Category: সাধারণ বিজ্ঞান

General Science

  • BCS Preparation 60+ General Knowledge from International Affairs [PDF]

    প্রশ্ন : নেপােলিয়নকে নির্বাসন দেয়া হয়
    উত্তর : সেন্ট হেলেনা দ্বীপে।

    প্রশ্ন : সিন্ধু সভ্যতা গড়ে উঠে
    উত্তর : পাকিস্তানের মহেঞ্জোদারাে ও হরপ্পাতে।

    প্রশ্ন : ফিনিশীয়রা ব্যঞ্জনবর্ণ উদ্ভাবন করে
    উত্তর : ২২টি।

    প্রশ্ন : ফিলিপাইন যে দেশের উপনিবেশ ছিল
    উত্তর : স্পেন।

    প্রশ্ন : কুয়েতের অবস্থান
    উত্তর : পারস্য উপসাগরের তীরে।

    প্রশ্ন : ভারতের রাজধানী নয়াদিল্লীতে স্থানান্তর করেন
    উত্তর : পঞ্চম জর্জ।

    প্রশ্ন : চীনের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা
    উত্তর : ন্যাশনাল পিপলস কংগ্রেস।

    প্রশ্ন : হংকং চীনের সাথে একীভূত হয়
    উত্তর : ১ জুলাই ১৯৯৭।

    প্রশ্ন : জাপানের বৃহত্তম দ্বীপ
    উত্তর : হনসু।

    প্রশ্ন : উপসাগরীয় যুদ্ধে মিত্রবাহিনী ইরাকের উপর বিমান হামলা চালায়
    উত্তর : ১৭ জানুয়ারি ১৯৯১।

    প্রশ্ন : নেপালের রাজতন্ত্রের অবসান ঘটে
    উত্তর : ২৮ মে ২০০৮।

    প্রশ্ন : মিয়ানমারের প্রধান ধর্ম
    উত্তর : বৌদ্ধ ।

    প্রশ্ন : ন্যাশনাল লিগ ফর ডেমােক্রেসি (NLD) প্রতিষ্ঠিত
    উত্তর : ২৭ সেপ্টেম্বর ১৯৮৮।

    প্রশ্ন : থাইল্যান্ড শব্দের অর্থ হল
    উত্তর : স্বাধীন বা মুক্ত ভূমি।

    প্রশ্ন : ইউরােপের প্রবেশদ্বার বলা হয়
    উত্তর : ভিয়েনাকে।

    প্রশ্ন : হাঙ্গেরি এর মুদ্রার নাম হল
    উত্তর : ফরিন্ট।

    প্রশ্ন : বাল্টিক দেশগুলো হলাে
    উত্তর : এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া।

    প্রশ্ন : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে দেশভিত্তিক সংস্থা
    উত্তর : জার্মানভিত্তিক।

    প্রশ্ন : সােভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘােষণা করা হয়
    উত্তর : ২১ ডিসেম্বর ১৯৯১

    প্রশ্ন : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এবং কার্যালয়ের নাম
    উত্তর : ১০নং ডাউনিং স্ট্রিট।

    প্রশ্ন : বিশ্বের বৃহত্তম আইটি মেলা সিবিট (CeBit) অনুষ্ঠিত হয়
    উত্তর : জার্মানির হ্যানােভারে।

    প্রশ্ন : Dead Heart of Africa বলা হয়
    উত্তর : শাদকে।

    প্রশ্ন : নিকারাগুয়ার ‘কন্ট্রা’ বিদ্রোহীরা যে দেশের সমর্থনপুষ্ট ছিল
    উত্তর : যুক্তরাষ্ট্রের।

    প্রশ্ন : নিউজিল্যান্ডের নারীরা ভােটাধিকার লাভ করে
    উত্তর : ১৮৯৩ সালে।

    প্রশ্ন : নাগা উপজাতি যে দেশে বাস করে
    উত্তর : ভারতে।

    প্রশ্ন : জাপান পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌ-ঘাঁটি আক্রমণ করে
    উত্তর : ৭ ডিসেম্বর ১৯৪১।

    প্রশ্ন : ফকল্যান্ড যুদ্ধ সংগঠিত হয়
    উত্তর : ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে।

    প্রশ্ন : RAW’র পূর্ণরূপ
    উত্তর : Research and Analysis Wing!

    প্রশ্ন : মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক চুক্তি হয়
    উত্তর : ১৯৬৬ সালে।

    প্রশ্ন : ডেটন চুক্তির বিষয়বস্তু ছিল
    উত্তর : সার্বিয়া ও বসনিয়া-হার্জেগােভিনা সমস্যা সমাধান।

    প্রশ্ন : আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস
    উত্তর : ২২ মে।

    প্রশ্ন : ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়
    উত্তর : ৪-১১ ফেব্রুয়ারি ১৯৪৫।

    প্রশ্ন : আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা
    উত্তর : ১৫ জন।

    প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রতিষ্ঠিত হয়
    উত্তর : ৭ এপ্রিল ১৯৪৮।

    প্রশ্ন : WHO-এর বর্তমান মহাপরিচালক
    উত্তর : আধানাম গ্যাব্রিয়াস।

    প্রশ্ন : ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার প্রবর্তন করে
    উত্তর : ১৯৫২ সালে।

    প্রশ্ন : সুরিনামের পূর্ব নাম
    উত্তর : ডাচ গায়না।

    প্রশ্ন : আধুনিক জার্মানির জনক
    উত্তর : বিসমার্ক।

    প্রশ্ন : পাকিস্তানের প্রেসিডেন্ট ভবনের নাম
    উত্তর : আইওয়ান-ই-সদর।

    প্রশ্ন : মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতিষ্ঠাতা
    উত্তর : জেনারেল অং সান ।

    প্রশ্ন : মিশরের প্রধান গােয়েন্দা সংস্থা –
    উত্তর : মুখবরাত ।

    প্রশ্ন : মিয়ানমার স্বাধীনতা লাভ করে
    উত্তর : ৪ জানুয়ারি ১৯৪৮।

    প্রশ্ন : OHCHR-এর সদর দপ্তর অবস্থিত
    উত্তর : জেনেভা, সুইজারল্যান্ড।

    প্রশ্ন : ‘হােয়াইট হল’ অবস্থিত
    উত্তর : যুক্তরাজ্যে।

    প্রশ্ন : কানাডা যে শিল্পের জন্য বিখ্যাত
    উত্তর : কাগজ।

    প্রশ্ন : বিশ্বে শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ
    উত্তর : চীন।

    প্রশ্ন : ‘লা নিনা’ যে ভাষার শব্দ
    উত্তর : স্পেনীয় ।

    প্রশ্ন : ‘এস্তোনিয়া’ যে সাগরের তীরবর্তী দেশ
    উত্তর : বাল্টিক সাগর।

    প্রশ্ন : শিলা মুদ্রার দেশ হিসেবে বিখ্যাত ‘ইয়াপ’ দ্বীপটি অবস্থিত
    উত্তর : মাইক্রোনেশিয়ায় ।

    প্রশ্ন : গুয়ানতানামাে বন্দিশালা যে দেশের
    উত্তর : যুক্তরাষ্ট্রের যা কিউবায় অবস্থিত।

    প্রশ্ন : ম্যান্ডেলা কারাজীবনের অধিকাংশ সময় ছিলেন
    উত্তর : রােবেন দ্বীপের কারাগারে ।

    প্রশ্ন : ‘দারফুর’ অঞ্চলটি অবস্থিত
    উত্তর : সুদানে ।

    প্রশ্ন : এশিয়া ও আফ্রিকার মধ্যে অবস্থিত
    উত্তর : লােহিত সাগর।

    প্রশ্ন : ‘উইঘুর’ হলাে
    উত্তর : চীনের একটি সম্প্রদায়ের নাম ।

    প্রশ্ন : প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় যুক্তরাষ্ট্র প্রত্যাবর্তন করে
    উত্তর : ১৯ ফেব্রুয়ারি ২০২১।

    প্রশ্ন : ‘বান্দুং’ শহরটি অবস্থিত
    উত্তর : ইন্দোনেশিয়া।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ে অহিংসবাদী নেতা
    উত্তর : মার্টিন লুথার কিং ।

    প্রশ্ন : ভূমধ্যসাগরীয় দেশ বলা হয়
    উত্তর : আলজেরিয়া ।

    প্রশ্ন : কাসাব্লাঙ্কা যে দেশের বিখ্যাত বন্দর
    উত্তর : মরক্কো

    প্রশ্ন : ভুটানের ভাষা হলাে
    উত্তর : দোজাংখা।

    প্রশ্ন : উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক
    উত্তর : কিম জং উন।

    প্রশ্ন : প্রথম মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হলেন –
    উত্তর : জাহিদ কোরাইশি।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প এর ওয়েবসাইটের নাম –
    উত্তর : www.45office.com

    BCS Preparation General Knowledge Details Below in English

    Q: Napoleon was deported
    Answer: On St. Helena Island.

    Q: Indus civilization was formed
    Answer: In Mohenjo-daro and Harappa of Pakistan.

    Q: The Phoenicians invented consonants
    Answer: 22.

    Q: The Philippines was a colony of that country
    Answer: Spain.

    Question: Location of Kuwait
    Answer: On the shores of the Persian Gulf.

    Defense: You moved the capital of India to New Delhi
    Answer: George V.

    Q: China’s most powerful company
    Answer: National People’s Congress.

    Q: Hong Kong is integrated with China
    Answer: 1 July 1997.

    Q: The largest island in Japan
    Answer: Hansu.

