ভারতের সাহিত্য একাডেমির সর্বোচ্চ ফেলােশিপ’ পেলেন দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখােপাধ্যায়। ২৫ জুন ২০২২ কলকাতায় সাহিত্য একাডেমির সভাঘরে শীর্ষেন্দু মুখােপাধ্যায়ের হাতে এ ফেলােশিপ তুলে দেন সাহিত্য একাডেমির সভাপতি চন্দ্রশেখর কাম্বার শীর্ষেন্দু মুখােপাধ্যায় (জন্ম : ২ নভেম্বর ১৯৩৫)।
একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক, যিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প লেখেন। শীর্ষেন্দু তাঁর সৃষ্টির জন্য আগেও একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন।