Category: সাধারণ বিজ্ঞান

General Science

  • সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

    সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

    প্রশ্ন : আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে
    উত্তর : বিষুব রেখা।

    প্রশ্ন : পৃথিবীর মােট বরফের ৯০ ভাগ যে মহাদেশে সঞ্চিত রয়েছে
    উত্তর : এন্টার্কটিকা।

    প্রশ্ন : এশিয়ার বৃহত্তম দ্বীপ
    উত্তর : বাের্নিও।

    প্রশ্ন : এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ পূর্ব তিমুর যে দেশ থেকে স্বাধীনতা লাভ করে
    উত্তর : ইন্দোনেশিয়া।

    প্রশ্ন : এশিয়ার সর্ব পূর্বের বিন্দু
    উত্তর : ডেজনেভ অন্তরীপ, রাশিয়া।

    প্রশ্ন : নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘােষণা করা হয়
    উত্তর : ২০০৬ সালে।

    প্রশ্ন : মেমােগেট কেলেঙ্কারিতে জড়িত দেশ
    উত্তর : পাকিস্তান।

    সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

    প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধমূর্তি ছিল
    উত্তর : আফগানিস্তান।

    প্রশ্ন : দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশটি স্পেনীয় সাম্রাজ্যভুক্ত ছিল
    উত্তর : ফিলিপাইন।

    প্রশ্ন : মিয়ানমারের রােহিঙ্গারা নাগরিকত্ব হারায়
    উত্তর : ১৯৮২ সালে।

    প্রশ্ন : বান্দা আচেহ যে দেশে অবস্থিত
    উত্তর : ইন্দোনেশিয়া।

    প্রশ্ন : Terracotta Army যে দেশের প্রত্নবস্তু
    উত্তর : চীন।

    প্রশ্ন : যে সাগর নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বন্ধ রয়েছে
    উত্তর : দক্ষিণ চীন সাগর।

    প্রশ্ন : ইউরেশিয়ান সিটি বলা হয় যে শহরকে
    উত্তর : ইস্তানবুল।

    প্রশ্ন : কিরগিজস্তানে অবস্থিত রাশিয়ার বিমান ঘাঁটি
    উত্তর : কান্ত বিমান ঘাঁটি।

    প্রশ্ন : মার্কিন-তালেবান চুক্তি স্বাক্ষরিত হয়
    উত্তর : ২৯ ফেব্রুয়ারি ২০২০।

    সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আরো পড়ুন

    প্রশ্ন : ব্রিটিশরা হংকং দ্বীপ লাভ করে
    উত্তর : নানকিং চুক্তির মাধ্যমে।

    প্রশ্ন : জাপান থেকে কোরিয়াকে পৃথক করেছে
    উত্তর : কোরিয়া প্রণালি।

    প্রশ্ন : ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য জাতিসংঘের সংস্থা
    উত্তর : UNRWA।

    প্রশ্ন : ইসরাইলের আইনসভার সদস্য সংখ্যা
    উত্তর : ১২০।

    প্রশ্ন : আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরিত হয়
    উত্তর : ওয়াশিংটন ডিসি; ১৫ সেপ্টেম্বর ২০২০।

    প্রশ্ন : ব্যাবিলনের শূন্যউদ্যান ধ্বংস হয়
    উত্তর : পারস্য রাজ্যের সাথে যুদ্ধে; ৫১৪ : খ্রিস্টাব্দে।

    প্রশ্ন : উনিখ নিরাপত্তা সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয়
    উত্তর : ১৯৬৩ সালে।

    প্রশ্ন : মানবদেহের জন্য একই সাথে উপকারী ও অপকারী
    উত্তর : ওজোন গ্যাস।

    প্রশ্ন : পৃথিবীর সর্বাধিক মাত্রার দূষিত নদী
    উত্তর : সিতারাম নদী, ইন্দোনেশিয়া।

    প্রশ্ন : UNEP-এর সদর দপ্তর
    উত্তর : নাইরােবি, কেনিয়া।

    প্রশ্ন : সিয়েরা ক্লাব যে দেশভিত্তিক পরিবেশ বিষয়ক সংস্থা
    উত্তর : যুক্তরাষ্ট্র।

    প্রশ্ন : ভার্সাই চুক্তি কার্যকর হয়
    উত্তর : ১০ জানুয়ারি ১৯২০।

    প্রশ্ন : জাতিসংঘের রেডিও ওয়েভসাইটে খবর প্রচার করা হয়
    উত্তর : ৯টি ভাষায়।

    প্রশ্ন : জাতিসংঘের যে মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান
    উত্তর : দ্যাগ হ্যামারশােল্ড।

    প্রশ্ন : UN রেডিও প্রতিষ্ঠিত হয়
    উত্তর : ১৯৪৬ সালে।

    প্রশ্ন : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা –
    উত্তর : পিটার ইজেন।

    প্রশ্ন : MERCOSUR যে অঞ্চলের বাণিজ্যিক জোট
    উত্তর : দক্ষিণ আমেরিকা।

    প্রশ্ন : বিশ্বব্যাংক প্রথম যে দেশকে ঋণ দেয়
    উত্তর : ফ্রান্স।

    প্রশ্ন : ভৌগােলিক নির্দেশক পণ্য (GI)-এর স্বীকৃতি দেয়
    উত্তর : World Intellectual Organization (WIPO)

    প্রশ্ন : মিন্দানাউ দ্বীপটি অবস্থিত
    উত্তর : ফিলিপাইনে।

    আরো কিছু সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী

    প্রশ্ন : SIDA যে দেশভিত্তিক সাহায্য সংস্থা
    উত্তর : সুইডেন।

    প্রশ্ন : সাত ভাই দ্বীপপুঞ্জ অবস্থিত
    উত্তর : বাল এল-মান্দেব প্রণালিতে।

    প্রশ্ন : সুকাত্রা দ্বীপপুঞ্জ অবস্থিত
    উত্তর : ভারত মহাসাগরে।

    প্রশ্ন : হানিস দ্বীপপুঞ্জ নিয়ে বিরােধ আছে
    উত্তর : ইয়েমেন ও ইরিত্রিয়ার মধ্যে।

    প্রশ্ন : স্ট্যবাক জলপ্রপাত অবস্থিত
    উত্তর : সুইজারল্যান্ড।

    প্রশ্ন : পৃথিবীর গভীরতম খালের নাম
    উত্তর : পানামা খাল।

    প্রশ্ন : নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন যে দেশভিত্তিক
    উত্তর : সুইজারল্যান্ডভিত্তিক।

    প্রশ্ন : ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি মহিলা
    উত্তর : আরতি সেনগুপ্ত।

    প্রশ্ন : নােবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়
    উত্তর : ১০ ডিসেম্বর।

    প্রশ্ন : অ্যাবেল পুরস্কার প্রদান করা হয়
    উত্তর : নরওয়ে থেকে।

    প্রশ্ন : জাতিসংঘ মানবাধিকার পুরস্কার প্রবর্তন করা হয়
    উত্তর : ১৯৬৬ সালে।

    প্রশ্ন : বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ
    উত্তর : জাপান।

    প্রশ্ন : অলিম্পিক গেমসে ফুটবল খেলা অন্তর্ভুক্ত হয়
    উত্তর : প্যারিস অলিম্পিক ১৯০০।

