এস্কিমো নেবুলা

জার্মান বংশদ্ভুত ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল ১৭৮৭ সালের ১৭ জানুয়ারি এস্কিমো নেবুলা আবিষ্কার করেন। দূরত্ব প্রায় ৫,০০০ আলোকবর্ষ। বয়স ধরা হয় প্রায় ১০,০০০ বছর। ভেতরের বাবলগুলির এক একটির দৈর্ঘ্য এক আলোকবর্ষ। একদম বাইরের বৃত্তের গ্যাস ক্লাউড ঘণ্টায় প্রায় ১.৫ মিলিয়ন কিমি বেগে প্রসারিত হচ্ছে।

গ্যালারী

NGC 2392, Eskimo Nebula.jpg
NGC2392 Eskimo Planetary Nebula from the Mount Lemmon SkyCenter Schulman Telescope courtesy Adam Block.jpg
Ngc2392.jpg
NGC2392 VATT.jpg