    Q: In the Gulf War, the Allies carried out air strikes on Iraq
    Answer: 16 January 1991.

    Question: The monarchy of Nepal came to an end
    Answer: 26 May 2006.

    Question: The main religion of Myanmar
    Answer: Buddhist.

    Question: The National League for Democracy (NLD) was established
    Answer: 26 September 1978.

    Q: The word Thailand means
    Answer: Independent or free land.

    Q: It is called the gateway to Europe
    Answer: Vienna.

    Question: The name of the currency of Hungary is
    Answer: Forint.

    Q: The Baltic countries
    Answer: Estonia, Latvia, Lithuania.

    Q: Transparency International is a country-based organization
    Answer: German based.

    Question: The Soviet Union was officially declared extinct
    Answer: 21 December 1991

    Question: Name of the official residence and office of the Prime Minister of the United Kingdom
    Answer: 10 Downing Street.

    Q: CeBit is the largest IT fair in the world
    Answer: In Hanover, Germany.

    Question: It is called Dead Heart of Africa
    Answer: To Shad.

    Q: Nicaragua’s Contra rebels were backed by that country
    Answer: United States.

    Question: New Zealand women get the right to vote
    Answer: In 1893.

    Q: The country in which the Naga tribe lives
    Answer: In India.

    Q: Japan attacked the US naval base at Pearl Harbor
    Answer: 6 December 1941.

    Q: The Falklands War was organized
    Answer: Between Britain and Argentina.

    Q: The full form of RAW
    Answer: Research and Analysis Wing!

    Question: There is an international agreement for the implementation of human rights
    Answer: In 1986.

    Q: Dayton was the subject of the agreement
    Answer: Serbia and Bosnia-Herzegovina.

    Question: International Biodiversity Day
    Answer: May 22.

    Q: The Yalta Conference was held
    Answer: 4-11 February 1945.

    Question: Number of judges in the International Court of Justice
    Answer: 15 people.

    Question: The World Health Organization (WHO) was established
    Answer: 7th April 1947.

    Question: The current Director General of WHO
    Answer: Adhanam Gabrias.

    Q: UNESCO introduces the Calling Award
    Answer: In 1952.

    Question: Former name of Suriname
    Answer: Dutch Guinea.

    Q: The father of modern Germany
    Answer: Bismarck.

    Question: Name of the Presidential Palace of Pakistan
    Answer: Iwan-i-Sadar.

    Q: The founder of the Myanmar military
    Answer: General Aung San.

    Q: Egypt’s main intelligence agency –
    Answer: Mukhbarat.

    Q: Myanmar gained independence
    Answer: 4 January 1947.

    Q: OHCHR is headquartered
    Answer: Geneva, Switzerland.

    Q: The White Hall is located
    Answer: In the United Kingdom.

    Q: Canada is famous for that industry
    Answer: Paper.

    Q: The world’s top carbon emitter
    Answer: China.

    Q: ‘La Nina’ is a word in that language
    Answer: Spanish.

    Q: Estonia is a landlocked country
    Answer: Baltic Sea.

    Q: The island of Yap, famous as the land of rock coins, is located
    Answer: In Micronesia.

    Q: Guantanamo detainees from that country
    Answer: The United States which is located in Cuba.

    Q: Mandela spent most of his life in prison
    Answer: In the prison of Raeben Island.

    Defense: Darfur area is located
    Answer: In Sudan.

    Q: Located between Asia and Africa
    Answer: Laheit Sagar.

    Question: ‘Uyghur’
    Answer: Name of a community in China.

    Q: The United States returns to the Paris Climate Agreement
    Answer: 19 February 2021.

    Q: The city of Bandung is located
    Answer: Indonesia.

    Question: A non-violent leader in asserting the rights of Negroes in the United States
    Answer: Martin Luther King.

    Question: It is called Mediterranean country
    Answer: Algeria.

    Q: Casablanca is the famous port of that country
    Answer: Morocco

    Q: The language of Bhutan is Hala
    Answer: Dojankha.

    Question: General Secretary of the ruling Workers Party of North Korea
    Answer: Kim Jong Un.

    Question: He became the first Muslim to be a federal judge in the United States.
    Answer: Zahid Quraishi.

    Q: The name of the website of former US President Donald Trump –
    Answer: www.45office.com

  • আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ৩০+ সাধারণ জ্ঞান [পিডিএফ]

    আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ৩০+ সাধারণ জ্ঞান [পিডিএফ] টি নিচে দেওয়া হলো। আসা করি আপনারা যারা বিসিএস, শিক্ষক নিবন্ধন, প্রাথমিক শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহন করবেন তাদের জন্য আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন ও উত্তর গুলো খুবই উপকারী হবে।

    আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ৩০+ সাধারণ জ্ঞান [পিডিএফ]

    https://youtube.com/watch?v=kBtzYK_ApS0%3Ffeature%3Doembed

    এই বিভাগের আরো পোস্ট :

    আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

    প্রশ্ন : ভারতবর্ষ আক্রমণকারী আলেকজান্ডার ছিলেন
    উত্তর : মেসিডােনিয়ার সম্রাট।

    প্রশ্ন : মন্টিনিগ্রো যে অঞ্চলের দেশ
    উত্তর : বলকান।

    প্রশ্ন : দিনরাত্রি সর্বত্র সমান
    উত্তর : নিরক্ষরেখায় ।

    প্রশ্ন : ইনকা সভ্যতার ভিত্তিভূমি দেশ
    উত্তর : পেরু।

    প্রশ্ন : আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে
    উত্তর : পানামা খাল।

    প্রশ্ন : ‘গ্লাসনস্ত’ এর অর্থ
    উত্তর : খােলামেলা আলােচনা।

    প্রশ্ন : ব্লাক ফরেস্ট অবস্থিত
    উত্তর : জার্মানিতে।

    প্রশ্ন : IMF প্রতিষ্ঠা করা হয়
    উত্তর : ১৯৪৪ সালে।

    প্রশ্ন : IAEA’র সদর দপ্তর অবস্থিত
    উত্তর : ভিয়েনা, অস্ট্রিয়া ।

    প্রশ্ন : সামরিক ভাষায় WMD-এর অর্থ
    উত্তর : Weapons of Mass Destruction

    প্রশ্ন : ইউরাে মুদ্রা চালু হয়
    উত্তর : ১ জানুয়ারি ১৯৯৯।

    প্রশ্ন : ADB’র সদর দপ্তর অবস্থিত
    উত্তর : ম্যানিলা, ফিলিপাইন।

    প্রশ্ন : মিসরকে আরব লীগ হতে বহিষ্কার করা হয়
    উত্তর : ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড চুক্তির পর।

    প্রশ্ন : যে চুক্তি অনুযায়ী ইউরােপীয় ইউনিয়নের আত্মপ্রকাশ ঘটে
    উত্তর : ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে।

    প্রশ্ন : জাতিসংঘের নামকরণ করেন
    উত্তর : মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট।

    প্রশ্ন : ফিনল্যান্ড উপনিবেশ ছিল
    উত্তর : রাশিয়ার।

    প্রশ্ন : গ্রিনহাউস গ্যাসসমূহ নিঃসরণ সংক্রান্ত চুক্তি The Kyoto Protocol জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়
    উত্তর : ১৯৯৭ সালে।

    প্রশ্ন : ২০২১ সালের হেনলি পাসপাের্ট সূচকে শীর্ষ দেশ
    উত্তর : জাপান।

    ঘ, চলতি ঘটনাবলি আন্তর্জাতিক

    প্রশ্ন : WTO’র প্রথম নারী মহাপরিচালক
    উত্তর : নগােজি ওকোঞ্জো-আইওয়েলা।

    প্রশ্ন : সম্প্রতি মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়
    উত্তর : ১ ফেব্রুয়ারি ২০২১।

    প্রশ্ন : জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম
    উত্তর : ইয়ােশিহিদে সুগা।

    প্রশ্ন : রাজনৈতিক থ্রিলারধর্মী উপন্যাস State of Terror-এর রচয়িতা
    উত্তর : হিলারি ক্লিনটন ও লুইস পেনি।

    প্রশ্ন : মিয়ানমারে বর্তমানে সশস্ত্র বাহিনীর প্রধান
    উত্তর : জেনারেল মিন অং হ্লাইং।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
    উত্তর : ৪৬তম প্রেসিডেন্ট।

    প্রশ্ন : যুক্তরাজ্যে BREXIT প্রশ্নে গণভােট অনুষ্ঠিত হয়
    উত্তর : ২৩ জুন ২০১৬।

    প্রশ্ন : বায়ােএনটেক কোম্পানির মূল প্রতিষ্ঠাতা
    উত্তর : ড. উগার শাহীন ও ড. উজলেম তুরেসি।

    প্রশ্ন : আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়
    উত্তর : ৯ নভেম্বর ২০২০।

  • প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সাধারন জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির একটা বড় অংশ সাধারন জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী। কিভাবে পড়লে প্রাইমারিতে চাকুরী পাওয়া যায় এই প্রশ্ন সবার মধ্যেই কমবেশি কাজ করে। www.bcspreparation.net এর মতে প্রথমে আপনাকে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ব্যাংক পড়ে নিতে হবে। পাশাপাশি প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি জন্য কিছু বই নিয়ে সেগুলো পড়ে নিতে হবে। আসা করা যায় আপনার জন্য প্রাইমারিতে চাকুরী পাওয়া সহজ হয়ে যাবে। ।আপনার প্রস্তুতির জন্য নিচের পিডিএফটি পড়তে পারেরন।

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সাধারন জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

    এই বিভাগের আরো পোস্ট :

