Category: সাধারণ বিজ্ঞান

General Science

  • যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টে প্রথম নারী কৃষ্ণাঙ্গ বিচারপতি জ্যাকসন

    ২৩ জুন ২০২২ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম নারী কৃষ্ণাঙ্গ বিচারপতি হিসেবে শপথ নেন কেতানজি ব্রাউন জ্যাকসন। দেশটির ২৩৩ বছরের ইতিহাসে প্রথম কোনাে কৃষ্ণাঙ্গ নারী সর্বোচ্চ আদালতের বিচারপতি হওয়ার রেকর্ড এটি। জ্যাকসন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ১১৬তম বিচারপতি।

    তিনি দায়িত্ব নেওয়ায় ৯ সদস্যের সুপ্রিম কোর্টে নারী বিচারপতি চারজন। অপর পাঁচজন পুরুষ বিচারপতির মধ্যে চারজন শ্বেতাঙ্গ ও একজন কৃষ্ণাঙ্গ। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতিরা উদারপন্থী ও রক্ষণশীল দুই দলে বিভক্ত।

    এই বিভাগের আরো পোস্ট :

    জ্যাকসন এমন সময় সুপ্রিম কোর্টে যােগ দিলেন, যখন সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিরা আদালতের রায়ের ক্ষেত্রে তাদের প্রভাব খাটাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে এখন ৬-৩ ব্যবধানে রক্ষণশীলেরা এগিয়ে আছেন।

  • ভারতের দিল্লিতে ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নতুন রাষ্ট্রদূত

    ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে পেশাদার কূটনীতিক মাে. মুস্তাফিজুর রহমানকে নিয়ােগ করেছে বাংলাদেশ সরকার।

    তিনি মুহম্মদ ইমরানের স্থলাভিষিক্ত হচ্ছেন। মুহম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়ােগ দিয়েছে সরকার। ১৪ জুলাই ২০২২ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বিজ্ঞপ্তিতে নিয়ােগের এ তথ্য প্রকাশ হয়।

  • ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

    ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন শাসক বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী। দ্রৌপদী মুর্মু। তিনিই ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। দ্রৌপদী ৬৪ দশমিক শূন্য ৩ শতাংশ ভােট পেয়েছেন।

    তাঁর পাওয়া ভােটমূল্য ৬ লাখ ৭০ হাজার। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী যশােবন্ত সিনহা পেয়েছেন প্রায় ৩৬ শতাংশ ভােট। তার পাওয়া ভােটমূল্য ৩ লাখ ৮০ হাজার।

    এই বিভাগের আরো পোস্ট :

    বিজেপি মনােনীত রাষ্ট্রপতি প্রার্থী মুর্মু সাঁওতাল সম্প্রদায়ের নারী। এর আগে তিনি ঝাড়খন্ড রাজ্যের গভর্নর ছিলেন। দ্রৌপদী মুর্মুর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিরােধীরা দাঁড় করায় ভারতের সাবেক অর্থমন্ত্রী ও বিজেপির একসময়ের শীর্ষ নেতা যশােবন্ত সিনহাকে। তাঁকে সমর্থন দেয় কংগ্রেসসহ ভারতের ৩৪টি বিরােধী দল।

  • আমিরের ছেলে শেখ আহমাদ হলেন কুয়েতের নতুন প্রধানমন্ত্রী

    ২৪ জুলাই ২০২২ কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হলেন দেশটির আমির শেখ নাওয়াফ আল-আহমেদের ছেলে অবসরপ্রাপ্ত জেনারেল শেখ আহমাদ আল-নওয়াফ আলআহমদ আল-সাবাহ।

    ১৯৫৬ সালে জন্মগ্রহণ করা নতুন প্রধানমন্ত্রী শেখ আহমেদ ষাটের দশকের শেষের দিকে পুলিশ বাহিনীতে কর্মজীবন শুরু করেন। তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন।

    এই বিভাগের আরো পোস্ট :

    তার বাবা আমির শেখ নওয়াফ আল-আহমেদ ২০২০ সালে ক্ষমতা গ্রহণের পর তাকে ন্যাশনাল গার্ডের উপপ্রধান নিযুক্ত করেন। পরবর্তীতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী নির্বাচিত হন

  • পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী

    দায়িত্ব গ্রহণের দেড় বছরের মাথায় ২১ জুলাই ২০২২ পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। এর আগে ১৫ জুলাই আস্থা ভােটে জেতার পর পদত্যাগের ঘােষণা দেন তিনি।

    কিন্তু সে সময় তার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাননি প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা। প্রসঙ্গত, ৭৪ বছর বয়সী দ্রাঘি ইতালিতে বেশ জনপ্রিয় একজন নেতা।

    এই বিভাগের আরো পোস্ট :

    ইউরােপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) প্রধান হিসেবে ইউরােজোন সংকট মােকাবিলার জন্য তাঁকে সুপার মারিও বলা হয়ে থাকে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি।

  • ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ

    ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলেন ইয়ার লাপিদ। প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

    নাফতালি বেনেট বিদ্যমান চুক্তি অনুসারে ৩০ জুন ২০২২ লাপিদকে প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করেন। ইসরায়েল গত তিন বছরের মধ্যে পঞ্চমবারের মতাে নতুন নির্বাচনের দিকে যাচ্ছে।

