Category: সাধারণ বিজ্ঞান

General Science

  • কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী গুস্তাভাে পেত্রো

    কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ব্যবসায়ী রােডলফো হার্নান্ডেজকে হারিয়েছেন বামপন্থী সাবেক গেরিলা নেতা গুস্তাভাে পেত্রো। ১৯ জুন ২০২২ প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভােটের ঘােষিত ফলাফলে পেত্রো সাত লাখ ভােটের ব্যবধানে হার্নান্দেজকে পরাজিত করে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।

    তাঁর রানিংমেট ফ্রান্স মার্কেজ হচ্ছেন কলম্বিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট। ৬২ বছর বয়সী বামপন্থী পেত্রো একটি সংস্কার কর্মসূচিকে সামনে রেখে ভােটে লড়েছিলেন।

    এই বিভাগের আরো পোস্ট :

    তিনি সাবেক এম ১৯ আরবান রেবেল গােষ্ঠীর সদস্য ছিলেন। প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিম অংশে অবস্থিত একটি রাষ্ট্র কলম্বিয়া। দেশটির আয়তন ১১ লাখ ৪১ হাজার ৭৪৮ বর্গকিলােমিটার। বােগােটা কলম্বিয়ার বৃহত্তম শহর এবং দেশটির রাজধানী। কলম্বিয়ার সরকারি ভাষা স্প্যানিশ।

  • অনাস্থা ভােটে জিতলেন বরিস জনসন

    করােনা বিধিনিষেধ উপেক্ষা করে সরকারি বাসভবনে একাধিক পার্টির আয়ােজন করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ব্যাপক সমালােচনার মুখে পড়েন এবং এ জন্য তিনি ক্ষমাও চেয়েছিলেন। এ ছাড়া বরিস জনসন প্রথম কোনাে ব্রিটিশ নেতা, যাঁকে আইন ভাঙার জন্য ৫০ পাউন্ড জরিমানা দিতে হয়েছে।

    ‘পার্টিগেট কেলেঙ্কারি’ নামে পরিচিতি পাওয়া সেই ঘটনা পিছু ছাড়েনি বরিসের। এ জন্য গত ৬ জুন ২০২২ দলীয় পার্লামেন্ট সদস্যদের অনাস্থা ভােটের মুখে পড়ে বরিসের নেতৃত্ব। গােপন ভােটে কনজারভেটিভ পার্টির ৩৫৯ এমপির মধ্যে ২১১ জনের ভােট পান বরিস জনসন।

    এই বিভাগের আরো পোস্ট :

    অনাস্থা ভােটে জিতলেও এই ফলাফল তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে খর্ব করেছে। অর্থাৎ দলের ১৪৮ এমপির সমর্থন তিনি হারিয়েছেন। বরিস জনসন আগামী দিনে আরও চাপে পড়বেন বলে বিশ্লেষকেরা মনে করছেন।

    তাঁদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইউরােপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট-পরবর্তী মতানৈক্য ও দেশে বাড়তে থাকা মূল্যস্ফীতি সরকারের ওপর ধারাবাহিকভাবে চাপ সৃষ্টি করে যাচ্ছে।

  • ফ্রান্সের আইনসভার নিয়ন্ত্রণ হারালেন প্রেসিডেন্ট মাখোঁ

    প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার দুই মাসের কম সময়ের মধ্যে ফ্রান্সের জাতীয় আইনসভার নিয়ন্ত্রণ হারালেন এমানুয়েল মাখো। গত ১৯ জুন ২০২২ অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভােটে তার ক্ষমতাসীন জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে।

    ফ্রান্সের ৫৭৭ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়ােজন ২৮৯ আসন। কিন্তু মাখোর মধ্যপন্থী জোট এনসেম্বলে পেয়েছে ২৪৫টি আসন। বামপন্থী ও গ্রিনদের নিয়ে গঠিত তাঁর নিউ ইকোলজিক্যাল অ্যান্ড সােশ্যাল পপুলার ইউনিয়ন (এনইউপিইএস) জোট পেয়েছে ১৩১ আসন।

    এই বিভাগের আরো পোস্ট :

    অন্য বামপন্থী দলগুলাে পেয়েছে ২২ আসন। কট্টর ডানপন্থী মেরিন ল পেনের নেতৃত্বাধীন জোট ন্যাশনাল র্যালি পেয়েছে ৮৯টি আসন। ডানপন্থী রিপাবলিকানস (ইউডিআই) পেয়েছে ৬৪ আসন। বিশ্লেষকেরা বলছেন, মাখোর জোটের সামনে দুটি পথ খােলা। অন্যদের। জোটে ভিড়িয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা অথবা সংখ্যালঘু সরকার চালিয়ে যাওয়া।