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য ভিডিওটি দেখতে পারেন।

    https://youtube.com/watch?v=Rt-82eii5Bg%3Ffeature%3Doembed

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সাধারন জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। প্রশ্ন ও উত্তরগুলো একবার হলেও আপনার পড়া উচিত।

    বাংলাদেশ বিষয়াবলি

    প্রশ্ন : আসাদগেট যে স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়
    উত্তর : ১৯৬৯’র গণঅভ্যুত্থান।

    প্রশ্ন : পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়
    উত্তর : ৪ জুলাই ২০০১।

    প্রশ্ন : বাংলাদেশের প্রথম সংসদীয় আসন বিন্যাস করা হয়
    উত্তর : ১৯৭৩ সালে।

    প্রশ্ন : আমার দেখা নয়াচীন গ্রন্থটির প্রচ্ছদে ব্যবহৃত সম্মেলনের লােগাে শান্তির কপােত-এর চিত্রশিল্পী
    উত্তর : পাবলাে পিকাসাে।

    প্রশ্ন : আর্য সংস্কৃতি বিকাশ লাভ করে
    উত্তর : পাল আমলে।

    প্রশ্ন : নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত অন্তর্ভুক্ত
    উত্তর : আদি-অস্ট্রেলীয় জনগােষ্ঠীর।

    প্রশ্ন : বাংলার রাজধানী হিসেবে ‘সােনারগাঁও-এর পত্তন করেছিলেন
    উত্তর : ঈসা খান।

    প্রশ্ন : ‘মাৎস্যন্যায়’ যে সময়কে নির্দেশ করে
    উত্তর : পাল পূর্ব যুগ।

    প্রশ্ন : যে গ্রন্থে বাংলার প্রাচীন বয়নশিল্পের উল্লেখ পাওয়া যায়
    উত্তর : কৌটিল্যের অর্থশাস্ত্র ।

    প্রশ্ন : ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিল
    উত্তর : কার্টিয়ার।

    প্রশ্ন : ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন প্রতিষ্ঠিত হয়
    উত্তর : ১৮৭৬ সালে।

    প্রশ্ন : ভাষা আন্দোলনের মুখপত্র হিসেবে কাজ করতাে
    উত্তর : সাপ্তাহিক সৈনিক।

    প্রশ্ন : ৩ মে ২০২১ পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ
    উত্তর : ৪৫.১০ বিলিয়ন মার্কিন ডলার।

    প্রশ্ন : বাংলাদেশে প্রথমবারের মতাে টাকা দিবস পালিত হয়
    উত্তর : ৪ মার্চ ২০১১।

    প্রশ্ন : বায়ান্নর ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার প্রাদেশিক গভর্নর ছিলেন
    উত্তর : ফিরােজ খান নূন।

    আন্তর্জাতিক বিষয়াবলি

    প্রশ্ন : ‘দরবার স্কয়ার’ অবস্থিত
    উত্তর : নেপাল

    প্রশ্ন : বিশ্বে বায়ােটেক (GM) শস্য চালু হয়
    উত্তর : ১৯৯৬ সালে।

    প্রশ্ন : ‘কুয়ােমিনটাং’ যে দেশের বিপ্লবী দল
    উত্তর : চীন।

    প্রশ্ন : ‘আগা খান’ পুরস্কার দেওয়া হয় যে ক্ষেত্রে অবদান রাখার জন্য
    উত্তর : স্থাপত্য শিল্প।

    প্রশ্ন : বার্লিন প্রাচীর নির্মাণ শুরু হয় যে স্থান থেকে
    উত্তর : বারনউয়া।

    প্রশ্ন : পােল্যান্ডের মুদ্রার নাম
    উত্তর : জলােটি।

    প্রশ্ন : গুয়াম দ্বীপ যে ভৌগােলিক অঞ্চলে অবস্থিত
    উত্তর : মাইক্রোনেশিয়া।

    প্রশ্ন : ‘ইস্টার দ্বীপপুঞ্জ’ যে দেশের অধীন
    উত্তর : চিলি ।

    প্রশ্ন : ২০১২ সালে কার্বন কর চালু হয়
    উত্তর : অস্ট্রেলিয়া।

    প্রশ্ন : ‘SEATO’র পূর্ণরূপ
    উত্তর : South East Asian Treaty Organisation!

    প্রশ্ন : ইস্তানবুলের পূর্বনাম
    উত্তর : কনস্ট্যান্টিনােপল।

    প্রশ্ন : Organization for Security and Co-operation in Europe (OSCE)’র সদর দপ্তর
    উত্তর : ভিয়েনা, অস্ট্রিয়া ।

    প্রশ্ন : ইউনিভার্সেল স্ট্যান্ডার্ড টাইম হিসেবে বিশ্বব্যাপী GMT-এর ব্যবহার শুরু হয়
    উত্তর : ১৮৬৪ সালে।

    প্রশ্ন : ম্যালেরিয়া শব্দটি প্রথম প্রয়ােগ করেন
    উত্তর : টর্টি।

    প্রশ্ন : পূর্ব আফ্রিকার রুটির ঝুড়ি বলা হয়
    উত্তর : দক্ষিণ সুদানকে।

    প্রশ্ন : হন্ডুরাসের রাজধানীর নাম
    উত্তর : তেগুচিগালপা।

    প্রশ্ন : দক্ষিণ আমেরিকার যে দেশটি কমনওয়েলথের একমাত্র সদস্য
    উত্তর : গায়ানা।

    প্রশ্ন : পেরুর মুদ্রার নাম
    উত্তর : পেরুভিয়ান সােল।

    প্রশ্ন : এন্টার্কটিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু
    উত্তর : বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ ।

    প্রশ্ন : চীনের মহাপ্রাচীর নির্মাণের উদ্দেশ্য ছিল
    উত্তর : তাতার দস্যুদের আক্রমণ থেকে সুরক্ষা।

    প্রশ্ন : ‘পলাশী প্রান্তর’ যে নদীর তীরে অবস্থিত
    উত্তর : ভাগীরথী।

    প্রশ্ন : ‘বেথেলহাম’ অবস্থিত
    উত্তর : জেরুজালেমে ।

    প্রশ্ন : দিয়াগাে গার্সিয়া যে দ্বীপপুঞ্জের অন্তর্গত
    উত্তর : চ্যাগােজ।

    প্রশ্ন : নালন্দা বিশ্ববিদ্যালয় যে রাজ্যে অবস্থিত
    উত্তর : বিহারে।

    প্রশ্ন : চেঙ্গিস খান যে জাতিগােষ্ঠীর নেতা ছিলেন
    উত্তর : তাতার ।

    প্রশ্ন : আমেরিকার আদি অধিবাসীদের ‘রেড ইন্ডিয়ান’ নাম দেন
    উত্তর : কলম্বাস।

    প্রশ্ন : বিশ্বের বৃহত্তম ভূবেষ্টিত দেশ
    উত্তর : কাজাখস্তান ।

    প্রশ্ন : ল্যাটিন ভাষায় শ্রেষ্ঠ কবি
    উত্তর : ভার্জিল।

    প্রশ্ন : আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস
    উত্তর : ২২ মে।

    প্রশ্ন : ‘আগস্ট বিপ্লব’ হয়
    উত্তর : ভিয়েতনামে।

    প্রশ্ন : ‘ভার্জিন অব দ্য রকস’ শিল্পের স্রষ্টা
    উত্তর : লিওনার্দো দ্য ভিঞ্চি।

  • আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর [পিডিএফ]

    প্রশ্ন : পাওয়ার অব সাইবেরিয়া গ্যাস পাইপ লাইন স্থাপিত হয়
    উত্তর : চীন ও রাশিয়ার মধ্যে

    প্রশ্ন : দক্ষিণ চীন সাগরকে চীন তার নিজের বলে দাবি করার মূল ভিত্তি
    উত্তর : নাইন ড্যাশ লাইন।

    প্রশ্ন : Black lives Matter আন্দোলন শুরু হয়
    উত্তর : ২০১৩ সালে।

    প্রশ্ন : লিখন পদ্ধতি কিউনিফর্ম যে সভ্যতায় চালু হয়
    উত্তর : সুমেরীয় সভ্যতায়।

    প্রশ্ন : প্রথম পঞ্জিকার প্রচলন হয়
    উত্তর : ব্যাবিলনীয় সভ্যতায়।

    প্রশ্ন : বৃত্তকে প্রথম ৩৬০°উত্তর :তে ভাগ করে
    উত্তর : অ্যাশেরীয়রা।

    প্রশ্ন : জেরুজালেম নগরীকে কেন্দ্র করে গড়ে ওঠে
    উত্তর : হিব্রু সভ্যতা।

    প্রশ্ন : ‘কৃশ এনার্জি লিমিটেড’ যে দেশভিত্তিক তেল গ্যাস কোম্পানি
    উত্তর : সিঙ্গাপুর।

    প্রশ্ন : আফ্রিকার বৃহত্তম হ্রদ
    উত্তর : ভিক্টোরিয়া হ্রদ।

    প্রশ্ন : গ্যাবনের রাজধানী
    উত্তর : লিব্রেভিলে।

    প্রশ্ন : ইসরায়েলকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ
    উত্তর : মিসর।