  • জুলাই মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস ও প্রতিপাদ্য

    জুলাই মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস ও প্রতিপাদ্য

    ১ জুলাইঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। (১০২ বছর পূর্ণ করল প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়)
    ২ জুলাইআন্তর্জাতিক সমবায় দিবস। (জুলাইয়ের প্রথম শনিবার)
    ২ জুলাইবিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস।
    ৩ জুলাইআন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগমুক্ত দিবস।
    ৪ জুলাইযুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। (যুক্তরাষ্ট্রের ২৪৬তম স্বাধীনতা দিবস উদ্যাপন)
    ১১ জুলাইবিশ্ব জনসংখ্যা দিবস পালিত।
    ১৪ জুলাইঐতিহাসিক বাস্তিল দিবস।
    ১৫ জুলাইবিশ্ব যুব দক্ষতা দিবস।
    ১৭ জুলাইআন্তর্জাতিক ন্যায়বিচার দিবস।
    ১৮ জুলাইনেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস।
    ২০ জুলাই বিশ্ব জাম্প দিবস।
    ২৩ জুলাইজাতীয় পাবলিক সার্ভিস দিবস।
    ২৮ জুলাইবিশ্ব হেপাটাইটিস দিবস।
    ২৮ জুলাইবিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস।
    ২৯ জুলাইবিশ্ব বাঘ দিবস।
    ৩০ জুলাইবিশ্ব মানব পাচারবিরােধী দিবস, বিশ্ব বন্ধুত্ব দিবস।
  • নিউইয়র্ক সিনেটে বাংলাদেশি অভিবাসী দিবস ঘােষণার প্রস্তাব গৃহীত

    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি নিউইয়র্কে বসবাস করেন। ২০২২ সালের ২৫ সেপ্টেম্বরকে বাংলাদেশি অভিবাসী দিবস ঘােষণার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার উচ্চকক্ষ সিনেট।

    ৩ জুন ২০২২ সিনেটে এ-সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবে নিউইয়র্কে বাংলাদেশি-মার্কিনদের অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বরকে বাংলাদেশি অভিবাসী দিবস ঘােষণার জন্য গভর্নর ক্যাথি হােচুলের প্রতি অনুরােধ জানানাে হয়।

  • চীনের হংকং শাসনের ২৫ বছর পূর্তি

    ১৯৯৭ সালের ১ জুলাই যুক্তরাজ্যের কাছ থেকে হংকংয়ের নিয়ন্ত্রণ পায় চীন। ১ জুলাই ২০২২ যুক্তরাজ্য থেকে চীনের কাছে হংকংয়ের নিয়ন্ত্রণ হস্তান্তরের ২৫তম বার্ষিকী পালিত হয়েছে।

    দিনটি উদ্যাপন উপলক্ষে ৩০ জুন ২০২২ হংকং সফরে যান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। হংকংয়ের আঞ্চলিক শাসক জন লির শপথ অনুষ্ঠানে যােগ দেন তিনি।

    এই বিভাগের আরো পোস্ট :

    এ সময় সি চিন পিং বলেন, হংকং শাসনের ক্ষেত্রে যে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি অনুসরণ করা হয়ে থাকে, তা বজায় থাকবে। এ ধরনের ভালাে ব্যবস্থা পাল্টানাের কোনাে কারণ নেই। এটি দীর্ঘ মেয়াদে বজায় রাখতে হবে।

    ১৯৯৭ সালের ১ জুলাই যুক্তরাজ্যের কাছ থেকে হংকংয়ের নিয়ন্ত্রণ পায় চীন। ১ জুলাই ২০২২ যুক্তরাজ্য থেকে চীনের কাছে হংকংয়ের নিয়ন্ত্রণ হস্তান্তরের ২৫তম বার্ষিকী পালিত হয়েছে।

    দিনটি উদ্যাপন উপলক্ষে ৩০ জুন ২০২২ হংকং সফরে যান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। হংকংয়ের আঞ্চলিক শাসক জন লির শপথ অনুষ্ঠানে যােগ দেন তিনি।

    এই বিভাগের আরো পোস্ট :

    এ সময় সি চিন পিং বলেন, হংকং শাসনের ক্ষেত্রে যে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি অনুসরণ করা হয়ে থাকে, তা বজায় থাকবে। এ ধরনের ভালাে ব্যবস্থা পাল্টানাের কোনাে কারণ নেই। এটি দীর্ঘ মেয়াদে বজায় রাখতে হবে।

  • ন্যাটো সম্মেলন ২০২২

    ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ বদলে যাওয়া এক পরিস্থিতিতে ২০২২ সালের ২৮ থেকে ৩০ জুন স্পেনের মাদ্রিদে তিন দিনব্যাপী বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সম্মেলনে ন্যাটোর স্ট্র্যাটেজিক কনসেপ্ট’ ঘােষণা করা হয়। ঘােষিত কনসেপ্ট অনুযায়ী, ন্যাটোর সেনাসংখ্যা। ৪০ হাজার থেকে বাড়িয়ে ৩ লাখ করার সিদ্ধান্ত হয়।

    এই বিভাগের আরো পোস্ট :

    এ ছাড়া বাল্টিক সাগর অঞ্চল ও পােল্যান্ডে ভারী অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ন্যাটো সম্মেলনে ইউক্রেন যুদ্ধ যত দিন চলবে, তত দিন তাকে সাহায্য করারও সিদ্ধান্ত নেওয়া হয়।

    সামরিক সাহায্যের পাশাপাশি চিকিৎসাসংক্রান্ত ও মানবিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে সামরিক জোটটি। ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারেও কিয়েভকে আশ্বাস দিয়েছে ন্যাটো।

    সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোয় যােগ দেওয়ার আহ্বান জানানাে হয়েছে। ফলে ন্যাটোর ৫ নম্বর ধারায় যুক্ত হবে দেশ দুটি। প্রসঙ্গত, প্রথমবারের মতাে অতিথি হিসেবে ন্যাটো সম্মেলনে যােগ দেয় জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ড।