অদৃশ্যকরণ (জ্যোতির্বিজ্ঞান)

জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় অদৃশ্যকরণ (ইংরেজি: Occultation অকাল্টেশন্‌) হল এক ধরনের গ্রহণ। যখন গ্রহণকারী বস্তুর আপাত আকার গ্রহণকৃত বস্তুটির আপাত আকারের চেয়ে অনেক বড়ো হয়, তবে সেই ঘটনাকে জ্যোতির্বিজ্ঞানের বিশেষ পরিভাষায় “অদৃশ্যকরণ” (occultation অকাল্টেশন) বলে। যেমন – চাঁদের পেছনে দূরের কোন তারা, নীহারিকা বা গ্রহের সম্পূর্ণ ঢাকা পড়ে যাওয়া (চান্দ্র অদৃশ্যকরণ)। কোন প্রাকৃতিক বা কৃত্রিম উপগ্রহের কিংবা অনুসন্ধানী মহাকাশযানের সৌরজগৎের কোন খ-বস্তুর পেছনে সম্পূর্ণ ঢাকা পড়ে যাওয়াও অদৃশ্যকরণ। বিভিন্ন সময় গ্রহাণুর কারণে অন্য তারা বা বৃহস্পতি গ্রহের কারণে এর উপগ্রহসমূহ অদৃশ্য হয়ে যায়।

অদৃশ্যকরণ

আরও দেখুন

কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ
জাতীয় গ্রন্থাগারজার্মানি ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র
অন্যান্যন্যাশনাল আর্কাইভস (মার্কিন)

বিষয়শ্রেণী: