Category: সাধারণ বিজ্ঞান

General Science

  • প্রশ্নোত্তরে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২

    প্রশ্নোত্তরে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।

    প্রশ্নোত্তরে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২

    প্রশ্ন : জনশুমারি পরিচালনা করে কোন সংস্থা?
    উত্তর : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে (BBS)।

    এই বিভাগের আরো পোস্ট :

    প্রশ্ন : জনশুমারি কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
    উত্তর : ১০ বছর।

    প্রশ্ন : জনশুমারি কবে অনুষ্ঠিত হয়?
    উত্তর : ১৫-২১ জুন ২০২২।

    প্রশ্ন : প্রাথমিক প্রতিবেদন কবে প্রকাশ করা হয়?
    উত্তর : ২৭ জুলাই ২০১২।

    প্রশ্ন : গণনাকৃত জনসংখ্যা কত?
    উত্তর : ১৬,৫১,৫৮,৬১৬ জন।

    প্রশ্ন : জনসংখ্যা বৃদ্ধির হার কত?
    উত্তর : ১.২২% ।

    প্রশ্ন : জনসংখ্যার ঘনত্ব কত?
    উত্তর : প্রতি বর্গকিলােমিটারে ১,১১৯ জন।

    প্রশ্ন : পুরুষ ও নারীর অনুপাত কত?
    উত্তর : ৯৮ ও ১০০।

    প্রশ্ন : দেশে সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব কত?
    উত্তর : ৭৪.৬৬%।

    প্রশ্ন : খানার সংখ্যা কত?
    উত্তর : ৪,১০,১০,০৫১ জন।

    প্রশ্ন : খানা প্রতি গড় সদস্য কত?
    উত্তর : ৪.০।

    প্রশ্ন : প্রতিবন্ধী জনসংখ্যা কত?
    উত্তর : ২৩,৬১,৬০৪ জন।

    প্রশ্ন : শহুরে জনসংখ্যা কত?
    উত্তর : ৫,২০,০৯,০৭২ জন।

    প্রশ্ন : পল্লী জনসংখ্যা কত?
    উত্তর : ১১,৩০,৬৩,৫৮৭ জন।

    প্রশ্ন : জনসংখ্যায় বৃহত্তম বিভাগ কোনটি?
    উত্তর : ঢাকা; ৪,৪২,১৫,১০৭ জন।

    প্রশ্ন : জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ কোনটি?
    উত্তর : বরিশাল; ৯১,০০,১০২ জন।

    প্রশ্ন : জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কোন বিভাগে?
    উত্তর : ঢাকা (১.৭৪%)।

    প্রশ্ন : জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে?
    উত্তর : বরিশাল (০.৭৯%)।

    প্রশ্ন : পুরুষ-নারীর অনুপাত সর্বাধিক কোন বিভাগে?
    উত্তর : ঢাকা; ১০৩.৪০ ও ১০০।

    প্রশ্ন : পুরুষ-নারীর অনুপাত সর্বনিম্ন কোন বিভাগে?
    উত্তর : চট্টগ্রাম; ৯৩.৩৮ ও ১০০।

    প্রশ্ন : কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব বেশি?
    উত্তর : ঢাকা (প্রতি বর্গকিমি ২,১৫৬ জন)।

    প্রশ্ন : কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব কম?
    উত্তর : বরিশাল (প্রতি বর্গকিমি ৬৮৮ জন)।

    প্রশ্ন : সাক্ষরতার হার সর্বাধিক কোন বিভাগে?
    উত্তর : ঢাকা; ৭৮.০৯%।

    প্রশ্ন : সাক্ষরতার হার সর্বনিম্ন কোন বিভাগে?
    উত্তর : ময়মনসিংহ ৬৭.০৯%।

    প্রশ্ন : জনসংখ্যায় বৃহত্তম জেলা কোনটি?
    উত্তর : ঢাকা; ১,৪৭,৩৪,০২৫ জন।

    প্রশ্ন : জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা কোনটি?
    উত্তর : বান্দরবান; ৪,৮১,১০৯ জন।

    প্রশ্ন : পুরুষ-নারীর অনুপাত সর্বাধিক কোন জেলায়?
    উত্তর : ঢাকা; ১১৫.৪৫ঃ ১০০।

    প্রশ্ন : পুরুষ-নারীর অনুপাত সর্বনিম্ন কোন জেলায়?
    উত্তর : ব্রাহ্মণবাড়িয়া; ৮৬.৯৯ঃ১০০।

    প্রশ্ন : কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব বেশি?
    উত্তর : ঢাকা (প্রতি বর্গকিমি ১০,০৬৭ জন)।

    প্রশ্ন : কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব কম?
    উত্তর : রাঙ্গামাটি (প্রতি বর্গকিমি ১০৬ জন)।

    প্রশ্ন : সাক্ষরতার হার সর্বাধিক কোন জেলায়?
    উত্তর : পিরােজপুর; ৮৫.৪১%।

    প্রশ্ন : সাক্ষরতার হার সর্বনিম্ন কোন জেলায়?
    উত্তর : জামালপুর; ৬১.৫৩ %।

    প্রশ্ন : জনসংখ্যায় বৃহত্তম সিটি কর্পোরেশন কোনটি?
    উত্তর : ঢাকা উত্তর; ৫৯,৭৯,৫৩৭ জন।

    প্রশ্ন : জনসংখ্যায় ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন কোনটি?
    উত্তর : বরিশাল; ৪,১৯,৫১ জন।

    প্রশ্ন : কোন সিটি কর্পোরেশনে জনসংখ্যার ঘনত্ব বেশি?
    উত্তর : ঢাকা দক্ষিণ (প্রতি বর্গকিমি ৩৯,৩৫৩ জন)।

    প্রশ্ন : কোন সিটি কর্পোরেশনে জনসংখ্যার ঘনত্ব কম?
    উত্তর : রংপুর (প্রতি বর্গকিমি ৩,৪৪৪ জন)।

    ক্ষুদ্রগােষ্ঠী

    প্রশ্ন : মােট ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর জনসংখ্যা কত?
    উত্তর : ১৬,৫০,১৫৯ জন।

    প্রশ্ন : ক্ষুদ্রনৃ-গােষ্ঠীর পুরুষ ও নারী জনসংখ্যা কত?
    উত্তর : পুরুষ ৮,২৪,৭৫১ জন ওনারী ৮,২৫,৪০৮ জন।

    প্রশ্ন : ক্ষুদ্র নৃ-গােষ্ঠী মােট জনসংখ্যার কত ভাগ?
    উত্তর : ০.৯৯%।

    প্রশ্ন : ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর সংখ্যা কতটি?
    উত্তর : ৫০টি।

    প্রশ্ন : ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর বসবাসে শীর্ষ বিভাগ কোনটি?
    উত্তর : চট্টগ্রাম; ৯,৯০,৮৬০ জন।

    প্রশ্ন : ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর বসবাসে সর্বনিম্ন বিভাগ কোনটি?
    উত্তর : বরিশাল; ৪,১৮১ জন।

    প্রশ্ন : ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর বসবাসে শীর্ষ জেলা কোনটি?
    উত্তর : রাঙ্গামাটি; ৩,৭২,৮৬৪ জন।

    প্রশ্ন : ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর বসবাসে সর্বনিম্ন জেলা কোনটি?
    উত্তর : লালমনিরহাট; ১১৮ জন।

    প্রশ্ন : কোন ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি?
    উত্তর : চাকমা; ৪,৮৩,২৯৯ জন।

    প্রশ্ন : কোন ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম?
    উত্তর : ভিল; ৯৫ জন।

  • সাংবিধানিক পদ বলতে কী বােঝায়? বাংলাদেশের ৫টি সাংবিধানিক পদের নাম।

    সাংবিধানিক পদ : যেসব পদের নিয়ােগ, কার্যকাল, কর্মের পরিধি প্রভৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকে, সেসব পদকে সাংবিধানিক পদ বলে। সাংবিধানিক পদ ৯টি।

    ৫টি সাংবিধানিক পদের নাম নিম্নে দেওয়া হলাে—রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার।

  • ভৌগােলিক নির্দেশক (জিআই) পণ্য কী? বর্তমানে বাংলাদেশে কয়টি জিআই পণ্য নিবন্ধিত, সেগুলাে কী কী?

    জিআই পণ্য : জিআই হলাে ভৌগােলিক নির্দেশক চিহ্ন, যা কোনাে পণ্যের একটি নির্দিষ্ট উৎপত্তিস্থলের কারণে এর খ্যাতি বা গুণাবলি নির্দেশ করতে ব্যবহৃত হয়। সাধারণত জিআইতে উৎপত্তিস্থলের নাম (শহর, অঞ্চল বা দেশ) অন্তর্ভুক্ত থাকে।

    জিআই বা GIএর পূর্ণরূপ Geographical Indication/ WIPO (World Intellectual Property Organization) হলাে জিআই পণ্যের স্বীকৃতিদানকারী প্রতিষ্ঠান।

    এই বিভাগের আরো পোস্ট :

    বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত জিআই পণ্য ১০টি। যেমন :

    • জামদানি
    • ইলিশ
    • চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম
    • বিজয়পুরের সাদা মাটি
    • দিনাজপুরের কাটারিভােগ
    • কালিজিরা
    • রংপুরের শতরঞ্জি
    • রাজশাহী সিল্ক
    • ঢাকাই মসলিন এবং
    • বাগদা চিংড়ি (সর্বশেষ)
  • বাংলাদেশে প্রথম কবে জনশুমারি হয়েছিল? ষষ্ঠ জনশুমারি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা।

    বাংলাদেশে ১৯৭৪ সালে প্রথম জনশুমারি (আগের আদমশুমারি) অনুষ্ঠিত হয়েছিল।

    ষষ্ঠ জনশুমারি : ষষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয়েছে ১৫-২১ জুন ২০২২ পর্যন্ত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে (বিবিএস) এই জনশুমারি পরিচালনা করেছে। প্রথমবারের মতাে ডিজিটাল পদ্ধতিতে হয়েছে এই জনশুমারি। আগের পাঁচটি জনশুমারির তথ্য খাতা-কলমে সংগ্রহ করা হয়েছিল।

    এ ছাড়া এবারই প্রথম বাংলাদেশে অবস্থানকারী বিদেশিদেরও শুমারির আওতায় আনা হয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদেরও তথ্য সংগ্রহ করা হয়েছে

  • তেলিয়াপাড়া বাংলাের সংক্ষিপ্ত বর্ণনা

    বুলেট আকৃতির স্মৃতিস্তম্ভ হবিগঞ্জের তেলিয়াপাড়া চাবাগান হবিগঞ্জ জেলা শহর থেকে ৩৫ কিলােমিটার দূরে অবস্থিত এই স্থান। জেলার মাধবপুর উপজেলার মধ্যে পড়েছে এটি। এই বাগানের বাংলােতেই অনুষ্ঠিত হয়েছিল ৪ এপ্রিল ১৯৭১ সালের ঐতিহাসিক বৈঠক।

    পুরাে দেশকে ১১টি সেক্টরে ভাগ করা, এস ফোর্স, কে ফোর্স ও জেড ফোর্স গঠন করা, স্বাধীনতাযুদ্ধের নকশা প্রণয়ন এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার শপথ, সম্মুখসমরের পাশাপাশি একটি রাজনৈতিক সরকার গঠনের ওপর গুরুত্বারােপ, মহান মুক্তিযুদ্ধের জন্য অতি গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তেলিয়াপাড়া চা-বাগানে।

  • টেকসই উন্নয়ন বা Sustainable Development কী? এর লক্ষ্যমাত্রা কয়টি?

    উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমেবর্তমান প্রজন্মের চাহিদা মেটানাের পাশাপাশি যাতে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানাের ক্ষেত্রে ঘাটতি বা বাধার কোনাে কারণ হয়ে না দাঁড়ায়, সেদিকে বিশেষভাবে লক্ষ রেখে পরিকল্পিত উন্নয়নই হলাে টেকসই উন্নয়ন বা Sustainable Development।

    টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) গৃহীত হয় ২৫ সেপ্টেম্বর ২০১৫। এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মােট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।

  • বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা

    বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ বাংলাদেশের দ্বিতীয় ভূস্থির যােগাযােগ ও সম্প্রচার উপগ্রহ। এই স্যাটেলাইটটি আবহাওয়া, নজরদারি বা নিরাপত্তাসংক্রান্ত কাজে ব্যবহৃত হবে।

    রাশিয়ার মহাকাশবিষয়ক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্লাভকসমসের সঙ্গে স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ বিষয়ে সহযােগিতা স্মারক সইয়ের মধ্য দিয়ে আর্থ অবজারভেটরি ক্যাটাগরির এই স্যাটেলাইটটির নির্মাণ পর্ব শুরু হয়েছে। ২০২৩ সালের মধ্যে দেশের দ্বিতীয় এই স্যাটেলাইট উৎক্ষেপণ ও ব্যবহার শুরু হবে।

  • জাতিসংঘে বঙ্গবন্ধুর প্রথমবারের মতাে বাংলায় ভাষণ

    ১৯৭৪ সালের ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্যদেশের মর্যাদা লাভ করে। এর মাত্র ৭ দিন পর ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দেন। এ উদ্দেশে বঙ্গবন্ধু ১৯৭৪ সালের ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে যান। জাতিসংঘে এটিই ছিল প্রথম বাংলায় ভাষণ।

    গত শতাব্দীর শুরুতে ১৯১৩ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নােবেল পুরস্কার পেয়ে বাংলা ভাষাকে সারা বিশ্বে পরিচয় করান। এর ছয় দশক পর বাঙালি জাতির মুক্তির মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে বাংলা ভাষাকে আবারও বিশ্বের কাছে তুলে ধরেন।

    এই বিভাগের আরো পোস্ট :

    বাংলায় দেওয়া বঙ্গবন্ধুর ভাষণের মাধ্যমেই জাতিসংঘের সদস্য পৃথিবীর সব দেশ আনুষ্ঠানিকভাবে জানতে পারে বাংলা ভাষার কথা, জানতে পারে বাংলাভাষী বাঙালি জাতির জন্য আছে একটি স্বাধীন-সার্বভৌম দেশ বাংলাদেশ। জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম বাংলায় ভাষণ স্মরণে ই-পােস্টার প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

    অন্যদিকে এই দিনকে স্মরণ করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য ২০১৯ সাল থেকে বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ হিসেবে পালন করে আসছে। ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণ প্রদানের ৪৭তম বার্ষিকী উদ্যাপিত হয়েছিল এবং ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর তাঁর সেই ভাষণ প্রদানের ৪৮তম বার্ষিকী উদ্যাপিত হবে। বাংলাকে বিশ্বমঞ্চে তুলে ধরার বিশেষ এই দিনকে বাংলাদেশ রাষ্ট্রের ও বিশ্বের বাংলাভাষী সব মানুষই বঙ্গবন্ধুকে বিশেষ শ্রদ্ধায় স্মরণ করবেন।

    প্রশ্নোত্তরে জাতিসংঘ ও বাংলাদেশ

    • জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশকে সদস্য হিসেবে গ্রহণ করে—১৭ সেপ্টেম্বর ১৯৭৪।
    • বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন—২৫ সেপ্টেম্বর ১৯৭৪।
    • বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন সংস্থাটির—২৯তম সাধারণ অধিবেশনে।
    • ১৯৭৮ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে দেওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের দিনটিকে
    • যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য কর্তৃপক্ষ বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’হিসেবে পালন করে আসছে—২০১৯ সাল থেকে।
    • ২৫ সেপ্টেম্বর ২০২২ বঙ্গবন্ধুর জাতিসংঘে ভাষণ প্রদানের—৪৮তম বার্ষিকী।
    • ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় দেওয়া সেই ইতিহাস সৃষ্টিকারী ভাষণের ইংরেজি অনুবাদ পাঠ করেছিলেন—ফারুক চৌধুরী (লন্ডনে বাংলাদেশের তকালীন ডেপুটি হাইকমিশনার)।
    • জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন—সৈয়দ আনােয়ারুল করিম।
    • জাতিসংঘ সাধারণ পরিষদে শেখ হাসিনা বাংলা ভাষায় প্রথম ভাষণ দেন—২৪ অক্টোবর ১৯৯৬ (৫১তম অধিবেশনে)।
    • ২০২১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সর্বশেষ ভাষণটি ছিল বাংলা ভাষায় তাঁর দেওয়া—১৮তম ভাষণ।
    • ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ক্ষমা ‘ প্রদর্শন করার কথা বলেছিলেন—১৯৫ জন যুদ্ধবন্দীর।

    জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভ

    ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হয়। এরপর বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠে বিশ্বের বিভিন্ন দেশের স্বীকৃতি ও জাতিসংঘের সদস্যপদ লাভ করা। ১৯৭২ সালে জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি পর্যবেক্ষক দল বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির লক্ষ্যে তৎপরতা চালায়।

    বাংলাদেশ ১৯৭২ সালের ৮ আগস্ট সদস্যপদের জন্য আবেদন পাঠায়। ১১ আগস্ট নিরাপত্তা পরিষদের বৈঠকে আবেদনটি পুনরায় বিবেচনার জন্য ২১ আগস্ট পর্যন্ত মুলতবি করতে সব সদস্যই সম্মত হয়। ২৩ আগস্ট বাংলাদেশকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য একটি প্রস্তাব নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হয়। কিন্তু চীনের ভেটো প্রয়ােগের কারণে পর পর দু বারই বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে ব্যর্থ হয়।

    ১৯৭৪ সালে জুনে বাংলাদেশ পুনরায় আবেদন করে। ১৯৭৪ সালের ১০ জুন নিরাপত্তা পরিষদে বাংলাদেশের সদস্য পদ লাভের প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলে প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের সুপারিশসহ সাধারণ পরিষদে পাঠানাে হয়। ১৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে।

    সেদিন গ্রানাডা ও গিনি বিসাউও জাতিসংঘের ১৩৭তম ও ১৩৮তম সদস্যপদ লাভ করে। ১৭ মে ১৯৭২ বাংলাদেশকে জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে প্রথম স্বাগত জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর পরপরই বাংলাদেশ জাতিসংঘের বেশিরভাগ বিশেষায়িত অঙ্গ সংস্থার সদস্যপদ লাভ করে।

