Category: সাধারণ বিজ্ঞান

General Science

  • Primary Exam Preparation General Knowledge International Affairs

    প্রশ্ন : ইউনেস্কো ঘােষিত প্রথম বিশ্ব স্থাপত্য রাজধানী
    উত্তর : রিওডি জেনিরাে, ব্রাজিল (২০২০ সালের জন্য)।

    প্রশ্ন : মুদ্রাস্ফীতিতে শীর্ষ দেশ
    উত্তর : ভেনিজুয়েলা।

    প্রশ্ন : ফেসবুকের ডিজিটাল মুদ্রার নাম
    উত্তর : লিব্রা।

    প্রশ্ন : বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ
    উত্তর : তুরস্ক।

    প্রশ্ন : ‘যুক্তরাষ্ট্রের আল আসাদ বিমান ঘাঁটি’ ও ‘ইরবিল বিমান ঘাটি’ অবস্থিত
    উত্তর : ইরাকে।

    প্রশ্ন : ৩৩তম আফ্রিকান ইউনিয়ন (AU) সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়
    উত্তর : আদ্দিস আবাবা, ইথিওপিয়া।

    প্রশ্ন : জার্মানি ছাড়া প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে
    উত্তর : অস্ট্রিয়ার।

    প্রশ্ন : দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয়
    উত্তর : নিউজিল্যান্ডকে।

    প্রশ্ন : পাতাগােনিয়া মালভূমি অবস্থিত
    উত্তর : আর্জেন্টিনা।

    প্রশ্ন : ব্রাজিলের পতাকায় তারকা সংখ্যা
    উত্তর : ২৭টি।

    প্রশ্ন : ‘পার্ল অব অ্যান্টিলিজ’ নামে পরিচিত
    উত্তর : কিউবা।

    প্রশ্ন : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্ব নাম
    উত্তর : জায়ারে।

    প্রশ্ন : জাপান ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে
    উত্তর : কোরিয়া প্রণালি।

    প্রশ্ন : জাপান দক্ষিণ কোরিয়া দখল করে নেয়
    উত্তর : ১৯০৫ সালে।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার বিরােধপূর্ণ ভূখণ্ডটির নাম
    উত্তর : গুয়ানতানামাে বে।

    প্রশ্ন : বাংলাদেশ ইন্টারপােলের সদস্যপদ লাভ করে
    উত্তর : ১৪ অক্টোবর ১৯৭৬।

    প্রশ্ন : ইসরাইলের গােয়েন্দা সংস্থার নাম
    উত্তর : মােসাদ।

    প্রশ্ন : অস্ত্র বাণিজ্য চুক্তি প্রথম স্বাক্ষর করে
    উত্তর : আর্জেন্টিনা।

    প্রশ্ন : আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গৃহীত হয়
    উত্তর : ১৯৮৯ সালে।

    প্রশ্ন : বসনিয়া যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী
    উত্তর : জিমি কার্টার।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তি
    উত্তর : প্রথম ভার্সাই চুক্তি।

    প্রশ্ন : জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়
    উত্তর : বেলগ্রেডে।

    প্রশ্ন : জাতিসংঘের উদ্যোগে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়
    উত্তর : রিও ডি জেনিরােতে।

    প্রশ্ন : প্রথম বিশ্ব মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয় –
    উত্তর : ভিয়েনায়

    প্রশ্ন : IUCN-এর সদর দপ্তর
    উত্তর : গ্ল্যান্ড, সুইজারল্যান্ড।

    প্রশ্ন : গ্রিন পিসের আঞ্চলিক অফিস আছে
    উত্তর : ৪১টি দেশে।

    প্রশ্ন : একই ধরনের জলবায়ু, মাটি, উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য সম্পন্ন বৃহৎ ও পৃথকযােগ্য ইকোসিস্টেমকে বলে
    উত্তর : বায়ােম

    প্রশ্ন : কিয়ােটো চুক্তির গুরুত্বের বিষয় ছিল
    উত্তর : বিশ্ব উষ্ণতাহ্সর।

    প্রশ্ন : বিশ্বে কার্বন নিঃসরণে শীর্ষ দেশ
    উত্তর : চীন।

    প্রশ্ন : ওজোন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে
    উত্তর : CFC।

    প্রশ্ন : বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী
    উত্তর : কার্বন মনাে-অক্সাইড।

    প্রশ্ন : গ্রিন হাউজ ইফেক্টের জন্য দায়ী
    উত্তর : বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড।

    প্রশ্ন : পারমাণবিক বর্জ্য ফেলার জন্য ভূগর্ভস্থ স্থায়ী স্থানটি অবস্থিত
    উত্তর : স্টকহােমের নিকট।

    প্রশ্ন : ভৌগােলিক অবস্থিতির জন্য বাংলাদেশ পরিচিত
    উত্তর : প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসাবে।

    প্রশ্ন : জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সদর দপ্তর অবস্থিত
    উত্তর : জেনেভা।

    প্রশ্ন : নারী উন্নয়ন ত্বরান্বিত করার জন্য জাতিসংঘ CEDAW ঘােষণা করে
    উত্তর : ১৮ ডিসেম্বর ১৯৭৯।

    প্রশ্ন : আরব লীগ বহির্ভূত মধ্যপ্রচ্যের দেশ
    উত্তর : ইরান।

    প্রশ্ন : উড়ন্ত চক্ষু হাসপাতাল ‘অরবিস’ প্রথম বাংলাদেশে আসে
    উত্তর : ১৯৮৫ সালে।

    প্রশ্ন : HDI ধারণাটি উদ্ভাবন করে
    উত্তর : ইউএনডিপি।

    প্রশ্ন : বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে
    উত্তর : ১৯৭৪ সালে।

    প্রশ্ন : ব্রিটিশ শাসনাধীন না হয়েও কমনওয়েলথ এর সদস্য রাষ্ট্র
    উত্তর : রুয়ান্ডা ও মােজাম্বিক।

    প্রশ্ন : যুক্তরাজ্যের বেশির ভাগ জনগণ ইউরােপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভােট প্রদান করে
    উত্তর : ২৩ জুন ২০১৬।

    প্রশ্ন : ‘খান ইউনূস সীমান্ত’ অবস্থিত
    উত্তর : ফিলিস্তিন-ইসরায়েল সীমান্তে।

    প্রশ্ন : ইউনেস্কো ঘােষিত প্রথম বিশ্ব স্থাপত্য রাজধানী
    উত্তর : রিওডি জেনিরাে, ব্রাজিল (২০২০ সালের জন্য)।

    প্রশ্ন : মুদ্রাস্ফীতিতে শীর্ষ দেশ
    উত্তর : ভেনিজুয়েলা।

    প্রশ্ন : ফেসবুকের ডিজিটাল মুদ্রার নাম
    উত্তর : লিব্রা।

    প্রশ্ন : বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ
    উত্তর : তুরস্ক।

    প্রশ্ন : ‘যুক্তরাষ্ট্রের আল আসাদ বিমান ঘাঁটি’ ও ‘ইরবিল বিমান ঘাটি’ অবস্থিত
    উত্তর : ইরাকে।

    প্রশ্ন : ৩৩তম আফ্রিকান ইউনিয়ন (AU) সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়
    উত্তর : আদ্দিস আবাবা, ইথিওপিয়া।

    প্রশ্ন : জার্মানি ছাড়া প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে
    উত্তর : অস্ট্রিয়ার।

    প্রশ্ন : দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয়
    উত্তর : নিউজিল্যান্ডকে।

    প্রশ্ন : পাতাগােনিয়া মালভূমি অবস্থিত
    উত্তর : আর্জেন্টিনা।

    প্রশ্ন : ব্রাজিলের পতাকায় তারকা সংখ্যা
    উত্তর : ২৭টি।

    প্রশ্ন : ‘পার্ল অব অ্যান্টিলিজ’ নামে পরিচিত
    উত্তর : কিউবা।

    প্রশ্ন : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্ব নাম
    উত্তর : জায়ারে।

    প্রশ্ন : জাপান ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে
    উত্তর : কোরিয়া প্রণালি।

    প্রশ্ন : জাপান দক্ষিণ কোরিয়া দখল করে নেয়
    উত্তর : ১৯০৫ সালে।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার বিরােধপূর্ণ ভূখণ্ডটির নাম
    উত্তর : গুয়ানতানামাে বে।

    প্রশ্ন : বাংলাদেশ ইন্টারপােলের সদস্যপদ লাভ করে
    উত্তর : ১৪ অক্টোবর ১৯৭৬।

    প্রশ্ন : ইসরাইলের গােয়েন্দা সংস্থার নাম
    উত্তর : মােসাদ।

    প্রশ্ন : অস্ত্র বাণিজ্য চুক্তি প্রথম স্বাক্ষর করে
    উত্তর : আর্জেন্টিনা।

    প্রশ্ন : আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গৃহীত হয়
    উত্তর : ১৯৮৯ সালে।

    প্রশ্ন : বসনিয়া যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী
    উত্তর : জিমি কার্টার।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তি
    উত্তর : প্রথম ভার্সাই চুক্তি।

    প্রশ্ন : জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়
    উত্তর : বেলগ্রেডে।

    প্রশ্ন : জাতিসংঘের উদ্যোগে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়
    উত্তর : রিও ডি জেনিরােতে।

    প্রশ্ন : প্রথম বিশ্ব মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয় –
    উত্তর : ভিয়েনায়

    প্রশ্ন : IUCN-এর সদর দপ্তর
    উত্তর : গ্ল্যান্ড, সুইজারল্যান্ড।

    প্রশ্ন : গ্রিন পিসের আঞ্চলিক অফিস আছে
    উত্তর : ৪১টি দেশে।

    প্রশ্ন : একই ধরনের জলবায়ু, মাটি, উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য সম্পন্ন বৃহৎ ও পৃথকযােগ্য ইকোসিস্টেমকে বলে
    উত্তর : বায়ােম

    প্রশ্ন : কিয়ােটো চুক্তির গুরুত্বের বিষয় ছিল
    উত্তর : বিশ্ব উষ্ণতাহ্সর।

    প্রশ্ন : বিশ্বে কার্বন নিঃসরণে শীর্ষ দেশ
    উত্তর : চীন।

    প্রশ্ন : ওজোন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে
    উত্তর : CFC।

    প্রশ্ন : বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী
    উত্তর : কার্বন মনাে-অক্সাইড।

    প্রশ্ন : গ্রিন হাউজ ইফেক্টের জন্য দায়ী
    উত্তর : বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড।

    প্রশ্ন : পারমাণবিক বর্জ্য ফেলার জন্য ভূগর্ভস্থ স্থায়ী স্থানটি অবস্থিত
    উত্তর : স্টকহােমের নিকট।

    প্রশ্ন : ভৌগােলিক অবস্থিতির জন্য বাংলাদেশ পরিচিত
    উত্তর : প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসাবে।

    প্রশ্ন : জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সদর দপ্তর অবস্থিত
    উত্তর : জেনেভা।

    প্রশ্ন : নারী উন্নয়ন ত্বরান্বিত করার জন্য জাতিসংঘ CEDAW ঘােষণা করে
    উত্তর : ১৮ ডিসেম্বর ১৯৭৯।

    প্রশ্ন : আরব লীগ বহির্ভূত মধ্যপ্রচ্যের দেশ
    উত্তর : ইরান।

    প্রশ্ন : উড়ন্ত চক্ষু হাসপাতাল ‘অরবিস’ প্রথম বাংলাদেশে আসে
    উত্তর : ১৯৮৫ সালে।

