হাত্তীক ভাষা

হাত্তীক বা হাত্তীয় ভাষা হল একটি অ-ইন্দো-ইউরোপীয় এগলুটিনেটিভ ভাষা[৩][৪], যা খ্রিষ্টপুর্ব ২য় থেকে ৩য় শতাব্দীতে এশিয়া মাইনরের হাইতীর অধিবাসীগণের কথ্য ভাষা ছিল। ভাষাবিদদের মতে হাত্তীয় ভাষা হিট্টিট সাম্রাজের ইন্দো-ইউরোপীয় হিট্টিট ভাষা থেকে সম্পূর্ণ আলাদা একটি ভাষা।[৫]

শব্দ তালিকা

জানার জন্য কিছু শব্দ:

  • alef = “ভাষা”
  • ashaf = “আল্লাহ”
  • fa-zari = “মানবজাতি-জনসংখ্যা”
  • fel = “বাড়ী”
  • *findu = “শরাব”
  • fur = “ভূমি”
  • Furun-Katte = “ভুমি রাজা”, হাত্তীয় যুদ্ধ দেবতা
  • Furu-Semu = হাত্তীয় সূর্য দেবী
  • Hanfasuit = হাত্তীয় সিংহাসন দেবী
  • hilamar = “মন্দির”
  • Kasku = হাত্তীয় চন্দ্র দেবতা
  • katte = “রাজা”
  • -nifas = “বসা”
  • pinu = “শিশু”
  • zari = “মরণশীল”
  • -zi = “রাখা”