মৌলভীবাজার বাংলাদেশের উত্তর- পূর্বাংশে অবস্থিত একটি জেলা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই জেলা সিলেট বিভাগের অন্তর্গত। মনােরম চা-বাগান, হাওর, ক্ষুদ্র জাতিগােষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্য ও সবুজের সমারােহে এই জেলা অনন্য। মৌলভীবাজারের উত্তরে সিলেট জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে হবিগঞ্জ জেলা অবস্থিত।
নামকরণ ও ইতিহাস
কথিত আছে, সৈয়দ শাহ মােস্তফা (রহ.)-এর ভ্রাতুস্পুত্র হজরত ইয়াছিন (রহ.)-এর উত্তরপুরুষ মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ মনু নদের তীরে ১৮১০ খ্রিষ্টাব্দে একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন। সহজে যাতায়াতব্যবস্থার কারণে সেই বাজার কালক্রমে প্রসিদ্ধি লাভ করে। ১৮৮২ খ্রিষ্টাব্দের ১ এপ্রিল মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত বাজারটিকে কেন্দ্র করে ২৬টি পরগনা নিয়ে দক্ষিণ শ্রীহট্ট মহকুমা প্রতিষ্ঠা করা হয়। ১৯৬০ খ্রিষ্টাব্দে দক্ষিণ শ্রীহট্ট বা সাউথ সিলেট নামের বদলে এ মহকুমার নাম মৌলভীবাজার রাখা হয়। ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি মৌলভীবাজার মহকুমা জেলায় উন্নীত হয়।
এই বিভাগের আরো পোস্ট :
সংস্কৃতি
এই অঞ্চলের লােকজ সংস্কৃতির মধ্যে রাসনৃত্য, মণিপুরিদের বিষু উৎসব, চড়কপূজা, ধামাইলগান, সারিগান, বান্ধাগান প্রভৃতি উল্লেখযােগ্য। মৌলভীবাজারের ক্ষুদ্র জাতিগােষ্ঠীর মধ্যে মণিপুরি, খাসিয়া, ত্রিপুরা, হালাম উল্লেখযােগ্য।
বাংলাদেশ বিষয়াবলী থেকে আরো পড়ুন
চা-বাগান
চা-বাগানের জন্য বিখ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয়। মৌলভীবাজার জেলায় ৯২টি চা-বাগান রয়েছে। চা-বাগানের নজরকাড়া সৌন্দর্য দেখতে প্রতিদিন অসংখ্য পর্যটক এই জেলায় ভিড় করেন।
দর্শনীয় স্থান
- হজরত শাহ মােস্তফা (রহ.)-এর মাজার
- বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ
- বর্ষিজোড়া ইকোপার্ক
- হামহাম জলপ্রপাত
- বাইক্কা বিল
- মাধবকুণ্ড জলপ্রপাত
- মাধবপুর লেক
- হাকালুকি হাওর
- হাইল হাওর
- লাউয়াছড়া জাতীয় উদ্যান।
- বাংলাদেশ চা-গবেষণা ইনস্টিটিউট, শ্রীমঙ্গল
- মনু ব্যারাজ
- বধ্যভূমি ৭১
- ছয় সিঁড়ি দিঘি।
- কমলা রানীর দিঘি
- মুরাইছড়া ইকোপার্ক
- রবারবাগান ও টিলা
- মাগুরছড়া খাসিয়াপুঞ্জি ও গ্যাসকূপ
প্রখ্যাত ব্যক্তিত্ব
- সৈয়দ মুজতবা আলী
- সৈয়দ মুর্তাজা আলী
- সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান
- জাতীয় অধ্যাপক রঙ্গলাল সেন
- সাংবাদিক গৌরীশঙ্কর ভট্টাচার্য
- বাংলাদেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা
- ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুন্নাহার ফাতেমা বেগ
- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন
নদ-নদী
- মনু নদ
- ধলাই নদ
- ফানাই নদ
- সােনাই নদ
- জুড়ী নদী
- কন্টিনালা নদী
- বিলাম নদ
মৌলভীবাজার সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য
- মৌলভীবাজার মহকুমা জেলায় উন্নীত হয়— ২২ ফেব্রুয়ারি ১৯৮৪।
- চায়ের রাজ্যখ্যাত মৌলভীবাজারের জেলা ব্র্যান্ডিং হলাে— চা।
- মৌলভীবাজার জেলায় চা-বাগানের সংখ্যা— ৯২ (জেলা হিসেবে সর্বোচ্চ)।
- বন্য প্রাণীর উত্তম আবাসস্থল হিসেবে পরিচিত অন্যতম জাতীয় উদ্যান লাউয়াছড়া অবস্থিত— মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়।
- পাথারিয়া পাহাড়ের মাধবকুণ্ড জলপ্রপাত অবস্থিত— মৌলভীবাজারের বড়লেখায়।
- বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ অবস্থিত— মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়।
- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) প্রতিষ্ঠিত— ২৮ ফেব্রুয়ারি ১৯৫৭।