    প্রশ্ন : HDI ধারণাটি উদ্ভাবন করে
    উত্তর : ইউএনডিপি।

    প্রশ্ন : বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে
    উত্তর : ১৯৭৪ সালে।

    প্রশ্ন : ব্রিটিশ শাসনাধীন না হয়েও কমনওয়েলথ এর সদস্য রাষ্ট্র
    উত্তর : রুয়ান্ডা ও মােজাম্বিক।

    প্রশ্ন : যুক্তরাজ্যের বেশির ভাগ জনগণ ইউরােপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভােট প্রদান করে
    উত্তর : ২৩ জুন ২০১৬।

  • আন্তর্জাতিক নদ-নদী বিষয়ক সাধারণ জ্ঞান [PDF]

    প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
    উত্তর : নীলনদ।

    প্রশ্ন : নীলনদ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
    উত্তর : ১১টি।

    প্রশ্ন : বিশ্বের কোন নদী বিষুব রেখাকে দুবার অতিক্রম করেছে?
    উত্তর : নীলনদ।

    প্রশ্ন : আন্তর্জাতিক নদী বলা হয় কোন নদীকে?
    উত্তর : দানিয়ুব নদীকে।

    প্রশ্ন : দানিয়ুব নদী কতটি দেশকে অতিক্রম করেছে?
    উত্তর : ১০টি।

    প্রশ্ন : দানিয়ুব নদীর দৈর্ঘ্য কত?
    উত্তর : ২৮৪২ কিমি।

    প্রশ্ন : বিশ্বের ২য় বৃহত্তম নদী কোনটি?
    উত্তর : আমাজান।

    প্রশ্ন : বিশ্বের ক্ষুদ্রতম নদী কোনটি?
    উত্তর : ডি রিভার।

    প্রশ্ন : দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?
    উত্তর : আমাজান।

    প্রশ্ন : বিশ্বের গভীরতম নদীর নাম কি?
    উত্তর : কঙ্গো।

    প্রশ্ন : এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী কোনটি?
    উত্তর : ইয়াংসিকিয়াং।

    প্রশ্ন : উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি?
    উত্তর : ম্যাকেঞ্জি।

    প্রশ্ন : ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?
    উত্তর : ভলগা।

    প্রশ্ন : আফ্রিকার দীর্ঘতম নদীর নাম কি?
    উত্তর : নীলনদ।

    প্রশ্ন : কোন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়?
    উত্তর : আমাজান নদী।

    প্রশ্ন : আমাজান নদীর কয়টি উপনদী আছে?
    উত্তর : ২০টি।

    প্রশ্ন : অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় নদীর নাম কি?
    উত্তর : মারে ডার্লিং।

    প্রশ্ন : মিসিসিপি নদী কোন দেশে অবস্থিত?
    উত্তর : যুক্তরাষ্ট্রে।

    প্রশ্ন : সিন্ধু নদ কোথায় অবস্থিত?
    উত্তর : পাকিস্তানে।

    প্রশ্ন : টেমস নদীর দৈর্ঘ্য কত?
    উত্তর : ৫৪৪ কিমি।

    প্রশ্ন : মেকং নদী কোথায় অবস্থিত?
    উত্তর : ইন্দোচীন।

    প্রশ্ন : হুগলী ও ভাগীরথী কোন নদীর শাখা নদী?
    উত্তর : গঙ্গা।

    প্রশ্ন : ইউফ্রেটিস নদীর উৎপত্তি কোন দেশে?
    উত্তর : তুরস্ক।

    প্রশ্ন : নদীর পানি প্রবাহের পরিমাপের এককে কি বলে?
    উত্তর : কিউসেক।

    প্রশ্ন : পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?
    উত্তর : জর্ডান।

    প্রশ্ন : চীনের দু:খ নামে পরিচিত?
    উত্তর : হোয়াংহো নদী।

    প্রশ্ন : কোন নদীটি সরাসরি আরব সাগরে পতিত হয়েছে?
    উত্তর : সিন্ধু।

    প্রশ্ন : লা-প্লাটা নদীর মোহনায় অবস্থিত কোন শহর?
    উত্তর : মন্টিভিডিও।

    প্রশ্ন : পশ্চিম তীর কোন নদীর তীরে অবস্থিত?
    উত্তর : জর্ডান।

    প্রশ্ন : টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পূর্ব নাম কি?
    উত্তর : দজলা ও ফোরাত। 

  • General Knowledge International affairs for Bcs Preparation [PDF]

    প্রশ্ন : ইউরােপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয়
    উত্তর : ১৪৯৮ সালে ।

    প্রশ্ন : প্রাচীন চীন সভ্যতা গড়ে উঠে
    উত্তর : হােয়াংহাে, ইয়াংসিকিয়াং এবং দক্ষিণ চীন সাগরের তীরে।

    প্রশ্ন : পক প্রণালি যে দুটি দেশকে পৃথক করেছে
    উত্তর : ভারত ও শ্রীলংকা।

    প্রশ্ন : ইস্তানবুল শহরটি যে দুটি মহাদেশ জুড়ে অবস্থিত
    উত্তর : এশিয়া ও ইউরােপ।

    প্রশ্ন : এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে
    উত্তর : বিষুবরেখা।

    প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল
    উত্তর : ৩ বছর।

    প্রশ্ন : ভলগা নদী পতিত হয়েছে
    উত্তর : কাস্পিয়ান সাগরে।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার মধ্যে স্বাক্ষরিত ত্রিদেশীয় মুক্ত বাণিজ্য চুক্তি USMCA কার্যকর হয়
    উত্তর : ১ জুলাই ২০২০।

    প্রশ্ন : শ্রীলংকার মুদ্রার নাম
    উত্তর : রুপি।

    প্রশ্ন : আন্তর্জাতিক মাদকবিরােধী দিবস পালিত হয়
    উত্তর : ২৬ জুন।

    প্রশ্ন : Asian Development Bank-এর সদর দপ্তর অবস্থিত
    উত্তর : ম্যানিলা, ফিলিপাইন।

    প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর ‘গ্রেট বেরিয়ার রীফ’ অবস্থিত
    উত্তর : প্রশান্ত মহাসাগরে।

    প্রশ্ন : সানশাইন পলিসি’ যে দুটি দেশের সাথে জড়িত
    উত্তর : উত্তর ও দক্ষিণ কোরিয়া।

    প্রশ্ন : হাে চি মিন যে দেশের বিপ্লবী নেতা ছিলেন
    উত্তর : ভিয়েতনাম।

    প্রশ্ন : ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ
    উত্তর : মিসর।

    প্রশ্ন : গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা যে দেশের
    উত্তর : ডেনমার্ক।

    প্রশ্ন : ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়
    উত্তর : ১৮ জুন ১৮১৫।

    প্রশ্ন : Orange Revolution সংঘটিত হয়
    উত্তর : ইউক্রেনে।।

    প্রশ্ন : বর্তমান বিশ্বে নিউ সিল্ক রােড’ এর প্রবক্তা
    উত্তর : চীন।

    প্রশ্ন : ২০১৯ সালে বৈশ্বিক বিনিয়ােগ প্রাপ্তিতে শীর্ষ দেশ
    উত্তর : যুক্তরাষ্ট্র।

    প্রশ্ন : আন্দিজ পর্বতমালা যে মহাদেশে অবস্থিত
    উত্তর : দক্ষিণ আমেরিকা।

    প্রশ্ন : মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়
    উত্তর : ১৬ সেপ্টেম্বর ১৯৮৭; মন্ট্রিল, কানাডা।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্র জাপানের হিরােশিমায় লিটল বয় নামক পারমাণবিক বােমা ফেলে
    উত্তর : ৬ আগস্ট ১৯৪৫।

    প্রশ্ন : ফরাসি বিপ্লবের শ্লোগান ছিল
    উত্তর : স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।

    প্রশ্ন : NATO-47 9059
    উত্তর : North Atlantic Treaty Organization.

    প্রশ্ন : শেনঝেন চুক্তি হলাে
    উত্তর : অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি।

    প্রশ্ন : ঘূর্ণিঝড় আম্পান-এর নামকরণ করে
    উত্তর : থাইল্যান্ড।

    প্রশ্ন : ঐতিহাসিক আয়া সােফিয়া মসজিদ অবস্থিত-
    উত্তর : তুরস্কে।

    প্রশ্ন : ২০২২ সালের ১২তম নারী বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে
    উত্তর : নিউজিল্যান্ড।

    প্রশ্ন : ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ গঠনের অঙ্গীকার করা হয়
    উত্তর : ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনে।

    প্রশ্ন : মিয়ানমারে রােহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়
    উত্তর : ১৯৮২ সালে।

    প্রশ্ন : ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সম্বলিত বেলফোর ঘােষণা দেয়া হয়
    উত্তর : ১৯১৭ সালে।

    প্রশ্ন : উত্তমাশা অন্তরীপ অবস্থিত
    উত্তর : দক্ষিণ আফ্রিকা।

    প্রশ্ন : ডুয়িং বিজনেস ২০২০ অনু্যায়ী, সহজে ব্যবসা কার সূচকে শীর্ষ দেশ
    উত্তর : নিউজিল্যান্ড।

    প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করােনাভাইরাসকে কেন্দ্র করে বৈশ্বিক জরুরি অবস্থা ঘােষণা করে
    উত্তর : ৩০ জানুয়ারি ২০২০।

    প্রশ্ন : Black Lives Matter (BLM) হলাে
    উত্তর : বর্ণবাদ বিরােধী আন্দোলন।

    প্রশ্ন : ২০২০ সালের বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ
    উত্তর : আইসল্যান্ড।

    প্রশ্ন : অক্সফাম (OXFAM) ইন্টারন্যাশনাল যে দেশভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা
    উত্তর : যুক্তরাজ্য।

    প্রশ্ন : স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তির অপর নাম
    উত্তর : অটোয়া চুক্তি।

    প্রশ্ন : ইউরােপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয়
    উত্তর : ১৪৯৮ সালে ।

    প্রশ্ন : প্রাচীন চীন সভ্যতা গড়ে উঠে
    উত্তর : হােয়াংহাে, ইয়াংসিকিয়াং এবং দক্ষিণ চীন সাগরের তীরে।

    প্রশ্ন : পক প্রণালি যে দুটি দেশকে পৃথক করেছে
    উত্তর : ভারত ও শ্রীলংকা।

    প্রশ্ন : ইস্তানবুল শহরটি যে দুটি মহাদেশ জুড়ে অবস্থিত
    উত্তর : এশিয়া ও ইউরােপ।

    প্রশ্ন : এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে
    উত্তর : বিষুবরেখা।

    প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল
    উত্তর : ৩ বছর।

    প্রশ্ন : ভলগা নদী পতিত হয়েছে
    উত্তর : কাস্পিয়ান সাগরে।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার মধ্যে স্বাক্ষরিত ত্রিদেশীয় মুক্ত বাণিজ্য চুক্তি USMCA কার্যকর হয়
    উত্তর : ১ জুলাই ২০২০।

    প্রশ্ন : শ্রীলংকার মুদ্রার নাম
    উত্তর : রুপি।

    প্রশ্ন : আন্তর্জাতিক মাদকবিরােধী দিবস পালিত হয়
    উত্তর : ২৬ জুন।

    প্রশ্ন : Asian Development Bank-এর সদর দপ্তর অবস্থিত
    উত্তর : ম্যানিলা, ফিলিপাইন।

    প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর ‘গ্রেট বেরিয়ার রীফ’ অবস্থিত
    উত্তর : প্রশান্ত মহাসাগরে।

    প্রশ্ন : সানশাইন পলিসি’ যে দুটি দেশের সাথে জড়িত
    উত্তর : উত্তর ও দক্ষিণ কোরিয়া।

    প্রশ্ন : হাে চি মিন যে দেশের বিপ্লবী নেতা ছিলেন
    উত্তর : ভিয়েতনাম।

    প্রশ্ন : ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ
    উত্তর : মিসর।

    প্রশ্ন : গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা যে দেশের
    উত্তর : ডেনমার্ক।

    প্রশ্ন : ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়
    উত্তর : ১৮ জুন ১৮১৫।

    প্রশ্ন : Orange Revolution সংঘটিত হয়
    উত্তর : ইউক্রেনে।।

    প্রশ্ন : বর্তমান বিশ্বে নিউ সিল্ক রােড’ এর প্রবক্তা
    উত্তর : চীন।

    প্রশ্ন : ২০১৯ সালে বৈশ্বিক বিনিয়ােগ প্রাপ্তিতে শীর্ষ দেশ
    উত্তর : যুক্তরাষ্ট্র।

    প্রশ্ন : আন্দিজ পর্বতমালা যে মহাদেশে অবস্থিত
    উত্তর : দক্ষিণ আমেরিকা।

    প্রশ্ন : মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়
    উত্তর : ১৬ সেপ্টেম্বর ১৯৮৭; মন্ট্রিল, কানাডা।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্র জাপানের হিরােশিমায় লিটল বয় নামক পারমাণবিক বােমা ফেলে
    উত্তর : ৬ আগস্ট ১৯৪৫।

    প্রশ্ন : ফরাসি বিপ্লবের শ্লোগান ছিল
    উত্তর : স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।

    প্রশ্ন : NATO-47 9059
    উত্তর : North Atlantic Treaty Organization.