    প্রশ্ন : বিশ্বের বৃহত্তম স্বর্ণ খনির নাম
    উত্তর : উইটওয়াটার্সল্যান্ড।

    প্রশ্ন : দক্ষিণের রানি বলা হয় যে শহরকে
    উত্তর : সিডনি।

    প্রশ্ন : ফারাে দ্বীপপুঞ্জ যে মহাসাগরে অবস্থিত
    উত্তর : আটলান্টিক।

    প্রশ্ন : সংস্কৃতির শহর বলা হয় যে শহরকে
    উত্তর : প্যারিস।

    প্রশ্ন : লেবানন ও ইসরায়েলের মধ্যে অবস্থিত সীমারেখা
    উত্তর : ব্লু লাইন।

    প্রশ্ন : ক্যাপিটল হিল অবস্থিত
    উত্তর : ওয়াশিংটন ডিসিতে।

    প্রশ্ন : ম্যারাথন যুদ্ধে জয়লাভ করে যে দেশ
    উত্তর : গ্রিস।

    প্রশ্ন : প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে গঠিত আন্তর্জাতিক সংগঠন
    উত্তর : লীগ অব নেশনস।

    প্রশ্ন : পৃথিবীর তাপ বৃদ্ধিজনিত বিপর্যয়ের আভাস প্রথম দেন
    উত্তর : জোসেফ ফুরিয়ার।

    প্রশ্ন : গ্রিনপিসের সদর দপ্তর অবস্থিত
    উত্তর : আমস্টারডাম, নেদারল্যান্ডস।

    প্রশ্ন : জাতিসংঘের যে মহাসচিব জাতিসংঘের সাথে যৌথভাবে নােবেল পুরস্কার লাভ করেন
    উত্তর : কফি আনান (২০০১)।

    প্রশ্ন : বিশ্ব প্রাণী দিবস
    উত্তর : ৪ অক্টোবর।

    প্রশ্ন : Department for International Development (DFID) যে দেশভিত্তিক সংস্থা ছিল
    উত্তর : ব্রিটেন।

    প্রশ্ন : জাপানের রাজধানী টোকিও যে দ্বীপে অবস্থিত
    উত্তর : হনশু দ্বীপে।

    প্রশ্ন : অ্যাঙ্গানাে অন্তরীপ অবস্থিত
    উত্তর : ফিলিপাইনে।

    প্রশ্ন : ডাকটিকেটের জনক বলা হয়
    উত্তর : রােনাল্ড হিলকে।

    প্রশ্ন : ‘বার্মি আর্মি’ হচ্ছে
    উত্তর : ইংল্যান্ড ক্রিকেট দলের সমর্থকদের নিয়ে ১৯৯৪ সালে গড়ে তােলা একটি সংগঠন।

    প্রশ্ন : প্রথম মহিলা বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়
    উত্তর : ১৯৭৩ সালে।

    প্রশ্ন : ইরিত্রিয়া যে দেশের অংশ ছিল
    উত্তর : ইথিওপিয়া।

    প্রশ্ন : ফরাসি বিপ্লবের শিশু বলা হয়
    উত্তর : নেপােলিয়নকে।

    প্রশ্ন : ইউরােপের দ্বার বলা হয়
    উত্তর : ভিয়েনাকে।

    প্রশ্ন : মার্কিনউত্তর :তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় যে শহরে
    উত্তর : দোহা, কাতার।

    প্রশ্ন : রােম নগরী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়
    উত্তর : ৬৪ খ্রিস্টাব্দে।

    প্রশ্ন : বিজ্ঞানভিত্তিক ইতিহাসের জনক
    উত্তর : থুকিডাইডেস।

    প্রশ্ন : বার্লিন প্রাচীর নির্মাণ করে
    উত্তর : সাবেক পূর্ব জার্মানি।

    প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার আদি শ্বেতাঙ্গ উপনিবেশের নাম
    উত্তর : কেপ অব গুড হােপ।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্র যে সালে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে
    উত্তর : ১৯১৭ সালে।

    প্রশ্ন : বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল
    উত্তর : কনস্টান্টিনােপল।

    প্রশ্ন : প্রথম লােহা আবিষ্কার হয়
    উত্তর : এশিয়া মাইনরে।

    প্রশ্ন : ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হতাে
    উত্তর : মিসরীয়দের।

    প্রশ্ন : ৩০ দিনে মাস গণনা আবিষ্কার করে
    উত্তর : মিসরীয়রা।

    প্রশ্ন : Histories গ্রন্থের লেখক
    উত্তর : হেরােডােটাস।

    প্রশ্ন : হেলেনিস্টিক সভ্যতা গড়ে ওঠে
    উত্তর : মিসরের আলেকজান্দ্রিয়ায়।

    প্রশ্ন : সভ্যতায় রােমানদের বড় কৃতিত্ব
    উত্তর : আইনের ক্ষেত্রে।

    প্রশ্ন : পর্তুগিজরা ম্যাকাও দখল করে
    উত্তর : ১৫৫৭ সালে।

    প্রশ্ন : চীনের সিল্করােড় গড়ে উঠেছিল
    উত্তর : হান রাজবংশের আমলে।

    প্রশ্ন : কর্নার স্টোন অব পিস অবস্থিত
    উত্তর : ওকিনাওয়া, জাপান।

    প্রশ্ন : পৃথিবীর প্রাচীনতম শহর
    উত্তর : জেরিকো।

    প্রশ্ন : ১৭৮৩ সালে ভার্সাইতে চুক্তি স্বাক্ষরিত হয়
    উত্তর : ৪টি।

    প্রশ্ন : যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল
    উত্তর :উত্তর : ম্যাগনাকার্টা।

    প্রশ্ন : মিউনিখ নিরাপত্তা সম্মেলন প্রথম হয়
    উত্তর : ১৯৬৩ সালে।

    প্রশ্ন : সর্বপ্রথম পানি দূষণ সমস্যা চিহ্নিত করেন
    উত্তর : হিপােক্রেটিস।

    প্রশ্ন : আন্তর্জাতিক বন দিবস
    উত্তর : ২১ মার্চ।

    প্রশ্ন : পৃথিবীর বিশাল প্রাকৃতিক শােধনাগার
    উত্তর : মাটি।

    প্রশ্ন : Conference of Parties বা COP আয়ােজন করে
    উত্তর : United Nations Framework Convention on Climate Change (UNIFCC)

    প্রশ্ন : বর্তমানে জাতিসংঘের উপমহাসচিব
    উত্তর :আমিনা মােহাম্মদ (নাইজেরিয়া)।

    প্রশ্ন : জাতিসংঘের নির্বাহী সংস্থা
    উত্তর : সাধারণ পরিষদ।

    প্রশ্ন : হােয়াংহাে নদীর উৎপত্তি স্থান
    উত্তর : কুলনুন পবর্ত।

    প্রশ্ন : বিশ্ব অর্থনৈতিক ফোরামের সদর দপ্তর
    উত্তর : দাভােস, সুইজারল্যান্ড।

    প্রশ্ন : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বর্তমান প্রধান
    উত্তর : ক্রিস্টিনা জর্জিয়েভা।

  • মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব

    ২১ আগস্ট ২০২১ মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দেশটির সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। তিনি দেশটির নবম প্রধানমন্ত্রী। এর আগে ১৬ আগস্ট ২০২১ মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেন। এরপর নতুন প্রধানমন্ত্রী বাছাইয়ের জন্য মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহর নির্দেশে দেশটির ২২০ জন সংসদ সদস্যদের কাছে অনলাইনে ভােট চাওয়া হয়, যার সময়সীমা ছিল ১৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। এরই পরিপ্রেক্ষিতে দেশটির আইনসভার নিমকক্ষ দেওয়ান রাকায়াতের স্পিকার দাতুক আজহার আজিজান হারুনের কাছে সংসদ সদস্যদের অংশগ্রহণে অনলাইন ভােটিংয়ে ২২০ আসনের পার্লামেন্টের ১১৪ জন সাংসদের সমর্থনে এগিয়ে থাকেন ইসমাইল সাবরি ইয়াকুব। ২০ আগস্ট ২০২১ রাজা সাবরি ইয়াকুবকে প্রধানমন্ত্রী পদে নিয়ােগ দেন।

    মালয়েশিয়ায় কয়েক বছর ধরে রাজনৈতিক অচলাবস্থা চলছে। বহু নাটকীয়তার পর মুহিউদ্দিনের রাজনৈতিক জোট পারিকাতান নাসিওনাল (PN) সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ১ মার্চ ২০২০ ক্ষমতায় আসে। ২২২ সদস্যের পার্লামেন্টে একক বৃহত্তম হলেও সরকার গড়তে কিংবা টিকিয়ে রাখতে ১১১ জন আইন প্রণেতার সমর্থন প্রয়ােজন।

    এই বিভাগের আরো পোস্ট :

    পার্লামেন্টে মুহিউদ্দিন ইয়াসিনের সমর্থক আইন প্রণেতার সংখ্যা ১০০। অন্যদিকে পার্লামেন্টে বিরােধী দলগুলাের জোট পাকাতান হারাপানের (PN) ৮৮ জন আইন প্রণেতা রয়েছেন। এ জোটের নেতৃত্বে রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ৯৬ বছর বয়সী মাহাথির মােহাম্মদ ও সাবেক উপপ্রধানমন্ত্রী আনােয়ার ইব্রাহিম। পারস্পরিক বৈরিতা ভুলে ২০১৮ সালে জোট তৈরির মাধ্যমে আবারও প্রধানমন্ত্রী হন মাহাথির। কিন্তু ২০২০ সালে সেই সরকারের পতন হয়।