  • স্বাধীনতার প্রশ্নে আবার গণভােটের প্রস্তাব স্কটল্যান্ডে

    যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য আবারও গণভােটের জন্য চেষ্টা চালানাের কথা ঘােষণা করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্কার্জন। স্কটল্যান্ডে এর আগে ২০১৪ সালেও স্বাধীনতার প্রশ্নে গণভােট হয়েছিল, তবে সেই গণভােটে ৫১-৪৯ শতাংশ ভােটে যুক্তরাজ্যের অখণ্ডতায় পক্ষ নিয়েছিলেন স্কটল্যান্ডের জনগণ।

    কিন্তু স্বাধীনতাপন্থী স্কটিশ ন্যাশনাল পার্টির নেতা নিকোলা স্টার্জন যুক্তি দিচ্ছেন, যুক্তরাজ্য ইউরােপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে (ব্রেক্সিট) যাওয়ার পর | স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে সমর্থন আবার জোরালাে হয়ে উঠেছে। তিনি বলেন, যুক্তরাজ্য এখন এক বড় সংকটে আছে, তার মুদ্রার মান পড়ছে এবং ইউরােপীয় ইউনিয়নের বাইরে এ দেশের সম্ভাবনা তিনি দেখেন না।

    এই বিভাগের আরো পোস্ট :

    তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই গণভােটের প্রস্তাব স্কটিশ পার্লামেন্ট অনুমােদন করলেও এটি যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে সরকারের দিক থেকে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে। প্রসঙ্গত, স্বাধীন স্কটল্যান্ড তাদের সংসদ ভেঙে ব্রিটেনের অংশ হয়েছিল ১৭০৭ খ্রিষ্টাব্দে। যুক্তরাজ্যের কাছ থেকে ১৯৯৮ সালে স্বায়ত্তশাসন পায় স্কটল্যান্ড।

  • সিংহাসনে রানি এলিজাবেথের ৭০ বছর

    ২ জুন ২০২২ ব্রিটিশ রানি এলিজাবেথের সিংহাসনে আরােহণের ৭০ বছর পূর্তিতে প্লাটিনাম জুবিলি উদ্যাপন করছে যুক্তরাজ্যবাসী। ৬ ফেব্রুয়ারি ২০২২ রানি এলিজাবেথ শাসনের ৭০ বছর পূর্ণ হয়েছে। ২ জুন থেকে শুরু হওয়া এ রাজকীয় উৎসবের আয়ােজনে অত্যাধুনিক যুদ্ধবিমানের রঙিন মহড়া, রাজকীয় কামানের তােপধ্বনি ও ঐতিহ্যবাহী বর্ণিল সামরিক কুচকাওয়াজসহ নানা অনুষ্ঠান ও কর্মসূচি পালনের মধ্য দিয়ে ৬ জুন শেষ হয়।

    চার দিনের এ উৎসব ১১ কোটি ২০ লাখের বেশি ব্রিটিশ নাগরিক সরাসরি উপভােগ করেছেন। অনুষ্ঠানের শিরােনাম ছিল, ‘আ গ্যালপ থ্রো হিস্ট্রি’। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের জন্ম ২১ এপ্রিল ১৯২৬। এলিজাবেথের দাম্পত্যসঙ্গী হলেন প্রিন্স ফিলিপ, ডিউক অব এডিনবরা। বাবা ষষ্ঠ জর্জ ও মাতা এলিজাবেথ বউয়েস।

    এই বিভাগের আরো পোস্ট :

    ১৯৩৭ সালে এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জ ব্রিটেনের রাজার আসনে সমাসীনের সময় ব্রিটিশ রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী ছিলেন রাজকুমারী এলিজাবেথ। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি রাজা ষষ্ঠ জর্জ মারা যান। এর সঙ্গে সঙ্গেই রাজকুমারী এলিজাবেথ ব্রিটেনের রাজসিংহাসনে আরােহণ করেন।

    তখন তার বয়স ছিল ২৫ বছর। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি থেকে অদ্যাবধি রাজসিংহাসনে আসীন মহামান্য রানি এলিজাবেথ। ব্রিটেনের হাজার বছরের ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি, যিনি সমর্থ হলেন এ বিরল দীর্ঘতম সময়কে ছুঁয়ে দিতে। এর আগে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড রয়েছে রানি ভিক্টোরিয়ার।