    প্রশ্ন : শেনঝেন চুক্তি হলাে
    উত্তর : অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি।

    প্রশ্ন : ঘূর্ণিঝড় আম্পান-এর নামকরণ করে
    উত্তর : থাইল্যান্ড।

    প্রশ্ন : ঐতিহাসিক আয়া সােফিয়া মসজিদ অবস্থিত-
    উত্তর : তুরস্কে।

    প্রশ্ন : ২০২২ সালের ১২তম নারী বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে
    উত্তর : নিউজিল্যান্ড।

    প্রশ্ন : ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ গঠনের অঙ্গীকার করা হয়
    উত্তর : ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনে।

    প্রশ্ন : মিয়ানমারে রােহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়
    উত্তর : ১৯৮২ সালে।

    প্রশ্ন : ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সম্বলিত বেলফোর ঘােষণা দেয়া হয়
    উত্তর : ১৯১৭ সালে।

    প্রশ্ন : উত্তমাশা অন্তরীপ অবস্থিত
    উত্তর : দক্ষিণ আফ্রিকা।

    প্রশ্ন : ডুয়িং বিজনেস ২০২০ অনু্যায়ী, সহজে ব্যবসা কার সূচকে শীর্ষ দেশ
    উত্তর : নিউজিল্যান্ড।

    প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করােনাভাইরাসকে কেন্দ্র করে বৈশ্বিক জরুরি অবস্থা ঘােষণা করে
    উত্তর : ৩০ জানুয়ারি ২০২০।

    প্রশ্ন : Black Lives Matter (BLM) হলাে
    উত্তর : বর্ণবাদ বিরােধী আন্দোলন।

    প্রশ্ন : ২০২০ সালের বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ
    উত্তর : আইসল্যান্ড।

    প্রশ্ন : অক্সফাম (OXFAM) ইন্টারন্যাশনাল যে দেশভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা
    উত্তর : যুক্তরাজ্য।

    প্রশ্ন : স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তির অপর নাম
    উত্তর : অটোয়া চুক্তি।

    প্রশ্ন : ইউরােপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয়
    উত্তর : ১৪৯৮ সালে ।

    প্রশ্ন : প্রাচীন চীন সভ্যতা গড়ে উঠে
    উত্তর : হােয়াংহাে, ইয়াংসিকিয়াং এবং দক্ষিণ চীন সাগরের তীরে।

    প্রশ্ন : পক প্রণালি যে দুটি দেশকে পৃথক করেছে
    উত্তর : ভারত ও শ্রীলংকা।

    প্রশ্ন : ইস্তানবুল শহরটি যে দুটি মহাদেশ জুড়ে অবস্থিত
    উত্তর : এশিয়া ও ইউরােপ।

    প্রশ্ন : এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে
    উত্তর : বিষুবরেখা।

    প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল
    উত্তর : ৩ বছর।

    প্রশ্ন : ভলগা নদী পতিত হয়েছে
    উত্তর : কাস্পিয়ান সাগরে।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার মধ্যে স্বাক্ষরিত ত্রিদেশীয় মুক্ত বাণিজ্য চুক্তি USMCA কার্যকর হয়
    উত্তর : ১ জুলাই ২০২০।

    প্রশ্ন : শ্রীলংকার মুদ্রার নাম
    উত্তর : রুপি।

    প্রশ্ন : আন্তর্জাতিক মাদকবিরােধী দিবস পালিত হয়
    উত্তর : ২৬ জুন।

    প্রশ্ন : Asian Development Bank-এর সদর দপ্তর অবস্থিত
    উত্তর : ম্যানিলা, ফিলিপাইন।

    প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর ‘গ্রেট বেরিয়ার রীফ’ অবস্থিত
    উত্তর : প্রশান্ত মহাসাগরে।

    প্রশ্ন : সানশাইন পলিসি’ যে দুটি দেশের সাথে জড়িত
    উত্তর : উত্তর ও দক্ষিণ কোরিয়া।

    প্রশ্ন : হাে চি মিন যে দেশের বিপ্লবী নেতা ছিলেন
    উত্তর : ভিয়েতনাম।

    প্রশ্ন : ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ
    উত্তর : মিসর।

    প্রশ্ন : গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা যে দেশের
    উত্তর : ডেনমার্ক।

    প্রশ্ন : ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়
    উত্তর : ১৮ জুন ১৮১৫।

    প্রশ্ন : Orange Revolution সংঘটিত হয়
    উত্তর : ইউক্রেনে।।

    প্রশ্ন : বর্তমান বিশ্বে নিউ সিল্ক রােড’ এর প্রবক্তা
    উত্তর : চীন।

    প্রশ্ন : ২০১৯ সালে বৈশ্বিক বিনিয়ােগ প্রাপ্তিতে শীর্ষ দেশ
    উত্তর : যুক্তরাষ্ট্র।

    প্রশ্ন : আন্দিজ পর্বতমালা যে মহাদেশে অবস্থিত
    উত্তর : দক্ষিণ আমেরিকা।

    প্রশ্ন : মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়
    উত্তর : ১৬ সেপ্টেম্বর ১৯৮৭; মন্ট্রিল, কানাডা।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্র জাপানের হিরােশিমায় লিটল বয় নামক পারমাণবিক বােমা ফেলে
    উত্তর : ৬ আগস্ট ১৯৪৫।

    প্রশ্ন : ফরাসি বিপ্লবের শ্লোগান ছিল
    উত্তর : স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।

    প্রশ্ন : NATO-47 9059
    উত্তর : North Atlantic Treaty Organization.

    প্রশ্ন : শেনঝেন চুক্তি হলাে
    উত্তর : অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি।

    প্রশ্ন : ঘূর্ণিঝড় আম্পান-এর নামকরণ করে
    উত্তর : থাইল্যান্ড।

    প্রশ্ন : ঐতিহাসিক আয়া সােফিয়া মসজিদ অবস্থিত-
    উত্তর : তুরস্কে।

    প্রশ্ন : ২০২২ সালের ১২তম নারী বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে
    উত্তর : নিউজিল্যান্ড।

    প্রশ্ন : ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ গঠনের অঙ্গীকার করা হয়
    উত্তর : ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনে।

    প্রশ্ন : মিয়ানমারে রােহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়
    উত্তর : ১৯৮২ সালে।

    প্রশ্ন : ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সম্বলিত বেলফোর ঘােষণা দেয়া হয়
    উত্তর : ১৯১৭ সালে।

    প্রশ্ন : উত্তমাশা অন্তরীপ অবস্থিত
    উত্তর : দক্ষিণ আফ্রিকা।

    প্রশ্ন : ডুয়িং বিজনেস ২০২০ অনু্যায়ী, সহজে ব্যবসা কার সূচকে শীর্ষ দেশ
    উত্তর : নিউজিল্যান্ড।

    প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করােনাভাইরাসকে কেন্দ্র করে বৈশ্বিক জরুরি অবস্থা ঘােষণা করে
    উত্তর : ৩০ জানুয়ারি ২০২০।

    প্রশ্ন : Black Lives Matter (BLM) হলাে
    উত্তর : বর্ণবাদ বিরােধী আন্দোলন।

    প্রশ্ন : ২০২০ সালের বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ
    উত্তর : আইসল্যান্ড।

    প্রশ্ন : অক্সফাম (OXFAM) ইন্টারন্যাশনাল যে দেশভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা
    উত্তর : যুক্তরাজ্য।

    প্রশ্ন : স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তির অপর নাম
    উত্তর : অটোয়া চুক্তি।

  • প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলী [PDF]

    প্রশ্ন : আধুনিক অলিম্পিকের প্রবর্তক হলেন
    উত্তর : ব্যারন পিয়ারে দ্য কুবার্তো।

    প্রশ্ন : ২০২২ সালে অষ্টম আইসিসি টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে
    উত্তর : অস্ট্রেলিয়ায়।

    প্রশ্ন : বর্তমানে জনসংখ্যায় শীর্ষ দেশ
    উত্তর : চীন।

    প্রশ্ন : বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল
    উত্তর : কনস্ট্যান্টিনােপল।

    প্রশ্ন : টিপাইমুখ বাঁধ ভারতের যে রাজ্যে অবস্থিত
    উত্তর : মণিপুর ।

    প্রশ্ন : রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়
    উত্তর : ১৯১৭ সালে ।

    প্রশ্ন : কম্বােডিয়ার রাজধানীর নাম
    উত্তর : নমপেন ।

    প্রশ্ন : ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত মার্কিন প্রেসিডেন্ট
    উত্তর : রিচার্ড নিক্সন।

    প্রশ্ন : সর্বপ্রথম লােহা আবিষ্কৃত হয়
    উত্তর : এশিয়া মাইনরে ।

    প্রশ্ন : ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় যে দু’টি দেশের মধ্যে
    উত্তর : মিসর ও ইসরাইল।

    প্রশ্ন : জাপানের গােয়েন্দা সংস্থার নাম
    উত্তর : নাইচো (Naicho)।

    প্রশ্ন : জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক কনভেনশন
    উত্তর : ভিয়েনা কনভেনশন ।

    প্রশ্ন : Yalta Conference’র একটি লক্ষ্য ছিল
    উত্তর : জাতিসংঘ প্রতিষ্ঠা ।

    প্রশ্ন : কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত
    উত্তর : মার্লবােরাে হাউজ।

    প্রশ্ন : IAEA ‘র সদর দপ্তর
    উত্তর : ভিয়েনা।

    প্রশ্ন : মানবাধিকার দলিল ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয়
    উত্তর : ১৫ জুন ১২১৫।

    প্রশ্ন : পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয়
    উত্তর : ব্যাবিলনে।

    প্রশ্ন : সেনকাকু দ্বীপ নিয়ে বিরােধ রয়েছে
    উত্তর : চীন ও জাপানের।

    প্রশ্ন : জেসমিন বিপ্লব হয়
    উত্তর : তিউনিসিয়ায়।

    প্রশ্ন : ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয়
    উত্তর : ১৯৭৯ সালে।