  • হেপাটাইটিস সি’র ওষুধ আবিষ্কার

    হেপাটাইটিস সি’ হচ্ছে একটি নীরব ঘাতক। ভাইরাসটি শনাক্ত করাও যায় না এবং প্রায় নীরবেই শুষে নেয় জীবনীশক্তি। সম্প্রতি এ রােগের চিকিৎসা নিয়ে স্বস্তির সংবাদ দেয় মালয়েশিয়া। দেশটি হেপাটাইটিস সি চিকিৎসায় সবচেয়ে কার্যকরী ও সাশ্রয়ী একটি ওষুধকে রেজিস্ট্রেশনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) কাছে আবেদন করে। হেপাটাইটিস সি চিকিৎসায় ব্যবহৃত সােফোসবুভির সাথে রাভিডাসভির মেডিসিনটি যুক্ত করে অনেক ভালাে ফলাফল পাওয়া যায়।

    ৫ বছর যাবত Drugs for Neglected Diseases initiative (DNDI) এর সঙ্গে গবেষণার পর ইতিবাচক ফলাফল পাওয়ায় ২০২১ সালের জুনে মালয়েশিয়া সরকার তাদের দেশে। এটিকে অনুমােদন দেয়। এখন সারাবিশ্বে একই পদ্ধতি ব্যবহারের জন্য WHO’র অনুমােদনের জন্য আবেদন করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে অন্তত ৭১ কোটিরও বেশি মানুষ হেপাটাইটিস সি নিয়ে জীবনযাপন করছে। এটি রক্তবাহিত এমন ভাইরাস যা লিভার সিরােসিসের দিকে নিয়ে যায়। এ ভাইরাস লিভার ক্যান্সারের অন্যতম কারণ। এখন পর্যন্ত এ রােগের কোনাে ভ্যাকসিন আবিষ্কার হয়নি।

  • আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

    মধ্যপ্রাচ্যের দীর্ঘতম সুড়ঙ্গপথ

    ২৯ জুলাই ২০২১ প্রেসিডেন্ট হাসান রুহানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইরানে মধ্যপ্রাচ্যের দীর্ঘতম সুড়ঙ্গপথের উদ্বোধন করেন। সাড়ে ছয় কিলােমিটার দীর্ঘ সুড়ঙ্গটি আলবুর্জ পর্বতমালার উত্তরাঞ্চলে নির্মাণ করা হয়। তেহরান-শােমাল মহাসড়কে যে বিশাল প্রকল্প বাস্তবায়ন করা হবে, তার দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে এ সুড়ঙ্গপথ তৈরি। আলবুর্জ টানেল’ নামে এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ১৬ কোটি ডলার ব্যয় করেছে দেশটি। সিঙ্গাপুরে ভাসমান সৌরবিদ্যুৎ প্যানেল। বিশ্বের অন্যতম বৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ

    প্যানেল উদ্বোধন করে সিঙ্গাপুর

    ১৪ জুলাই ২০২১ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে দেশটির সমুদ্রতীরবর্তী স্থানে এ প্যানেলের উদ্বোধন করা হয়। ১ লাখ ২২ হাজার। প্যানেলের প্রকল্পটি ৪৫টি ফুটবল মাঠের সমান। এ প্যানেল থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হবে, তা দিয়ে দেশটির পাঁচটি পানি শােধনাগার চলবে। সিঙ্গাপুরে সমুদ্রে সৌর প্যানেল প্রকল্প বাস্তবায়ন করে। “সিম্বকৰ্প ইন্ডাস্ট্রিজ’।

    এই বিভাগের আরো পোস্ট :

    মিয়ানমারের জান্তাপ্রধান এখন প্রধানমন্ত্রী

    ১ ফেব্রুয়ারি ২০২১ সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চি’র নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতায় আসেন। সামরিক জান্তা জেনারেল মিন অং ফ্লাইং। তিনি ক্ষমতা দখলের সময় দুই বছর পর নির্বাচনের প্রতিশ্রুতি দেন। ১ আগস্ট ২০২১ ঘােষণা করেন, এখন থেকে দুই বছর পর নির্বাচনের আয়ােজন করা হবে। একই সাথে নিজেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘােষণা করেন। এছাড়া ২০২৩ সালের আগস্ট নাগাদ দেশে জরুরি অবস্থা প্রত্যাহার করবেন। উল্লেখ্য, ৪ জানুয়ারি ১৯৪৮ দেশটিতে প্রধানমন্ত্রী পদ সৃষ্টি করা হলেও ৩০ মার্চ ২০১১ বিলুপ্ত করা হয়।

    উত্তর কোরিয়ার নতুন আইন

    দক্ষিণ কোরিয়ার গালি ব্যবহার করলে সাজা পেতে হবে। উত্তর কোরিয়ার বাসিন্দাদের। বিদেশি সংস্কৃতির প্রভাব থেকে দেশকে বাঁচাতে সম্প্রতি তােড়জোড় শুরু করে উত্তর কোরিয়া। এর ধারাবাহিকতায় নতুন এ সতর্কতাগুলাে জারি করা হয়। আইন ভঙ্গ করলে কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ডের সাজাও হতে পারে। উত্তর। কোরিয়ার নতুন আইন অনুযায়ী, দেশটিতে কারও কাছে অধিক পরিমাণে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র বা জাপানের ছবি, ভিডিও বা গানের সংগ্রহ পাওয়া গেলে তাকে মৃত্যুদণ্ডের সাজা ভােগ করতে হবে। আর এগুলাে দেখা। অবস্থায় ধরা পড়লে পেতে হবে ১৫ বছর কারাদণ্ড।

  • আন্তর্জাতিক বিষয়াবলী : আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশ

    অলিম্পিক লরেল পুরস্কার

    ২৩ জুলাই ২০২১ জাপানের রাজধানী টোকিওতে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে একমাত্র বাংলাদেশি নােবেল বিজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ। ইউনূসকে অলিম্পিক লরেল পুরস্কার দেয়া হয়। ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্রতা কমানাের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে এ সম্মাননা দেয়া হয়। তিনি । এ পুরস্কার পাওয়া দ্বিতীয় ব্যক্তিত্ব। খেলাধুলার মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি ও শান্তিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৬ সালের আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) এ পুরস্কার চালু করে। ২০১৬ সালে রিও অলিম্পিকে ‘অলিম্পিক লরেল অ্যাওয়ার্ড পান কেনিয়ার সাবেক ক্রীড়াবিদ কিপশােগে কেইনাে।

    ভারতের ইয়ুথ লিডারশিপ পুরস্কার

    ২৬-২৭ জুলাই ২০২১ ভারতের খােয়াব ফাউন্ডেশন দেশটির সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম স্মরণে তৃতীয়বারের। মতাে আয়ােজন করে কালাম ইয়ুথ লিডারশিপ কনফারেন্স’। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুবারা অংশ নেন। এই । সম্মেলনে ‘কালাম ‘ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২১’ দেয়া হয়। এ বছর ভারত, পাকিস্তান, ইয়েমেন, নাইজেরিয়া, আফগানিস্তান, ইরাক ও বাংলাদেশ থেকে ২২ জন এ পুরস্কার। লাভ করেন। একমাত্র বাংলাদেশি হিসেবে এবার এ পুরস্কার লাভ করেন মাসুমা মরিয়ম। মাসুমা মরিয়ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়।

    এই বিভাগের আরো পোস্ট :

    IVI’র সদস্য বাংলাদেশ

    আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের (IV) আনুষ্ঠানিক সদস্যপদ লাভ করায় ১৫ জুলাই ২০২১ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে IV ‘র সদর দপ্তরে আয়ােজিত অনুষ্ঠানে। সংস্থাটি বাংলাদেশকে স্বাগত জানায়। বাংলাদেশ VI’র ১৯তম দেশ হিসেবে। সদস্যপদ লাভ করে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (UNDP) উদ্যোগে IVI প্রতিষ্ঠা করার লক্ষ্যে ২৮ অক্টোবর “১৯৯৬ চুক্তি স্বাক্ষরিত হয়। ৯ অক্টোবর ১৯৯৭ আনুষ্ঠানিকভাবে অলাভজনক আন্ত-সরকারি সংস্থা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ২৮ অক্টোবর ১৯৯৬ IVI’র চুক্তিটিতে স্বাক্ষর। করে। এরপর ২২ ফেব্রুয়ারি ২০২১ মন্ত্রিসভার বৈঠকে চুক্তিটি অনুসমর্থনের প্রস্তাব অনুমােদন করে। ৫ এপ্রিল ২০২১ বাংলাদেশ চুক্তিটি অনুসমর্থন করে।

    বঙ্গ বন্ধু বার্তা

    টাইমস স্কয়ারের বিলবাের্ডে বঙ্গবন্ধু

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আন্দোলন-সংগ্রাম দেখা যায় টাইমস স্কয়ারের আইকনিক বিলবাের্ডে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রস্থলে এ আয়ােজনটি করে নিউইয়র্কভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা। এনওয়াই ড্রিমস প্রােডাকশন। ১৫ আগস্ট রাত ১২টা থেকে ২৪ ঘণ্টায় প্রতি ২ মিনিটে ১৫ সেকেন্ড করে পুরাে বিলবাের্ডজুড়ে এ প্রদর্শনী চলে ৭২০ বার। প্রদর্শনীতে প্রাধান্য পায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশবিশেষসহ স্মরণীয় কিছু ছবি ও ক্যাপশন।

    ইয়নসে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার

    ২৬ জুলাই ২০২১ দক্ষিণ কোরিয়ার সিউলের ইয়নসে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের গ্রন্থাগারে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়। দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করে। এছাড়া রয়েছে কোরিয়ান ভাষায় অনূদিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু দ্য পিপলস হিরাে’ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’।

