট্র-আসিয়ান বিশেষ শীর্ষ সম্মেলন, বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, আন্তর্জাতিক অর্থনৈতিক শীর্ষ সম্মেলন, ESCAP বৈঠক, Create The World Without Disease, কলকাতায় বঙ্গবন্ধু, মারমা তইংরাংস্বা নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।
মে মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ
১ মে | মহান মে দিবস প্রতিপাদ্য— শ্রমিক মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা। |
১ মে | বিশ্ব হাসি দিবস (মে মাসের প্রথম রবিবার)। প্রতিপাদ্য— হাসি স্বাস্থ্য ঠিক রাখে। |
২ মে | বিশ্ব টুনা দিবস। |
৩ মে | বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতিপাদ্য ডিজিটাল শৃঙ্খলে সংবাদমাধ্যম। |
৪ মে | আন্তর্জাতিক অগ্নিনির্বাপক দিবস। |
৫ মে | আন্তর্জাতিক মিডওয়াইফারি বা ধাত্রী দিবস। |
৫ মে | বিশ্ব পর্তুগিজ ভাষা দিবস। |
৫ মে | বিশ্ব অ্যাজমা দিবস। |
৫ মে | ইউরােপ দিবস। |
৭ মে | বিশ্ব অ্যাথলেটিকস দিবস। প্রতিপাদ্য- শিশুদের মধ্যে খেলাধুলার আবেদন ছড়িয়ে দিতে হবে, খেলাধুলায় তাদের আগ্রহী করে গড়ে তােলাও দরকার। |
৭ মে | ‘Vesak’, the Day of the Full Moon |