    প্রশ্ন : চীন প্রথম বৈদেশিক নৌঘাটি স্থাপন করে
    উত্তর : জিবুতিতে।

    প্রশ্ন : OIC’র অফিসিয়াল তিনটি ভাষা
    উত্তর : আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ ।

    প্রশ্ন : আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস
    উত্তর : ৮ সেপ্টেম্বর।

    প্রশ্ন : বিশ্বব্যাংকের Soft Loan Window হলাে
    উত্তর : IDA।

    প্রশ্ন : প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত
    উত্তর : মারিয়ানা ট্রেঞ্চ।

    প্রশ্ন : ইয়াঙ্গুন যে নদীর তীরে অবস্থিত
    উত্তর : ইরাবতী।

    প্রশ্ন : ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে
    উত্তর : ডােভার প্রণালি ।

    প্রশ্ন : পারমাণবিক বােমার জনক ওপেন হেইমার জন্মগ্রহণ করেন
    উত্তর : যুক্তরাষ্ট্রে।

    প্রশ্ন : যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী
    উত্তর : মার্গারেট থ্যাচার।

    প্রশ্ন : টেনিস খেলার জন্ম হয়
    উত্তর : যুক্তরাজ্যে।

    প্রশ্ন : ২০২০ সালে শান্তিতে নােবেল পুরস্কার লাভ করে
    উত্তর : বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)।

    প্রশ্ন : ২০২১ সালে ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে
    উত্তর : কিগালি, রুয়ান্ডা।

    প্রশ্ন : চতুর্থ আরব দেশ হিসেবে যে দেশ ইসরাইলকে স্বীকৃতি দেয়
    উত্তর : বাহরাইন।

    প্রশ্ন : চাবাহার বন্দর অবস্থিত
    উত্তর : ইরান।

    প্রশ্ন : বিশ্বের আমদানিতে শীর্ষ দেশ
    উত্তর : যুক্তরাষ্ট্র।

    প্রশ্ন : ২০২২ সালের ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবলে অংশ নিবে
    উত্তর : ৩২টি দল।

    প্রশ্ন : ডুরান্ড লাইন যে দুটি দেশের সীমারেখা চিহ্নিত করে পাকিস্তান
    উত্তর : আফগানিস্তান।

    প্রশ্ন : ‘ব্রহ্মদেশ’ নামে পরিচিত
    উত্তর : মিয়ানমার।

    প্রশ্ন : সাহিত্যে প্রথম নােবেল বিজয়ী নারী
    উত্তর : সেলমা লাগেরলফ; সুইডেন।

    প্রশ্ন : সাবেক সােভিয়েত ইউনিয়ন ভেঙে গঠিত
    উত্তর : ১৫টি রাষ্ট্র।

    প্রশ্ন : ম্যান বুকার পুরস্কারের বর্তমান নাম
    উত্তর : বুকার পুরস্কার।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম
    উত্তর : হাউস অব রিপ্রেজেন্টেটিভ।

    প্রশ্ন : বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী
    উত্তর : জিমি কার্টার।

    প্রশ্ন : জাতিসংঘের ইউরােপীয় সদর দপ্তর অবস্থিত
    উত্তর : জেনেভা, সুইজারল্যান্ড।

  • Important General Knowledge International Affairs PDF

    প্রশ্ন : বিশ্বে প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে
    উত্তর : গ্রিক সভ্যতায়।

    প্রশ্ন : মাদার তেরেসা যে দেশে জন্মগ্রহণ করেন
    উত্তর : বর্তমান মেসিডােনিয়া।

    প্রশ্ন : সুয়েজ খাল যে দুটি সাগরকে যুক্ত করেছে
    উত্তর : লােহিত সাগর ও ভূমধ্যসাগর ।

    প্রশ্ন : আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়
    উত্তর : ৫ জুন।

    প্রশ্ন : ইউরাে মুদ্রা চালু হয়
    উত্তর : ১ জানুয়ারি ১৯৯৯।

    প্রশ্ন : সর্বপ্রথম যে দেশ পারমাণবিক বােমা তৈরি করে
    উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র।

    প্রশ্ন : বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়
    উত্তর : ১৯৩০ সালে।

    প্রশ্ন : ডেজার্ট ফক্স (Desert Fox) নামে পরিচিত
    উত্তর : ফিল্ড মার্শাল রােমেল।

    প্রশ্ন : East London অবস্থিত
    উত্তর : দক্ষিণ আফ্রিকায়।

    প্রশ্ন : ইতিহাস বিখ্যাত ট্রয় নারী অবস্থিত
    উত্তর : তুরস্কে।

    প্রশ্ন : ‘বােফোর্স কেলেঙ্কারি’ যে দেশের সাথে জড়িত-
    উত্তর : ভারত।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন
    উত্তর : ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।

    প্রশ্ন : স্থায়ী সালিসী আদালত অবস্থিত
    উত্তর : হেগ, নেদারল্যান্ডস।

    প্রশ্ন : ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগান
    উত্তর : স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব।

    প্রশ্ন : মায়া সভ্যতা বিশ্বের যে অঞ্চলে বিরাজমান ছিল
    উত্তর : মধ্য আমেরিকা।

    প্রশ্ন : মালয়েশিয়ার মুদ্রার নাম
    উত্তর : রিংগিত।

    প্রশ্ন : ‘ইদলিব’ শহর যে দেশে অবস্থিত
    উত্তর : সিরিয়া।

    প্রশ্ন : মাও সে তুং গণপ্রজাতন্ত্রী চীনের ঘােষণা দেন
    উত্তর : ১ অক্টোবর ১৯৪৯।

    প্রশ্ন : ‘অস্ট্রেলিয়া’ শব্দের অর্থ
    উত্তর : এশিয়ার দক্ষিণাঞ্চল।

    প্রশ্ন : ‘দোজংখা’ যে দেশের ভাষা
    উত্তর : ভুটান।

    প্রশ্ন : প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়
    উত্তর : ১৯১৮ সালে।

    প্রশ্ন : প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর
    উত্তর : ইউকোসুক।

    প্রশ্ন : ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধ হয়
    উত্তর : ১৯৮২ সালে।

    প্রশ্ন : হিমালয়, আল্পস ও ইউরাল যে ধরনের পর্বত
    উত্তর : ভঙ্গিল পর্বত।

    প্রশ্ন : ভলগা নদী পতিত হয়েছে
    উত্তর : কাস্পিয়ান সাগরে।

    প্রশ্ন : ‘ব্লু-ইকোনমি’ যে বিষয়ের সাথে জড়িত
    উত্তর : সমুদ্র অর্থনীতি।

    প্রশ্ন : আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে পরমাণু চুল্লি নির্মাণের লাইসেন্স অনুমােদন দেয়
    উত্তর : সংযুক্ত আরব আমিরাত।

    প্রশ্ন : মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন
    উত্তর : ২৮ জানুয়ারি ২০২০।

    প্রশ্ন : জাতিসংঘের পতাকায় যে দুটি রং আছে
    উত্তর : নীল ও সাদা।

    প্রশ্ন : ADB-এর পূর্ণরূপ
    উত্তর : Asian Development Bank

    প্রশ্ন : ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন
    উত্তর : নােভাক জোকোভিচ, সার্বিয়া।

    প্রশ্ন : লেনিনগ্রাদ এর বর্তমান নাম
    উত্তর : সেন্ট পিটার্সবার্গ।

    প্রশ্ন : সােয়াত উপত্যকা যে দেশে অবস্থিত
    উত্তর : পাকিস্তান।

    প্রশ্ন : তাজমহল যে শতাব্দীতে তৈরি করা হয়
    উত্তর : সপ্তদশ।

    প্রশ্ন : ঘূর্ণিঝড় ‘আম্পান’-এর নামকরণ করে যে দেশ
    উত্তর : থাইল্যান্ড।

    প্রশ্ন : ২০২০ সালের মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ
    উত্তর : নরওয়ে।

    প্রশ্ন : বিশ্বের বৃহত্তম বাঁধ অবস্থিত
    উত্তর : চীনের ইচং শহরের ইয়াংজি নদীর ওপর।

    প্রশ্ন : সৰ্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে যে দেশে
    উত্তর : ইন্দোনেশিয়া

  • বিসিএস লিখিত প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ৫টা টিকা

    বিসিএস লিখিত প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ৫টা টিকা নিচে দেওয়া হলো। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে এরকম অনেকগুলো টিকা আপনাদের পড়তে হবে। আমরা এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কয়েকটি টিকা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এছাড়াও বিসিএস পরীক্ষার্থীদের সাধারণ জ্ঞান অংশ থেকে বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বিস্তারিত পড়তে হবে। তো চলুন টিকা গুলো যত্নসহকারে পড়ে নেওয়া যাক।আসা করি লেখাটি বিসিএস লিখিত প্রস্তুতি এর জন্য সহায়ক হবে। 

    একনজরে আলোচিত টিকাসমূহ :

    এই বিভাগের আরো পোস্ট :

    নংবিষয়
    জাপানের আইনসভা
    বিশ্বায়ন (Globalization)
    এশিয়ান হাইওয়ে
    এ্যামব্যাসেডর ও হাইকমিশনার
    বাংলাদেশ-ভারত মৈত্রী ও সহযােগিতা চুক্তি
    নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য দেশের ভূমিকা
    World Economic Forum

    বিসিএস লিখিত প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ৫টা টিকা

    ক) জাপানের আইনসভা :

    জাপানি আইনসভার নাম ডায়েট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালে প্রণীত নতুন সংবিধান। অনুযায়ী ডায়েটের ক্ষমতা ও পরিধি অনেক বৃদ্ধি পায়। ডায়েট দুটি কক্ষ নিয়ে গঠিত। নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস’ এবং উচ্চ কক্ষ হাউস অব কাউন্সিলরস’। হাউস অব কাউন্সিলরস’-এর সদস্য সংখ্যা ২৪২। এ সভা ৬ বছরের জন্য নির্বাচিত হয়। অর্ধেক সদস্য প্রতি ৩ বছর পর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। হাউস অব রিপ্রেজেনটেটিভস’-এর মােট সদস্য ৪৮০। ৪৮০ জন সদস্য মােট ১১৮টি ‘নির্বাচনী জেলা থেকে নির্বাচিত হন।

    প্রত্যেক জেলায় ৩ থেকে ৫ জন সদস্য থাকেন। সদস্যরা প্রত্যক্ষ ভােটে নির্বাচিত হন। প্রত্যেক ভােটার একটি করে ভােট দেন। যেসব সদস্য সর্বোচ্চ ভােট পান তারা জেলা থেকে নির্বাচিত প্রতিনিধি হয়ে হাউস অব রিপ্রেজেনটেটিভস’-এ আসেন। হাউস অব রিপ্রেজেনটেটিভস’ চার বছরের জন্য নির্বাচিত হয়। তবে সরকার যে কোনাে সময় এ হাউস বিলুপ্ত করতে পারে। বিলুপ্ত হলে ৪০ দিনের মধ্যে নতুন নির্বাচন দিতে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানি রাজনীতিতে ডায়েটের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে। বর্তমানে জাপানি রাজনীতির মূলধারা ডায়েটকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে।

    খ) বিশ্বায়ন (Globalization) :