    তুরস্কে বঙ্গবন্ধুর ডাকটিকিট

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অরণে ২৭ জুলাই ২০২১ তুরস্কের ডাকবিভাগ বঙ্গবন্ধুর ডাকটিকিট অবমুক্ত করে। বাংলাদেশের রাষ্ট্রদূত মসরূদ মান্নান এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক উইংয়ের মহাপরিচালক ডেনিজ চাকারের মধ্যে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ ডাকটিকিট অবমুক্ত করা হয়।

    পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার

    ভারতের পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) বঙ্গবন্ধু কর্নার স্থাপনের নিমিত্তে বাংলাদেশ দূতাবাস ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে। এ সিদ্ধান্ত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এ উদ্যোগ নেয়া হয়।

    আলােকচিত্রে বঙ্গবন্ধু

    ১ আগস্ট ২০২১ মুজিববর্ষ উপলক্ষে সুইডেনের স্টকহােমে। ১-১৫ আগস্ট ২০২১ বাংলাদেশ দূতাবাসের আয়ােজনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলােকচিত্রে বঙ্গবন্ধু প্রদর্শনীর আয়ােজন করা হয়। সুইডেননিবাসী বঙ্গবন্ধুর অনুরাগী মােহাম্মদ আফতাবুর রহমানের সংগৃহীত ও মুদ্রিত ( বিভিন্ন দুর্লভ ছবি প্রদর্শিত হয়।

    লাল-সবুজ খামে বড় পতাকা

    একটির পর একটি লাল-সবুজ খাম সাজিয়ে বানানাে হয় বাংলাদেশের জাতীয় পতাকা, যার আয়তন ২৪০ বর্গমিটার। সবচেয়ে বড় আকৃতির। পতাকা হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এটির অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু হয় ২৪ জুলাই ২০২১। পতাকাটির দৈর্ঘ্য ২০ মিটার ও প্রস্থ ১২ মিটার। এটি তৈরি করতে লাগে ১৬,০০০ খাম। এর মধ্যে ১০ হাজারের বেশি। সবুজ খাম ও পাচ হাজারের বেশি লাল খাম ছিল। আগ্রহ’ নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহযােগিতায় এটি তৈরি করা হয়। এর শিরােনাম করা হয় ‘দুর্নিবার বাংলাদেশ’। পতাকাটির উদ্যোক্তা কারুশিল্পী। (সাইমন ইমরান হায়দার।

    দড়ি লাফে জোড়া বিশ্বরেকর্ড

    স্কিপিং বা দড়ি লাফে জোড়া বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে 3 নাম লেখান ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামের কৃষক বজলুর রহমানের ১৮ বছর বয়সী ছেলে রাসেল ইসলাম। ৩০ সেকেন্ডের স্কিপিং রােপ রেকর্ড প্রতিযােগিতায় অংশগ্রহণের জন্য ৭ জুন ২০২০ অনলাইনের মাধ্যমে আবেদন করেন রাসেল এবং ১ মিনিটের স্কিপিং রােপ রেকর্ড প্রতিযােগিতার জন্য ২৫ জুলাই ২০২০ আবেদন করেন।

    গিনেস বুক কর্তৃপক্ষের। নির্দেশনা অনুযায়ী, প্রথমে ৩০ ডিসেম্বর ২০২০ এক পায়ে এক মিনিটে দড়ি লাফানাের চ্যালেঞ্জ নেন রাসেল। এ দফায় ২৫৮ বার দড়ি লাফিয়ে আগের ২৫৬ বার লাফানাের রেকর্ড ভাঙ্গেন তিনি। এরপর ২ জানুয়ারি ২০২১ এক পায়ে ৩০ সেকেন্ডের চ্যালেঞ্জে নেন রাসেল। আগের ১৪৪ বারের রেকর্ড ভেঙে ১৪৫ বার দড়ি লাফান তিনি। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের স্বীকৃতির সনদ রাসেলের হাতে আসে ২৯ জুলাই ২০২১। তবে ১০ এপ্রিল ২০২১ এ রেকর্ডটি ভারতের এক ব্যক্তি ২৫৯ বার লাফিয়ে ভেঙে দেন।

    অলিম্পিয়াডে পদক লাভ

    আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড

    ১৯-২১ জুলাই ২০২১ অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় ৩২তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড (IBO)। এবারের অলিম্পিয়াডে বাংলাদেশ দুটি ব্রোঞ্জ এবং দুটি মেরিট পুরস্কার লাভ করে। এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের তাসনিম। বিনতে কুফিকার ও রাজশাহী কলেজের রাদ শারার ব্রোঞ্জ পদক জয় করেন। দলের অপর দুই সদস্য নটর ডেম কলেজের এএসএম আবরার জাহিন তুষার এবং গ্রিনহেরাল্ড স্কুলের রায়ান রহমান লাভ করেন সম্মাননা সূচক মেরিট পুরস্কার।

    আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড

    ১৪-২৪ জুলাই ২০২১ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় ৬২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO)। এবারের আয়ােজক দেশ রাশিয়া। এবারের গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ তিনটি ব্রোঞ্জপদক ও দুটি সম্মানজনক স্বীকৃতি অর্জন করে। এ বছর ব্রোঞ্জপদক লাভ করেন ময়মনসিংহের আনন্দ মােহন কলেজের শিক্ষার্থী মাে. মারুফ হাসান এবং ঢাকার নটর ডেম কলেজের তাহমিদ হামীম চৌধুরী ও আদনান সাদিক। এ ছাড়া সম্মানজনক স্বীকৃতি পান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নুজহাত আহমেদ এবং আনন্দ মােহন কলেজের তাহজিব হােসেন খান।

    আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড

    ১৭-২৪ জুলাই ২০২১ লিথুয়ানিয়ায় ৫১তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড (IPhO) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এ বছর পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশ দল একটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদকের পাশাপাশি সম্মানজনক একটি স্বীকৃতিও অর্জন করে। এটি এখন পর্যন্ত পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের সেরা সাফল্য। রৌপ্যপদক লাভ করেন ঢাকার নটর ডেম কলেজের শিক্ষার্থী রাশেদুল ইসলাম, ব্রোঞ্জপদক লাভ করেন একই কলেজের ইমতিয়াজ তানভীর রহিম ও আবসুর খান সিয়াম এবং রাজশাহী ডিগ্রি কলেজের শিক্ষার্থী মাে. ফাহিম আবরার। এ ছাড়া সম্মানজনক স্বীকৃতি লাভ করেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী গােলাম ইশতিয়াক।

    APG’র সভাপতি বাংলাদেশ

    অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘের সংস্থাগুলাে ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত ২৯ জুলাই ২০২১ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলাের জোটের (APG) সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ভিয়েনায় জাতিসংঘের বিভিন্ন সংস্থাগুলাে ও অন্যান্য বৈশ্বিক প্রক্রিয়ায় ৫৪ সদস্য। রাষ্ট্রের অনন্য ও বৈচিত্র্যময় এ গ্রুপের অবস্থান সমন্বয়ের ক্ষেত্রে গ্রুপটির সভাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

    BINA’র জাতিসংঘ পুরস্কার লাভ

    উদ্ভিদ মিউটেশন প্রজননে অবদানের জন্য জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) এবং কৃষি ও খাদ্য সংস্থার (FAO) আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (BINA) এর পাশাপাশি বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামছুন্নাহার বেগম পান ‘উইমেন ইন প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং অ্যাওয়ার্ড এ পর্যন্ত BINA’র বিজ্ঞানীদের উদ্ভাবিত ১৮টি ফসলের ১১৭টি উন্নত জাত উদ্ভাবিত হয়েছে।

  • আফগানিস্তান দখলের ক্ষমতায় আবারো তালেবান

    মার্কিন গােয়েন্দা সংস্থা CIA-এর গােয়েন্দা প্রতিবেদনের সকল অনুমান ভুল করে ১৫ আগস্ট ২০২১ অবিশ্বাস্য দ্রুততায় আফগানিস্তান দখল করে তালেবান। এর মধ্য দিয়ে দুই দশক পর দেশটিতে আবারও তালেবানের রাজত্ব প্রতিষ্ঠিত হয়। ইসলামী আদর্শমূল্যবােধ ঠিক রেখে বর্হিবিশ্বের সাথে সুসম্পর্ক গড়ে তােলার জন্য হয়তাে কিছু বাহ্যিক বিষয়ে ছাড় দিবে এবং তা ইতােমধ্যে তারা প্রমাণও করেছে। কিন্তু তালেবানের এ বিজয় তাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বর্হিবিশ্বে এর সুদূরপ্রসারী প্রভাব। তালেবানের পূর্বাপর নিয়ে আমাদের প্রচ্ছদ আয়ােজন।

    স্বাধীনতা পরবর্তি আফগানিস্তান

    দীর্ঘ ব্রিটিশ দখলদারিত্বের পর ৮ আগস্ট ১৯১৯ রাওয়ালপিন্ডি চুক্তির মাধ্যমে আফগানিস্তানকে স্বাধীনতার স্বীকৃতি দেয়া হয়। তবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘােষণা দেয়া হয় ১৯ আগস্ট। ব্রিটিশরা ১৯২১ সালে সম্পূর্ণভাবে আফগানিস্তানের হাতে বৈদেশিক বিষয়গুলাের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। তখন আফগানিস্তানে ক্ষমতায় ছিলেন আমানউল্লাহ খান ।

    এই বিভাগের আরো পোস্ট :

    ৮ নভেম্বর ১৯৩৩ মুহাম্মদ জহির শাহ বাদশাহ হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন। ১৭ জুলাই ১৯৭৩ তাকে উৎখাত করেন তারই ভগ্নিপতি এবং দেশের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল মােহাম্মদ দাউদ খান। তিনি আফগানিস্তানকে প্রজাতন্ত্র ঘােষণা করেন বিলুপ্ত হয় রাজতন্ত্র।