    প্রশ্ন : COVAX কার্যক্রম শুরু করে
    উত্তর : ২০২০ সালে।

    প্রশ্ন : আর্টসখ প্রজাতন্ত্রের রাজধানী
    উত্তর : স্টেপানাকার্ট।

    প্রশ্ন : ‘ব্লাকওয়াটার’ হলাে
    উত্তর : যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা সংস্থা।

    প্রশ্ন : পৃথিবীর অন্যতম উষ্ণতম স্থান আল আজিজিয়া অবস্থিত
    উত্তর : লিবিয়া।

    প্রশ্ন : ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
    উত্তর : বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট।

    প্রশ্ন : নেপােলিয়ন জন্মগ্রহণ করেন
    উত্তর : ফ্রান্সের কর্সিকা দ্বীপে।

  • আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরসহ কুইজ

    প্রশ্ন : তুরস্কের ‘আয়া সােফিয়া’ মসজিদটি ব্যবহৃত হতাে
    উত্তর : অর্থোডক্স গির্জা হিসেবে।

    প্রশ্ন : মসুল ও নিমরূদ নগরীর অবস্থান
    উত্তর : ইরাকে।

    প্রশ্ন : কাতারের দোহায় মার্কিন-তালেবান চুক্তি স্বাক্ষরিত হয়
    উত্তর : ২৯ ফেব্রুয়ারি ২০২০।

    প্রশ্ন : বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারী
    উত্তর : অ্যাঞ্জেলা মার্কেল (জার্মানি)।

    প্রশ্ন : বিশ্বের সর্বাধিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর রয়েছে
    উত্তর : যুক্তরাষ্ট্রে।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে সীমান্তের দৈর্ঘ্য
    উত্তর : ৩,১৪৫ কিলােমিটার।

    প্রশ্ন : বৃত্তকে ৩৬০° কোণে ভাগ করেন
    উত্তর : আসিরীয়রা।

    প্রশ্ন : দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়
    উত্তর : সংস্কৃতি।

    প্রশ্ন : সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে স্বাধীনতা লাভ করে
    উত্তর : ১৯৬৫ সালে।

    প্রশ্ন : ইস্তানবুলকে বলা হয়
    উত্তর : ইউরেশিয়ান সিটি।

    প্রশ্ন : আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগােষ্ঠী
    উত্তর : পশতুন।

    প্রশ্ন : ইউরােপ মহাদেশের স্বাধীন দেশ
    উত্তর : ৪৮টি।

    প্রশ্ন : ভ্লাদিমির ইলিচ লেলিন ‘এপ্রিল থিসিস’ পেশ করেন
    উত্তর : ১৭ এপ্রিল ১৯১৭।

    প্রশ্ন : জর্জিয়া, আজারবাইজান ও আর্মেনিয়াকে বলা হয়
    উত্তর : ট্রান্সককেশিয়ান অঞ্চল।

    প্রশ্ন : পশ্চিম ইউরােপে ‘ট্রুম্যান ডকট্রিন’ কবে ঘােষণা করা হয়
    উত্তর : ১৯৪৭ সালে।

    আরো কিছু সাধারণ জ্ঞান পড়ুন ………………

    প্রশ্ন : থাইল্যান্ডের মুদ্রার নাম
    উত্তর : বাথ।

    প্রশ্ন : লিথুয়ানিয়ার রাজধানী
    উত্তর : ভিলনিয়াস।

    প্রশ্ন : ‘ফোকেটিং’ (Folketing) আইন সভা যে দেশের
    উত্তর : ডেনমার্ক।

    প্রশ্ন : Mein Kampf হলাে
    উত্তর : অ্যাডলফ হিটলারের আত্মজীবনী।

    প্রশ্ন : যুক্তরাজ্যের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব
    উত্তর : ভিক্টোরিয়া ক্রস।

    প্রশ্ন : আফ্রিকা ও ইউরােপকে বিভক্ত করেছে
    উত্তর : জিব্রাল্টার প্রণালি।

    প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার সরকারি ভাষা
    উত্তর : ১১টি।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয়
    উত্তর : Secretary of State

    প্রশ্ন : ১৯২০ সালে যুক্তরাষ্ট্রের মহিলারা ভােটাধিকার লাভ করে
    উত্তর : সংবিধানের ১৯তম সংশোধনীর মাধ্যমে।

    প্রশ্ন : ৩ সেপ্টেম্বর ১৭৮৩ যুক্তরাষ্ট্র স্বাধীনতা যুদ্ধের অবসান হয়
    উত্তর : প্যারিস চুক্তির মাধ্যমে।

    প্রশ্ন : Caravan of Death হলাে
    উত্তর : পিনোশের শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড।

    প্রশ্ন : বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত
    উত্তর : ভারত বাংলাদেশ সীমান্ত।

    প্রশ্ন : হিটলার কর্তৃক যে দেশ আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ
    উত্তর : পােল্যান্ড।

    প্রশ্ন : ‘দক্ষিণের রানি’ বলা হয়
    উত্তর : সিডনিকে।

    প্রশ্ন : ‘লিটল বয়’ পারমাণবিক বােমার তেজস্ক্রিয় পরমাণু ছিল
    উত্তর : ইউরেনিয়াম ২৩৫।

    এই অংশের আরো কিছু সাধারণ জ্ঞান ..

    প্রশ্ন : NPT হলাে
    উত্তর : পারমাণবিক অস্ত্রের বিস্তার রােধ চুক্তি।

    প্রশ্ন : Outer Space Treaty স্বাক্ষরিত হয়
    উত্তর : ২৭ জানুয়ারি ১৯৬৭।

    প্রশ্ন : আন্তর্জাতিক বন দিবস উদযাপিত হয়
    উত্তর : ২১ মার্চ।

    প্রশ্ন : জলবায়ু পরিবর্তনের ফলে
    উত্তর : বাতাসের উষ্ণতার পরিমাণ বাড়ছে।

    প্রশ্ন : জীববৈচিত্র সংক্রান্ত কনভেনশন কার্যকর হয়
    উত্তর : ২৯ ডিসেম্বর ১৯৯৩।

    প্রশ্ন : কিয়ােটা প্রটোকল কার্যকরের জন্য অনুমােদনের প্রয়ােজন
    উত্তর : ৫৫টি দেশের।

    প্রশ্ন : Chloroflurocarbon আবিষ্কার করেন
    উত্তর : Thomas Midgley।

    প্রশ্ন : জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ
    উত্তর : ফিলিস্তিন ও ভ্যাটিকান সিটি।

    প্রশ্ন : আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত অবস্থিত
    উত্তর : নেদারল্যান্ডসে।

    প্রশ্ন : UN Radio প্রতিষ্ঠিত হয়
    উত্তর : ১৯৪৬ সালে।

    প্রশ্ন : ইসলামি সহযােগিতা সংস্থার (OIC) দাপ্তরিক ভাষা
    উত্তর : ৩টি।

    প্রশ্ন : The Truths We Hold আত্মজীবনীর রচয়িতা
    উত্তর : কমলা হ্যারিস।

    প্রশ্ন : লন্ডনের বিখ্যাত মাদাম তুসাের মােমের জাদুঘরের ২৩তম স্থাপিত হয়
    উত্তর : ভারতের দিল্লিতে; ২০১৭ সালে।