    বিশ্বায়ন মূলত একটি সর্বব্যাপী ও সার্বক্ষণিক চলমান প্রক্রিয়া। বর্তমানে তথ্যপ্রযুক্তি ও জ্ঞানবিজ্ঞানের ব্যাপক প্রসারের ফলে পৃথিবীর প্রায় প্রতিটি মানুষই একটি একীভূত বিশ্বব্যবস্থায় মিলিত হচ্ছে, যা বিশ্বায়নের ধারণাকে আরাে জোরালাে করে তুলছে। বিশ্বায়ন ধারণাকে অভিহিত করা হয়েছে এমন একটি প্রক্রিয়া হিসেবে, যা রাষ্ট্র ও সম্প্রদায়ের পুরনাে কাঠামাে ও সীমানাকে অবলুপ্ত করছে। এটি এমন একটি সর্বব্যাপী অভিজ্ঞতা যে আমাদের জীবনের অধিকাংশ দিকই এর আওতাভুক্ত হয়ে পড়ছে। বর্তমানে বিশ্বায়নকে অনেকে বি আঞ্চলিকীকরণ (Delocalisation) প্রক্রিয়া বলে অভিহিত করেন।

    গ) এশিয়ান হাইওয়ে :

    এশিয়ান হাইওয়ে যােগাযােগ নেটওয়ার্ক প্রতিষ্ঠার এক যুগান্তরকারী কর্মপরিকল্পনা। এশিয়ার ৩২টি দেশকে যুক্ত করবে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক। এক লাখ চল্লিশ হাজার কিলােমিটার দীর্ঘ এই নেটওয়ার্কের আওতায় প্রতিটি দেশ পরস্পরের সাথে সড়ক পথে যুক্ত হবে। এশিয়ান। হাইওয়ের উল্লেখযােগ্য দিক হচ্ছে পূর্বদিকে চীন, মঙ্গোলিয়া ও ইন্দোচীনের রাষ্ট্রগুলাে এবং পশ্চিমদিকে তাজিকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তানসহ মধ্য এশিয়ার। দেশসমূহ; দক্ষিণদিকে পাকিস্তান, ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান, বাংলাদেশ ও মিয়ানমার; দক্ষিণ পূর্বদিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া পর্যন্ত বিস্তৃত হবে। বাংলাদেশের এশিয়ান হাইওয়ে সংক্রান্ত তিনটি প্রস্তাব রয়েছে।

    প্রথমত, ভারত থেকে বেনাপােল-যশাের হয়ে ঢাকার ভেতর বা পাশ দিয়ে সিলেট-তামাবিল রাস্তায় পূর্বভারতে অনুপ্রবেশ সড়ক নির্মাণ। দ্বিতীয়ত, একটি সড়ক ঢাকা থেকে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ হয়ে মিয়ানমারে প্রবেশ। তৃতীয়ত, রুটটি মিয়ানমার থেকে ভারতের তামু দিয়ে প্রবেশ করে ডাউকি-তামাবিল-সিলেটঢাকা হয়ে বাংলাবান্ধা-শিলিগুড়িকে সরাসরি যুক্ত করবে নেপালের কাকরভিটার সাথে। পরবর্তীতে উপরিউক্ত প্রস্তাবগুলােতে আরাে কিছু সংশােধনী আনা হয়। পরিশেষে বলা যায়, এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক বাস্তবায়িত হলে এশিয়ায় যােগাযােগ ক্ষেত্রে বিপ্লব আসবে এবং এশিয়া হবে অপ্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক শক্তি।

    ঘ) এ্যামব্যাসেডর ও হাইকমিশনার :

    এ্যামব্যাসেডর ও হাইকমিশনারের মাঝে মর্যাদাগত তেমন পার্থক্য নেই। দুটিই একরাষ্ট্র কর্তৃক অপর রাষ্ট্রে প্রেরিত সর্বোচ্চ শ্রেণীর কূটনীতিক দূতকে বুঝায়। তবে হাইকমিশনার বলতে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ শ্রেণীর কূটনীতিকদের বুঝানাে হয়। কমনওয়েলথ হলাে ব্রিটেনসহ একসময় ব্রিটেনের অধীনে ছিল এমন রাষ্ট্রসমূহের সংগঠন। রাষ্ট্রদূতকে তখনই হাইকমিশনার বলা যাবে যখন দুটি দেশই কমনওয়েলথভুক্ত দেশ হয়। যেমন বাংলাদেশের রাষ্ট্রদূত ভারতে নিয়ােগ পেলে তাকে হাইকমিশনার বলা হবে।

    তেমনিভাবে বাংলাদেশে নিয়ােজিত ভারতের রাষ্ট্রদূতও হাইকমিশনার নামে পরিচিতি পাবেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এ্যামব্যাসেডর নামে এবং বাংলাদেশে নিয়ােজিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও এ্যামব্যাসেডর নামে পরিচিতি পাবেন। কেননা বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশ হলেও যুক্তরাষ্ট্র কমনওয়েলথভুক্ত দেশ নয়। তাই কমনওয়েলথ বহির্ভূত দেশসমূহের সর্বোচ্চ কূটনীতিবিদ কিংবা বহির্ভূত কোনাে দেশের ক্ষেত্রে কমনওয়েলথভুক্ত দেশসমূহের সর্বোচ্চ পর্যায়ের কূটনীতিকদের বলা হয় এ্যামব্যাসেডর।

    ঙ) বাংলাদেশ-ভারত মৈত্রী ও সহযােগিতা চুক্তি :

    বাংলাদেশ প্রতিষ্ঠার মাত্র তিনমাসের মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৭২ সালের ১৯ মার্চ ঢাকাতে একটি ২৫ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ইংরেজি ভাষায় প্রণীত এই চুক্তির falcatata 16 “The Indo-Bangladeshi Treaty of Friendship, Co-operation and Peace”। বাংলাদেশের পক্ষে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং ভারতের পক্ষে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। চুক্তিটির লক্ষ্য ও উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সহযােগিতা, পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন, উভয় দেশের সীমান্তকে শান্তিপূর্ণ পর্যায়ে রাখা, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান প্রদর্শন প্রভৃতি।

    এ চুক্তিটিতে ছিল ১২টি দফা এবং চুক্তিটি নবায়নযােগ্য ছিল। চুক্তিটির মেয়াদ ১৯৯৭ সালে শেষ হলেও উভয় দেশই চুক্তিটি নবায়ন করতে সম্মত থাকে। কিন্তু ফারাক্কা ব্যারেজের মাধ্যমে। গঙ্গার পানি নিয়ন্ত্রণ করলে চুক্তিটির সফলতা নিয়ে অনেক প্রশ্ন উঠে। পরবর্তীতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযােগিতামূলক অনেক চুক্তি হয়েছে। যেমন- ট্রানজিট ব্যবহারের নিয়ম নিয়ে, করিডাের সমস্যা নিয়ে, সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনে, সীমান্ত হত্যা হাসকরণে, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে প্রভৃতি বিষয়ে লিখিত ও মৌখিক অনেক আলােচনাই শােনা গিয়েছে। এসবের বাস্তবায়ন হলে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরাে বন্ধুত্বপরায়ণ হবে।

    https://youtube.com/watch?v=lUvfbIhhuqI%3Ffeature%3Doembed

    চ) নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য দেশের ভূমিকা :

    নিরাপত্তা পরিষদ ১৫টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। তার মধ্যে পাঁচটি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী হচ্ছে : জাতিসংঘের নীতিমালা ও উদ্দেশ্য অনুযায়ী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, আন্তর্জাতিক সংঘাত সৃষ্টি হতে পারে এমন সকল বিষয়ে তদন্ত পরিচালনা করা, এসব বিবাদ মিটানাের পদ্ধতি অথবা মীমাংসার। প্রশ্ন সমাধান শর্তাবলী সুপারিশ করা, সমরাস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি ব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা তৈরি করা, শান্তির প্রতি হুমকির বাস্তবতা বা আগ্রাসনের ঘটনা চিহ্নিত করে ব্যবস্থা নেয়া প্রভৃতি।

    নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা বেশি হলেও কার্যত এদের তেমন ভূমিকা নেই। ভেটো প্রদানের ক্ষমতা কেবল স্থায়ী সদস্য রাষ্ট্রগুলাের রয়েছে। তবে পরিষদের কোনাে সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রে ১৫ সদস্যের মধ্যে ৯ সদস্যের সম্মতির প্রয়ােজন হয়। অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলাের মধ্যে প্রতি বছর ৫টি সদস্য তার ২ বছর মেয়াদ শেষ করে বিদায় নেয় এবং নতুন ৫টি সদস্য সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত হয়। মূলত স্থায়ী সদস্য রাষ্ট্রগুলাের খেয়াল-খুশির উপরই অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলাের নির্ভরশীল থাকতে হয়।

    ছ) World Economic Forum :

    World Economic Forum বা বিশ্ব অর্থনৈতিক ফোরাম একটি অলাভজনক স্বাধীন, নিরপেক্ষ প্রতিষ্ঠান, যা আন্তর্জাতিক অনেক সংস্থার সাথে সহযােগিতামূলক কাজে যুক্ত রয়েছে। এটি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়, সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত কলগনিতে। বৈশ্বিক ও আঞ্চলিক এজেন্ডা তৈরিতে রাজনৈতিক, ব্যবসায়ী, একাডেমিকসহ সমাজের নেতৃস্থানীয় লােকদের সাথে আন্তরিকভাবে এটি কাজ করে থাকে। সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করার খ্যাতি রয়েছে এই প্রতিষ্ঠানটির।

    বিশ্ব জনমত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার চেষ্টা করে। প্রয়ােজনে অসংখ্য সম্মেলন, গবেষণামূলক কাজ, টাস্ক ফোর্স গঠন প্রভৃতি কর্মকাণ্ডের মাধ্যমে তাদের চেষ্টা চালিয়ে যায়। উল্লেখ্য, World Economic Forum (WEF) নারী প্রতিনিধিত্ব বাড়াতে দু বছর আগে একটি কোটা পদ্ধতি চালু করে। বিশ্বের ১০০টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিজেদের ৪ জন পুরুষ প্রতিনিধির বিপরীতে অবশ্যই একজন নারী প্রতিনিধি পাঠাবে। তবে সর্বশেষ সম্মেলনে ১৫ শতাংশ নারী প্রতিনিধিত্ব করে। এই ফাউন্ডেশন মূলত ১০০০টি সদস্য কোম্পানি দ্বারা অনুদানকৃত ও পরিচালিত হয়ে থাকে।

  • নুরেমবার্গ বিচার বলতে কি বুঝায়? এখানে কাদের বিচার করা হয়?

