সিরাজগঞ্জের যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর জন্য প্রথম চালানের স্টিলের কাঠামাের মালামাল নিয়ে একটি জাহাজ বাগেরহাটের মােংলা সমুদ্রবন্দরে এসেছে।
৬ আগস্ট ২০২২ দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি উহইওন হােপ’ বন্দরের ৭ নম্বর জেটিতে এসে পৌঁছায়। ২৫ জুলাই ২০২২ ভিয়েতনামের। হাইফং বন্দর থেকে এমভি উহইওন হােপ জাহাজটি বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের মালামাল নিয়ে মােংলা বন্দরের উদ্দেশে রওনা করে।