    প্রশ্ন : পাবলাে পিকাসাের জন্মস্থান
    উত্তর : স্পেনের মালাগায়।

  • সেপ্টেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ

    সেপ্টেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ নিয়ে নিচে আলোচনা করা হলো। এছাড়াও নতুন শেখ রাসেল দিবস, মৈত্রী দিবস ও জাতিসংঘ ঘোষিত দুই দিবস নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।

    ০৩ সেপ্টেম্বরআন্তর্জাতিক CEDAW দিবস।
    ০৪ সেপ্টেম্বরআন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস (সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার)।
    ০৪ সেপ্টেম্বরবিশ্ব দাড়ি দিবস (সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার)।
    ০৫ সেপ্টেম্বরআন্তর্জাতিক মানবহিতৈষী দিবস।
    ০৫ সেপ্টেম্বরওয়ার্ল্ড স্পাইন ইনজরি ডে।
    ০৬ সেপ্টেম্বরডায়াবেটিস সেবা দিবস।
    ০৭ সেপ্টেম্বরনীলাকাশের জন্য নির্মল বায়ুর আন্তর্জাতিক দিবস।
    ০৮ সেপ্টেম্বরবিশ্ব ফিজিওথেরাপি দিবস। প্রতিপাদ্য- লং কোভিড এবং পুনর্বাসন।
    ০৮ সেপ্টেম্বরআন্তর্জাতিক সাক্ষরতা দিবস। প্রতিপাদ্য- মানবকেন্দ্রিক পুনরুদ্ধারের জন্য সাক্ষরতা: ডিজিটাল বিভাজন কমিয়ে আনা।
    ০৯ সেপ্টেম্বরআক্রমণ থেকে শিক্ষা রক্ষার আন্তর্জাতিক দিবস।
    ১০ সেপ্টেম্বরবিশ্ব আত্মহত্যা প্রতিরােধ দিবস। প্রতিপাদ্য- কর্মের মাধ্যমে আশা তৈরি করা।
    ১২ সেপ্টেম্বরজাতিসংঘ দক্ষিণ-দক্ষিণ সহযােগিতায় দিবস।
    ১৫ সেপ্টেম্বরআন্তর্জাতিক গণতন্ত্র দিবস। প্রতিপাদ্য– ভবিষ্যৎ সংকট মােকাবিলায় গণতান্ত্রিক স্থিতিশীলতা জোরদার করা।
    ১৬ সেপ্টেম্বরবিশ্ব ওজোন দিবস। প্রতিপাদ্য— মন্ট্রিল প্রটোকল মেনে ওজোনস্তর রক্ষা করি, নিরাপদ খাদ্য ও প্রতিষেধকের শীতল বিশ্ব গড়ি।
    ১৭ সেপ্টেম্বরবিশ্ব রােগী সুরক্ষা দিবস।
    ১৭ সেপ্টেম্বরবিশ্ব সাইক্লিং দিবস।
    ১৭ সেপ্টেম্বরঐতিহাসিক শিক্ষা দিবস।
    ১৮ সেপ্টেম্বরআন্তর্জাতিক সমান বেতন দিবস।
    ১৮ সেপ্টেম্বরআন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস।
    ১৯ সেপ্টেম্বরআন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস। প্রতিপাদ্য—বাংলাদেশে সর্পদংশন মােকাবিলা।
    ২১ সেপ্টেম্বরআন্তর্জাতিক শান্তি দিবস। প্রতিপাদ্য- সমতার সঙ্গে ভালাে কিছু পুনরুদ্ধারকে টেকসই করে রাখা।
    ২১ সেপ্টেম্বরবিশ্ব আলঝেইমার দিবস।
    ২২ সেপ্টেম্বরক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া সচেতনতা দিবস।
    ২২ সেপ্টেম্বরবিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। প্রতিপাদ্য- গণপরিবহনে ও হেঁটে চলি, ব্যক্তিগত গাড়ি সীমিত করি।
    ২৩ সেপ্টেম্বরআন্তর্জাতিক ইশারা ভাষা দিবস।
    ২৬ সেপ্টেম্বরবিশ্ব নদী দিবস (সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার)।
    ২৬ সেপ্টেম্বরপারমাণবিক অস্ত্র সম্পূর্ণ বর্জনের জন্য আন্তর্জাতিক দিবস।
    ২৭ সেপ্টেম্বরবিশ্ব পর্যটন দিবস।
    ২৮ সেপ্টেম্বরআন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।
    ২৮ সেপ্টেম্বরবিশ্ব জলাতঙ্ক দিবস।
    ২৯ সেপ্টেম্বরখাদ্য নষ্ট ও অপচয় সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা দিবস।
    ৩০ সেপ্টেম্বরআন্তর্জাতিক অনুবাদ দিবস।
    ৩০ সেপ্টেম্বরবিশ্ব নৌ দিবস (সেপ্টেম্বর মাসের শেষ বৃহস্পতিবার)।

    শেখ রাসেল দিবস

    এখন থেকে প্রতিবছর ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ পালিত হবে। ২৩ আগস্ট ২০২১ মনিসভার বৈঠকে শেখ রাসেল দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের বিষয়ে অনুমােদন দেয়া হয়। এরপর ২৬ আগস্ট ২০২১ তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

    এই বিভাগের আরো পোস্ট :

    মৈত্রী দিবস

    ১৬ ডিসেম্বর ১৯৭১ বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান। আর এর ঠিক পরপরই দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। ২০২১ সালে মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী বর্ষে সেই ৬ ডিসেম্বর বাংলাদেশ ও ভারত যৌথভাবে মৈত্রী দিবস’ পালন করবে।

    জাতিসংঘ ঘােষিত দুই দিবস

    জাতিসংঘ সাধারণ পরিষদ (UNCA) দুটি আন্তর্জাতিক দিবস পালনের লক্ষ্যে ৩০ আগস্ট ২০২১ রেজুলেশন গ্রহণ করে। দিবস দুটি হলাে

    • ২ ফেব্রুয়ারি : বিশ্ব জলাভূমি দিবস।
    • ৭ অক্টোবর : বিশ্ব তুলা দিবস।
  • অক্টোবর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ

    অক্টোবর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ নিয়ে নিচে আলোচনা করা হলো। এছাড়াও সচেতনতা মাস ও গুরুত্বপূর্ণ সপ্তাহ নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।