  • বাংলাদেশ বিষয়াবলী থেকে সাম্প্রতিক গুরুত্বপূর্ন কিছু ঘটনা

    বাংলাদেশ বিষয়াবলী থেকে সাম্প্রতিক গুরুত্বপূর্ন কিছু ঘটনা নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। 

    জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের বাংলাদেশ সফর

    জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেত ১৪ থেকে ১৭ আগস্ট ২০২২ বাংলাদেশ সফর করেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে প্রথমবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কোনাে প্রধান ঢাকায় এলেন। মিশেল ব্যাশেলেত ছিলেন চিলির সাবেক নির্বাচিত প্রথম নারী প্রেসিডেন্ট। বাংলাদেশে সামাজিক ও অর্থনৈতিকভাবে অভূতপূর্ব উন্নতি করেছে এবং ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটার বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছেন ব্যাশেলেত। ১৬ আগস্ট ২০২২ কক্সবাজারের উখিয়ায় কুতুপালং এক্সটেনশন মধুরছড়া ক্যাম্প পরিদর্শনে গিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে প্রত্যাবাসন হবে বলে তিনি রােহিঙ্গাদের আশ্বাস দিয়েছেন।

    এই বিভাগের আরো পোস্ট :

    বাংলাদেশে প্রথম হীরা শনাক্তকারী ল্যাবের যাত্রা শুরু

    ১৩ আগস্ট ২০২২ বাংলাদেশে যাত্রা শুরু করল আন্তর্জাতিক হীরা শনাক্তকারী ল্যাব সলিটায়ার জ্যামােলজিক্যাল ল্যাবরেটরিজ লিমিটেড (এসজিএল)। এসজিএল আন্তর্জাতিক রত্ন পরীক্ষার একটি ল্যাব। এই স্বাধীন ল্যাবটি রত্ন বিক্রেতা ও ক্রেতাদের কাছে নির্ভরযােগ্য রত্ন গ্রেডিং প্রাপ্তি নিশ্চয়তার জন্য বিশ্বস্ত। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এসজিএল ব্রিটিশ-আমেরিকান হীরা সার্টিফিকেশন এবং প্রমাণীকরণ ল্যাবরেটরি নেটওয়ার্ক, যার সদর দপ্তর লন্ডন ও নিউইয়র্কে অবস্থিত।

    বৈশ্বিক তালিকায় তিন ধাপ এগিয়েছে চট্টগ্রাম বন্দর

    বাংলাদেশ থেকে দুটি বন্দর দিয়ে কনটেইনার পরিবহন হয়। এর মধ্যে চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হয় ৯৮ শতাংশ। মােংলা বন্দর দিয়ে পরিবহন হয় ২ শতাংশের কাছাকাছি। বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় তিন ধাপ এগিয়েছে চট্টগ্রাম বন্দর। চলতি বছর বিশ্বের ১০০ শীর্ষ বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দর এখন বিশ্বের ৬৪তম ব্যস্ততম বন্দর। ২০২১ সালে বন্দরগুলাের কনটেইনার পরিবহনের সংখ্যা হিসাব করে সেরা ১০০ বন্দরের তালিকা ১৮ আগস্ট ২০২২ প্রকাশ করেছে লন্ডনভিত্তিক শিপিং-বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরােনাে সংবাদমাধ্যম লয়েডস লিস্ট।

    পদ্মা সেতুতে রেললাইন বসানাের কাজ শুরু

    পদ্মা সেতুতে রেললাইন বসানাের কাজ শুরু হয়েছে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেললাইন বসানাের কার্যক্রম ২০ আগস্ট ২০২২ উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম। পদ্মা সেতু রেলসংযােগ প্রকল্প সরকারের ১০টি অগ্রাধিকার প্রকল্পের একটি। এই প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশাের পর্যন্ত ১৬৯ কিলােমিটারের নতুন রেললাইন নির্মাণ করা হবে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে। সময়মতাে বাস্তবায়নের জন্য প্রকল্পটিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি অংশ ঢাকা থেকে মাওয়া পর্যন্ত, দ্বিতীয় অংশ মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত এবং তৃতীয় অংশ ভাঙ্গা থেকে যশাের পর্যন্ত। জিটুজি পদ্ধতিতে এ প্রকল্পে অর্থায়ন করছে চীন।