    উত্তর : কেউ কোনাে অপরাধ করলে তার বিচার হতে হবে সমাজের এ নিয়ম সভ্যতার বােধের অন্তর্গত। হত্যা, নির্যাতন, সম্পদ লুণ্ঠন বা সম্পদহানি প্রাচীনকাল থেকেই মানব সমাজে অপরাধ হিসেবে গণ্য করা হতাে। এসব অপরাধের বিচার ও শাস্তির বিধান ভারত, চীন, মেসােপটেমিয়া, গ্রীস ও মিসরের প্রাচীন ইতিহাসে বর্ণিত হয়েছে।

    নুরেমবার্গ বিচার : নুরেমবার্গ বিচার ১৯৪৫-৪৬ সালে জার্মানির ভ্যাভারেরয়া প্রদেশের নুরেমবার্গ শহরে অনুষ্ঠিত কিছু বিচার প্রক্রিয়ার নাম। তখন ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল নাৎসি বাহিনীর নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযােগ গঠন করে এবং তাদের বিচার করে। তাদের বিরুদ্ধে আনীত অভিযােগগুলাে ছিল মূলত চার ধরনের। যথা : এক, শান্তির বিরুদ্ধে অপরাধ। যেমন— আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে ধ্বংসাত্মক যুদ্ধের পরিকল্পনা, যুদ্ধের জোগাড় এবং যুদ্ধ শুরু করা। দুই. মানবতার বিরুদ্ধে অপরাধ । যেমন— মানুষকে সমূলে বিনাশ করা, বাসস্থান থেকে
    বিতাড়ন করা এবং গণহত্যা। তিন, যুদ্ধাপরাধ তথা যুদ্ধের আইনসমূহ লঙ্ঘন। চার. উপরিউক্ত তিনটি অপরাধ করার সাধারণ পরিকল্পনা বা ষড়যন্ত্র করা।

    এই বিভাগের আরো পোস্ট :

    ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল : ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল নুরেমবার্গ বিচার করার অধিকার পেয়েছিল ১৯৪৫ সালের ৮ আগস্ট লন্ডনে স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে। ঐ দিন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তঙ্কালীন সােভিয়েত ইউনিয়ন এবং ফ্রান্সের প্রাদেশিক সরকারের প্রতিনিধিরা লন্ডনে মিলিত হয়ে চুক্তিটি স্বাক্ষর করে, যাতে একটি আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তির কর্মকর্তাদের দ্বারা পৃথিবীর যেকোনাে স্থানে সংঘটিত অপরাধের বিচার করতে বলা হয়। পরবর্তীতে আরাে ১৯টি দেশ। চুক্তিটিকে সমর্থন জানায়। ১৯৪৫ সালের ৩০ আগস্ট পরাজিত জার্মানির রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য যখন মিত্রশক্তির কন্ট্রোল কাউন্সিল (এসিসি) গঠিত হয় তখনও বিচারের পদ্ধতি সম্পর্কে শরিকদের ভেতর যথেষ্ট মতপার্থক্য ছিল। এসিসির নীতিমালায় বলা হয়েছে শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের বিচার সম্মিলিতভাবে করা হলেও যারা পরে যার নিয়ন্ত্রণাধীন এলাকায় ধরা পড়বে সেই দেশ তাদের বিচার করবে। ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল (আইএমটি) ২৪ জন শীর্ষ নাসি নেতার বিচার শেষ হওয়ার পর আইএমটির বিলুপ্তি ঘটে। তার স্থলে গঠন করা হয় নুরেমবার্গ মিলিটারি ট্রাইব্যুনাল (এনএমটি)।

    নুরেমবার্গ ট্রাইব্যুনালের গঠন ও কার্যক্রম : মানবজাতির ইতিহাসে নৃশংসতম গণহত্যা, নির্যাতন, ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের (১৯৩৯-১৯৪৫) সময়। জার্মানিতে হিটলারের নাৎসি বাহিনী, ইতালিতে মুসােলিনির ফ্যাসিস্ট বাহিনী এবং প্রাচ্যে জেনারেল তেজোর রাজকীয় জাপানি বাহিনীর গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের কথা বিশ্ববাসী কখনও ভুলে যাবে না। হিটলারের নাৎসি বাহিনী এবং তাদের সহযােগী গেস্টাপাে ও অন্যান্য বাহিনী যেভাবে ইহুদি, কমিউনিস্ট ও অজার্মানদের হত্যা করেছে সভ্যতার ইতিহাসে তার কোনাে নজির নেই। যুদ্ধের ইতিহাসবিদরা নাৎসিদের এ নৃশংসতাকে আখ্যায়িত করেছেন হলােকস্ট বা শােয়াহ নামে।

    ২০ নভেম্বর ১৯৪৫ নুরেমবার্গ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম আরম্ভ হয়। এর আগে ১৮-১৯ অক্টোবর মিত্রশক্তির আইনজীবীরা আন্তর্জাতিক সামরিক আদালতে যুদ্ধাপরাধের অভিযােগে ২৪ জন শীর্ষস্থানীয় নাৎসি নেতা ও সমরনায়ক এবং ৭টি সংগঠনকে সুপরিকল্পিতভাবে লাখ লাখ মানুষকে হত্যার দায়ে অভিযুক্ত করে ৬৫ পৃষ্ঠার অভিযোেগনামা পেশ করেন। বিচার শুরু হওয়ার আগে নাৎসি পার্টির প্রধান হিটলার এবং তার দুই শীর্ষ সহযােগী হিমলার ও গােয়েবলস আত্মহত্যা করার জন্য বিচার থেকে অব্যাহতি পেয়েছিলেন। অভিযুক্তদের তালিকায় ১ নম্বর আসামি ছিলেন ডেপুটি ফুয়েরার মার্টিন বােরমান। গ্রেফতারের আগেই তিনি আত্মগােপন করেছিলেন। ১৯টি তদন্ত দল অভিযুক্ত নাৎসি নেতাদের দুষ্কর্ম সম্পর্কে তদন্ত করেছেন।

    নাৎসি সরকারের দলিল, আলােকচিত্র ও চলচ্চিত্র সগ্রহ করা ছাড়াও তারা অনেক বন্দি নির্যাতন শিবির পরিদর্শন এবং প্রত্যক্ষদর্শী ও ভুক্তভােগীদের জবানবন্দী নথিবদ্ধ করেছিলেন। নুরেমবার্গ ট্রাইব্যুনালে বিচারের জন্য ৭টি নীতি বা ধারা প্রণয়ন করা হয়েছিল। ৬নং ধারায় বলা হয়েছে আন্তর্জাতিক আইনে যেসব অপরাধ শাস্তিযােগ্য বলে নির্ধারণ করা হয়েছে সেগুলাে হচ্ছে— ক. শান্তির বিরুদ্ধে অপরাধ, খ, যুদ্ধাপরাধ ও গ, মানবতার বিরুদ্ধে অপরাধ, নুরেমবার্গ নীতিমালায় আরও বলা হয়েছে যুদ্ধাপরাধের দায় থেকে রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানও অব্যাহতি পাবেন না। এই নীতিমালার ভিত্তিতেই প্রস্তুত করা হয়েছিল অভিযােগনামা।

    নুরেমবার্গ ট্রাইব্যুনালের নীতি ও কার্যবিধি প্রণয়নের সময় মিত্রপক্ষের আইনজীবীরা সম্ভাব্য সকল চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন ছিলেন। জাস্টিস জ্যাকসন তার উদ্বোধনী ও সমাপনী ভাষণে প্রতিপক্ষের সম্ভাব্য সমালােচনা ও বিরুদ্ধ যুক্তি অত্যন্ত মেধা ও দক্ষতার সাথে খণ্ডন করেছেন। একটি সমালােচনা নুরেমবার্গ ট্রাইব্যুনাল গঠনের সময় থেকে এখন পর্যন্ত করা হচ্ছে। বলা হচ্ছে এটি ছিল ‘বিজয়ীর বিচার। নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদ্বোধনী ভাষণে জাস্টিস জ্যাকসন এ বিষয়ে বলেছিলেন, দুভার্গের বিষয় এই যে, আদালত গঠনসহ আইনজীবী ও বিচারক সবই নিয়ােগ করতে হয়েছে যুদ্ধে বিজয়ী মিত্রশক্তিকে পরাজিত অক্ষশক্তির অপরাধের বিচারের জন্য।

    অভিযুক্তদের বিশ্বব্যাপী আগ্রাসনের কারণে সত্যিকার অর্থে নিরপেক্ষ কেউ নেই বললেই চলে, যারা এ বিচারে আগ্রহী হতে পারে। এক্ষেত্রে হয় পরাজিতদের বিচার করতে হবে বিজয়ীদের, নয় তাে পরাজিতদের অপরাধের বিচারের ভার তাদের হাতেই ছেড়ে দিতে হবে। অভিযুক্তদের পক্ষ থেকে আরও বলা হয়েছিল, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে অভিযুক্তদের আপিলের সুযােগ নেই, এমনকি বিচারকদের সম্পর্কে আপত্তি উত্থাপনেরও কোনাে সুযােগ কার্যবিধিতে রাখা হয়নি। নুরেমবার্গ ট্রাইব্যুনালে জাস্টিস জ্যাকসনের উদ্বোধনী ভাষণের মতােই আকর্ষণীয় ছিল তার সমাপনী ভাষণ।

    ২৬ জুলাই ১৯৪৫-এ প্রদত্ত এই ভাষণের উপসংহারে শেক্সপিয়রের ‘রিচার্ড দি থার্ড’ নাটকের একটি উদ্ধৃতি দিতে গিয়ে তিনি বলেছিলেন, অভিযুক্তরা বলছেন তারা হত্যা, হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্রের এই দীর্ঘ তালিকায় বর্ণিত অপরাধের সাথে যুক্ত ছিলেন না। তারা এ বিচারের সামনে এমনভাবে নিজেদের দাঁড় করিয়েছেন যেভাবে রক্তরঞ্জিত গ্লচেস্টার দাঁড়িয়েছিলেন তার নিহত রাজার লাশের সামনে। এদের মতাে গ্লচেস্টারও বিধবা রানীকে বলেছিলেন, আমি হত্যা করিনি। রানী জবাবে বলেছিলেন, তাহলে বলাে তারা নিহত হয়নি, কিন্তু তারা মৃত। যদি এদের (অভিযুক্তদের) সম্পর্কে বলা হয় এরা নিরাপরাধ, তাহলে তা এমনই সত্য হবে যুদ্ধ বলে কিছু হয়নি, কেউ নিহত হয়নি, কোনাে অপরাধের ঘটনাও ঘটেনি।

    নুরেমবার্গ ট্রাইব্যুনালে ৪টি মিত্র দেশের ৮ জন বিচারক ছিলেন যাদের একজন পূর্ণ সদস্য অপরজন বিকল্প সদস্য। বিচারকমণ্ডলীর সভাপতি ছিলেন ইংল্যান্ডের লর্ড জাস্টিস জিওফ্রে লরেন্স, ৪টি দেশের ৫২ জন আইনজীবী ছিলেন সরকারের পক্ষে। নুরেমবার্গ ট্রাইব্যুনালের একটি সচিবালয় ছিল। বিভিন্ন বিভাগে মােট ১৮ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। প্রথম দফা বিচারকালে ৬ জন ছিলেন সচিব, ২ জন মার্শাল, অনুবাদ বিভাগের প্রধান ছিলেন ৩ জন, প্রশাসনিক বিভাগের প্রধান ১ জন, সাক্ষীদের তলব ও সাক্ষ্য প্রমাণ বিভাগের ১ জন প্রধান, অভিযুক্তদের তথ্য বিভাগের প্রধান ১ জন, দলিল ও রেকর্ডের বিভাগের দায়িত্বে ১ জন, রেকর্ড সম্পাদক ১ জন এবং মুদ্রণ বিভাগের পরিচালক ১ জন। এ সচিবালয়ের বিভিন্ন বিভাগে তিন শতাধিক কর্মচারী ছিলেন।

    এ বিচারকার্যের বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণের জন্য আমেরিকা থেকে ৬৪০ জন সামরিক ও অসামরিক ব্যক্তি নুরেমবার্গ এসেছিলেন যাদের ভেতর ১৫০ জন ছিলেন আইনজীবী। নিরাপত্তার কথা বিবেচনা করলেও নুরেমবার্গ ট্রায়ালের রেকর্ড কখনও ভাঙ্গা যাবে না। বিচার চলাকালে কয়েকশ সৈন্য ৭৫ মি.মি. কামান সমেত প্যালেস অব জাস্টিসের চতুর্দিকে টহল দিত। শতাধিক মিলিটারি পুলিশ আদালত ভবনের ভেতর টহল দিত। জনশক্তির বিবেচনায় নুরেমবার্গ ট্রায়ালের দ্বিতীয় উদাহরণ বিচারের ইতিহাসে আজ পর্যন্ত দেখা যায়নি। যাদের বিচার করা হয়। ১ অক্টোবর ১৯৪৬ নুরেমবার্গ ট্রাইব্যুনালে প্রথম পর্যায়ে শীর্ষস্থানীয় ২৪ জন যুদ্ধাপরাধীর বিচারে ১২ জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। ৩ জনকে যাবজ্জীবন, ২ জনকে ২০ বছর, ১ জনকে ১৫ বছর এবং ১ জনকে ১০ বছর কারাদণ্ড প্রদান করা হয়।