    ০১ অক্টোবরবিশ্ব নিরামিষ দিবস।
    ০১ অক্টোবরবিশ্ব হাসি দিবস (World Smile Day) (অক্টোবর মাসের প্রথম শুক্রবার)।
    ০১ অক্টোবরআন্তর্জাতিক প্রবীণ দিবস। প্রতিপাদ্য— ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা।
    ০২ অক্টোবরজাতীয় উৎপাদনশীলতা দিবস। প্রতিপাদ্য— অপ্রতিরােধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা।
    ০২ অক্টোবরজাতীয় পথশিশু দিবস।
    ০২ অক্টোবরআন্তর্জাতিক অহিংস দিবস।
    ০৪ অক্টোবরবিশ্ব প্রাণী দিবস।
    ০৪ অক্টোবরবিশ্ব বসতি দিবস (অক্টোবর মাসের প্রথম সােমবার)। প্রতিপাদ্য— নগরীয় কর্মপন্থা প্রয়ােগ করি, কার্বন মুক্ত বিশ্ব গড়ি।
    ০৫ অক্টোবরবিশ্ব শিক্ষক দিবস। প্রতিপাদ্য- শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক।
    ০৭ অক্টোবরবিশ্ব তুলা দিবস। প্রতিপাদ্য— Cotton is Good.
    ০৮ অক্টোবরবিশ্ব ডিম দিবস (অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার)। প্রতিপাদ্য— প্রতিদিন ডিম খাই, রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়াই।
    ০৯ অক্টোবরবিশ্ব পরিযায়ী পাখি দিবস। প্রতিপাদ্য– পাখির মতাে গান গাই, উড়ে যাই সুউচ্চ দিগন্তে।
    ০৯ অক্টোবরবিশ্ব ডাক দিবস। প্রতিপাদ্য- ইনােভেট টু রিকভার’ তথা পুনরুদ্ধারে উদ্ভাবন।
    ০৯ অক্টোবরবিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস (অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার)।
    ০৯ অক্টোবরজাতীয় তামাকমুক্ত দিবস। প্রতিপাদ্য- জীবন বাঁচাতে তামাক ছাড়ি—তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করি।
    ১০ অক্টোবরবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। প্রতিপাদ্য– অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য।
    ১০ অক্টোবরশহীদ জেহাদ দিবস।
    ১০ অক্টোবরস্তন ক্যান্সার সচেতনতা দিবস। প্রতিপাদ্য- স্ক্রিনিং জীবন বাঁচায়।

    অক্টোবর মাসের জাতীয় ও আন্তর্জাতিক আরো কিছু দিবস

    ১১ অক্টোবরআন্তর্জাতিক কন্যাশিশু দিবস। প্রতিপাদ্য– ডিজিটাল প্রজন্মই, আমাদের প্রজন্ম।
    ১২ অক্টোবরবিশ্ব আর্থাইটিস দিবস। প্রতিপাদ্য— আর দেরি নয়, আর্থাইটিস চিকিৎসার এখনই সময়।
    ১৩ অক্টোবরআন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। প্রতিপাদ্য— দুর্যোগ ঝুঁকি হ্রাসে, কাজ করি একসাথে। স্লোগান মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি।
    ১৩ অক্টোবরবিশ্ব থ্রম্বােসিস দিবস। প্রতিপাদ্য- থ্রম্বােসিসের ব্যাপারে সজাগ থাকা।
    ১৪ অক্টোবরবিশ্ব মান দিবস। প্রতিপাদ্য- সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান।
    ১৪ অক্টোবরবিশ্ব দৃষ্টি দিবস (অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার)। প্রতিপাদ্য- আপনার চোখকে (দৃষ্টিকে) ভালােবাসুন।

    অক্টোবর মাসের জাতীয় ও আন্তর্জাতিক আরো কিছু দিবস

    ১৫ অক্টোবরবিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। প্রতিপাদ্য- ডিজিটাল সাদাছড়ি, নিরাপদে পথ চলি।
    ১৫ অক্টোবরবিশ্ব হাতধােয়া দিবস। প্রতিপাদ্য- আমাদের হাতে আমাদের ভবিষ্যৎ, চলাে একসঙ্গে এগিয়ে চলি।
    ১৫ অক্টোবরআন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। প্রতিপাদ্য— সবার জন্য ভালাে খাদ্য চাষ করেন গ্রামীণ নারী।
    ১৬ অক্টোবরবিশ্ব খাদ্য দিবস। প্রতিপাদ্য- আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ ভালাে উৎপাদনে ভালাে পুষ্টি, আর ভালাে পরিবেশেই উন্নত জীবন।
    ১৬ অক্টোবরবিশ্ব অ্যানেসথেশিয়া দিবস।
    ১৬ অক্টোবরবিশ্ব মেরুদণ্ড দিবস।
    ১৭ অক্টোবরআন্তর্জাতিক দারিদ্র্য বিমােচন দিবস। প্রতিপাদ্য- দারিদ্র্যের অবসান, আমাদের পৃথিবী এবং সবার প্রতি। সম্মান : এক সঙ্গে গড়ি আগামী।
    ১৭ অক্টোবরবিশ্ব ট্রমা দিবস।
    ২০ অক্টোবরবিশ্ব পরিসংখ্যান দিবস।
    ২০ অক্টোবরবিশ্ব অস্টিওপােরােসিস (হাড় ক্ষয়) দিবস।
    ২১ অক্টোবরআন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস (অক্টোবর মাসের তৃতীয় বৃহস্পতিবার)।
    ২২ অক্টোবরজাতীয় নিরাপদ সড়ক দিবস। প্রতিপাদ্য— গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রােধ করি।
    ২৪ অক্টোবরজাতিসংঘ দিবস।
    ২৪ অক্টোবরবিশ্ব তথ্য উন্নয়ন দিবস।
    ২৪ অক্টোবরআন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস।
    ২৫ অক্টোবরবিশ্ব অডিওভিস্যুয়াল হেরিটেজ দিবস।
    ৩১ অক্টোবরবিশ্ব নগর দিবস।
    ৩১ অক্টোবরবিশ্ব মিতব্যয়িতা দিবস।
  • সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

    সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আশা করি আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। ইনশাল্লাহ!

    প্রশ্ন : মার্কিন মহাকাশযান Perseverance মঙ্গলগ্রহে অবতরণ করে
    উত্তর : ১৮ ফেব্রুয়ারি ২০১১।

    এই বিভাগের আরো পোস্ট :

    প্রশ্ন : ‘এলাম, দেখলাম, জয় করলাম” কথাটি বলেছেন
    উত্তর : জুলিয়াস সিজার।

    প্রশ্ন : ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়
    উত্তর : ১৯৪৮ সালে।

    প্রশ্ন : নব্যপ্রস্তর যুগের সবচেয়ে বড় আবিষ্কার
    উত্তর : আগুন।

    প্রশ্ন : ‘ইন্ডিয়া হাউজ অবস্থিত
    উত্তর : যুক্তরাজ্যে।

    প্রশ্ন : পূর্ব তিমুরের স্বাধীনতা সংগ্রামের নেতার নাম
    উত্তর : জানানা গুসামাও।

    প্রশ্ন : উজবেকিস্তানের মুদ্রার নাম
    উত্তর : সোম।

    প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম মহাদেশ
    উত্তর : এশিয়া।

    প্রশ্ন : হিটলারের দলের নাম
    উত্তর : জার্মান ফ্যাসিবাদী দল।

    প্রশ্ন : নিকারাগুয়ার রাজধানীর নাম
    উত্তর : মানাগুয়া।

    প্রশ্ন : মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট
    উত্তর : জো বাইডেন।

    প্রশ্ন : সেনেগাল যে দেশের উপনিবেশ ছিল
    উত্তর : ফ্রান্স।

    প্রশ্ন : প্রথম অলিম্পিক গেমস্ অনুষ্ঠিত হয়
    উত্তর : ১৮৯৬ সালে (গ্রিসের এথেন্সে)।

    প্রশ্ন : চে-গুয়েভারা যে দেশে জন্মগ্রহণ করেন
    উত্তর : আর্জেন্টিনা।

    প্রশ্ন : ওয়াটার লু যুদ্ধে পরাজিত হয়েছিলেন
    উত্তর : নেপোলিয়ান।

    প্রশ্ন : ন্যাটোভুক্ত মুসলিম দেশ
    উত্তর : ২টি (আলবেনিয়া ও তুরস্ক)।

    প্রশ্ন : CNN যে দেশের সংবাদসংস্থা
    উত্তর : যুক্তরাষ্ট্র।

    প্রশ্ন : কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়
    উত্তর : ১১ ডিসেম্বর ১৯৯৭।

    প্রশ্ন : জাতিসংঘ দিবস পালিত হয়
    উত্তর : ২৪ অক্টোবর।

    সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি থেকে আরো কিছু প্রশ্ন ও উত্তর

    প্রশ্ন : NAFTA এর পূর্ণ রূপ
    উত্তর : North American Free Trade Agreement.