    ২৮ এপ্রিল ১৯৭৮ আকস্মিক এক অভ্যুত্থানে জেনারেল দাউদ খান নিহত হন এবং বামপন্থী সামরিক কর্মকর্তা নুর মােহাম্মদ তারাকির নেতৃত্বে একটি বিপ্লবী পরিষদ ক্ষমতা দখল করে। এরপর তারাকিকে পদচ্যুত করে হাফিজুল্লা আমিনের ক্ষমতা গ্রহণ এবং হাফিজুল্লাকে পদচ্যুত করে বারবাক কারমাল ২৭ ডিসেম্বর ১৯৭৯ ক্ষমতা গ্রহণের চব্বিশ ঘণ্টার মধ্যেই (২৮ ডিসেম্বর) সােভিয়েত ইউনিয়নের কাছে জরুরি সামরিক সহায়তা চান। সােভিয়েত ইউনিয়নও দ্রুতবেগে এই আহ্বানে সাড়া দেয়।

    আফগানিস্তানে সৈন্য প্রবেশের মধ্য দিয়ে দীর্ঘ ৯ বছর দখলদারিত্ব বজায় রাখে। সােভিয়েত ইউনিয়ন। আর ১৫ ফেব্রুয়ারি। ১৯৮৯ আফগানিস্তান থেকে সর্বশেষ সােভিয়েত সৈন্য প্রত্যাহারের মধ্য দিয়ে রক্তক্ষয়ী এ যুদ্ধের সমাপ্তি ঘটে।

    তালেবানের জন্ম ও উত্থান

    আফগানিস্তান থেকে সােভিয়েত সৈন্য প্রত্যাহারের আগে থেকেই অর্থাৎ, ৩০ সেপ্টেম্বর ১৯৮৭ মুহাম্মদ নজিবুল্লা’র নেতৃত্বে সরকার গঠিত হয়। ১৬ এপ্রিল ১৯৯২ সাত দলীয় মুজাহিদিনদের একটি গ্রুপ তাকে ক্ষমতাচ্যুত করে। এরপরেই আফগানিস্তান জুড়ে শুরু হয় বিশৃঙ্খলা আর নৈরাজ্য।

    এ দুরাচার শাসনে অতিষ্ঠ বিভিন্ন গ্রুপ নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। ২৮ এপ্রিল ১৯৯২ শুরু হয় গৃহযুদ্ধ। সেই যুদ্ধেই তালেবান গােষ্ঠীর উত্থান। তালেবানের আধ্যাত্মিক নেতা মােল্লা ওমর প্রায় অর্ধশত মাদ্রাসার ছাত্র নিয়ে একটি সশস্ত্র সংগঠন গড়ে তােলেন।

    এ দলটিই তালেবান নামে পরিচিত। পশতু ভাষায় ‘তালেব’ অর্থ ‘শিক্ষার্থী’ বা ‘ছাত্র। ১৯৯৪ সালের নভেম্বরে মার্কিন সহায়তায় তালেবান নেতা মােল্লা ওমর কান্দাহার প্রদেশ এবং পরের বছর সেপ্টেম্বরে হেরাত প্রদেশ দখল করে। ২৭ সেপ্টেম্বর ১৯৯৬ তালেবান দেশটির প্রেসিডেন্ট বােরহানউদ্দিন রব্বানির সরকারকে উত্থাত করে রাজধানী কাকুল দখল করে শরীয়াহ আইন প্রতিষ্ঠা করে।

    বর্তমান নেতৃত্বে যারা

    • হাইবাতুল্লাহ আখুজাদা : তালেবানের রাজনৈতিক, ধর্মীয় ও সামরিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারী একমাত্র ব্যক্তি।
    • মােল্লা মােহাম্মদ ইয়াকুব : তালেবানের প্রতিষ্ঠাতা মােল্লা ওমরের ছেলে। বর্তমানে তালেবানের সামরিক শাখার দায়িত্বে।
    • সিরাজুদ্দিন হাক্কানি : তিনি হাক্কানি নেটওয়ার্ক’-এর নেতৃত্ব দেন। এ নেটওয়ার্ক তালেবানের অর্থনৈতিক ও সামরিক কর্মকাণ্ড পরিচালনা করছে। )
    • মােল্লা আবদুল গনি বারাদার : তালেবানের অন্যতম সহপ্রতিষ্ঠাতা। তালেবানের রাজনৈতিক শাখার প্রধান বারাদার বর্তমানে দোহায় বেশ কিছু বৈঠকে মধ্যস্থতার কাজ করেন।

    ক্ষমতায় আবারও তালেবান

    ২০০৫ সালের দিকে তালেবানদের আবার পুনরুত্থান ঘটে। দুইদশকের সহিংস লড়াইয়ের পর ২৯ ফেব্রুয়ারি ২০২০ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের লক্ষ্যে কাতারের দোহায় যুক্তরাষ্ট্র তালেবানদের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে।

    দুঃশাসনে পিষ্ট আফগানদের জীবনে শান্তি ফেরানাের উদ্দেশ্যে চুক্তিটির নামও দেয়া হয় শান্তি চুক্তি। অনেকেই এ চুক্তিকে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের দলিল হিসেবে অভিহিত করেন। ১৪ এপ্রিল ২০২১ বাইডেন।

    মে-সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সকলসৈন্য প্রত্যাহারের ঘােষণা দেয়ার পর পূর্ণ শক্তি নিয়ে তালেবান দেশের সর্বত্র হামলা শুরু করে এবং তারই ধারাবাহিকতায় তারা ৬ আগস্ট প্রথম কোনাে প্রাদেশিক রাজধানীর দখল নেয়। আর এ দখলের মাত্র নয় দিনের মধ্যে ১৫ আগস্টে ২০২১ তারা রাজধানী কাবুলসহ ৩৪টি প্রদেশের ২৮টির নিয়ন্ত্রণ নিয়ে প্রেসিডেন্ট প্যালেস দখল নেয়।

    ভূ-রাজনৈতিক প্রভাব

    আফগানিন্তন প্রাচীনকাল থেকেই এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। মধ্যযুগে বিভিন্ন সাম্রাজ্যের সংঘাতের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান। ১৫ আগস্ট, ২০২১ আফগানিস্তানে তালেবানের পুনরুত্থান গত ২০ বছরের ভূ-রাজনীতিতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত লক্ষ্য করা যায়।

    চীনের Belt and Rood Initiative (BRI)-এর আওতায় ৬০ বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডােরের পাশাপাশি ইরানের সাথে চীনের ৪০০ বিলিয়ন ডলারের পারস্পরিক সহযােগিতা চুক্তির সফলতার জন্য যেমন আফগানিস্তানে স্থিতিশীল পরিবেশ থাকা এবং তালেবানের সাথে সুসম্পর্ক রাখা জরুরি, তেমনি মধ্য এশিয়ার দেশগুলােতে সন্ত্রাসী কার্যকলাপ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য রাশিয়ারও এ দেশে তীক্ষ দৃষ্টি রাখা জরুরি।

    কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, আর সেটা হলাে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে পরাজয় স্বীকার করে নিরবে নিভৃতে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে পলায়ন করেছে কোনাে কারণ ছাড়াই? এখানে অবশ্যই যুক্তরাষ্ট্রের কোনাে প্ল্যান বি থাকবে, আর সেটাই স্বাভাবিক। যে দেশটি চীনকে প্রধান শত্রু মনে করে তাদের BRI প্রকল্পের সফলতার পথে।

    বাধা সৃষ্টি করতে এবং মধ্য এশিয়া অস্থিতিশীল রেখে রাশিয়াকে ব্যস্ত রাখতে ETIM, IS ও তালেবানকে দিয়েই যে যুক্তরাষ্ট্র ভবিষ্যতের Great Game এর পরিকল্পনা করছে না, তা প্রত্যক্ষ করার জন্য হয়ত আমাদের আরাে। অপেক্ষা করতে হবে।

    সর্বোপরি বলা যায় প্রথমে ব্রিটেনের ঔপনিবেশিক শক্তি, সােভিয়েত ইউনিয়ন এবং পরে যুক্তরাষ্ট্রের মতাে পরাশক্তির কাছে আফগানিস্তানের মাটি এভাবে এক অদৃশ্য চোরাবালি হয়েই রইলাে।

    মার্কিন দখলদারিত্ব ও প্রস্থান

    মার্কিন সমর্থিত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে। তালেবান নেতা মােল্লা ওমরের সুসম্পর্ক ছিল। ওসামা বিন লাদেন যুক্তরাষ্ট্রকে মুসলমানদের শত্রু উল্লেখ করে কয়েকটি দেশে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা শুরু করে।

    ১১ সেপ্টেম্বর ২০০১ আল কায়েদা কর্তৃক কথিত নিউইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলা চালানাে হয়। তঙ্কালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তালেবান নেতা মােল্লা ওমরকে চাপ দেন লাদেনকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার জন্য কিন্তু ওমর তা প্রত্যাখ্যান করেন।

    তিনি ওই হামলা আল কায়েদার নয় বলে দাবি করেন। এরপর পশ্চিমা অন্য দেশগুলােকে সঙ্গে নিয়ে সন্ত্রাসবাদের মূলােৎপাটন করার লক্ষ্যে ৭ অক্টোবর ২০০১ তালেবান ও আল কায়দার স্থাপনা লক্ষ্য করে কাকুল, কান্দাহার ও জালালাবাদে প্রথম বিমান হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনী।

