*১৯৩৪ সালে চৌধুরী রহমত আলী পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার করেন- Now or Never পুস্তিকায়।
*চীনের রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন সান ইয়াৎ সেন।
*বিশ্বে গড় আয়ুতে শীর্ষদেশ–জাপান।
*সুশি ও সাশিমি হলাে—এক ধরনের খাবার।
*চীনের শিনঝিয়াংয়ের গভর্নর হলেন— এরকিন তুনিয়াজ।
*২০২১ সালের জার্মান নির্বাচনে সােশ্যাল ডেমােক্র্যাটিক পার্টির (SPD) প্রাপ্ত আসন সংখ্যা ২০৬টি।
*‘বিট কয়েন সিটি’ নির্মাণের ঘােষণা দেয়— এল সালভাদর।
*ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যসহ রাষ্ট্রপ্রধান—১৫টি দেশের।
*WHO জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে—১০ জুলাই ১৯৪৮।
*ভারতের প্রথম নারী মুখ্যমন্ত্রী— সুচেতা কৃপলানি।
*ISAF’র পূর্ণরূপ— International Security Assistance Force
*৪৯তম অক্ষরেখার মাধ্যমে সীমানা নির্ধারিত হয়েছে—যুক্তরাষ্ট্র ও কানাডার।
*সাবেক মার্কিন প্রেসিডেন্ট রােনাল্ড রিগান কর্তৃক ঘােষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ (SDI)-এর জনপ্রিয় নাম— তারকা যুদ্ধ।
*প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘােষণা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য ছিল— ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠন।
*২০২১ সালে G20-এর ১৬তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়— রােম, ইতালি।
*চীনা কমিউিনিস্ট পার্টির ১৯তম কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়— ৮-১১ নভেম্বর ২০১১।
*ডেসমন্ড টুটু যে দেশের বর্ণবাদ বিরােধী নেতা ছিলেন দক্ষিণ আফ্রিকা।
*CPA’র পূর্ণরূপ— Commonwealth Parliamentary Association !
*International Bank for Reconstruction and Development (IBRD) জাতিসংঘের বিশেষ সংস্থার সদস্যপদ লাভ করে—১৫ নভেম্বর ১৯৪৭।
*ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অবস্থিত— লুজন দ্বীপে।
*স্পাটলি দ্বীপপুঞ্জ নিয়ে বিরােধ রয়েছে – চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনের মধ্যে।
*‘শিপকা’ গিরিপথটি অবস্থিত বুলগেরিয়ায়।
*আর্মেনিয়ার উচ্চভূমি থেকে উৎপত্তি হয়ে টাইগ্রিস নদীর পতিতস্থল— পারস্য উপসাগর।
*বিতর্কিত কৃষি আইন বাতিল বিল ভারতের পার্লামেন্টের রাজ্যসভা ও লােকসভায় পাস হয়—২৯ নভেম্বর ২০১১।
*নিউ ক্যালিডােনিয়া যে দেশের উপনিবেশ—ফ্রান্সের।
*মিশর সুয়েজ খালের জাতীয়করণ করে—১৯৫৬ সালে (উদ্বোধন ১৮৬৯)।
*শ্রীলংকার হাম্বানটোটা বন্দরটি ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে— চীনের নিকট।
*গ্রিক শব্দ ‘হায়ারােগ্লিফিক’ এর অর্থ পবিত্র খােদাইকৃত লিপি।
*International Union for Conservation of Nature (IUCN) এর কাজ হলাে বিশ্বব্যাপী—প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ কর।
*৩২তমগ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়-– টোকিও, জাপান।
*ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে প্রথম জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়—১৯৫০ সালে।
*Indian Space Research Organization (ISRO) যে দেশের মহাকাশ বিষয়ক সংস্থা— ভারত।