    তিনি ১৮৩৭ থেকে ১৯০১ সাল পর্যন্ত ৬৪ বছর রাজত্ব করেন। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ বিশ্বের ১৬টি সার্বভৌম রাষ্ট্র, অর্থাৎ কমনওয়েলথ রাষ্ট্রগুলাের বর্তমান রানি ও রাষ্ট্রপ্রধান। কমনওয়েলথ প্রধান ছাড়াও তিনি ৫৪ সদস্যবিশিষ্ট কমনওয়েলথ অব নেশনসেরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

    দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের শাসনকর্তা এবং চার্চ অব ইংল্যান্ডেরও প্রধান। ১৯৪৫ সালে তিনি সামরিক বাহিনীতে প্রশিক্ষণের জন্য যােগদান করেন। দীর্ঘ ছয় দশকের পথচলা তাঁর জন্য খুব মসৃণ ছিল না। সব কিছুর পরও রানি হচ্ছেন ব্রিটিশ জাতির ঐক্য আর ঐতিহ্যের প্রতীক।

    একনজরে রানি এলিজাবেথ

    • জন্ম : ২১ এপ্রিল ১৯২৬।
    • পিতা : ষষ্ঠ জর্জ।
    • মাতা : এলিজাবেথ বউয়েস।
    • ক্ষমতায় আরােহণ : ১৯৫২ সালে বাবা কিং ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ২৫ বছর বয়সে।
    • শাসনকাল : ৭০ বছর (প্লাটিনাম জুবিলি) ব্রিটেনের ইতিহাসে দীর্ঘতম সময়।
    • প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানের শিরােনাম ছিল : আ গ্যালপ থ্রো হিষ্ট্রি।
    • রাষ্ট্রপ্রধান : বিশ্বের ১৬টি সার্বভৌম রাষ্ট্র, অর্থাৎকমনওয়েলথ রাষ্ট্রগুলাের রাষ্ট্রপ্রধান।
    • প্রধান হিসেবে দায়িত্ব পালন : ৫৪ সদস্যবিশিষ্ট কমনওয়েলথ অব নেশনসের প্রধান।

    বেশি সময় ধরে ব্রিটিশ রাজ্য শাসন করেছেন যারা

    • রানি দ্বিতীয় এলিজাবেথ
      ৬ ফেব্রুয়ারি ১৯৫২–বর্তমান।
    • রানি ভিক্টোরিয়া
      ৬৩ বছর ২১৬ দিন (১৮৩৭-১৯০১)
    • রাজা তৃতীয় জর্জ।
      ৫৯ বছর ৯৬ দিন (১৭৬০-১৮২০)
    • রাজা তৃতীয় হেনরি
      ৫৬ বছর ২৯ দিন (১২১৬-১২৭২)
  • অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠাতে যুক্তরাজ্যের অনুমােদন

    সাড়া জাগানাে ওয়েবসাইট উইকিলিকসের (WikiLeaks) প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়ান নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানাের অনুমতি দিয়েছে। যুক্তরাজ্য। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর ১৭ জুন ২০২২ এ তথ্য নিশ্চিত করেছে। অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানাে হলে, সেখানে গুপ্তচরবৃত্তির দায়ে তার ১৭৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

    প্রসঙ্গত, ২০১০ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক ও আফগানিস্তানের যুদ্ধসংক্রান্ত পাঁচ লাখ গােপন নথি ফাঁস করে উইকিলিকস। এ ছাড়া ইউরােপসহ বিশ্বের অনেক দেশের গুরুত্বপূর্ণ নেতাদের তথ্য ফাঁস করে উইকিলিকস। এতে যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের ওপর ক্ষুব্ধ হয়।

    এই বিভাগের আরো পোস্ট :

    লাখ লাখ গােপন নথি ফাঁস করার জন্য দেশটির আইন মন্ত্রণালয় অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের ১৮টি অভিযােগ আনে। গ্রেপ্তার এড়াতে সাত বছর ধরে ইকুয়েডরের লন্ডন দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নিয়ে ছিলেন অ্যাসাঞ্জ। সেখান থেকে ২০২০ সালের ১১ এপ্রিল তাঁকে গ্রেপ্তার। করে লন্ডন পুলিশ।

