জি-৭ সম্মেলন ২০২২

২৬-২৮ জুন ২০২২ জার্মানির বাভারিয়ান আল্পসের এলমাউ দুর্গে জি-৭-এর ৪৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডাে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অংশ নেন।

জি-৭ সম্মেলনে বৈশ্বিক অবকাঠামাে ও বিনিয়ােগ অংশীদারত্ব (পিজিআইআই) প্রকল্পটি ২০২২-এ নতুন নামে পুনরায় তােলা হয়। এর আগে ২০২১ সালে ব্রিটেনে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে প্রথমবার বিষয়টি উত্থাপন করা হয়েছিল।