    অভিযােগ প্রমাণিত না হওয়ায় ৩ জন খালাস পায়। অভিযুক্ত বাকি দুজনের ভেতর জার্মান শ্রমিক ফ্রন্ট ডিএএফ-এর প্রধান গুস্তাভ ক্রুপকে শারীরিক অসুস্থতার জন্য মেডিকেল বাের্ড বিচারের সম্মুখীন হওয়ার অযােগ্য ঘােষণা করে। অপর অভিযুক্ত ডাঃ রবার্ট লাই বিচার শুরু হওয়ার আগে ২৫ অক্টোবর ১৯৪৫ তারিখে আত্মহত্যা করেন। নাৎসি পার্টির সেক্রেটারি, ডেপুটি ফুয়েরার মার্টিন বােরমানের অনুপস্থিতিতে বিচার হয়েছিল এবং তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। নুরেমবার্গ ট্রায়াল বলতে সাধারণভাবে প্যালেস অব জাস্টিসে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনালের প্রথম বিচারকে গণ্য করা হয়, যার সময়কাল ছিল ১০ মাস।

    ১৯৪৯ সাল পর্যন্ত নুরেমবার্গের প্যালেস অব জাস্টিসে আরও ১২টি মামলার বিচার হয়েছিল যেখানে ২০০ জন নাৎসি রাজনৈতিক নেতা, সামরিক কর্মকর্তা ও পেশাজীবীর বিচার হয়েছিল। এদের মধ্যে ২৪ জনকে প্রথমে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, ৩৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ৯৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। অপরাধ প্রমাণিত না হওয়ায় ৩৫ জনকে অব্যাহতি দেয়া হয়। গুরুতর অসুস্থতা ও বার্ধক্যের কারণে ৪ জনকে বিচার থেকে অব্যাহতি দেয়া হয়। ৪ জন বিচার চলাকালে আত্মহত্যা করেছিলেন।

    এ ট্রাইব্যুনালে নিম্নোক্ত ১২টি মামলা হয়েছিল ১. ডক্টর্স ট্রায়াল (৯ ডিসেম্বর ১৯৪৬ -২০ আগস্ট ১৯৪৭): ২৪ জনের বিচার হয়েছিল, ২. মিলচ ট্রায়াল (২ জানুয়ারি – ১৬ এপ্রিল ১৯৪৭) :১ জনের বিচার হয়েছিল, ৩. জাজেস ট্রায়াল (৫ মার্চ – ৪ ডিসেম্বর ১৯৪৭) : ১৬ জনের বিচার হয়েছিল, ৪. পল ট্রায়াল (৮ এপ্রিল –৩ নভেম্বর ১৯৪৭); ১৮ জনের বিচার হয়েছিল, ৫. ফ্লিক ট্রায়াল (১৯ এপ্রিল – ২২ ডিসেম্বর ১৯৪৭) : ৬ জনের বিচার হয়েছিল ৬. আই জি ফারবেন ট্রায়াল (২৭ আগস্ট ১৯৪৭-৩০ জুলাই ১৯৪৮) : ২৪ জনের, ৭. হস্টেজেস ট্রায়াল (৮ জুলাই ১৯৪৭-১৯ ফেব্রুয়ারি ১৯৪৮): ১২ জনের, ৮, রুশা বা রাশিয়া ট্রায়াল (২০ অক্টোবর ১৯৪৭-১০ মার্চ ১৯৪৮):১৫ জনের, ৯. আইনসাজ গ্রুপেন ট্রায়াল (২৯ সেপ্টেম্বর ১৯৪৭ – ১০ এপ্রিল ১৯৪৮) : ২৭ জনের, ১০. ক্রুপ ট্রায়াল (৮ ডিসেম্বর ১৯৪৭-৩১ জুলাই ১৯৪৮): ১২ জনের, ১১. মিনিস্ট্রিজ ট্রায়াল (৬ জানুয়ারি ১৯৪৮–১৩ এপ্রিল ১৯৪৯):২১ জনের বিচার করা হয়েছিল। ১২. হাই কমান্ড ট্রয়াল (৩০ ডিসেম্বর ১৯৪৭-২৮ অক্টোবর ১৯৪৮) : ১৪ জনের বিচার করা হয়েছিল। নুরেমবার্গ ট্রায়াল সম্পর্কে বলা যায়, আইন শাস্ত্রের ইতিহাসে এত বড় বিচার কখনও হয়নি।

    এ বিচার আন্তর্জাতিক আইনকে সমৃদ্ধ করেছে। সভ্যতার ইতিহাসে যুদ্ধাপরাধ, মানবতার। বিরুদ্ধে অপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধের বিচার ও শাস্তির বােধ প্রতিষ্ঠা করেছে। যার ফলে দেশে দেশে অনুরূপ অপরাধ বিচারের দৃষ্টান্ত স্থাপন করেছে। এর আগে বা পরে কোনাে। দেশের ক্ষমতার শীর্ষে অবস্থানকারী সামরিক-বেসামরিক নেতৃবৃন্দকে কখনও আদালতের কাঠগড়ায় এভাবে দল বেঁধে দাঁড়াতে হয়নি যেমনটি হয়েছে নুরেমবার্গে। একজন ব্যক্তি বা ব্যক্তিমণ্ডলী কিংবা কোনাে দল বা সংগঠন যত শক্তিশালী ও ক্ষমতাসম্পন্ন হােক না কেন। কেউই ঊর্ধ্বে নয় নুরেমবার্গের বিচার এই বােধটিও প্রতিষ্ঠা করেছে।

    এসব বিচারের ক্ষেত্রে আদালতের রায়ে অপরাধের বৈশিষ্ট্য এবং বিচারের ক্ষেত্রে বিভিন্ন বিবেচনা। ও বিচার পদ্ধতি নিঃসন্দেহে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে নতুন নতুন ধারণা ও মাত্রা সংযােজিত হয়েছে এবং আন্তর্জাতিক বিচার ব্যবস্থা হয়েছে সমৃদ্ধ। যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে নুরেমবার্গ ট্রাইব্যুনাল বিশাল আয়ােজনের পাশাপাশি আইনি লড়াইয়ের যে দৃষ্টান্ত স্থাপন করেছে তাতে নিঃসন্দেহে বলা যায় বিশ্বের বিচারব্যবস্থায় তা এক নতুন অধ্যায়, অতীতে যেমনটি দেখা যায়নি, ভবিষ্যতেও যাবে কি না সন্দেহ।

  • Bcs Preparation General Knowledge International Affairs

    Bcs Preparation General Knowledge International Affairs pdf নিচে দেওয়া হলো। আসা করি Bcs Preparation General Knowledge International Affairs pdf লেখাটি আপনাদের উপকারে আসবে। Bcs Preparation General Knowledge International Affairs pdf টি যদি আপনাদের উপকারে আসে তাহলে শেয়ার করে আপবার বন্ধুদের পড়তে সহযোগিতা করুন।

  • নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ সৌদি আরব কর্তৃক প্রত্যাখ্যানের কারণগুলাে আলােচনা করুন।

    নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ সৌদি আরব কর্তৃক প্রত্যাখ্যানের কারণগুলাে আলােচনা করুন।

    উত্তর : জাতিসংঘের ৬টি অঙ্গ সংস্থার অন্যতম একটি নিরাপত্তা পরিষদ, যার অপর নাম স্বস্তি পরিষদ। ১৯৪৬ সালে ১১টি সদস্য নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত হলেও ১৯৬৫ সালে জাতিসংঘ সনদ সংশােধন করে নিরাপত্তা পরিষদের সদস্য ১১টি থেকে বাড়িয়ে ১৫টি করা হয়। এর মধ্যে ৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশগুলাে সাধারণ পরিষদ কর্তৃক দুই বছর মেয়াদে নির্বাচিত হয়। ১৭ অক্টোবর ২০১৩ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় সৌদি আরব।

    নির্বাচিত হওয়ার পরদিন ১৮ অক্টোবর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ প্রত্যাখ্যান করে এক নজিরবিহীন ঘটনার জন্ম দেয় দেশটি। বিশ্ব রাজনীতিতে ক্রমাগত গুরুত্বপূর্ণ হয়ে ওঠা সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সদস্যপদ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সবার আগে প্রয়ােজন জাতিসংঘের সংস্কার । দীর্ঘদিনের ফিলিস্তিন সমস্যা, সিরিয়ার গৃহযুদ্ধ, মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করাসহ বিভিন্ন সমস্যা সমাধানে জাতিসংঘের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা এবং দ্বিমুখী নীতির কারণে সৌদি কর্তৃপক্ষ এমন ঘােষণা দেয়। নিরাপত্তা পরিষদের ব্যর্থতার কথা উল্লেখ করে সৌদি কর্তৃপক্ষ জানায়, এর জন্য বিশ্বসভার সর্বোচ্চ এ পরিষদের অসম নীতি দায়ী।

    এই বিভাগের আরো পোস্ট :

    তবে সৌদি আরবের এমন হতাশা নতুন বা আকস্মিক নয়। বরং বহু বছর ধরে পুঞ্জীভূত হতাশার দ্বিতীয় বহিঃপ্রকাশ। এর আগে একই ধরনের হতাশা ব্যক্ত করে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে অস্বীকৃতি জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সাল। সৌদি আরবের এ হতাশা তৈরি হয়েছে বিভিন্ন কারণে। শিয়া অধ্যুষিত দেশ ইরান ও সিরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির পরিবর্তন মােটেই পছন্দ নয় সৌদি আরবের। ঐতিহাসিক দ্বন্দ্বের জের ধরেই হয়তাে কথা ছিল ইরানকে যেভাবেই হােক কোণঠাসা করে রাখার।

    ইরান ও ইসরাইলকে ইঙ্গিত করে সৌদি আরবের অভিযােগ, মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রসহ গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করার ক্ষেত্রেও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে নিরাপত্তা পরিষদ। একই সাথে বিগত ৬৭ বছর ধরে ফিলিস্তিন সমস্যার সমাধান না হওয়ায় মধ্যপ্রাচ্যে একাধিকবার রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছে। অমীমাংসিত ও স্পর্শকাতর এ বিষয় এখনও বিশ্ব শান্তির জন্য হুমকি। এক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে জাতিসংঘ। মধ্যপ্রাচ্য সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের এ ব্যর্থতার কারণ হিসেবে সৌদি আরব দায়ী করছে ‘ইন্টারন্যাশনাল ডাবল স্ট্যান্ডার্ডস’ বা আন্তর্জাতিক বৈষম্য নীতিকে। ফিলিস্তিনিদের তাড়িয়ে ইসরাইল সেখানে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেও অবহেলিত থেকে গেছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি।

