১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলী ৩য় পর্ব
- বুলগেরিয়ার রাজধানীর নাম- সােফিয়া।
- সিয়াচেন হিমবাহ যে দুইটি দেশের মধ্যে অবস্থিত- ভারত ও পাকিস্তান।
- ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন- ১০ নং ডাউনিং স্ট্রিট।
- নেপােলিয়ান বােনাপাের্ট যে দেশের অধিবাসী ছিলেন- ফ্রান্স।
- টি-২০ বিশ্বকাপ ক্রিকেট প্রথম অনুষ্ঠিত হয়- ২০০৭ সালে।
আরো পড়ুন : ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী ৩য় পর্ব
- বিশ্বের যে শহরকে ‘দক্ষিণের রানি’ বলা হয়- সিডনি, অস্ট্রেলিয়া।
- ‘ফোর্থ স্টেট’ বলতে বুঝায়- সংবাদপত্র।
- আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়- ১৮০° বরাবর।
- ‘গােলান মালভূমি’ যে দুটি দেশের মধ্যে বিদ্যমান বিরােধপূর্ণ অঞ্চল- সিরিয়া-ইসরাইল।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়- ন্যাটো (NATO)।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম ইলেক্টোরাল ভােটের প্রয়ােজন- ২৭০টি।
- বিশ্ব ডাক সংস্থার সদর দপ্তর অবস্থিত- সুইজারল্যান্ড।
- ‘নিকোবর দ্বীপ’-এর মালিকানা যে দেশের- ভারত।
আরো পড়ুন : ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলী ২য় পর্ব
এই বিভাগের আরো পোস্ট :
আরো পড়ুন : ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী ২য় পর্ব
আরো পড়ুন : ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলী ১ম পর্ব