  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : বিশেষ দিনলিপি

    রুশ সেনারা গত ২৪ ফেব্রুয়ারি ভােরে ইউক্রেন আক্রমণ শুরু করেছিলেন। এর মধ্য দিয়ে কয়েক দশকের মধ্যে ইউরােপে সবচেয়ে খারাপ সংঘাতের সূচনা হয়। ইতিমধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ১০০ দিন পার করেছে। দেখে নেওয়া যাক ১০০ দিনের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ

    ২৬ ফেব্রুয়ারি : রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ পশ্চিমা দেশগুলাে নজিরবিহীন নিষেধাজ্ঞা দিতে শুরু করে। বিভিন্ন দেশে রাশিয়ার জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

    এই বিভাগের আরো পোস্ট :

    ২৭ ফেব্রুয়ারি : পুতিন তাঁর দেশের পারমাণবিক শক্তিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন এদিন। ইউক্রেন যুদ্ধে যাতে পশ্চিমারা না জড়ায়, তার সতর্কবার্তা হিসেবেই পুতিনের এ ঘােষণা।

    ২৮ ফেব্রুয়ারি : মস্কো ও কিয়েভের মধ্যে প্রথম শান্তি আলােচনা শুরু হয়। রাশিয়া ক্রিমিয়ায় তাদের পূর্ণ সার্বভৌমত্ব দাবি করে। এ ছাড়া ইউক্রেন কখনাে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যােগ দেবে না, এমন শর্ত দেয়। এদিকে ২৮ ফেব্রুয়ারি রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় ফিফা ও উয়েফা। ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযােগিতা থেকে বহিষ্কার করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরােপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

    মার্চ ৩ : ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খেরসন শহরটি দখল করে নেন রুশ সেনারা। ওই দিনই মারিউপােলে গােলা নিক্ষেপ শুরু করেন।

    মার্চ ১৬ : মারিউপােলের একটি থিয়েটারে বােমা হামলা চালান রুশ সেনারা। এতে সেখানে আশ্রয় নেওয়া কমপক্ষে ৩০০ ব্যক্তি নিহত হওয়ার দাবি করে কিয়েভ।

    এপ্রিল ২-৩ : প্রায় এক মাসের যুদ্ধের পর উত্তর ইউক্রেন থেকে সরে এসে দক্ষিণাঞ্চল জয়ের দিকে মনােনিবেশ করার ঘােষণা দেয় মস্কো। এপ্রিল ২ ও ৩ তারিখে বুচা শহরে গণকবর পাওয়ার দাবি করে কিয়েভ। মস্কোর পক্ষ থেকে যুদ্ধাপরাধের অভিযােগ অস্বীকার করা হয়।

    এপ্রিল ৮ : দনবাস অঞ্চল থেকে লােকজন সরিয়ে নিতে ক্রামাতােরস্কের একটি রেলস্টেশন ব্যবহার করা হচ্ছিল। সেখানে রুশ রকেট হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৫৭ জন নিহত হন।

    এপ্রিল ১৪ : ইউক্রেনের নেপচুন ক্ষেপণাস্ত্র রাশিয়ার নৌবাহিনীর গর্বের প্রতীক ক্ষেপণাস্ত্রবাহী মস্কোভা রণতরিতে আঘাত হানে। এতে কৃষ্ণসাগরে রণতরিটি ডুবে যায়। একে মস্কোর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হয়।

    মে ১১ : মার্কিন আইনপ্রণেতারা ইউক্রেনে সামরিক, অর্থনৈতিক ও মানবিক সাহায্য হিসেবে ৪০ বিলিয়ন মার্কিন ডলারের একটি সহায়তা কর্মসূচিতে সমর্থন দেন।

    মে ১৮ : সুইডেন, ফিনল্যান্ড পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্ত হওয়ার আবেদন জানায়।

    মে ২১ : মারিউপােল লড়াইয়ের সমাপ্তি ঘটে। রাশিয়া মারিউপােল শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে। সেখানকার আজভস্তাল ইস্পাত কারখানার নিচে লুকিয়ে থাকা ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করেন। প্রায় ২ হাজার ৫০০ সেনাকে বন্দী করে নিয়ে যায় রাশিয়া।

    মে ২৩ : ইউক্রেনের একটি আদালত ২১ বছর বয়সী এক রুশ সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার রায় দেন। ৬২ বছর বয়সী এক ইউক্রেনীয়কে গুলি করে হত্যা করায় ওই রুশ সেনার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

    মে ৩০ : ইইউ নেতারা নিষেধাজ্ঞার ষষ্ঠ ধাপের অংশ হিসেবে বেশির ভাগ রুশ তেল আমদানিতে আংশিক নিষেধাজ্ঞার বিষয়ে সম্মত হন।