    যুক্তরাজ্যের বাণিজ্যনীতির সুফল পাবে বাংলাদেশ

    ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বের হবে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম অনুযায়ী, এলডিসি থেকে উত্তরণের পর বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্য আমদানিতে শুল্কমুক্ত সুবিধা থাকবে না। তবে অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাজ্য ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম (ডিসিটিএস) নামে নতুন যে বাণিজ্যনীতি ১৬ আগস্ট ২০২২ ঘােষণা করেছে, তাতে এলডিসি থেকে বের হওয়ার পরও বাংলাদেশসহ বিশ্বের ৬৫টি উন্নয়নশীল দেশে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে । নতুন স্কিমটি ইউকে জেনারেলাইজড স্কিম অব প্রেফারেন্সেকে (জিএসপি) প্রতিস্থাপন করবে এবং ২০২৩ সালের প্রথম দিক থেকে কার্যকর হবে। যুক্তরাজ্য বর্তমানে বাংলাদেশের অন্যতম রপ্তানি বাজার। দুই দেশের মধ্যে বার্ষিক প্রায় চার বিলিয়ন ডলার বাণিজ্য হয়ে থাকে।

    রূপপুর বিদ্যুৎকেন্দ্রের চূড়ান্ত পর্যায়ে দ্বিতীয় ইউনিটের অভ্যন্তরীণ কনটেইনমেন্ট নির্মাণ

    রােসাটম প্রকৌশল বিভাগের অঙ্গ সংস্থা ট্রেস্টরােসমের অধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিঅ্যাক্টর ভবনের অভ্যন্তরীণ কনটেইনমেন্ট ডােমের কংক্রিট ঢালাইয়ের কাজ সম্প্রতি শুরু হয়েছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তাব্যবস্থায় অভ্যন্তরীণ নিরাপত্তা কনটেইনমেন্ট একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি রিঅ্যাক্টর কক্ষকে সুরক্ষা প্রদান করে এবং এর মধ্য দিয়েই বিভিন্ন পাইপলাইন প্রবেশ করে। এ ছাড়া অভ্যন্তরীণ কনটেইনমেন্টে স্থাপিত হয় পােলার ক্রেন, যা রিঅ্যাক্টরের সার্ভিসিংয়ের সময় ব্যবহৃত হয়ে থাকে।

    বাংলাদেশ এক চীন নীতিতে অটল

    যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলােসির ৩ আগস্ট ২০২২ তাইওয়ান সফর ঘিরে উত্তেজনার কারণে এক চীন নীতি’ বিশ্বরাজনীতিতে আবার আলােচনায় উঠে আসে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ৪ আগস্ট ২০২২ এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে এবং জাতিসংঘের সনদ ও সংলাপের মাধ্যমে সব পক্ষকে মতভেদ দূর করার আহ্বান জানায়। প্রসঙ্গত, ‘এক চীন’ নীতি বলতে তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে চীন।।

    বাংলাদেশ-তুরস্ক বাণিজ্য ফোরাম গঠন

    বাংলাদেশ-তুরস্ক বিজনেস ফোরাম (বিটিবিএফ) ৫ আগস্ট ২০২২ গঠিত হয়। দুই দেশের ব্যবসায়ী এবং ঢাকায় তুর্কি দূতাবাসের প্রচেষ্টায় বাংলাদেশের ১১টি ও তুরস্কের ৬টি কোম্পানি একত্র হয়ে এ ফোরাম গঠন করে। উদ্ভাবনী ব্র্যান্ডিং ও অংশীদারত্ব গড়ার মাধ্যমে বাংলাদেশ ও তুরস্ককে কাছাকাছি নিয়ে আসার জন্য একটি শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্ল্যাটফর্মে পরিণত হতে চায় সদ্য প্রতিষ্ঠিত এই বাংলাদেশ-তুরস্ক বিজনেস ফোরাম। বিটিবিএফ দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়ােগ ও সাংস্কৃতিক মিথস্ক্রিয়ার জন্য সহযােগিতা বাড়াবে এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে একটি অ্যাডভােকেসি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বাংলাদেশ-ভারত চতুর্থ প্রতিরক্ষা সংলাপ ভারতের নয়াদিল্লিতে ১১ আগস্ট ২০২২ অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ-ভারত চতুর্থ প্রতিরক্ষা সংলাপ

    লাইন অব ক্রেডিটের (এলওসি) আংশিক ব্যবহার, দ্বিপক্ষীয় সহযােগিতা, নিরাপত্তা ইস্যু, জঙ্গিবাদ দমন, প্রশিক্ষণ, যৌথ মহড়া ও সফর বিনিময় বিষয়গুলাে সংলাপে আলােচিত হয়। সংলাপটিতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব। দেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রসঙ্গত, ২০২০ সালের ২ নভেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে তৃতীয় প্রতিরক্ষা সংলাপ হয়েছিল।

    বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টার পরিচালনায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চুক্তি নবায়ন

