আসুন জেনে নেই কোনটি কী?

প্রসঙ্গ: ১৯৭১

#শান্তি কমিটি:

গঠন: ১৯৭১ সালের এপ্রিল মাসে

আহ্বায়ক: খাজা খয়রুদ্দীন

উদ্যোক্তা: ৩ জন: গোলাম আযম, সায়েম মাসুম ও এ কিউ এম শফিকুল ইসলাম।

মূল কাজ: পাক সেনাবাহিনীর হয়ে সশস্র অংশগ্রহণ

#রাজাকার:

গঠন: ১৯৭১ সালের মে মাসে খুলনায়

আহ্বায়ক: কে এম ইউসুফ

পরিচালক: এ এস এম জহুরুল

মূল কাজ: শান্তি কমিটির সদস্য হিসেবে কাজ করা

প্রশিক্ষণ: ৭ দিনের (সশস্র )

সদস্য: ৫০ হাজার

#আল বদর:

গঠন: ২২ এপ্রিল, ১৯৭১

গঠনকারী: ময়মনসিংহের ইসলামী ছাত্র সংঘের (বর্তমানে ইসলামী ছাত্র শিবির) সভাপতি মুহাম্মদ আশরাফ হোসেন

সমন্বয়ক: মতিউর রহমান নিজামী

সদস্য: প্রতি ইউনিটে ৩১৩ জন [বদরের যুদ্ধে ৩১৩ জন যোদ্ধা অংশ নিয়েছিলেন তাই]

প্রধান: আলী আহসান মুহাম্মদ মুজাহিদ

মূল কাজ: ছাত্রদের মধ্যে অখন্ড পাকিস্তানের জনমত সৃষ্টি এবং মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে পাক সেনাদের হাতে দেয়া। ১৪ ডিসেম্বর এরাই পাক সেনাদের সহায়তা করে।

#আল– শামস:

গঠন: আল বদরের সময়েই

সদস্য: ইসলামী ছাত্র সংঘের পাশাপাশি অন্যন্য সমমনা ইসলামী দলগুলোর (মুসলিম লীগসহ অন্যান্য) ছাত্র সংগঠনের সদস্যরা

ধরণ: সশস্র

সমন্বয়ক: তৎকালীন ইসলামী ছাত্র সংঘের প্রধান মতিউর রহমান নিজামী

মূল কাজ: মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সশস্র অংশগ্রহণ