    মে ৩১ : ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সেভেরােদোনেৎস্কের কিছু এলাকা দখলে নেয়। রুশ বাহিনী। শহরটি দখলে নেওয়া হলে লুহানস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে চলে যাবে। ইউক্রেনের শিল্পাঞ্চলের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত দনবাসের গুরুত্বপূর্ণ অঞ্চল লুহানস্ক।

  • খেরসন ও মারিউপােল শহরের বাসিন্দাদের পাসপাের্ট দিচ্ছে রাশিয়া

    ইউক্রেনে রাশিয়ার দখলে থাকা খেরসন ও মারিউপােল শহরের বাসিন্দাদের পাসপাের্ট দিচ্ছে রুশ সরকার। গত ১১ জুন ২০২২ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতাে খেরসনের ২৩ বাসিন্দার হাতে পাসপাের্ট তুলে দেওয়া হয়। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া।

    অভিযানের পর থেকে রাশিয়ার দখলে যাওয়া সব অঞ্চলে রুশ পাসপাের্ট দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছে ইউক্রেন। বিবিসি জানিয়েছে, ক্রিমিয়া ও রুশনিয়ন্ত্রিত লুহানস্ক ও দোনেৎস্কে রুবলের ব্যবহার শুরু করেছে মস্কো।

    এই বিভাগের আরো পোস্ট :

    প্রসঙ্গত, ইউক্রেনে রুশপন্থী সরকারের পতনের পর ২০১৪ সালে দেশটির ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয় রাশিয়া। একই বছর পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে ‘প্রজাতন্ত্র হিসেবে ঘােষণা করেন মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। এসব অঞ্চলের বাসিন্দাদেরও রুশ পাসপাের্ট দেওয়া শুরু করেছিল রাশিয়া।

  • রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার প্রভাব

    ২৪ ফেব্রুয়ারি ২০২২ শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নানামুখী নিষেধাজ্ঞায় পড়েছে রাশিয়া। দেশটি বলছে, অর্থনীতিতে এর প্রভাব যতটা পড়বে বলে আশঙ্কা করা হয়েছিল, ততটা পড়েনি।

    নিষেধাজ্ঞার বহর

    ২১ ফেব্রুয়ারি ২০২২ রাশিয়া ইউক্রেনের দনবাস অঞ্চলের লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে পরদিন ২২ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, কানাডাসহ পশ্চিমা দেশগুলাে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরােপ করতে থাকে। বর্তমানে রাশিয়ার ওপর ৮ হাজার ২২৫টি নিষেধাজ্ঞা রয়েছে। আমদানি-রপ্তানি, ঋণ প্রদান, লেনদেনব্যবস্থা সুইফট থেকে বাদ দেওয়াসহ নানা নিষেধাজ্ঞা ঝুলছে দেশটির ওপর বৈশ্বিক নিরাপত্তাঝুঁকি ও নিগ্ধোজ্ঞা নিয়ে কাজ করা কাষ্টেলামের হিসাবে সবচেয়ে বেশি ২হাজার ২৬টি নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

    এই বিভাগের আরো পোস্ট :

    রুবলের উল্লম্ফন

    নিষেধাজ্ঞার পরও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপে দেশটির মুদ্রা রুবল দুর্বল হওয়ার বদলে শক্তিশালী হয়েছে। জানুয়ারির পর থেকে মে পর্যন্ত ডলারের বিপরীতে রুবল ৪০ শতাংশ শক্তিশালী হয়েছে। জ্বালানি তেলের উচ্চমূল্য, রাশিয়া থেকে আমদানি পণ্যের মূল্য রুবলে পরিশােধের বাধ্যবাধকতা এর পেছনে বড় ভূমিকা রেখেছে।

    বেড়েছে মূল্যস্ফীতি

    জুনের হিসাবে এক বছর আগের তুলনায় রাশিয়ায় মূল্যস্ফীতি বা জীবনযাত্রার ব্যয় বেড়েছে ১৭ শতাংশ। তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলছে, যুদ্ধ ও নিৰ্ধোজ্ঞার কারণে যতটা মূল্যস্ফীতি হবে বলে ধারণা করা হয়েছে, প্রকৃতপক্ষে বছর শেষে তা আরও কম হবে। যে কারণে মূল্যস্ফীতির পূর্বাভাস ১৮ থেকে ২৩ শতাংশের বদলে ১৪ থেকে ১৭ শতাংশে নামিয়ে এনেছে তারা।