    প্রশ্ন : বিশ্বের জনপ্রতি বনভূমির পরিমাণ
    উত্তর : ০.৬৪ হেক্টর।

    প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম হীরক খনি
    উত্তর : কিম্বার্লি।

    প্রশ্ন : ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে
    উত্তর : উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে।

    প্রশ্ন : শীতল মরুভূমি নামে পরিচিত
    উত্তর : লাদাখ মরুভূমি।

    প্রশ্ন : “The God of Small Things’ শীর্ষক উপন্যাসের রচয়িতা
    উত্তর : অরুন্ধতী রায়।

    প্রশ্ন : আন্তর্জাতিক শ্রম সংস্থা নোবেল পুরস্কার পেয়েছিল
    উত্তর : ১৯৬৯ সালে।

    প্রশ্ন : বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক ফাইনাল খেলা দল
    উত্তর : জার্মানি।

    প্রশ্ন : আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়
    উত্তর : ৮ মার্চ।

    প্রশ্ন : মালদ্বীপের প্রধান ভাষা
    উত্তর : দিভেহী।

    প্রশ্ন : বাকিংহাম প্রাসাদে বাস করেন
    উত্তর : ব্রিটেনের রানি।

    প্রশ্ন : ডিমোস যে গ্রহের উপগ্রহ
    উত্তর : মঙ্গল।

    প্রশ্ন : মহাকাশে প্রথম আনন্দ ভ্রমণকারী
    উত্তর : ডেনিস টিটো।

    প্রশ্ন : অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন
    উত্তর : ভি, আই, লেনিন ।

    প্রশ্ন : সালভাদর ডলি ছিলেন একজন
    উত্তর : চিত্রশিল্পী।

    প্রশ্ন : ‘মেক্সিকো যে মহাদেশের অন্তর্ভুক্ত
    উত্তর : উত্তর আমেরিকা।

  • সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

    সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আশা করি আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। ইনশাল্লাহ!

    প্রশ্ন : প্রথম আরব নারী হিসেবে মহাকাশে যাত্রার জন্য নির্বাচিত হয়েছেন
    উত্তর : নোরা মাতরোশি।

    এই বিভাগের আরো পোস্ট :http://nasir

    প্রশ্ন : মনুষ্য নির্মিত বিশ্বের সর্ববৃহৎ স্থাপনা
    উত্তর : চীনের মহাপ্রাচীর।

    প্রশ্ন : ম্যাকাও যে দেশের উপনিবেশ ছিল
    উত্তর : পর্তুগাল।

    প্রশ্ন : রাশিয়ার মুদ্রার নাম
    উত্তর : রুবল।

    প্রশ্ন : ‘যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন”- উক্তিটি করেছেন
    উত্তর : জার্মানির সাবেক চ্যান্সেলর এডলফ হিটলার।

    প্রশ্ন : পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম
    উত্তর : লাপাজ।

    প্রশ্ন : ‘পাবলো পিকাসো ছিলেন
    উত্তর : একজন চিত্রশিল্পী।

    প্রশ্ন : জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলা হয়
    উত্তর : ৬ আগস্ট ১৯৪৫ (লিটল বয়)।

    প্রশ্ন : ফরাসি বিপ্লবের শিশু বলা হয়
    উত্তর : নেপোলিয়নকে।

    প্রশ্ন : মিয়ানমারের রাখাইনের পূর্ব নাম
    উত্তর : আরাকান।

    প্রশ্ন : ‘সুনামি’ শব্দটি এসেছে
    উত্তর : জাপানি ভাষা থেকে।

    প্রশ্ন : ডেইলি ডন পত্রিকা যে দেশ থেকে প্রকাশিত হয়
    উত্তর : পাকিস্তান।

    প্রশ্ন : ‘লীগ অব নেশনস’ বিলুপ্ত হয়
    উত্তর : ১৯৪৬ সালে ।

    প্রশ্ন : পৃথিবীর মোট আয়তনের বনভূমি দ্বারা আবৃত
    উত্তর : ৩১ শতাংশ

    প্রশ্ন : সবচেয়ে ছোটো পাখির নাম
    উত্তর : হামিংবার্ড।

    প্রশ্ন : গোবি মরুভূমি অবস্থিত
    উত্তর : মঙ্গোলিয়ায়।

    প্রশ্ন : টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী
    উত্তর : ব্রায়ান লারা (৪০০ ন.আ.)।

    প্রশ্ন : ডেনমার্কের আইনসভার নাম
    উত্তর : ফোকেটিং।

    প্রশ্ন : পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ
    উত্তর : আফ্রিকা।

    প্রশ্ন : যে আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়
    উত্তর : জাতিসংঘ।

    সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

    প্রশ্ন : কামাল আতাতুর্ক যে দেশের নেতা ছিলেন
    উত্তর : তুরস্ক।

    প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম সবুজ বনাঞ্চল
    উত্তর : আমাজান।

    প্রশ্ন : বিশ্বে মত্স্য উৎপাদনে শীর্ষ দেশ
    উত্তর : চীন (দ্বিতীয়-ভারত)।

    প্রশ্ন : ‘ধবলগিরি’ পর্বত যে দেশে অবস্থিত
    উত্তর : নেপাল।

    প্রশ্ন : UNICEF- এর বর্তমান সম্পূর্ণ নাম
    উত্তর : United Nations Children’s Fund.

    প্রশ্ন : আফগানিস্তানের প্রধান ভাষা
    উত্তর : পশতু।

    প্রশ্ন : নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়
    উত্তর : প্রতি বছরের ১০ ডিসেম্বর (আলফ্রেড নোবেলের মৃত্যু দিবস)।

    প্রশ্ন : ‘মাই লাইফ’ গ্রন্থের রচয়িতা
    উত্তর : বিল ক্লিনটন।

    প্রশ্ন : এশিয়া ও ইউরোপ মহাদেশকে পৃথক করেছে যে প্রণালি
    উত্তর : বসফরাস প্রণালি।

    প্রশ্ন : আমলাতন্ত্রের প্রবক্তা
    উত্তর : ম্যাক্স ওয়েবার।

    প্রশ্ন : ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলে
    উত্তর : হোয়াইট হল।

    প্রশ্ন : সকাল বেলার শান্তি বলা হয়
    উত্তর : কোরিয়াকে।

    প্রশ্ন : সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা বড়
    উত্তর : ১.৩ মিলিয়ন গুণ।

    প্রশ্ন : ধরিত্রী সম্মেলন যে শহরে অনুষ্ঠিত হয়
    উত্তর : রিও ডি জেনেরিও।

    প্রশ্ন : আয়তনে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ
    উত্তর : সৌদি আরব।

  • আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

    প্রশ্ন : সম্প্রতি সময়ে সুয়েজ খালে আটকে পড়া জাহাজের নাম
    উত্তর : এভার গিভেন।

    এই বিভাগের আরো পোস্ট :

    প্রশ্ন : রােমান সভ্যতার বড় অবদান ছিল
    উত্তর : আইনের ক্ষেত্রে।

    প্রশ্ন : আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ
    উত্তর : চীন।

    প্রশ্ন : আফগানিস্তানের শেষ রাজা বা বাদশাহ
    উত্তর : জহির শাহ।

    প্রশ্ন : মালয়েশিয়া যে দেশের উপনিবেশ ছিল
    উত্তর : ব্রিটেন।

    প্রশ্ন : জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয়
    উত্তর : ৫ আগস্ট ২০১৯ সালে।

    প্রশ্ন : আলজেরিয়ার রাজধানীর নাম
    উত্তর : আলজিয়ার্স।

    প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণি
    উত্তর : আন্দিজ পর্বতমালা ।

    প্রশ্ন : জাতিসংঘের মূল অঙ্গসংস্থা
    উত্তর : ৬টি।

    প্রশ্ন : “জিব্রাল্টার প্রণালি’ যে দুটো দেশকে পৃথক করেছে
    উত্তর : মরক্কো ও স্পেন।

    প্রশ্ন : আমাদের উপমহাদেশের যে বিজ্ঞানী প্রথম নােবেল পুরস্কার পেয়েছেন
    উত্তর : সিভি রমন।

    প্রশ্ন : আকান যে দেশের ভাষা
    উত্তর : ঘানা।

    প্রশ্ন : ইন্ডিয়া হাউজ যে দেশে অবস্থিত
    উত্তর : লন্ডন।

    আন্তর্জাতিক বিষয়াবলি থেকে আরো কিছু সাধারণ জ্ঞান

    প্রশ্ন : ‘IMF এর পূর্ণ রূপ
    উত্তর : International Monetary Fund.

    প্রশ্ন : উজবেকিস্তানের মুদ্রার নাম
    উত্তর : সােম।

    প্রশ্ন : ওআইসি প্রতিষ্ঠিত হয়
    উত্তর : ১৯৬৯ সালে।

    প্রশ্ন : অলিম্পিক মিউজিয়াম অবস্থিত
    উত্তর : সুইজারল্যান্ডে।

    প্রশ্ন : “সিদ্ধার্থ’ গ্রন্থের রচয়িতা
    উত্তর : হারমাস হেস।

    প্রশ্ন : প্রথম এটম বােমা ফাটানাে হয়
    উত্তর : ১৯৪৫ সালে।

    প্রশ্ন : ‘আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয়
    উত্তর : ১৬ সেপ্টেম্বর।

    প্রশ্ন : মহাকাশযাত্রীদেরকে বলা হয়
    উত্তর : Cosmonauts.

    প্রশ্ন : মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস
    উত্তর : ৪ জুলাই।

    প্রশ্ন : মাওরি যে দেশের অধিবাসী
    উত্তর : নিউজিল্যান্ড।

    প্রশ্ন : ইউনিটা যে দেশের গেরিলা সংগঠন
    উত্তর : এঙ্গোলা।

    প্রশ্ন : প্রাকৃতিক গ্যাসের উৎপত্তি হয়
    উত্তর : জীবাশ্ম থেকে।

    প্রশ্ন : ‘আরবের নাইটিঙ্গেল’ বলা হয়
    উত্তর : উম্মে কুলসুমকে।

    প্রশ্ন : যুক্তরাজ্য হংকংকে চীনের কাছে হস্তান্তর করে
    উত্তর : ১৯৯৭ সালে।

    প্রশ্ন : আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা
    উত্তর : ম্যাক্স ওয়েবার।

    প্রশ্ন : কিয়ােটো চুক্তির মূল বিষয়
    উত্তর : উষ্ণতা হ্রাস।

    প্রশ্ন : ‘মেসােপটেমিয়া যে দেশের পূর্বনাম
    উত্তর : ইরাক।

    প্রশ্ন : মিশর ও ইসরায়েলের মধ্যে ১৯৭৮ সালে যে চুক্তি সম্পাদিত হয়
    উত্তর : ক্যাম্প ডেভিড চুক্তি।

    প্রশ্ন : ফক্স নিউজ চ্যানেলটি
    উত্তর : যুক্তরাষ্ট্রভিত্তিক।

    প্রশ্ন : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদর দপ্তর অবস্থিত
    উত্তর : রােম।

    প্রশ্ন : ‘আচেহ’ প্রদেশটি যে দেশের অংশ
    উত্তর : ইন্দোনেশিয়া ।

    প্রশ্ন : প্রথম ‘চাকা’ এর ব্যবহার প্রচলন হয়
    উত্তর : সুমেরীয় সভ্যতায়।

    প্রশ্ন : ‘আকিয়াব’ সমুদ্রবন্দর অবস্থিত
    উত্তর : মিয়ানমারে ।

    প্রশ্ন : পৃথিবীর নিমজ্জমান নগরী নামে পরিচিত
    উত্তর : ভেনিস।

  • আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

    প্রশ্ন : কসােভাের নতুন নির্বাচিত প্রেসিডেন্টের নাম
    উত্তর : ভিজোসা ওসমানি।

    এই বিভাগের আরো পোস্ট :

    প্রশ্ন : মহাকাশে প্রথম নারী পর্যটকের নাম
    উত্তর : আনুশেহ আনসারি ।

    প্রশ্ন : প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে
    উত্তর : রাশিয়া।

    প্রশ্ন : সবুজ গ্রহ’ বলা হয়
    উত্তর : ইউরেনাসকে।

    প্রশ্ন : আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয়
    উত্তর : ১ লা জুন।

    প্রশ্ন : সার্ক জ্বালানি কেন্দ্র স্থাপিত
    উত্তর : পাকিস্তানে।

    প্রশ্ন : জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রথম গঠিত হয়
    উত্তর : ১৯৪৮।

    প্রশ্ন : ওজোন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে
    উত্তর : ক্লোরিন গ্যাস।

    প্রশ্ন : ‘পিং পং’ এর অর্থ হচ্ছে
    উত্তর : টেবিল টেনিস।

    প্রশ্ন : ওপেকভুক্ত অ-আরব মুসলিম দেশ
    উত্তর : ইরান।

    প্রশ্ন : ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা
    উত্তর : থিওডাের হার্জেল।

    প্রশ্ন : The Asian Drama’-গ্রন্থের লেখক
    উত্তর : গুনার মিরডাল।

    প্রশ্ন : ন্যায়পাল প্রতিষ্ঠানটির উদ্ভব হয়
    উত্তর : সুইডেনে।

    আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

    প্রশ্ন : মহামন্দা মােকাবিলার জন্য যে মার্কিন প্রেসিডেন্ট “নিউ ডিল’ ব্যবস্থা প্রবর্তন করেন
    উত্তর : ফ্রাঙ্কলিন রুজভেল্ট।