    আন্তর্জাতিক সম্প্রদায়ের বৈষম্য নীতির কারণে প্রতিষ্ঠা পেয়েছে এ ইস্যুতে সীমাহীন দীর্ঘ শান্তি আলােচনা। জাতিসংঘের এমন ব্যর্থতায় ক্ষোভ যেন শেষ সীমায় পৌছেছে সৌদি আরবসহ গােটা আরব বিশ্বের। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সৌদি আরবের অভিযােগ মূলত যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে। কারণ বিভিন্ন দেশে গণতন্ত্রের জন্য তাদের মায়াকান্না দেখা গেলেও ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে তাদের প্রতিশ্রুতির কোনাে বাস্তবায়ন নেই। ফিলিস্তিন সমস্যার সাথে জড়িত আছে ইরান ও সিরিয়া ইস্যু। ঐ অঞ্চলে ইরানের উত্থান।

    স্বাভাবিকভাবেই সৌদি আরবের জন্য মাথা ব্যথার কারণ। যুক্তরাষ্ট্রের গানে ঠোঁট মেলানাে ছাড়া তার কোনাে উপায় নেই। তাই ইরানই ফিলিস্তিন সমস্যার সমাধানে মূল প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে কার্যকরী ভূমিকা রাখছে। একদিকে লেবাননের শিয়া গেরিলা গােষ্ঠী হিজবুল্লার সাথে ইরানের সখ্যতা, অন্যদিকে সিরিয়ার শিয়া একনায়ক বাশার আল আসাদের সাথে দহরম মহরম সম্পর্কের কারণে অস্বস্তিতে সৌদি আরব। অনেকে মনে করছেন, পরমাণু ইস্যুতে ইরানকে শায়েস্তা না করে যুক্তরাষ্ট্রের আলােচনায় যাওয়ার পদ্ধতিটা সম্ভবত সৌদি কর্তৃপক্ষের পছন্দ হয়নি।

    সৌদি আরব সিরিয়ার বিদ্রোহীদের পূর্ণ সমর্থন ও সহায়তা দিয়ে আসলেও শেষ মুহূর্তে দামেস্ক ও তেহরানকে কোণঠাসা করার সে উপায়টাও যেন হাতছাড়া হয়ে যায়। লক্ষাধিক মানুষ হত্যা করলেও আসাদ সরকারের বিরুদ্ধে কোনাে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ নিরাপত্তা পরিষদ। বরং রাসায়নিক অস্ত্র সমর্পণের প্রস্তাব দিয়ে সব কিছুই যেন ভণ্ডুল হয়ে গেলাে। রাতারাতি খলনায়ক থেকে নায়কে পরিণত হলেন প্রেসিডেন্ট আসাদ। এসব কারণে সৌদি কর্তৃপক্ষ মনে করছে, সবার আগে নিরাপত্তা পরিষদের সংস্কার হওয়া প্রয়ােজন।

    মূলত জাতিসংঘের এ সংস্কার চায় নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ছাড়া অনেকেই। স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীনের আশঙ্কা বহু আকাক্ষিত সংস্কার হলে বিশ্ব ক্ষমতার ভারসাম্য ও ধারাবাহিকতা নষ্ট হবে। তার ফলশ্রুতিতে বিশ্ব রাজনীতিতে নতুন খেলােয়াড়ের আমদানি ঘটবে। আর এর ফলে জাতিসংঘ নিজেই তার। বৈধতা ও নিযােগ্যতা হারিয়ে ফেলবে। সৌদি আরবের রাজনৈতিক ঐতিহ্য হলাে ঘটনার পিছনে থেকে কলকাঠি নাড়ানাে। আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াতে এভাবেই নিজের সুনির্দিষ্ট লক্ষ্য হাসিল করে থাকে দেশটি। বিশেষ করে জি-টুয়েন্টির সদস্য হিসেবে গত কয়েক বছরে বিশ্ব রাজনীতিতে নিজের অবস্থান আরাে জোরদার করতে সক্ষম হয় যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব।

  • Bcs Preparation General Knowledge International Affairs PDF

    Bcs Preparation General Knowledge International Affairs PDF is discussed in detail below. This will be a very important post for those of you who are preparing for BCS. This general knowledge is a big part of BCS preparation. Therefore, general knowledge of Bangladesh and international affairs must be prepared very well. Let’s read the article very carefully. And if you want to give a model test on International Affairs for BCS preparation then Click Here. If You Download PDF Click Here.

    Here is Bcs Preparation General Knowledge International Affairs PDF

    প্রশ্ন : বর্তমানে এশিয়ার স্বাধীন নগর রাষ্ট্র
    উত্তর : সিঙ্গাপুর।

    এই বিভাগের আরো পোস্ট :

    https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-6684125741392148&output=html&h=280&slotname=5948242971&adk=1898508703&adf=2731058860&pi=t.ma~as.5948242971&w=779&lmt=1672678170&format=779×280&url=https%3A%2F%2Fwww.bcspreparation.net%2Fbcs-preparation-general-knowledge-international-affairs-pdf%2F&wgl=1&dt=1672678020763&bpp=28&bdt=10652&idt=28&shv=r20221207&mjsv=m202212010101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Df416c332cec8e688-22b0d04104d900bf%3AT%3D1671983898%3ART%3D1671983898%3AS%3DALNI_MbJSbU7jROGz1KZ-y1ZquB6uyDnmQ&gpic=UID%3D00000b97837cb9d0%3AT%3D1671983898%3ART%3D1672674036%3AS%3DALNI_MaWOqEvu_uGbOGhTFfyI2pajQ7Oow&prev_fmts=0x0%2C1200x280%2C1199x858%2C780x280%2C345x280%2C779x280&nras=2&correlator=8265746644798&frm=20&pv=1&ga_vid=1265491175.1671983904&ga_sid=1672678017&ga_hid=1497796590&ga_fc=1&u_tz=360&u_his=1&u_h=1024&u_w=1280&u_ah=984&u_aw=1280&u_cd=24&u_sd=1&adx=15&ady=1875&biw=1199&bih=858&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759842%2C42531847%2C31071167%2C44777948%2C44779794%2C44780492%2C44780792&oid=2&pvsid=1060644880765330&tmod=1729297544&nvt=1&ref=https%3A%2F%2Fwww.bcspreparation.net%2Fcategory%2F%25e0%25a6%2586%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%2595-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b7%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25b2%25e0%25a7%2580%2Fpage%2F15%2F&eae=0&fc=1920&brdim=23%2C0%2C23%2C0%2C1280%2C0%2C1228%2C984%2C1216%2C858&vis=1&rsz=%7C%7Coebr%7C&abl=CS&pfx=0&fu=0&bc=31&ifi=7&uci=a!7&btvi=2&fsb=1&xpc=H48kO1Ojrd&p=https%3A//www.bcspreparation.net&dtd=M

    প্রশ্ন : পারস্যের ইতিহাসে সবচেয়ে সফল শাসক ছিলেন
    উত্তর : দারিয়ুস ।

    প্রশ্ন : কাতারের রাষ্ট্রীয় নাম
    উত্তর : State of Qatar

    প্রশ্ন : ৪৯তম উত্তর অক্ষরেখা অবস্থিত-
    উত্তর : কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে।

    প্রশ্ন : তুরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়
    উত্তর : ১১৯১ খ্রিস্টাব্দে।

    প্রশ্ন : বিখ্যাত যুদ্ধক্ষেত্র ‘ওয়াটার লু’ অবস্থিত-
    উত্তর : বেলজিয়ামে।

    প্রশ্ন : ফরাসি বিপ্লবের স্লোগান ছিল
    উত্তর : স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।

    প্রশ্ন : সামরিক জোট ন্যাটো আত্মপ্রকাশ করে
    উত্তর : ৪ এপ্রিল ১৯৪৯।

    প্রশ্ন : ম্যাগনাকার্টা হলাে
    উত্তর : ব্রিটিশ সংবিধানের অলিখিত অংশ।

    প্রশ্ন : ডেজার্ট ফক্স (Desert Fox) নামে পরিচিত
    উত্তর : ফিল্ড মার্শাল রােমেল।

    প্রশ্ন : লাদাখ’ অঞ্চলটি অবস্থিত
    উত্তর : জম্মু-কাশ্মীর ও চীনের মধ্যবর্তী জায়গায়।

    প্রশ্ন : ইরানে ইসলামি বিপ্লবের নেতা ছিলেন
    উত্তর : আয়াতুল্লাহ রুহুল্লাহ খােমেনী।

    প্রশ্ন : প্যারাডাইস পেপার কেলেঙ্কারি প্রকাশ পায়
    উত্তর : ৫ নভেম্বর ২০১৭।

    প্রশ্ন : আরব তথা মুসলিম বিশ্বের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবল আয়ােজন করবে
    উত্তর : কাতার।

    প্রশ্ন : মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়-
    উত্তর : ১৬ সেপ্টেম্বর ১৯৮৭।

    প্রশ্ন : কার্টাগেনা প্রটোকল হলাে
    উত্তর : জৈব নিরাপত্তাবিষয়ক প্রটোকল ।

    প্রশ্ন : এসিড বৃষ্টি হয় বাতাসে
    উত্তর : সালফার ডাই-অক্সাইডের আধিক্যে।

    প্রশ্ন : জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা
    উত্তর : IPCC।

    প্রশ্ন : ‘সবুজ নােবেল খ্যাত গােল্ডম্যান পরিবেশ পুরস্কার ২০২০ লাভ করেন
    উত্তর : নেমেমান্তে নেনকুইমাে; ইকুয়েডর।

    প্রশ্ন : জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন
    উত্তর : মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।

    প্রশ্ন : জাতিসংঘ দিবস পালিত হয়
    উত্তর : ২৪ অক্টোবর।

    প্রশ্ন : IMF কার্যক্রম শুরু করে
    উত্তর : ১ মার্চ ১৯৪৭।

    প্রশ্ন : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন
    উত্তর : উ থান্ট।

    প্রশ্ন : OPCW নােবেল শান্তি পুরস্কার লাভ করে
    উত্তর : ২০১৩ সালে।

    প্রশ্ন : রােহিঙ্গা ইস্যুতে মধ্যস্থতা করছে কোন সংস্থা
    উত্তর : UNHCR।

    প্রশ্ন : বাংলাদেশে IsDB’র কার্যক্রম শুরু হয়
    উত্তর : ১৯৮৩ সালে।

    প্রশ্ন : Forbes-এর ২০২০ সালের তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে প্রভাশালী নারী
    উত্তর : জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।

    প্রশ্ন : মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেন ইলেকটোরাল ভােট পেয়েছেন
    উত্তর : ৩০৬টি।

    প্রশ্ন : করােনা প্রতিরােধের জন্য ২৭ ডিসেম্বর ২০২০ কে জাতিসংঘ যে দিবস ঘােষণা করে
    উত্তর : আন্তর্জাতিক মহামারি প্রস্তুতি দিবস।

    প্রশ্ন : আমেরিকার ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে মনােনয়ন লাভ করেন
    উত্তর : জ্যানেট ইয়েলেন।

    প্রশ্ন : আজারবাইজানের বিজয় দিবস ঘােষণা করা হয়
    উত্তর : ৮ নভেম্বরকে।

    প্রশ্ন : ২০২০ সালের ‘গােল্ডেন ফুট’ পুরস্কার লাভ করেন
    উত্তর : ক্রিস্টিয়ানাে রােনালদো।

    প্রশ্ন : বর্তমানে মাউন্ট এভারেস্টের উচ্চতা
    উত্তর : ৮,৮৪৮.৮৬ মিটার।

    প্রশ্ন : ইতালীয় ফুটবল স্টেডিয়াম নাপােলি সান পাওলাে-এর নতুন নাম
    উত্তর : ডিয়েগাে আরমান্ডে ম্যারাডােনা স্টেডিয়াম।