অজৈব রসায়ন সংশ্লেষণ গবেষণা, অজৈব আচরণ এবং জৈব ধাতব যৌগের অধ্যয়ন। এই ক্ষেত্রটির আওতায় পড়ে সব রাসায়নিক যৌগ, শুধু অগণিত জৈব যৌগ ছাড়া (কার্বনভিত্তিক যৌগ–সাধারণত C-H বন্ধন ধারণকারী), যা জৈব রসায়নের বিষয়।
দুই বিভাগের মধ্যে অনেক পার্থক্য থাকলেও এদের নিজেদের মধ্যে অনেক বিষয়ে মিল আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উভয়ই জৈব-ধাতব রসায়ন এর উপ-বিষয়। এটা ব্যবহারিক ক্ষেত্রগুলো হলো রাসায়নিক অনুঘটন, বস্তুগত বিজ্ঞান, রঞ্জক, ঔষধ, জ্বালানি, এবং কৃষি প্রভৃতি।[১]
তথ্যসূত্র
- “Careers in Chemistry: Inorganic Chemistry”। American Chemical Society। ২৯ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৫।
| কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ: জাতীয় গ্রন্থাগার | স্পেন ফ্রান্স (উপাত্ত) জার্মানি ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র জাপান চেক প্রজাতন্ত্র |
|---|