    স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) ১০ আগস্ট ২০২২ আরও দুই বছরের জন্য বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলাের (আইভ্যাক) পরিচালনা এজেন্ট নিযুক্ত হয়েছে। ২০০৫ সালের ডিসেম্বরে গুলশানে প্রথম আইভ্যাক খােলার পর থেকে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করে আসছে। ঢাকার যমুনা ফিউচার পার্কের আইভ্যাক বিশ্বের বৃহত্তম ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। বর্তমানে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশে ১৫টি আইভ্যাক পরিচালনা করছে। বাংলাদেশে আইভ্যাক পরিচালনার পাশাপাশি এসবিআই ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় তিনটি শাখার মাধ্যমে বাংলাদেশের জনগণকে সেবা দিচ্ছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া একটি ভারতীয় পাবলিক সেক্টর ব্যাংক। ৩৫টি দেশে এর ২৫ হাজারের বেশি শাখা রয়েছে। এর মােট গ্রাহকের সংখ্যা ৪৬ কোটির বেশি।

    ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু

    দেশের ১ কোটি ১ লাখ নিম্ন আয়ের পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির (ট্রেডিং করপােরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি কার্যক্রম ২ আগস্ট ২০২২ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য ঢাকায় পাবে ১৩ লাখ পরিবার এবং পর্যায়ক্রমে বিভিন্ন জেলার ফ্যামিলি কার্ডধারীরা টিসিবির পণ্য পাবে।

    কাস্টমস অটোমেশন ন্যাশনাল টেকনিক্যাল টিম গঠন করল এনবিআর

    তথ্যপ্রযুক্তিভিত্তিক ডিজিটাল কাস্টম-ব্যবস্থা গড়ে তুলতে ‘কাস্টমস অটোমেশন ন্যাশনাল টেকনিক্যাল টিম ২ আগস্ট ২০২২ গঠন করেছে জাতীয় রাজস্ব বাের্ড (এনবিআর)। এটি জাতীয় পর্যায়ের একটি কমিটি। ১৮ সদস্যের এই টিমের সভাপতি করা হয়েছে এনবিআরের কাস্টমস (নীতি ও আইসিটি) বিভাগের সদস্যকে। এই কমিটি ক্রমেই বাংলাদেশ কাস্টমসের কার্যক্রম পেপারলেস করার লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করবে। কাস্টমস অটোমেশন টেকনিক্যাল টিমের কার্যক্রম মনিটর করবে। কাস্টমসের অটোমেশনের কর্মপরিকল্পনা এনবিআরের চেয়ারম্যানকে জানাবে।

    হাইকোর্টে নতুন ১১ বিচারক নিয়ােগ

    সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন ১১ জন অতিরিক্ত বিচারক নিয়ােগ দিয়েছে সরকার। জেলা ও দায়রা জজ পদমর্যাদার পাঁচজন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনজন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী তিনজন নতুন বিচারক হিসেবে ৩১ জুলাই ২০২২ নিয়ােগ পেয়েছেন। সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে ১১ ব্যক্তিকে শপথ গ্রহণের দিন থেকে অনধিক দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়ােগ দিয়েছেন রাষ্ট্রপতি। নতুন নিয়ােগ পাওয়া বিচারকেরা হলেন জেলা ও দায়রা জজ মাে. শওকত আলী চৌধুরী, কুমিল্লার জেলা ও দায়রা জজ মাে. আতাবুল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাে. আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মাে. আলী রেজা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মাে. বজলুর রহমান, ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাে. বশির উল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মাসুদ হােসেন দেলন এবং এ কে এম রবিউল হাসান।

    ঢাকার ২ মেয়র মন্ত্রীর, চট্টগ্রাম-নারায়ণগঞ্জের মেয়র প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন

    রাজধানী ঢাকা উত্তর সিটি করপােরেশনের মেয়র মাে. আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপােরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস পেলেন মন্ত্রীর মর্যাদা। একই সঙ্গে প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চট্টগ্রাম সিটি করপােরেশনের মেয়র মাে. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপােরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৭ আগস্ট ২০২২ নতুন পদমর্যাদা প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়।

  • বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

    বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

    বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি সহায়ক হবে। তো চলুন লেখাটি পড়ে নেয়া যাক-

    bcs question online preparation

    বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

    প্রশ্ন : প্রাচীন জনপদ পুণ্ড্রবর্ধন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিভাগে পরিণত হয়—
    উত্তর : গুপ্ত যুগে।

    এই বিভাগের আরো পোস্ট :

    প্রশ্ন : বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে—
    উত্তর : অস্ট্রিক জাতিগােষ্ঠী থেকে।