    প্রবৃদ্ধির পূর্বাভাসে পরিবর্তন

    ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী রাশিয়ায় এপ্রিলে জিডিপি প্রবৃদ্ধি কমেছে ৩ শতাংশ। মে মাসে দেশটির সরকার থেকে জানানাে হয়েছিল, চলতি বছর জিডিপি ৭ দশমিক ৮ শতাংশ কমতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ইনষ্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের পূর্বাভাস, বিদেশি বিনিয়ােগ ও শিল্পোৎপাদন কমায় জিডিপি কমবে ১৫ শতাংশ।

    আমদানি কমেছে অনেক

    যুদ্ধ ও নিষেধাজ্ঞায় বিনিয়ােগ ক্ষতিগ্রস্ত হওয়ায় ও শিল্পোৎপাদন কমায় রাশিয়ার আমদানি ব্যাপকভাবে কমেছে। রাশিয়ার বাণিজ্যিক ব্যাংক ওটক্রিতির তথ্য দিয়ে দ্য মস্কো টাইমস জানিয়েছে, এপ্রিলে ৫০০ কোটি থেকে ১ হাজার কোটি ডলারের পণ্য আমদানি করেছে দেশটি। যেখানে ফেব্রুয়ারিতে আমদানি হয়েছে ২ হাজার ৭৫০ কোটি ডলারের পণ্য। তবে সরকারের পক্ষ থেকে সর্বশেষ মাসের আমদানি, রপ্তানিবিষয়ক তথ্য প্রকাশ করা হয়নি।

    চাঙা জ্বালানি রপ্তানি

    দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অনুযায়ী, জ্বালানি রপ্তানি থেকে এখনাে দৈনিক ১০০ কোটি ডলার আয় করে চলেছে রাশিয়া। হেলসিংকিভিত্তিক দ্য সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিয়ার এয়ারের তথ্য অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন হামলার পর প্রথম ১০০ দিনে জ্বালানি রপ্তানি থেকে ৯৭ বিলিয়ন ডলার আয় করেছে মস্কো। এসঅ্যান্ডপি গ্লোবালের তথ্য অনুযায়ী, বছরের প্রথম পাঁচ মাসে দেশটির তেল রপ্তানি থেকে আয় ১২ শতাংশ বেড়েছে।

    গাড়ি বিক্রিতে ধাক্কা

    অ্যাসােসিয়েশন অব ইউরােপিয়ান বিজনেসের পরিসংখ্যান অনুযায়ী, চাহিদা কমে যাওয়া এবং কাঁচামালের সংকটের কারণে মে মাসে রাশিয়ার গাড়ি বিক্রি রেকর্ড ৮৩ শতাংশ কমেছে। রুশ পরিসংখ্যান দপ্তর রসস্ট্যাটের তথ্য অনুযায়ী, গাড়ির দাম ৫০ শতাংশ বেড়েছে। গাড়িশিল্পের ক্ষতি কাটাতে প্রণােদনার উদ্যোগ নিতে ১৬ জুন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন।

    আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করেন, রাশিয়ার প্রকৃত পরিস্থিতি কী, সেটি এখনাে পরিষ্কার নয়। দীর্ঘ মেয়াদে দেশটির অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়তে যাচ্ছে, তা জানতে অপেক্ষা করতে হবে।

  • ইউক্রেনকে ৯০০ কোটি ইউরাে সহায়তা দেবে ইউরােপীয় ইউনিয়ন

    গত ৩০ মে ২০২২ বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনকে ৯০০ কোটি ইউরাে জরুরি সহায়তা দেওয়ার ঘােষণা দেয় ইউরােপীয় ইউনিয়ন (ইইউ)।

    একই সঙ্গে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে কঠোর নিষেধাজ্ঞা আরােপের বিষয়েও একমত হন ইইউর নেতারা। এ ছাড়া ২৭ সদস্যের এ জোট জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ তারা রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি দুই-তৃতীয়াংশের বেশি কমিয়ে আনবে।

    এই বিভাগের আরো পোস্ট :

    ইউক্রেন যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ছয়বার রাশিয়ার ওপর নিষেদ্ধাজ্ঞা দেয় জোটটি। তবে সর্বশেষ নিষেধাজ্ঞার প্রস্তাবে শুরুতে আপত্তি জানিয়েছিল হাঙ্গেরি। কেননা ভূবেষ্টিত হাঙ্গেরি অনেকাংশে রুশ জ্বালানি তেলের ওপর নির্ভরশীল।