    ১৩ নভেম্বর ২০০১ তালেবান সরকারের পতন হয়। যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ২২ ডিসেম্বর ২০০১ আফগানিস্তানে শুরু হয় হামিদ কারজাইয়ের শাসন। এরপর বিভিন্ন শাসক ক্ষমতায় আসলেও দেশের স্থিতিশীলতা ফিরে আসেনি। ২০০৫ সালের দিকে তালেবানদের আবার উত্থান ঘটে। ওই সময় থেকে তারা আত্মঘাতী হামলা চালানাে শুরু করে।

    এ হামলা ঠেকাতে নতুন নতুন পদক্ষেপ নেয় আফগান সরকার এবং গঠন করে আফগানিস্তান ন্যাশনাল আর্মি ও পুলিশ বাহিনী। আফগানিস্তানে অভিযানে যুক্তরাষ্ট্রের মােট ২.২৬ ট্রিলিয়ন ডলার খরচ হয়। এর মধ্যে শুধু যুদ্ধের পিছনে ব্যয় হয়েছে ৮০০ বিলিয়ন ডলার। পাশাপাশি আফগান সেনাদের প্রশিক্ষণ দিতে খরচ হয়েছে ৮৫ বিলিয়ন ডলার।

    প্রতিবছর আফগান সেনাদের বেতন দিতে খরচ হয়েছে ৭৫০ মিলিয়ন ডলার। তালেবান ঠেকাতে এবং আফগান বাহিনীকে শক্তিশালী করতে এত টাকা ব্যয় করেও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরের সামরিক মিশনের পতন ঘটেছে মাত্র একদিনেই।

    তালেবান যােদ্ধাদের কাকুল দখল, পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ ঘানির পলায়ন এবং মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের মাধ্যমে ১৫ আগস্ট ২০২১ যুক্তরাষ্ট্রের মিশনের অনানুষ্ঠানিক সমাপ্তি হয়।

    আফগানিস্তানেও লজ্জা

    ভিয়েতনাম যুদ্ধ আর আফগানিস্তান যুদ্ধ, একটা থেকে আরেকটার সময়ের পার্থক্য প্রায় ৪৬ বছর। আফগানিস্তানে তালেবানের বিজয়কে ভিয়েতনামের সায়গনের এ পতনের সাথে তুলনা করা হচ্ছে। + ৩০ এপ্রিল ১৯৭৫ ভিয়েতনামে যে লজ্জায় পড়েছিল যুক্তরাষ্ট্র, পাঁচ দশক পরে আফগানিস্তানে তারই পুনরাবৃত্তি ঘটল।

    ১৫ আগস্ট ২০২১ বিনা যুদ্ধে অলেবান বাহিনী কাবুলের প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নেয়। তাদের এই অদম্য অগ্রগতির মুখে দ্রুত কাবুল দূতাবাস খালি করার নির্দেশ দেন। মার্কিন সরকার। পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে দূতাবাসের ছাদ থেকে দফায় দফায় হেলিকপ্টারে উড়াল দেয় মার্কিন বাহিনীর অবশিষ্ট সেনা ও কূটনীতিকরা।

  • বিশ্ব রেকর্ড গড়লেন যে সকল বিষয়

    বিশ্ব রেকর্ড নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। মানুষ প্রতি নিয়ত নতুন নতুন রেকর্ডের জন্ম দিচ্ছে। আর এমন কিছু বিশ্ব রেকর্ড নিয়ে আমাদের আজকের আয়োজন

    সবচেয়ে দামি ফ্রেঞ্চ ফ্রাই

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত রেস্তোরা নতুন এক ধরনের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেছে, এটাই বিশ্বের সবচেয়ে দামি ফ্রেঞ্চ ফ্রাই। এর দাম ২০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১৭,০০০ টাকার বেশি। ১৩ জুলাই ২০২১ আন্তর্জাতিক ফ্রেঞ্চ ফ্রাই ডে-তে সকলকে ভিন্ন স্বাদের ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্বাদ দিতেই একাধিক উপকরণ দিয়ে তৈরি করে ‘ক্রিম দে লা ক্রিম পােম ফাইটস’ নামের এ ফ্রেঞ্চ ফ্রাই। এই দাম নিয়ে স্যাকসটি গিনেস বুকেও নাম তুলে ফেলে। বিশ্বের সবচেয়ে দামি ফ্রেঞ্চ ফ্রাইটি তৈরি করে ক্রিয়েটিভ শেফ জো ক্যান্ডেরন এবং কর্পোরেট এক্সিকিউটিভ শেফ ফ্রেড্রিক শাে-কিউইয়ার্ট।

    এই বিভাগের আরো পোস্ট :

    বিশ্বের গভীরতম সুইমিংপুল

    পর্যটনের প্রাণকেন্দ্র সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে সম্প্রতি চালু হয় বিশ্বের সবচেয়ে গভীরতম সুইমিংপুল। ১৯৭ ফুট বা ৬০ মিটার গভীর ‘ডিপ ডাইভ দুবাই’ নামের সুইমিংপুলটি বর্তমানে বিশ্বের সবচেয়ে গভীরতম সুইমিংপুল। পুল কর্তৃপক্ষ জানায়, মােট ছয়টি অলিম্পিক সুইমিংপুলের সমান এ পুল অন্য যেকোনাে সাধারণ পুলের চেয়ে ১৫ মিটার বেশি গভীর। সম্প্রতি এ দাবির সত্যতা যাচাই করেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। একটি মুক্তার ঝিনুকের আকারে গড়া ‘ডিপ ডাইভ দুবাই’ পুলটি এই অঞ্চলের পানির তলায় তৈরি সবচেয়ে বড় ফিল স্টডিও বটে। এ পুলের ভেতরে দুটি ড্রাই রুম বা পানিবিহীন ঘরও রয়েছে। সঙ্গে আছে আলাে-শব্দে সাজানাে ডুবন্ত শহরের দৃশ্য।

    সবচেয়ে বড় মুখের নারী

    বিশ্বের সবচেয়ে বড় মুখের নারী হিসেবে রেকর্ড গড়েন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের অধিবাসী সামান্থা রামসডেল। শুনতে অবাক হলেও সত্য, বিশ্বের সব নারীর মধ্যে সামান্থার মুখের হাঁ সবচেয়ে বড়। আর এ কারণে সামান্থা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নামও লেখান। পেয়েছেন আনুষ্ঠানিক স্বীকৃতি। গিনেসের রেকর্ড বইয়ে নথিভুক্ত তথ্য অনুযায়ী, সামান্থার মুখের মাপ ২.৫ ইঞ্চি বা ৬.৫৬ সেন্টিমিটার। আড়াআড়িভাবে মাপা হলে তা আরও বেড়ে চার ইঞ্চি বা ১০ সেন্টিমিটারের বেশি হয়।

    বিশ্বের সবচেয়ে বয়সী বাঘ

    বিশ্বের সবচেয়ে বয়সী বাঘের খোঁজ মিলেছে। টেইলর নামের এই রয়েল বেঙ্গল টাইগারের বয়স ২৫ বছর ৩১৯ দিন। গিনেস বুক কর্তৃপক্ষও সম্প্রতি বাঘটিকে বিশ্বের সবচেয়ে বয়সী বাঘের স্বীকৃতি দেয়। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের টাইগার ক্রিক এ্যানিমেল স্যাংচুয়ারিতে ২০০০ সাল থেকে বাঘটি বাস করছে। একটি বাঘের জীবনকাল সাধারণত ১৫-২০ বছর হয়ে থাকে।

    হােভারবাের্ডে ওড়ার রেকর্ড

    হােভারবাের্ডে করে আকাশে সবচেয়ে বেশি সময় ওড়ার রেকর্ড গড়েন । ফিলিপাইনের উদ্ভাবক কিক্সজ মেন্দিওলা। সম্প্রতি কনসেপ্টো নিকেবিয়া’ নামের তার নিজস্ব হােভারবাের্ডে করে তিনি মাটি থেকে ৩০ ফুট ওপর দিয়ে ৭ মিনিট ২২ সেকেন্ডের একটি ছােট ফ্লাইট পরিচালনা করেন। অতিক্রম করেন ২.৮৯ কিলােমিটার, যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়।

    সবচেয়ে বেশি মামলাবাজ

    ২৭ ডিসেম্বর ১৯৭৬ যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় জন্মগ্রহণ করেন জোনাথন লি রিচেস। তিনি মােটেও অন্য সবার মতাে না। কেননা আপনি তার সাথে যাই করেন না কেন তাতেই আপনার বিরুদ্ধে মামলা ঠুকে দেবেন তিনি। আর – এ কারণেই তাকে সবাই ভয়ঙ্কর মামলাবাজ’ নামেই চেনে। জোনাথন লি জীবনে প্রথম মামলাটি করে ১০ বছর বয়সে নিজের মায়ের বিরুদ্ধে। অভিযােগ ছিল তার মা তাকে যতটা যত্ন করার কথা, ততটা করেননি। তারপর থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিনি আড়াই হাজারেরও অধিক মামলা করেন। তার মামলা-মােকদ্দমা থেকে বাদ যাননি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, সাবেক অ্যাটর্নি জেনারেল জেনেট রেনাে, অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স এর মতাে বিখ্যাত লােকও। বিশ্বের সবচেয়ে বেশি মামলাবাজ হিসেবে গিনেস বুকেও তার নাম উঠেছে। তবে মজার বিষয় হলাে এতে তিনি খুশি না হয়ে, বরং কেন তাকে না জানিয়ে গিনেস বুকে নাম লেখা হলাে- এ অভিযােগে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা করেন জোনাথন লি।