    প্রশ্ন : বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন—
    উত্তর : শশাঙ্ক।

    প্রশ্ন : ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে—
    উত্তর : ১৭৬৫ সালে।

    প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রতিষ্ঠিত হয়—
    উত্তর : ৭ এপ্রিল ১৯৪৮।

    প্রশ্ন : পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন—
    উত্তর : লর্ড কার্জন।

    প্রশ্ন : ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে—
    উত্তর : তিনটি অঞ্চলে।

    প্রশ্ন : পাকিস্তান গণপরিষদ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়ে একটি বিল পাস করে—
    উত্তর : ৯ মে ১৯৫৪।

    প্রশ্ন : যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দায়িত্বে ছিলেন—
    উত্তর : কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের।

    প্রশ্ন : বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটিকে ইউনেসকোর মেমােরি অব দ্য ওয়ার্ল্ড আন্তর্জাতিক তালিকায় স্থান দেয়—
    উত্তর : ৩০ অক্টোবর ২০১৭।

    প্রশ্ন : বাংলাদেশে 5G সেবা চালু হয়—
    উত্তর : ১২ ডিসেম্বর ২০১১।

    প্রশ্ন : মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের যে ধারায় মামলার ক্ষমতা দেওয়া আছে—
    উত্তর : ১০২।

    প্রশ্ন : বাংলাদেশের সমুদ্র অঞ্চলের পরিমাণ মােট—
    উত্তর : ১,১৮,৮১৩ বর্গকিলােমিটার।

    প্রশ্ন : উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় গঠিত হয়েছে—
    উত্তর : প্লাইস্টোসিনকালে।

    প্রশ্ন : ২০২২-২৩ অর্থবছরের মােট বাজেট—
    উত্তর : ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

    প্রশ্ন : ভারত-বাংলাদেশ গঙ্গা নদীর পানি চুক্তি কার্যকর হয়—
    উত্তর : ১২ ডিসেম্বর ১৯৯৬

    প্রশ্ন : বাংলাদেশ সংবিধানের প্রথম সংশােধনীর উদ্দেশ্য ছিল—
    উত্তর : ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান।

    প্রশ্ন : আমার সােনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়েছে—
    উত্তর : ৩ মার্চ ১৯৭১।

    প্রশ্ন : বাংলাদেশে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণ করা হয়—
    উত্তর : ১ নভেম্বর ২০০৭।

    প্রশ্ন : সাংগ্রাই বর্ষবরণ অনুষ্ঠান পালন করে—
    উত্তর : মারমা উপজাতি।

    সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে আরো কিছু প্রশ্নোত্তর

    প্রশ্ন : সােয়াচ অব নাে গ্রাউন্ড অবস্থিত-
    উত্তর : বঙ্গোপসাগরে।

    প্রশ্ন : ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত আন্তসীমান্ত নদী—
    উত্তর : দুধকুমার।

    প্রশ্ন : বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে—
    উত্তর : ১৮ এপ্রিল ১৯৭২।

    প্রশ্ন : বাংলাদেশের প্রথম ডিজিটাল আদমশুমারি পরিচালিত হয়—
    উত্তর : ১৫ থেকে ২১ জুন ২০১২।

    প্রশ্ন : ২০২২ সালে জাতিসংঘের ‘দ্যাগ হ্যামারশােল্ড’ পদক (মরণােত্তর) পেয়েছেন—
    উত্তর : ২ জন বাংলাদেশি।

    প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ভৌগােলিক নির্দেশক (জিআই) পণ্য—
    উত্তর : ১০টি।।

    প্রশ্ন : পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করা হয়—
    উত্তর : ২৫ জুন ২০১২।

    প্রশ্ন : বাংলার প্রথম স্বাধীন সুলতান—
    উত্তর : ফখরুদ্দিন মােবারক শাহ।

    প্রশ্ন : ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার নামকরণ ‘মুজিবনগর’ করেন—
    উত্তর : তাজউদ্দীন আহমদ।

    প্রশ্ন : বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হতে থাকে—
    উত্তর : ২০০০ সাল থেকে।

    প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাত অঞ্চল-
    উত্তর : রাজশাহী।

    প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের দ্বাদশ গভর্নর
    উত্তর : আব্দুর রউফ তালুকদার।

    প্রশ্ন : ব্রুনাই কিং যে ফলের নাম—
    উত্তর : আম।

    প্রশ্ন : অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ—
    উত্তর : ২০২১-২০২৫।

    প্রশ্ন : ছিয়াত্তরের মন্বন্তরের (১১৭৬) সময় বাংলার গভর্নর ছিলেন—
    উত্তর : লর্ড কার্টিয়ার।