    প্রশ্ন : জুলু উপজাতি বাস করে
    উত্তর : দক্ষিণ আফ্রিকায়।

    প্রশ্ন : মানবাধিকার চুক্তি স্বাক্ষরিত ও স্বীকৃত হয়েছিল
    উত্তর : ১৯৪৮ সালে।

    প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল
    উত্তর : কমেকন।

    প্রশ্ন : লােহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে
    উত্তর : আফ্রিকা ও এশিয়া মহাদেশকে।

    প্রশ্ন : কারবালা শহরটি অবস্থিত
    উত্তর : ইরাকের ফোরাত নদীর তীরে।

    প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম
    উত্তর : জুলু।

    প্রশ্ন : ‘U-Boats’ মিসাইল যে দেশের নৌবাহিনীর অন্তর্ভুক্ত ছিল
    উত্তর : জার্মানি (প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করে)।

    প্রশ্ন : নিউইয়র্কের টুইন টাওয়ারের ধ্বংসস্তুপ অঞ্চলটি এখন যে নামে পরিচিত
    উত্তর : গ্রাউন্ড জিরাে ।

    প্রশ্ন : নেপালের রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে
    উত্তর : ২০০৮ সালে।

    প্রশ্ন : বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়
    উত্তর : ২২ এপ্রিল।

    প্রশ্ন : এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়
    উত্তর : ম্যানিলা।

    প্রশ্ন : ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বাধনী খেলা অনুষ্ঠিত হয়েছিল
    উত্তর : লর্ডস, ইংল্যান্ড।

    প্রশ্ন : ইউরােপের সবচেয়ে কম ঘসতিপূর্ণ দেশ
    উত্তর : আইসল্যান্ড।

    প্রশ্ন : জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের
    উত্তর : ৮ম দেশ।

    প্রশ্ন : জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত
    উত্তর : জাপানে।

    প্রশ্ন : দক্ষিণ এশিয়ার শিক্ষার হার সর্বোচ্চ
    উত্তর : মালদ্বীপে।

    প্রশ্ন : মার্কসবাদের প্রণেতা কার্ল মার্কসের জন্ম
    উত্তর : জার্মানি।

    প্রশ্ন : পৃথিবীর দীর্ঘতম নদী
    উত্তর : নীলনদ।

    প্রশ্ন : বিশ্বের উষ্ণতা রােধের জন্য স্বাক্ষরিত চুক্তি
    উত্তর : কিয়ােটো চুক্তি।

    প্রশ্ন : IPCC এর পূর্ণরূপ
    উত্তর : Intergovernmental Panel on Climate Change.

    প্রশ্ন : ‘সীমান্ত গান্ধী” নামে পরিচিত
    উত্তর : খান আবদুল গাফফার খান।

    প্রশ্ন : একদিনের ক্রিকেট শুরু হয়
    উত্তর : ৫ জানুয়ারি ১৯৭১।

  • ডিসেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস ও প্রতিপাদ্য বিষয়

    ডিসেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস ও প্রতিপাদ্য বিষয় নিয়ে নিচে আলোচনা করা হলো। এছাড়াও ডিসেম্বর মাসের সচেতনতা মাস ও গুরুত্বপূর্ণ সপ্তাহ নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।

    ডিসেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ

    ০১ ডিসেম্বরবিশ্ব এইডস দিবস। প্রতিপাদ্য- সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারি হবে শেষ।
    ০১ ডিসেম্বরমুক্তিযােদ্ধা দিবস
    ০২ ডিসেম্বরআন্তর্জাতিক দাসতৃবিলােপ দিবস। প্রতিপাদ্য- দাসত্ব বর্ণবাদের উত্তরাধিকার বিলােপ বৈশ্বিক
    ন্যায়বিচারের জন্য বাধ্যতামূলক
    ০৩ ডিসেম্বর৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস। প্রতিপাদ্য— কোভিড়ােত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ।
    ০৪ ডিসেম্বরজাতীয় বস্ত্র দিবস। প্রতিপাদ্য- বস্ত্রখাতের বিশ্বায়ন: বাংলাদেশের উন্নয়ন।
    ০৪ ডিসেম্বরআন্তর্জাতিক ব্যাংক দিবস
    ০৫ ডিসেম্বরবিশ্ব মৃত্তিকা দিবস। প্রতিপাদ্য- লবণাক্ততা রােধ করি, মাটির উৎপাদনশীলতা বৃদ্ধি করি।
    ০৫ ডিসেম্বরআন্তর্জাতিক নিনজা দিবস।
    ০৫ ডিসেম্বরআন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। প্রতিপাদ্য- Volunteer now for our common future
    ০৭ ডিসেম্বরআন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস। প্রতিপাদ্য- Advancing Innovation for
    Global Aviation Development

    আরো পড়ুন : নভেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ

    এই বিভাগের আরো পোস্ট :

    ০৯ ডিসেম্বরবেগম রােকেয়া দিবস।
    ০৯ ডিসেম্বরআন্তর্জাতিক দুর্নীতিবিরােধী দিবস। প্রতিপাদ্য– আপনার অধিকার, আপনার দায়িত্ব : দুর্নীতিকে না বলুন।
    ০৯ ডিসেম্বরআন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরােধ দিবস।
    ১০ ডিসেম্বরজাতীয় ভ্যাট দিবস। প্রতিপাদ্য- অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন।
    ১০ ডিসেম্বরবিশ্ব মানবাধিকার দিবস। প্রতিপাদ্য— বৈষম্য ঘােচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও।
    ১১ ডিসেম্বরআন্তর্জাতিক পর্বত দিবস। প্রতিপাদ্য— টেকসই পর্বত পর্যটন।
    ১২ ডিসেম্বর৫ম ডিজিটাল বাংলাদেশ দিস। প্রতিপাদ্য- ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ।
    ১২ ডিসেম্বরআন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস। প্রতিপাদ্য—কাউকে বাদ রেখে সবার স্বাস্থ্য সুরক্ষায় বিনিয়ােগ করা।
    ১২ ডিসেম্বরআন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস।
    ১৪ ডিসেম্বরশহীদ বুদ্ধিজীবী দিবস।

    আরো পড়ুন : বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (AD) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

    ১৬ ডিসেম্বরমহান বিজয় দিবস।
    ১৮ ডিসেম্বরবাংলাদেশ সুপ্রীম কোর্ট দিবস।
    ১৮ ডিসেম্বরআন্তর্জাতিক অভিবাসী দিবস। প্রতিপাদ্য— শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবাে মর্যাদা ও নৈতিকতা।
    ১৮ ডিসেম্বরআরবি ভাষা দিবস।
    ১৯ ডিসেম্বরবাংলা ব্লগ দিবস।
    ২০ ডিসেম্বরবর্ডার গার্ড বাংলাদেশ (BGB) দিবস।
    ২০ ডিসেম্বরআন্তর্জাতিক মানবিক সংহতি দিবস। প্রতিপাদ্য—Cultural equality, Social justice (প্রতিপাদ্য প্রতি বছর একই থাকে)।
    ২৭ ডিসেম্বরআন্তর্জাতিক মহামারি প্রস্তুতি দিবস (২০২০ সালে প্রথমবারের মতাে পালিত হয়)।

    সপ্তাহ

    • ১০-১৫ ডিসেম্বর : ভ্যাট সপ্তাহ ২০২১।
    • ১১-১৪ ডিসেম্বর : ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানাে হয়।
    • ১৯-২০ ডিসেম্বর : বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) দিবস।

    সম্মেলন-বৈঠক

    ইন্টারপােল সম্মেলন

    • আয়ােজন : ৮৯তম।
    • সময়কাল : ২৩-২৫ নভেম্বর ২০২১
    • স্থান : তুরস্ক।

    ফোবানা সম্মেলন

    • আয়ােজন : ৩৫তম।
    • আয়ােজক : ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসােসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (FOBANA)
    • সময়কাল : ২৬-২৮ নভেম্বর ২০১১।
    • স্থান : গ্যালর্ড ন্যাশনাল রিসাের্ট অ্যান্ড কনভেনশন সেন্টার, মেরিল্যান্ড; যুক্তরাষ্ট্র।
    • ৩৬তম ROBANA সম্মেলন ২০২২ সালে অনুষ্ঠিত হবে ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগােতে। আর ২০২৩ সালে ৩৭তম সম্মেলন অনুষ্ঠিত হবে টেক্সাস রাজ্যের ডালাসে।

    বিশ্ব শান্তি সম্মেলন

    • সময়কাল : ৪-৫ ডিসেম্বর ২০২১
    • স্থান : ঢাকা, বাংলাদেশ।
    • অংশগ্রহণকারী দেশ : ৫০টি
    • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বিশেষ আয়ােজন।

    ASEM শীর্ষ সম্মেলন

    • ASEM-Asia-Europe Meeting
    • আয়ােজন : ১৩তম
    • সময়কাল : ২৫-২৬ নভেম্বর ২০২১
    • স্থান : নমপেন, কম্বােডিয়া

    মেলা-উৎসব

    ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপাে

    • সময়কাল’: ২৭-৩১ অক্টোবর ২০২১
    • স্থান : পাের্তো, পর্তুগাল।
    • অংশগ্রহণকারী দেশ : ১০২টি।
    • বিশ্বের অন্যতম বৃহৎ এ সংগীত সম্মেলনে বাংলাদেশ থেকে প্রথমবারের মতাে অংশ নেয় চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি।

    সাহিত্য-সংস্কৃতি

    উপাখ্যান : বাংলাদেশের ইতিহাস। এবং রাজনৈতিক ধারাবাহিকতায় নতুন প্রজন্মের চিন্তা-ভাবনা, ধ্যান-ধারণা, জীবনবােধ ও রাজনীতির সমন্বয়ে রচিত গ্রন্থ। লেখক রাশেক রহমান। মােড়ক উন্মোচন ২ ডিসেম্বর ২০২১।

    বঙ্গবন্ধুর বিজ্ঞান ভাবনা ও বাংলাদেশ : বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (BCSIR) প্রকাশিত স্মারক গ্রন্থ। মােড়ক উন্মোচন ১৩ ডিসেম্বর ২০২১। গ্রন্থে প্রধানমন্ত্রীসহ দেশের খ্যাতিমান ৫৯. বিজ্ঞানী, গবেষক, শিল্পী, কবি ও শিক্ষাবিদের প্রবন্ধ সন্নিবেশ করা হয়।

    নেতা মােদের শেখ মুজিব : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সম্পাদিত গবেষণাধর্মী গ্রন্থ। মােড়ক উন্মোচন ৭ ডিসেম্বর ২০১১। ৫১৬ পৃষ্ঠার এ গ্রন্থের পাণ্ডুলিপি পরিমার্জন ও সংশােধন করেন আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

  • বিসিএস পরীক্ষার জন্য আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ৩৫টি প্রশ্ন

    *১৯৩৪ সালে চৌধুরী রহমত আলী পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার করেন- Now or Never পুস্তিকায়।

    *চীনের রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন সান ইয়াৎ সেন।

    *বিশ্বে গড় আয়ুতে শীর্ষদেশ–জাপান।

    *সুশি ও সাশিমি হলাে—এক ধরনের খাবার।

    *চীনের শিনঝিয়াংয়ের গভর্নর হলেন— এরকিন তুনিয়াজ।

    *২০২১ সালের জার্মান নির্বাচনে সােশ্যাল ডেমােক্র্যাটিক পার্টির (SPD) প্রাপ্ত আসন সংখ্যা ২০৬টি।

    *‘বিট কয়েন সিটি’ নির্মাণের ঘােষণা দেয়— এল সালভাদর।

    *ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যসহ রাষ্ট্রপ্রধান—১৫টি দেশের।

    *WHO জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে—১০ জুলাই ১৯৪৮।

    *ভারতের প্রথম নারী মুখ্যমন্ত্রী— সুচেতা কৃপলানি।

    *ISAF’র পূর্ণরূপ— International Security Assistance Force

    *৪৯তম অক্ষরেখার মাধ্যমে সীমানা নির্ধারিত হয়েছে—যুক্তরাষ্ট্র ও কানাডার।

    *সাবেক মার্কিন প্রেসিডেন্ট রােনাল্ড রিগান কর্তৃক ঘােষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ (SDI)-এর জনপ্রিয় নাম— তারকা যুদ্ধ।

    *প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘােষণা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য ছিল— ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠন।

    *২০২১ সালে G20-এর ১৬তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়— রােম, ইতালি।

    *চীনা কমিউিনিস্ট পার্টির ১৯তম কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়— ৮-১১ নভেম্বর ২০১১।

    *ডেসমন্ড টুটু যে দেশের বর্ণবাদ বিরােধী নেতা ছিলেন দক্ষিণ আফ্রিকা।

    *CPA’র পূর্ণরূপ— Commonwealth Parliamentary Association !

    *International Bank for Reconstruction and Development (IBRD) জাতিসংঘের বিশেষ সংস্থার সদস্যপদ লাভ করে—১৫ নভেম্বর ১৯৪৭।

    *ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অবস্থিত— লুজন দ্বীপে।

    *স্পাটলি দ্বীপপুঞ্জ নিয়ে বিরােধ রয়েছে – চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনের মধ্যে।

    *‘শিপকা’ গিরিপথটি অবস্থিত বুলগেরিয়ায়।

    *আর্মেনিয়ার উচ্চভূমি থেকে উৎপত্তি হয়ে টাইগ্রিস নদীর পতিতস্থল— পারস্য উপসাগর।

    *বিতর্কিত কৃষি আইন বাতিল বিল ভারতের পার্লামেন্টের রাজ্যসভা ও লােকসভায় পাস হয়—২৯ নভেম্বর ২০১১।

    *নিউ ক্যালিডােনিয়া যে দেশের উপনিবেশ—ফ্রান্সের।

    *মিশর সুয়েজ খালের জাতীয়করণ করে—১৯৫৬ সালে (উদ্বোধন ১৮৬৯)।

    *শ্রীলংকার হাম্বানটোটা বন্দরটি ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে— চীনের নিকট।

    *গ্রিক শব্দ ‘হায়ারােগ্লিফিক’ এর অর্থ পবিত্র খােদাইকৃত লিপি।

    *International Union for Conservation of Nature (IUCN) এর কাজ হলাে বিশ্বব্যাপী—প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ কর।

    *৩২তমগ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়-– টোকিও, জাপান।

    *ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে প্রথম জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়—১৯৫০ সালে।

    *Indian Space Research Organization (ISRO) যে দেশের মহাকাশ বিষয়ক সংস্থা— ভারত।